প্রতিদিন অসংখ্য চরিত্রহীন পুরুষ নিয়ে উক্তি বাণী ও কবিতা পাওয়ার জন্য অনুসন্ধান করে। আমরা আজকে পোস্ট লিখেছি চরিত্রহীন পুরুষ নিয়ে উক্তি বাণী ও কবিতা সম্পর্কে। তাই আপনারা যারা চরিত্রহীন পুরুষ নিয়ে উক্তি বাণী ও কবিতা (choritrohin purush niye kichu ukti) পেতে চান। তাদের জন্য আজকের এই পোস্ট এ বিখ্যাত চরিত্রহীন পুরুষ নিয়ে উক্তি বাণী ও কবিতা দেওয়া হয়েছে। আশা করছি চরিত্রহীন পুরুষ নিয়ে উক্তি বাণী ও স্ট্যাটাস আপনাদের জীবনে সময়কে আরো সুন্দর ভাবে ব্যবহার করতে সাহায্য করবে। আশা করি পোষ্টটি সবার ভাল লাগবে।
চরিত্রহীন পুরুষ নিয়ে উক্তি
তাই যারা চরিত্রহীন পুরুষ নিয়ে উক্তি পেতে চান তাদের জন্য আমরা জনপ্রিয় চরিত্রহীন পুরুষ নিয়ে উক্তি গুলো আমাদের এখানে দিয়েছি। আপনারা চাইলে চরিত্রহীন পুরুষ নিয়ে বাণী এখান থেকে সংগ্রহ করে ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিতে পারেন।
১।“ একজন চরিত্রহীন পুরুষ সর্বদা অর্থ উপার্জনের ধান্ধায় থাকে আর একজন মহিলা তার দেহগঠন নিয়ে ব্যস্ত থাকে ”
২। আমার সংজ্ঞায় চরিত্রহীনতার সঙ্গে যৌ*নতার কোনও সম্পর্ক নেই, সম্পর্ক আছে শঠতা, নীচতা, অসততা, মিথ্যে, প্রতারণা, ছলনা, চাতুরির সঙ্গে।
– তসলিমা নাসরিন
৩। নৈতিকতা বিবর্জিত মানুষের চরিত্র বলতে কিছুই থাকে না
– কবীর চৌধুরী
৪। চরিত্রহীনা নারী চরিত্রহীন পুরুষের জন্য, আর চরিত্রহীন পুরুষ চরিত্রহীনা নারীর জন্য। সৎ চরিত্রবতী নারী সৎ চরিত্রবান পুরুষের জন্য, আর সৎ চরিত্রবান পুরুষ সৎ চরিত্রবতী নারীর জন্য।
– আল কুরআন
৫। সুন্দরী নারী চরিত্রহীন পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয়।
চরিত্রহীন পুরুষ নিয়ে ক্যাপশন
তাই যারা চরিত্রহীন পুরুষ নিয়ে বাণী পেতে চান তাদের জন্য আমরা জনপ্রিয় চরিত্রহীন পুরুষ নিয়ে বাণী গুলো আমাদের এখানে দিয়েছি। আপনারা চাইলে চরিত্রহীন পুরুষ নিয়ে বাণী এখান থেকে সংগ্রহ করে ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিতে পারেন।
- “চরিত্রহীন পুরুষ পশুর থেকেও অধম”
- “চরিত্র হল অন্ধকারের মধ্যে আপনি যা। – ডিয়ুইট এল মুতি”
- “অভাবেও যার স্বভাব ঠিক থাকে, সেই যথার্থ চরিত্রবান। – সিনেকা”
- “প্রত্যেক মানুষের তিন প্রকারের চরিত্র আছে, যা সে প্রকাশে দেখিয়ে বেড়ায়, যা সত্যিকার আছে এবং যা সে মনে করে যে তার আছে। – আলফাঁসাে কার”
- “চরিত্র যৌবনকে সৌন্দর্য এনে দেয় এবং সম্ভ্রম জানায় কুঞ্চিত চর্ম ও ধূসর চুলকে। – ইমারসন”
- “চরিত্র গঠনের কাজ শিশুকাল থেকে মরণের আগ পর্যন্ত চলতে থাকে। – মিসেস ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট”
