pohela boishak kobita

পহেলা বৈশাখের কবিতা | বৈশাখের কবিতা সমগ্র

১৯১৭ সালে সর্বপ্রথম পহেলা বৈশাখ পালন করা হয়। তাই এই দিনে বাংলাদেশের অনেক মানুষ পহেলা বৈশাখ হিসেবে সোশ্যাল মিডিয়াতে কবিতা শেয়ার করে থাকে। বিভিন্ন আয়োজনের মাধ্যমে বাংলাদেশে পহেলা বৈশাখ পালন করা হয়ে থাকে। পহেলা বৈশাখ কবিতা (বৈশাখের কবিতা সমগ্র)। যারা পহেলা বৈশাখ কবিতা পেতে চান। তাদের জন্য আজকের এই পোস্ট টা তুলে ধরা হয়েছে পহেলা বৈশাখ নিয়ে কবিতা।আপনার এখান থেকে খুব সহজেই শুভ নববর্ষ কবিতা পেয়ে যাবেন। তাই এই বাংলা নববর্ষ শুভেচ্ছা কবিতা সবার সাথে শেয়ার করবেন।

কারণ সবাই পহেলা বৈশাখ কবিতা পাওয়ার জন্য ইন্টারনেটে অনুসন্ধান করে। তাই আমরা সবার কথা চিন্তা করে বাংলা নববর্ষ কবিতা আমাদের পোস্টে তুলে ধরেছি। আরও পাবেন বৈশাখী কবিতা সমগ্র। তাই দেখে নিন নববর্ষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর ও বৈশাখের কবিতা ও ছবি। নিচে পাবেন শুভ নববর্ষ ছবিনতুন বছরের কবিতা

পহেলা বৈশাখ নিয়ে কবিতা

আপনারা যারা পহেলা বৈশাখ নিয়ে কবিতা পেতে চান। তাদের জন্য বিভিন্ন কবি বিশ্ব বিখ্যাত পহেলা বৈশাখ কবিতা লিখে গেছেন। সেই সব কবিতা আমরা সংগ্রহ করে আমাদের এই পোস্ট দিয়েছি। আশা করছি আপনাদের পহেলা বৈশাখ কবিতা গুলো অনেক ভালো লাগবে। নববর্ষের শুভেচ্ছা বাণী ও বৈশাখী কবিতা সমগ্র পাবেন নিচে।

বাংলা নববর্ষের শুভেচ্ছা বাণী ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা পাবেন আজকের পোস্টে। pohela boishakh kobita  ও বৈশাখের কবিতা ও ছবি দেখুন। আরও পাবেন নতুন বছরের শুভেচ্ছা বাণীশুভ নববর্ষ 2024 শুভেচ্ছা। তাই সবার সাথে নববর্ষের শুভেচ্ছা ২০২১ ও বৈশাখের অগ্রিম শুভেচ্ছা শেয়ার করুন।

এসো হে বৈশাখ
রবীন্দ্রনাথ ঠাকুর

এসো এসো এসো হে বৈশাখ
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষের দাও উড়ায়ে,,
বৎসরের আবর্জনা দুর হয়ে যাক
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রু বাষ্প সুদূরে মিলাক !!””

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,,,,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ
মায়ার কুজ্মটিজাল যাক দূরে যাক !!””

আরও দেখুনঃ ৫০+ পহেলা বৈশাখ নিয়ে কবিতা

পহেলা বৈশাখ শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি, মেসেজ ও ছবি

বাংলা নববর্ষের শুভেচ্ছা, বাণী, মেসেজ ও ছবি

বৈশাখের কবিতা

পহেলা বৈশাখ এর কবিতা সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ বাংলা নতুন বছর উপলক্ষে সবাই কবিতা শেয়ার করে থাকে। তাই আপনাদের জন্য পোস্ট এর এই অংশে পহেলা বৈশাখের ছন্দ কবিতা দেওয়া হয়েছে। আশা করছি আপনাদের পহেলা বৈশাখ ছোট কবিতা গুলো অনেক ভালো লাগবে। এখানে দেখুন নববর্ষের কবিতা সমগ্র

বাজে ঢোল বাজে ঢাক
ঐ এলো বৈশাখ !!””
মেলা হবে খেলা হবে
হবে কবি গান,,,,

বৈশাখে বাঙালির নাচে মন প্রাণ !!””
মন নাচে প্রাণ নাচে
হাসে কবি গুরু
ঝড় এলে বুক কাঁপে
ভয়ে দুরু দুরু !!

