বিমান বাংলাদেশ টিকিট চেক করার নিয়ম

বিমান বাংলাদেশ টিকিট চেক করার নিয়ম ও লিংক ২০২৪

দ্রুততম যাত্রায় আরেক নাম বিমান যা বর্তমানে অনেক সহজলভ্য। বিমান জীবনযাত্রায় অনেক সহজ একটি মাধ্যম এর আরেক ধাপ এগিয়ে নিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যা বাংলাদেশের একমাত্র পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা। এটি প্রধানত ঢাকায় অবস্থিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও এর কার্যক্রম পরিচালিত হয়।

বিদেশ ভ্রমণে শুধু প্রবাস পাড়ি দেওয়ায় উদ্দেশ্যে নয়, বিভিন্ন কাজের ক্ষেত্রে বিদেশ পাড়ি জমাতে হয়। এর মধ্যে উল্লেখযোগ্য, প্রবাস জীবন যাপনের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, লেখাপড়ার জন্য, চাকরির জন্য, নিজের ক্যারিয়ার গড়তে, এবং অনেকেই ট্যুরে যাওয়ার জন্য। যে প্রয়োজনে হোক না কেন আপনি হয়তো কোন এজেন্সির বা দালালের মাধ্যমে টিকিট বুকিং করেছে।

টিকিট কনফার্ম কিনা বা টিকিট সঠিক কিনা যাবতীয় তথ্য জানতে আগ্রহী, এজন্য ঘরে বসে জানতে চান। তাহলে এই পোস্ট থেকে আপনি দেখে নিতে পারবেন। আজকের এই পোস্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিট চেক করার নিয়মাবলী তুলে ধরেছি। যা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে দেখে নিতে পারবেন। বিমানের টিকিট চেক করার নিয়ম দেখে নিন।

বিমানের টিকিট চেক করার নিয়ম

টিকেট জটিলতা ও প্রতারক চক্রের হাত থেকে মুক্তি পাওয়ার মাধ্যম টিকিট চেক করা। আপনি দুটি মাধ্যমে দেখতে পারবেন যেমন অন্যের সাহায্যে এবং নিজের হাতে থাকা মোবাইল দিয়ে। যারা টিকিট কনফার্ম বা টিকিট চেকিং সহ যাবতীয় তথ্য গ্রাহকদের সেবা প্রদান করে। সে ক্ষেত্রে তাদেরকে কিছু টাকা প্রদান করতে হয় এবং সময় দিতে হয়। এ সকল ঝামেলা বা জটিলতা দূর করার জন্য আপনার হাতে থাকা স্মার্টফোনটি কাজে লাগান।

বিমান বাংলাদেশ টিকিট চেক

বাংলাদেশ বিমান এয়ারলাইন্স টিকিট চেক করার সুযোগ সুবিধা প্রদান করছে। এই সুবিধা নেওয়ার জন্য স্মার্টফোন ব্যবহার করতে পারেন। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। যাবতীয় তথ্য প্রদান করার মাধ্যমে আপনি জেনে নিন আপনার টিকিট সঠিক কিনা। এক্ষেত্রে আপনার টিকিটে জটিলতা থাকলে আপনি দেখে নিতে পারবেন। যার মাধ্যমে টিকিট বুকিং করেছেন করেছেন যাবতীয় ব্যবস্থা নিতে পারবেন।

সাধারণত টিকিট কনফার্ম এর ক্ষেত্রে প্রতারক চক্রের কবলে খুব কম মানুষ পড়ে। তবে যারা প্রতারক চক্রের হাতে পড়ে যায় ক্ষতির সম্মুখীন হয়। প্রতারক চক্রের হাতে পড়লে টিকিট জটিলতার কারণে বাড়ি ফিরে আসতে হতে পারে। জটিলতা এড়ানোর জন্য টিকিট চেক করা নিয়মাবলী দেখে নিন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিট চেক

বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট, ভিসা যেমন গুরুত্বপূর্ণ তেমনি টিকিটও গুরুত্বপূর্ণ বিদেশ যাওয়ার জন্য সকল বিষয়গুলি গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত। এতে করে বিদেশ যাওয়ার জটিলতায় পড়তে হয় না। বিষয়টি আরো সহজ করতে অনলাইনে টিকিট চেক করার সুযোগ রয়েছে যা আমরা এই পোস্টটি তুলে ধরেছি।

