Dhaka to ullah para train

ঢাকা টু উল্লাপাড়া ট্রেনের সময়সূচী ও ভাড়া

ঢাকা টু উল্লাপাড়া ট্রেনের সময়সূচী ও ভাড়া। আজকে আমরা কথা বলব ঢাকা থেকে উল্লাপাড়া ট্রেনের সময়সূচী ও টিকিট এর মূল্য নিয়ে। আপনি যদি ঢাকা থেকে উল্লাপাড়া ট্রেনের মাধ্যমে যেতে চান।

তবে আপনি বিভিন্ন আন্তঃনগর এবং লোকাল ট্রেনের মাধ্যমে যেতে পারেন। কারণ ট্রেনের যাতায়াত অনেকটাই সহজলভ্য। আশা করছি আমাদের এই পোস্টের মাধ্যমে ঢাকা থেকে উল্লাপাড়া যাওয়ার সকল তথ্য পেয়ে যাবেন।

এবং সকল ট্রেনের টিকিটের মূল্য সম্পর্কে জানতে পারবেন। সাধারণত ঢাকা থেকে উল্লাপাড়ার দূরত্ব হচ্ছে 145 কিলোমিটার। কিন্তু এই দূরত্বের রাস্তা যদি আপনি অন্য কোন মাধ্যমে যাতায়াত করতে চান।

তাহলে সেটা খুবই বেদনাদায়ক হবে। আমরা সবাই জানি ঢাকা শহরের জামের কথা। তাই যারা জাম এড়িয়ে যেতে চায় তাদের জন্য ট্রেন হচ্ছে একমাত্র উত্তম মাধ্যম।

ট্রেনে খুব কম সময়ের ভিতর ঢাকা থেকে উল্লাপাড়ায় যাওয়া যায়। এই পোস্টে আমরা চেষ্টা করেছি ঢাকা থেকে উল্লাপাড়া যাওয়ার সকল তথ্য তুলে ধরার।

বাংলাদেশ রেলওয়ে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা চালু করেছে। আপনি এখন ঘরে বসে নিজের এন আইডি ব্যবহার করে ট্রেনের টিকিট কাটতে পারবেন। আপনি যদি এর আগের ট্রেনের টিকিট না কেটে থাকেন। তাহলে কিভাবে ট্রেনের টিকিট অনলাইন থেকে কাটবেন তা জানার জন্য নিচের লিংকে ক্লিক করুন

ঢাকা টু উল্লাপাড়া ট্রেনের সময়সূচী

ঢাকা থেকে উল্লাপাড়া যাওয়ার জন্য অনেক আন্তঃনগর ও লোকাল ট্রেন রয়েছে।সাধারণত যে ট্রেনগুলো বেশি চলাচল করে যেমন সুন্দরবন এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস। নিচে ঢাকা থেকে উল্লাপাড়া যাওয়ার সকল ট্রেনের সময়সূচী তুলে ধরা হলো:

ট্রেনের নাম                        ট্রেন ছাড়ে             পৌঁছায়               ছুটির দিন

চিত্রা এক্সপ্রেস(৭৬৪)              ১৯:০০                   ২২:০৯             সোমবার

সিল্কসিটি এক্সপ্রেস(৭৫৩)      ১৪:৪৫                   ১৮:২৯               রবিবার

সুন্দরবন এক্সপ্রেস(৭২৬)      ০৮:১৫                   ১১:৪৬               বুধবার

লালমনী এক্সপ্রেস(৭৫১)         ২১:৪৫                  ০১:০২              শুক্রবার

পদ্মা এক্সপ্রেস(৭৫৯)              ২৩:০০                  ০২:২১              মঙ্গলবার

ঢাকা টু উল্লাপাড়া ট্রেনের টিকিটের মূল্য

আপনি যদি বাসে যাতায়াত করে থাকেন। তাহলে অবশ্যই জানেন এক একটি বাসে আসন ব্যবস্থার ধরন একেক রকম থাকে। ট্রেনের ভিতর ও ঠিক একই রকম। আপনি চাইলে কম দাম দিয়ে টিকিট ক্রয় করতে পারেন। অথবা চাইলে উন্নত মানের আসন ব্যবস্থা বেশি দাম দিয়ে কিনতে পারেন। নিচের তালিকা থেকে আপনি আপনার পছন্দের আসন ব্যবস্থাটি ক্রয় করতে পারেন।

আসন বিভাগ          টিকিটের দাম

এসি সিট                   ৪৮৫টাকা

এসি বার্থ                   ৭২৫টাক

শোভন                     ২০৫টাকা

শোভন চেয়ার           ২৪৫টাকা

প্রথম সিট                 ৩২৫টাকা

প্রথম বার্থ                  ৪৮৫টাকা

স্নিগ্ধা                        ৪০৫টাকা

আশা করছি ঢাকা থেকে উল্লাপাড়া ট্রেনে যাওয়ার সকল তথ্য খুঁজে পেয়েছেন।আপনার যদি এই যাতায়াত নিয়ে কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। বাংলাদেশের সকল ট্রেনের যাতায়াত এর তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

Related Post 

বাংলাবান্ধা এক্স‌প্রেস ট্রেন সময়সূচি এবং ভাড়া

ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ও টিকেট মূল্য

ঢাকা থেকে নারায়ণগঞ্জ ট্রেনের সময়সূচী ও টিকেটের মূল্য

ঢাকা টু পার্বতীপুর ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য

ঢাকা টু চিলাহাটি ট্রেনের সময়সূচী ও ভাড়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top