- “আমাদের চরিত্র হচ্ছে আমাদের আচার ব্যবহারের ফলশ্রুতি। – এরিস্টটল”
- “চরিত্র শব্দের অর্থ এই—যাতে করে চলা যায়। – রবীন্দ্রনাথ ঠাকুর”
- “চরিত্রকে পুনরুদ্ধারের চেয়ে নির্মল রাখার চেষ্টা অনেক সহজ। – টমাস পেইন”
চরিত্রহীন নারী নিয়ে উক্তি
আপনারা যারা চরিত্রহীন পুরুষ কিছু স্ট্যাটাস এবং এসএমএস পেতে চান। তাদের জন্য এখানে চরিত্রহীন পুরুষ নিয়ে অসাধারণ স্ট্যাটাস দেওয়া হয়েছে। আশা করছি এগুলো আপনাদের ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভালো লাগবে।
১। “তােমার চরিত্র যদি নির্মল হয় এবং যদি তুমি সুশিক্ষিত হও, তৰে নিজকে নিয়ে তুমি গর্ব করতে পারো। – ডিজরেইলি”
২। “চরিত্রকে সহজ করার চেয়ে সংশোধন করা কষ্টকর। – স্যামুয়েল স্মাইল”
৩। “মানুষের চরিত্র সৎ ও সুন্দর হলে, তার কথাবার্তাও নম্র-ভদ্র হয়। – হযরত আলী (রাঃ)”
৪। “অর্থের প্রয়ােজন নেই, পদমর্যাদার প্রয়ােজন নেই। প্রয়ােজন আছে শুধু চরিত্রের, যা মানুষের জীবনে সর্বাপেক্ষা প্রয়োজনীয়। – ব্লাকি”
৫। “সমাজের সবচেয়ে বড় আশাই ব্যক্তিগত চরিত্র। – চ্যানিং”
৬। “কথা এবং সততাই চরিত্রের মেরুদণ্ড। – স্কাইলাস”
৭। “চরিত্রবল সৃষ্টি করতে হলে জনসমাজে মেশাে, কিন্তু যদি প্রতিভার সম্যক প্রস্ফুরণ তােমার কামনা হয় হলে সাধন করিও নির্জনে। – গ্যেটে”
৮। “সুসামঞ্জস্য চরিত্রের লােক সুসামঞ্জস্য জীবন যাপন করে। – ডেমােক্রিটাস”
খারাপ চরিত্র নিয়ে উক্তি
৯। “টাকায় কিছু হয় না, নাম যশে কিছু হয় না, বিদ্যায় কিছু হয় না। চরিত্রই বাঁধা বিঘ্নের বজ্রদৃঢ় প্রাচীর ভেদ করতে পারে। – স্বামী বিবেকানন্দ”
১০। “ভালােবাসা, আশা, দুঃখ এবং বিশ্বাস দিয়ে গড়া মানুষের চরিত্র। – রবার্ট ব্রওনিং”
১১। “কথায়, কাজে এবং সততাই চরিত্রের মেরুদন্ড। – স্মাইলস”
১২। “আমি যদি নিজ চরিত্র সম্বন্ধে যত্নবান হই, তাহলে আমার খ্যাতি আপনা থেকেই আসবে। – ডি এল মুতি”
চরিত্রহীন পুরুষ নিয়ে কবিতা
আপনারা অনেকেই কবিতা পড়তে খুব ভালবাসেন। আবার অনেকেই চরিত্রহীন পুরুষ নিয়ে কবিতা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য ইন্টারনেটে অনুসন্ধান করে থাকে। তাই এখানে কবিতা প্রেমিদের জন্য জন প্রিয় কিছু চরিত্রহীন পুরুষ নিয়ে কবিতা দেওয়া হয়েছে। আশা করি সবার খুব ভাল লাগবে ।
আমরা চরিত্রহীন পুরুষ
আমরা অসভ্য চরিত্রহীন মানুষ ,
মনুষ্যত্ব একদম হাওয়াভরা ফানুস ।
রাস্তাঘাটে, বাসেট্রামে মেয়ের খোঁজে ঘুরি ,
দেখা পেলেই ড্যাবডেবিয়ে চক্ষু-ভক্ষণ করি ।
কখনো সুযোগ পেলে , শরীর ঘেঁষে পরশের শিহরণ ,
সীমিত অবসরে টুকরো সুখের আহরণ।আমাদের দেখে চেনা দায় ,
পুরোপুরি ভদ্দরলোকের পোশাকে –
কখনো বাবা , দাদা বা দাদুর চামড়া গায়ে !