বিমানের টিকিট অনলাইন চেক

যারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিমানের টিকিট চেক করার জন্য আগ্রহী তারা এখান থেকে দেখে নিন। এর জন্য আপনাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওখানে প্রবেশ করার পর হোম পেজ চালু হবে। সে ক্ষেত্রে বিমান বাংলাদেশ অনলাইন টিকিট চেক করার জন্য কিছু তথ্য দিতে হবে। সঠিক তথ্য প্রদান করার পর আপনি দেখে নিতে পারবেন। আপনার টিকিটের যাবতীয় তথ্য যদি টিকিট সঠিক হয়, তাহলে যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন।

অনলাইনে বিমানের টিকিট চেক করার নিয়ম

অনলাইনে বিমান টিকিট চেক করার জন্য প্রথমে আপনি টিকিট হাতে নিন। খেয়াল করুন আপনার টিকিটে থাকা পি এন আর নাম্বার এবং টিকিটে থাকা আপনার নামের শেষের অংশ যা টিকিট চেক করার সময় লাগবে।

  • প্রথম ধাপঃ একটি ব্রাউজার ওপেন করুন হতে পারে তা ক্রোম ব্রাউজার। সার্চ বক্সে লিখুন Biman Bangladesh airlines অথবা পোস্টে থাকা লিংকে ক্লিক করুন। এখন হোমপেজ চালু হবে।
  • দ্বিতীয় ধাপঃ যেহেতু আপনি টিকিট চেক করবেন, এর জন্য খেয়াল করুন book flight এর নিচে check your trip অপশন রয়েছে ওখানে ক্লিক করুন।
  • তৃতীয় ধাপঃ এখন আপনাকে তথ্য প্রদান করতে হবে। আপনার টিকিটের পিএনআর নাম্বার এবং আপনার নামের শেষের অংশ। খালি বক্সে ছয় ডিজিটের পিএনআর নাম্বার বসান এবং আপনার লাস্ট নেম বসান। তারপর সার্চ করুন এখন দেখে নিন আপনার যাবতীয় তথ্য। এক্ষেত্রে আপনার টিকিট যদি সঠিক হয় তাহলে দেখতে পারবেন।
  • চতুর্থ ধাপঃ আপনি যদি flight status ও flight schedule দেখতে চান flight status এবং flight schedule এ ক্লিক করুন। ফ্লাইট স্ট্যাটাসে ক্লিক করার পর কিছু তথ্য প্রদান করতে হবে। যেমনঃ
  1. Flying from
  2. Flying to
  3. Departure date বসিয়ে সার্চ একটি করুন এবং দেখে নিন।

আপনি যদি সিডিউল সম্পর্কে জানতে চান flight schedule এ ক্লিক করুন এবং তথ্য প্রদান করুন flight status এর মতো। এরপর সার্চ করুন এবং তথ্যগুলো দেখে নিন। এছাড়াও আপনি চাইলে টিকিট প্রিন্ট করে রাখতে পারবেন

পাসপোর্ট নাম্বার দিয়ে টিকিট চেক

উপরোক্ত নিয়মাবলী থেকে টিকিট চেক করা যায়। এক্ষেত্রে অবশ্যই আপনাকে টিকিট হাতে থাকতে হবে, এবং টিকেতে থাকা পি এন আর নাম্বার এবং নামের শেষ অংশ বসাতে হবে। যদি আপনার টিকিট সঠিক হয় তাহলে আপনি টিকিটের যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন, অন্যথায় দেখতে পারবেন না।

আশা করা যায় এখান থেকে দেখে নিতে পেরেছেন। কিভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট চেক করতে হয়। যদি আমাদের এই পোস্ট ভাল লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন।

আরও দেখুনঃ

সৌদি এয়ারলাইন্স টিকিট চেক – অনলাইনে Saudi Airlines Ticket Check

রিজেন্ট এয়ারওয়েজ টিকেট চেক – চেক করার নিয়ম ও লিংক দেখুন

বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত – আজকের বিমান ভাড়া সৌদি টু বাংলাদেশ ফ্লাইট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top