টিন সার্টিফিকেট ডাউনলোড, আবেদন, সংশোধন ও বাতিল করার নিয়ম

টিন সার্টিফিকেট ডাউনলোড, আবেদন, সংশোধন ও বাতিল করার নিয়ম। আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো টিন সার্টিফিকেট নিয়ে। প্রতিদিন অসংখ্য মানুষ টিন সার্টিফিকেট এর জন্য আবেদন করতে চাই।

পরবর্তীতে টিন সার্টিফিকেট ডাউনলোড করার প্রয়োজন পড়ে। তাই আজকে আমাদের এই পোস্ট থেকে জানতে পারবেন কিভাবে টিন সার্টিফিকেট ডাউনলোড করা যায়।

আপনি আপনার টিন সার্টিফিকেট যাচাই করতে পারবেন। এবং আপনি যদি চান টিন সার্টিফিকেট বাতিল করবেন। তাহলে খুব সহজেই জানতে পারবেন। আজকের পোস্ট শেষ পর্যন্ত পড়বেন।

টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে

টিন সার্টিফিকেট বলতে বোঝায় এক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। ইনকাম ট্যাক্স দিতে গেলে আপনার একটি টিন সার্টিফিকেট দেয়া লাগবে‌। আপনি এই ইনকাম ট্যাক্স টিন সার্টিফিকেট ছাড়া দিতে পারবেন না।

কিছু কিছু ক্ষেত্রে টিন সার্টিফিকেট থাকলে কর দিতে হবে।আবার অন্যদিকে কিছু কিছু ক্ষেত্রে টিন সার্টিফিকেট থাকলে কর দিতে হবে না।আজকে আমাদের এই পোস্টে তুলে ধরা হয়েছে কাদের জন্য কর দেয়া বাধ্যতামূলক। নিচে থেকে তালিকা দেখে নিনঃ

  • যদি আয় বছরে করদাতার মোট করযোগ্য আয় করমুক্ত সীমা অতিক্রম করে তবে রিটার্ন জমা দিতে হবে।
  • মোটর গাড়ির মালিকানা থাকলে দিতে হবে।
  • মূল্য সংযজোন কর আইন, ১৯৯১ এর অধীন নিবন্ধিত কোন ক্লাবের সদস্যপদ থাকলে।
  • সিটি কর্পোরেশনে অথবা পৌরসভায় ব্যাবসা পরিচালণার জন্য ট্রেড লাইসেন্স থাকলে কর দিতেই হবে।
  • ডাক্তার, আয়কর আইনজীবী, চার্টার্ড একাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার পেশায় নিয়োজিত সকল ব্যাক্তিবর্গকে রিটার্ন জমা দিতে হবে।
  • চেম্বার অব কমার্স এন্ড উন্ডাস্ট্রিজ অথবা কোন ট্রেড এসোসিয়েশনের সদস্য।
  • পৌরসবা, সিটি কর্পরেশন অথবা জাতীয় সংসদ নির্বাচনের সকল পদপ্রার্থী
  • সরকারী, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা অথবা স্থানীয় কর্তৃপক্ষের ঠিকাদারি কাজে টেন্ডারে অংশগ্রহনকারী সকল ব্যাক্তি ও প্রতিষ্ঠান।
  • সরকারী, স্বায়ত্তশাসিত বা বেসরকারী চাকরীরতদের মূল বেতন ১৬ হাজার টাকা বা তার বেশি হলে রিটার্ন জমা দিতে হবে।

টিন সার্টিফিকেটের কাজ কি

এই সার্টিফিকেট এর মাধ্যমে আপনি বিভিন্ন কার্যক্রম সম্পাদন করতে পারবেন। নিম্নে আমরা তুলে ধরেছি আপনি এই সার্ভিসের মাধ্যমে কি কি কাজ সম্পন্ন করতে পারবেন।

  • আমদানি করার ক্ষেত্রে আমদানিপত্র রেজিস্ট্রেশন করার জন্য।
  • সিটি কর্পোরেশন বা পৌরসভায় ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য।
  • যেকোন ধরনের বাণিজ্যিক দরপত্রের জন্য।
  • সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত অঞ্চলে যে কোন জমি বা ভবন রেজিস্ট্রেশনের জন্য।
  • ক্রেডিট কার্ড ইস্যু করার জন্য।
  • কপম্পানী রেজিস্ট্রেশনের জন্য এবং কম্পানীর শেয়ার হোল্ডার হওয়ার জন্য টিন সার্টিফিকেট লাগবে।
  •  ড্রাগ লাইসেন্সের জন্য।
  • যেকোনো ব্যাবস্যায়িক সমিতির সদস্য হওয়ার জন্য কিংবা সদস্য পদ নবায়ন করার জন্য।
  • গাড়ি, জিপ অথবা মাইক্রোবাসের রেজিস্ট্রেশন কিংবা ফিটনেস লাইসেন্সের জন্য।
  • কোন পেশাদারী কাজের প্র্যাক্টিস এর জন্য লাইসেন্স নিতে হয়। যেমনঃ ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী ইত্যাদি।