পহেলা বৈশাখের কবিতা ২ 

বৈশাখ এলো ক্ষিপ্ত বেগে
সিঁদুর মেঘের গায়,,
বৈশাখ এলো উগ্রতা নিয়ে
কৃসনো মেঘের নায় !!””

বৈশাখ এলো কাল বৈশাখীর
হাওয়ায়-হাওয়ায় ধেয়ে,,
বৈশাখ এলো বাউলের বেশে
বৈশাখী গান গেয়ে !!””

উচ্ছ্বাসের এই দিনে নবীন
ছড়াও প্রেমের বার্তা ,,
তোমরা জাতির ধরবে হাল
আর হবে দেশের কর্তা !!””

শোষণ যুলুম রুখে দাড়াও
তাড়াও দুখের দিন ,,
সব বেদনা ভুলে বাজাও
হেথায় সুখের বীণ !!””

এদেশ আমার জন্মভূমি
এদেশ আমার প্রাণ ,,
কাঁদলে কেউ দুখে
পড়ে হৃদয় সুতোয় টান !!””

পুরোনো সব দুঃখ ভুলে
ফিরে এলো প্রহেলা বৈশাখ,,
সব ভেদাবেদ ভুলে বাজাও
ন্যায় শাসনের হর্ষ !!””

আরও দেখুনঃ ৩+ পহেলা বৈশাখের ছন্দ কবিতা

পহেলা বৈশাখ শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি, মেসেজ ও ছবি

বাংলা নববর্ষের শুভেচ্ছা, বাণী, মেসেজ ও ছবি

নববর্ষের কবিতা সমগ্র

নববর্ষের শুভেচ্ছা বাণী ও নববর্ষের কবিতা দেওয়া হয়েছে আজকের পোস্টে। আরও পাবেন বাংলা নতুন বছরের শুভেচ্ছা বার্তা। তাই নববর্ষের কবিতা সমগ্র সবার সাথে শেয়ার করুন। আরও নববর্ষের কবিতা সমগ্র পেতে আমাদের সাথে থাকুন।

বছর ঘুরে এলো আবার পহেলা বৈশাখ
বাঙ্গালী তাই সেজেছে আজ নববর্ষের সাজ !””
জাতিভেদ ভুলে গিয়ে এক কাতারে তারা
বর্ষবরনের আনন্দে হয়েছে দিশেহারা !!””

পান্তা ইলিশ, পিঠাপুলি আর বৈশাখী মেলায় ‘’
নাচে গানে উল্লাসে মঙ্গল শোভাযাত্রায় ;’’’’
হাল খাতার রঙে রঙিন বাজারে দোকান
একই কন্ঠে তারাও গাইছে সাম্য মৈত্রের গান !!””

এসো তাই ভুলে যাই জাতি বর্ণ বিদ্বেষ,,,
সারা বছর মিলেমিশে থাকবো মোরা বেশ !!”””

নববর্ষের কবিতা

নববর্ষ উপলক্ষে কবিতা সবার জন্য দেওয়া হয়েছে। দেখে নিন জনপ্রিয় নববর্ষের কবিতা। সবার সাথে শেয়ার করুন নববর্ষের কবিতা সবাইকে নববর্ষের শুভেচ্ছা শুভেচ্ছা ১৪৩১। আবারো সকল বাঙ্গালীর কাছে চলে এলো শুভ নববর্ষ ১৪৩১। তাই যারা এই দিন উপলক্ষে সবার সাথে নববর্ষের কবিতা শেয়ার করতে চান। তাদের জন্য অনেক বিখ্যাত কবিদের নববর্ষের কবিতা নিচে দেওয়া হয়েছে।

বৈশাখের মেলাতে
ঘুরতে ফিরতে
উঠতে বসতে
ধরতে ছাড়তে ,,,,

দেখি কত যুবতী
হাসছে গাইছে
কেনাকাটা করছে
খাচ্ছে দাচ্ছে
কোমড় দুলিয়ে হাটছে !!””

লাল পাড়ে সাদা শাড়ি
ছেলেদের নজর কাড়ি
এ যেন রসের হাড়ি
নয় কোন বাড়াবাড়ি !!””

ছেলেরাও কম না
টিএসসি রমনা
সারাদিন কাটিয়ে
যায় মেয়ে পটিয়ে !!””