আমরা শরৎবাবুর কুলিন পুরুষের বংশজ,
সমাজের ঐতিহাসিক ঐতিহ্য ;
তোমাদের শুঁচিবাই আইনে ,
মেয়েদের মাথায় তোলার আতিশয্য –
এমন আইন বড়ই অসহ্য ।আমরা সুপুষ্ট শরীরের হ্যাঁঙলা কাঙাল ,
বোকারা আমাদের পাড়ে গাল –
বলে আমরা নাকি ,সমাজের জঞ্জাল ।
লজ্জা পাইনে আমরা ,
একটু সাবধান হয়েছি আজকাল ;
চেহারা ঢাকতে, চোখে কালো চশমা পরি ,
নরম গরম শরীরটাকে চূড়ান্ত ভোগ করে ;
সুন্দর উষ্ণ লোভনীয় দেহটাকে,
নীরব নিঃশব্দ প্রাণহীন করি ;
যাতে ঐ সুন্দর মুখে –
অবিশ্বাস আর ঘৃণার কাহিনী কেউ শুনতে না পায় ।
শেষে লুটিয়ে পড়ি ,কোন শক্তিধর দাদার পায়ে ;
তারপর আর ভয় নেই, নিঃশ্চিন্ত ।
দু-চারদিন হৈচৈ , সংবাদের শিরোনাম ,
দাদা আর নেতারাসব আমার দলে, ডান কিংবা বাম ।
তারপর সব চুপ , সবাই ভুলে যায় মেয়েটার নাম
পুরুষ মানেই চরিত্রহীন ?
– অরুনাভ সেনগুপ্ত
হুম ঠিক শুনেছেন, পুরুষ মানেই নোংরা, পুরুষ মানেই চরিত্রহীন।
বর্তমান সমাজ এতেই দিয়েছে শিলমোহর, তাই সমাজ করেছে তাকে সমাজহীন।
পুরুষ মানেই ধর্ষক, ধর্ষণের দর্শক, পুরুষ মানেই আবার অমানুষ।পুরুষদের হৃদয় বলে কিছু আছে নাকি, তারা তো সব আদিম যুগের বনমানুষ।
এই হচ্ছে বর্তমান সমাজে মানুষের চিন্তাধারা,
ভেবে দেখেছেন,তিনি তো কারো বাবা,কারো আবার ছেলে,
তাদের বিচারও কি হওয়া উচিত, একই ছাঁচে ফেলে ?
নিজের বাবা ,নিজের ভাই সবাই তারা ভালো।রাস্তায় অন্য পুরুষ হাঁটলে পরেই, তারা হিংস্র, তাদের মনটা কালো।
চিন্তাধারা পালটানো চেষ্টা করুন, সবাই নয়কো এক।
চিনতে শিখুন, জানতে শিখুন, বিবেচনার সহিত ভাবতে শিখুন।
সব পুরুষই খারাপ হলে নিজের ডোরেমন বাবাকে দেখুন।কি হোয়েছে না জেনেই ,অনেক সময় এই পুরুষই,মেয়েদের সমথর্ন করে।
পুরুষ বলেই হয়তো,নিরপরাধ হয়েও একা বাড়িতে গুমরে মরে।
সে হয়তো ইচ্ছে করে কোনুইয়ে মারেনি।
অন্য মনস্ক হোয়েছিল,লেগে গেছে বুঝতে পারেনি।তাই বলে, আপনি সবার সামনে তাকে অসম্মান করবেন,
তাকে কিছু দাঙ্গাবাজ লোকের হাতে, মার খাওয়াবেন।
বুঝতেই তো পারছেন একজন বাড়ির পুরুষের ওপর পুরো বাড়ির, চিন্তা মান-সম্মান সবটাই বর্তায়,
কে বলতে পারে বলুনতো,সে হয়ত ছিল ,তার ক্যান্সারে আক্রান্ত মায়ের চিন্তায়।
ওই একটা ঘটনায় তাকে কিছুক্ষনের অতিথি করে দিতে পারে।আর যদি সেরকমই কিছু পরিণতি হয় ,পারবেন নিজেকে ক্ষমা করতে ?
পারবেন সেই দুখিনী মেয়ের সামনে গিয়ে দাঁড়াতে ?
পারবেন না, কারণ আপনি জানেন যেটা করেছেন সেটা অন্যায়,
আর তার জন্য, সেই মরণাপন্ন মায়ের বেচেঁ থাকার ইচ্ছেটাই হয়তো আর নেই।তাই সবার উদ্দেশ্যে একটাই কথা বলার, ঘটনার সত্যতা বিচার না হওয়া অবধি,পালন করুন নিরাবতা,
না জেনে,না বুঝে একজন সৎ মানুষের গায়ে কাদা ছেটানোর জায়গায়,দেখান না একটু মানবতা, একটু ভদ্রতা।
সর্বশেষ কথা
আশা করি আজকের পোস্ট এর সাহায্যে সবাই চরিত্রহীন পুরুষ উক্তি বাণী ও স্ট্যাটাস সম্পর্কে জানতে পেরেছেন। আপনাদের যদি চরিত্রহীন পুরুষ নিয়ে উক্তি বাণী ও কবিতা পোস্ট ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। যাতে সবাই চরিত্রহীন পুরুষ নিয়ে উক্তি বাণী ও কবিতা সম্পর্কে জানতে পারে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
আরও দেখুন