টিন সার্টিফিকেট তৈরি করার নিয়ম

আপনারা যারা টিন সার্টিফিকেট খোলার নিয়ম জানতে চান। তাদের জন্য এখানে আমরা কিছু নিয়ম বলে দিয়েছি। যার মাধ্যমে আপনি জানতে পারবেন টিন সার্টিফিকেট কিভাবে পাওয়া যায়। তাই নিচের অংশ থেকে জেনে নিন টিন সার্টিফিকেট এর আবেদন কিভাবে করতে হবে।

টিন সার্টিফিকেটের জন্য আবেদন করার নিয়ম

tin certificate apply process

আপনি যদি আপনার জন্য টিন সার্টিফিকেট তৈরি করতে চান। তাহলে অবশ্যই আপনাকে কিছু কাগজপত্র নিজের কাছে রাখতে হবে। এবং সেই কাগজপত্র দিয়ে আপনাকে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে।

  • জাতীয় পরিচয়পত্র
  • মোবাইল নাম্বার
  • বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা
  1. পরবর্তীতে উল্লেখিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  2. এখন রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। পরবর্তীতে একটি অ্যাকাউন্ট তৈরি করার পর।
  3. ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা পূরণ করে একাউন্ট একটিভ করতে হবে।
  4. তারপর আপনার ফোন নাম্বার একই ভেরিফিকেশন কোড আসবে।
  5. কোড সাবমিট করুন। আপনার রেজিস্টার সম্পূর্ণ হয়ে গেল।
  6. এরপর টিন রেজিস্ট্রেশন এর জন্য ক্লিক করতে হবে।
  7. যে ফ্রম প্রদর্শন করা হবে সেই ফরমটি সঠিকভাবে পূরণ করতে হবে।
  8. সব তথ্য ঠিক থাকলে সাবমিট অপশনে ক্লিক করুন।
  9. এবং পরবর্তীতে ভিউ অপশনে ক্লিক করে আপনার সার্টিফিকেট পেয়ে যাবেন।

Apply For TIN Certificate

Apply Now

টিন সার্টিফিকেট নবায়ন করার নিয়ম

আপনারা যারা আপনাদের টিন সার্টিফিকেট নবায়ন করতে চান। তারা খুব সহজেই কয়েকটি পদক্ষেপ গ্রহণ করে টিন সার্টিফিকেট নবায়ন করতে পারবেন। তাই দেখে নিন আমাদের পোস্ট থেকে কিভাবে টিন সার্টিফিকেট নবায়ন করতে হয়। তাই দেখে নিন পুরাতন টিন সার্টিফিকেট বের করার নিয়ম।

  1. টিন সার্টিফিকেট এর ওয়েবসাইটে প্রবেশ করুন।
  2. নিজের ইউজার নেইম আর পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
  3. লগিন করার পর আপনি বিভিন্ন অপশন বার দেখতে পারবেন।
  4. এডিট/কারেক্ট/ আপডেট অপশন এ সিলেক্ট করুন।
  5. আপনি যেই টাইপের তথ্য সংশোধন করতে চান সেটি সিলেক্ট করুন।
  6. এরপর আপনার সঠিক তথ্য দিয়ে সাবমিট এ ক্লিক করুন।
  7. এভাবেই আপনার টিন সার্টিফিকেট সংশোধন এর রিকোয়েস্ট সাবমিট করতে হবে। সুনির্দিস্ট সময়ের পর আপনার আপডেট তথ্যটি একই সাইটে পেয়ে যাবেন।

টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম

এখন আপনি ঘরে বসেই খুব সহজেই টিন সার্টিফিকেট বাতিল করার জন্য আবেদন করতে পারবেন। নিচে আমরা কতগুলো নিয়ম বলে দিয়েছি যার মাধ্যমে আপনি খুব সহজেই টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন।