বৈশাখী শুভেচ্ছা কবিতা

সবার বৈশাখী শুভেচ্ছা কবিতা পেতে চাই। তাই তুলে ধরেছি বৈশাখী শুভেচ্ছা কবিতা। আশা করি বৈশাখী শুভেচ্ছা কবিতা গুলো ভালো লাগবে।

হৃদয়ের ঘুমন্ত ভালোবাসা জাগরিত করে;
এসো হে নবীন এসো হে প্রবীন একই মঞ্চ ‘পরে।
সব জড়তা আর দৈন্যতা ঝেড়ে ফেলে;
প্রকৃত ভালোবাসার প্রশান্ত আগুনে জ্বলে।
হিংসার অভিশপ্ত দাবানল নগ্ন পায়ে দলে;
ফুলের ভালোবাসার ডালি দাও তুলে।
মার্তৃভূমির বেদনাতুর লাল-সবুজের বুকে,
দেশকে রাখব মোরা ভালোবাসায়, চোখে চোখে
ধর্ম-বর্ণ দল-মত নির্বিশেষে;
একই সাথে থাকি সবে পরম ভালোবেসে
এসো ভুলে যাই স্বার্থপরতার যত ছলনা;
এই হোক নববর্ষের নবচেতনার উন্মাদনা।

পহেলা বৈশাখ ছোট কবিতা

যারা পহেলা বৈশাখ নিয়ে ছোট কবিতা পেতে চান। তাদের জন্য এখানে আমরা তুলে ধরেছি পহেলা বৈশাখ ছোট কবিতা। আশা করছে এগুলো আপনাদের পহেলা বৈশাখের আমেজ কে আরো বাড়িয়ে দিবে। তাই নিচে থেকে সংগ্রহ করে নিন পহেলা বৈশাখের ছোট কবিতা

বৃষ্টি বিহীন, বৈশাখী দিন
দমকা বায়ে, নূপূর পায়ে
যখন আসে, গন্ধ ভাসে !!”””

পাকা আমের কালো জামের
সঙ্গে লিচু, আরো কিছু
ফলের সাথে সবাই মাতে !!”””

আসলে ঝড়, কন্ঠ স্বর
হয়রে ভারী, তবুও আড়ি
ভাঙে ঘর, ভাঙে চর
কান্না বাড়ে, নদীর পাড়ে !!”””

পহেলা বৈশাখের রোমান্টিক কবিতা

পহেল বৈশাখের নতুন প্রভাতে
পাখিরা গাইছে গান ,,
আপন বেগে বহিছে নদী
শোন নদীর কলতান !!”””

প্রভাতে সোনার বরণ রবি
উঠিয়াছে পূর্ব গগনে ,,
মাধবী, মালতী, টগর, করবী
ফুটিয়াছে বনে বনে !!””’

ফুলে ফুলে উড়ে প্রজাপতি
সমীরণ সৌরভ ছড়ায় ,,
মাতিয়া উঠে সবাকার প্রাণ
খুশিতে হৃদয় ভরে যায় !!””

পহেলা বৈশাখের এই নবীন প্রভাতে
প্রাণে জাগুক নব নব আশা ,,
পহেলা বৈশাখের আজিকে সবাই
নিও মোর প্রীতি ও ভালবাসা !!””

আরও দেখুনঃ ১০+ পহেলা বৈশাখ ছোট কবিতা

পহেলা বৈশাখ শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি, মেসেজ ও ছবি

বাংলা নববর্ষের শুভেচ্ছা, বাণী, মেসেজ ও ছবি

পহেলা বৈশাখের কবিতা

বাংলা নতুন বছরের কবিতা দেওয়া হয়েছে এই অংশে। আপনারা যারা পহেলা বৈশাখ কবিতা পেতে চান। সহজেই সংগ্রহ করতে পারবেন বাংলা নতুন বছরের শুভেচ্ছা কবিতা। সাথে পহেলা বৈশাখ কবিতা শেয়ার করতে ভুলবেন না। নিচে থেকে দেখুন পহেলা বৈশাখ নিয়ে কবিতা।

আবার এসেছে ফিরে বাঙালির ঘরে,
নতুন পহেলা বৈশাখ।

আজ শুধুই ভালোবাসার উজানে,
বাঙালির বর্ষবরণ নানা আয়োজনে;
রমণীরা আজ সেজেছে নতুন সাজে,
পায়ের নূপুর ঘুঙ্গুর বাজে।
নাচে হেলেদুলে গায়ছে প্রাণখুলে,
দেখে সবার চোখ জুড়িয়ে যাক।

লালপেড়ে শাড়ি কানে দিয়ে দুল,
চোখে কাজল খোপায় গাঁদা ফুল।
কামার, কুমোর, জেলে, তাতি,
হিন্দু, মুসলিম, বোদ্ধ, জাতি।
আনন্দ উল্লাসে বৈশাখী মেলায় এসে;
সব ভেদাভেদ ভুলে যাক।

বটের ছায়ায় রাখালের বাঁশি,
ফসলের মাঠে কৃষাণের হাসি।
পাকা ধানের মৌ-মৌ গন্ধ,
পাখির কলকাকলি সুরের ছন্দ।
বাতাসে ছড়াল সুগন্ধ মনে আনন্দ,
কৃষ্ণচূড়ার রং হৃদয়ে ছড়াক।

রমনার বটমূলে সকল শিল্পী মিলে
গান-নৃত্য করে সারাদিন ধরে,
পান্তা-ইলিশ খেয়ে বৈশাখী মেলায় গিয়ে;
বাঙালির ঐতিহ্যকে লালন করে।
গ্রাম-অঞ্চলে বিভেদ ভুলে,
সবাই একসাথে মিলে-মিশে থাক।

মাঠে সোনার ধান, জুড়াই প্রাণ
কৃষকের মুখে বৈশাখী গান,
মনে আজ আনন্দ ভুলে সব মন্দ,
নেইতো কারো মান-অভিমান।
দুপুরের খরাই বটের ছায়ায়,
সব জরা-ক্লান্তি ধুয়ে-মুছে যাক।

আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে,
নতুন পহেলা বৈশাখ।

বৈশাখের কবিতা সমগ্র

বৈশাখী কবিতা সমগ্র দেওয়া হয়েছে আপনাদের জন্য। আশা করি আপনাদের সবার বৈশাখী কবিতা সমগ্র ভালো লাগবে। বৈশাখের কবিতা সমগ্র নিচে থেকে সংগ্রহ করে নিন।

“বৈশাখে অনলসম বসন্তের খরা।
তরুতল নাহি মোর করিকে পসরা ॥
পায় পোড়ে খরতর রবির কিরণ।
শিরে দিতে নাহি আঁটে খুঞ্চার বসন ॥
নিযুক্ত করিল বিধি সবার কাপড়।
অভাগী ফুলরা পরে হরিণের দুড় ॥
পদ পোড়ে খরতর রবির কিরণ।
শিরে দিতে নাহি আঁটে অঙ্গের বসন।।
বৈশাখ হৈল আগো মোর বড় বিষ।
মাংস নাহি খায় সর্ব্ব লোকে নিরামিষ।।”

“ হৈ ভৈরব, হে রুদ্র বৈশাখ,
ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল,
তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল
কারে দাও ডাক-
হে ভৈরব, হে রুদ্র বৈশাখ?”

“ঐ নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়
তোরা সব জয়ধ্বনি কর
তোরা সব জয়ধ্বনি কর
ধ্বংস দেখে ভয় কেন তোর
প্রলয় নূতন সৃজন বেদন
আসছে নবীন জীবন ধারা অসুন্দরে করতে ছেদন
তাই যে এমন কেশে-বেশে
মধুর হেসে
ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর ।”

বৈশাখের কবিতা ও ছবি

নববর্ষের শুভেচ্ছা স্ট্যাটাস ও বৈশাখের কবিতা দেখুন নিচে থেকে। আরও পাবেন নতুন বছরের শুভেচ্ছা বাণী ও পহেলা বৈশাখ নিয়ে উক্তি। বৈশাখের কবিতা ও ছবি ডাউনলোড করে নিন নিচে থেকে।

নতুন দিনের নতুন আশায়
গত যত ভুল ভ্রান্তি
বর্ষের প্রথম প্রভাতে
ছুঁড়ে ফেলে ছুটব বিশ্বে
আজ হতে আপন কাজে।
নববর্ষের শুভেচ্ছা রইল।

পহেলা বৈশাখ কবিতা

এসো ভুলে যাই স্বার্থপরতার যত ছলনা;
এই হোক নববর্ষের নবচেতনার উন্মাদনা।
শুভ হোক বাংলা নববর্ষ।

“কাল- বৈশাখী আসেনি হেথায়, আসিলে মোদের তরু-শিরে
সিন্ধু-শকুন বসিত না আসি’ ভিড় করে আজ নদীতীরে।
জানি না কবে সে আসিবে ঝড়
ধূলায় লুটাবে শত্রুগড়।”