  • মূলত আয়কর অধ্যাদেশ আপনার টিন সার্টিফিকেটটি বন্ধ করার জন্য সুমির্দিষ্ট কোন নির্দেশনা দেয় নি। তবে প্রচলিত ক্ষেত্রে আমরা টিন বাতিল করার জন্য এই নিয়মগুলো অনুসরণ করে থাকি।
  • আপনি যেই কর অঞ্চলের অধীনে আপনার টিন নাম্বারটি খুলেছেন সেই অঞ্চলের উপকর কমিশনার বরাবর আপনার টিন টি বাতিলের জন্য আবেদন বা দরখাস্ত করতে হবে।
  • দরখাস্থ করার পূর্বে সময়সাপেক্ষ কিছু নিয়ম অত্যাবশক।
  • একজন করদাতা হতে যে পরিমাণ আয় করার প্রয়োজন সেই পরিমাণ আয় যদি আপনার না থাকে তাহলে আপনাকে কমপক্ষে ৩ বছর শূণ্য রিটার্ন দাখিল করতে হবে।
  • তিন বছর শূণ্য রটার্ন দেয়ার পরেও যদি আপনার সামনে করযোগ্য আয়ের কোন সম্ভাবনা না থাকে তাহলে আপনি তৃতীয় বছরের রিটার্ন জমা দেয়ার সময় আপনার আয়কর ফাইলটি নথিস্থ করার জন্য একটি আবেদন করতে হবে উপকর কমিশনার বরাবর।
  • উপকর কমিশনার যদি আপনার দরখাস্থে সন্তুষ্ট হয় তাহলে আপনার ফাইলটি নথিস্থ করে রাখবেন।
  • পরবর্তীতে যদি আপনার কর দেয়ার মতো আয় হয় তখন সেই ফাইলটি পুনরায় সচল করতে হবে। উল্লেখ্য যে একটি আইডি কার্ড দিয়ে কেবল একটিই টিন একাউন্ট খোলা যায়।

টিন সার্টিফিকেট ডাউনলোড (tin certificate download)

download tin certificate

আপনারা যারা টিন সার্টিফিকেট ডাউনলোড (tin certificate download) করার পদ্ধতি সম্পর্কে জানতে চান। তাদের জন্য এখানে কতগুলো নিয়ম দেয়া হয়েছে। যার মাধ্যমে আপনি খুব সহজেই টিন সার্টিফিকেট ডাউনলোড (tin certificate download Bangladesh) করতে পারবেন।

  • আমাদের পোস্টের দেয়া লিঙ্কের মাধ্যমে আয়কর বিভাগের সাইটে প্রবেশের করুন।
  • সেখান থেকে লগিন এ ক্লিক করুন।
  • এরপর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নিজের টিন একাউন্টে প্রবেশ করুন।
  • সেখানে আপনার টিন সার্টিফিকেটের যাবতীয় সব তথ্য চেক করতে পারবেন।
  • এছাড়া আপনি চাইলে সেখান থেকে প্রিন্ট বা ডাউনলোড করতে পারবেন একদম সহজেই। এভাবেই আপনি প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন।

TIN Certificate Download 

টিন নাম্বার দিয়ে টিন সার্টিফিকেট বের করার নিয়ম

আপনার টিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন নিচের নিয়মগুলো অনুসরণ করে। নিচের নিয়ম গুলো সঠিকভাবে সম্পন্ন করলে আপনি অবশ্যই আপনার টিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আরও দেখুন হারানো টিন সার্টিফিকেট বের করার নিয়ম।

Download TIN Certificate

সর্বশেষ কথা

আশা করি আমাদের পোস্টের মাধ্যমে জানতে পেরেছেন টিন সার্টিফিকেট চেক করার নিয়ম। এবং কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করতে হয়। তাই আমাদের পোস্টটি ভাল লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। যাতে বাকিরাও জানতে পারে টিন সার্টিফিকেট যাচাই কিভাবে করতে হয়। এবং টিন সার্টিফিকেট কিভাবে পাবো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।

আরও দেখুনঃ 

বয়স্ক ভাতার জন্য আবেদন করার নিয়ম [ বয়স্ক ভাতার আবেদন ফরম ডাউনলোড করুন ]

বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম (How to delete Bkash account)

ইমুতে কল রেকর্ড করবেন যেভাবে (কথা সহ ইমু কল রেকর্ড করার নিয়ম )

বিকাশ থেকে প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

রকেট একাউন্টের পিন ভুলে গেলে করণীয়

স্কিটো সিমে রিচার্জ করার নিয়ম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top