বাংলা নববর্ষ কবিতা

এই নতুন বছরের বাংলা নববর্ষ কবিতা তুলে ধরা হয়েছে এই অংশে। আপনারা যারা শুভ নববর্ষ কবিতা পেতে চান। তারা এখান থেকে বাংলা নতুন বছরের কবিতা জানতে পারবেন। তাই বাংলা নববর্ষ নিয়ে কবিতা দেখে নিন। এবং অবশ্যই সবার সাথে বাংলা নতুন বছরের কবিতা শেয়ার করবেন। নববর্ষের কবিতা সবাই পেতে চায়। তাই আমরা বাংলা নববর্ষের কবিতা দিয়েছি আপনাদের জন্য।

আসছে নববর্ষ – কবিতা

সাল পহেলা আসছে আবার
নববর্ষের হালখাতা
বর্ষবরণ উৎসবে তাই
মেতে উঠবে জনতা।

গাঁয়ের মাঠে বসবে আবার
বৈশাখের ঐ মেলা
ছোট্র খোকা দোলনায় চড়ে
খেলবে মজার খেলা।

খোকা-খুকি ছন্দ পায়ে
নাচবে তা ধিন’তা
খুশির স্রোতে ভেসে যাবে
দূর অতীতের চিন্তা।

বটের নিচে জমবে আবার
পান্তা খাওয়ার ধুম
বর্গাচাষি করিম চাচার
হারিয়ে গেছে ঘুম !!

pohela boishak sms

Pohela Boishakh Kobita

বৈশাখ এলে দালানবাসির
মনে যত সুখ-রে,
ঘরে নড়েবড় মানুষগুলোর
মনে তত দুখ-রে।

গায়ের মানুষের ভয়ে কাঁপে
এক্ষুণি যে নামবে ঝড়,
পুরান কালের গাছটা পড়ে
শব্দ করে কড়মড়।

ক্ষেতের ফসল লন্ড-ভন্ড
ঘূর্ণিঝড়ের কুস্তিতে,
শূন্য ভিটায় নিঃস্বজনের
ঘুম আসে না সুস্তিতে।

কে কে যাবে বৈশাখী মেলায় – কবিতা 

কে কে যাবে বৈশাখী মেলায়
জমবে মেলা পথে পথে
সাজবে রঙিন সাজে
মনের মাঝে তাকদুম তাকদুম
বৈশাখী সুর বাজে।

লাল সাদা শাড়িতে সাজব
পহেলা বৈশাখে
লাল সাদা ফুল মালা খোঁপায়
নথ ঝুলাবো নাকে।

হেলে দুলে গানের মাঝে
হারাবো এ বেলায়
নাগরদোলায় চড়ব আমি
বৈশাখী বটমেলায়।

পাতায় বাঁশি হাতে নিয়ে
সুর ছন্দে বাজাবো
হরেক রকম আনন্দে মন
আঙ্গিনা সাজাবো।

ফুলের মুকুট মাথায় নিবো
ঠোঁটে লালের ছোঁয়া
মন্ডা মিঠাই সন্দেশ মিষ্টি
কিনব মুড়ির মোয়া।

বৈশাখী মেলায় কে যাবে
তোমরা এবার বলো ?
দলে দলে বন্ধু সবাই
প্রাণের মেলায় চলো।

শেষ কথা

আশা করি আপনাদের পহেলা বৈশাখের কবিতা অনেক ভালো লেগেছে। তাই সবার সাথে পহেলা বৈশাখ নিয়ে কবিতা শেয়ার করুন। এবং আরো ভালো ভালো পহেলা বৈশাখ নিয়ে কবিতা পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। এতক্ষণ কষ্ট করে পোষ্ট পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

আরও দেখুনঃ 

বাংলা নববর্ষের শুভেচ্ছা, বাণী, মেসেজ ও ছবি

পহেলা বৈশাখ শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি, মেসেজ ও ছবি

পহেলা বৈশাখ কবে ২০২৪ – দেখুন বাংলা ও ইংরেজি তারিখ

শুভ নববর্ষ, নববর্ষের শুভেচ্ছা বাণী, স্ট্যাটাস, ছন্দ ও পিকচার

শুভ নববর্ষ ছবি, পিকচার, ইমেজ HD ফটো ডাউনলোড ২০২৪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top