sobai k falgun suvescha

পহেলা ফাল্গুনের শুভেচ্ছা, উক্তি, ক্যাপশন ও ছবি

পহেলা ফাল্গুনের শুভেচ্ছা, উক্তি ও এসএমএস। অনেকেই পহেলা ফাল্গুনের শুভেচ্ছা বার্তা উক্তি এবং এসএমএস খোঁজ করছেন। তাদের জন্য পহেলা ফাল্গুনের শুভেচ্ছা বার্তা এবং ভালোমানের মেসেজগুলো আজকের পোষ্টে দেওয়া হয়েছে। আশা করি এসএমএস গুলো আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের পহেলা ফাল্গুন ভালো করতে শুভেচ্ছা বার্তা গুলো সবার সাথে শেয়ার করবেন। প্রতি বছর ১৪ ফেব্রুয়ারী পহেলা ফাল্গুন পালিত হয়।

পহেলা ফাল্গুনের শুভেচ্ছা

দেখতে দেখতে নতুন বছরের আরেকটি পহেলা ফাল্গুন চলে আসলো। ১ ফাগুন ১৪৩০ এ বছরের পহেলা ফাল্গুন শুভেচ্ছাবার্তা সবার সাথে শেয়ার করুন।এখানে আমরা ভাল মানের কিছু শুভেচ্ছা বার্তা দিয়েছে।

ফুল ফুটুক আর নাই ফুটুক সবাইকে জানাই পহেলা ফাল্গুনের শুভেচ্ছা

এ বসন্ত হয়ে উঠুক জীবনের মধুর বসন্ত
তাই সবাইকে জানায় পহেলা ফাল্গুনের শুভেচ্ছা

পহেলা ফাল্গুন 2024 কবে? (১ ফাল্গুন ১৪৩০)

হলুদ শাড়ি আর মাথার খোপার ফুলের সুবাসে নতুন হক পহেলা ফাল্গুন
সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা

Read More: পহেলা ফাল্গুনের শুভেচ্ছা বার্তা

ফাল্গুন নিয়ে ক্যাপশন

আপনারা যারা পহেলা ফাল্গুনের শুভেচ্ছা SMS পেতে চান। তাদের জন্য এখানে পহেলা ফাল্গুন এর শুভেচ্ছা এসএমএস দেওয়া হয়েছে। আশা করছি এগুলো আপনাদের অনেক ভালো লাগবে। পহেলা ফাল্গুনের শুভেচ্ছা সবার সাথে শেয়ার করুন।

চারপাশে হলুদ শাড়ির রমণী আর মাথার ফুলের গন্ধে বার্তা দিয়ে যায় এ যেন পহেলা ফাল্গুন। সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।

গাছের নতুন পাতা গজায় আর কোকিলের কন্ঠে মনে ইঙ্গিত দিয়ে যায় বসন্তের ছোঁয়ার। তাই তোমাকে জানাই পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।

ভালোবাসার এই ফাগুনে
যদি হই পাগলা হাওয়া,
ভাবনার গভীর দেশে
হারিয়ে নিবিড় পাওয়া ।

ফাল্গুন নিয়ে কিছু কথা

কত বসন্ত আসে
কত বসন্ত চলে যায়
কত কোকিলের পথ হারিয়ে
কণ্ঠ থেমে যায় অবলীলায়।
শুধু আমি কোথাও যেতে পারলাম না
তোমাকে ছেড়ে কোথাও না।

দেখো বসন্তের বাতাস বইছে আজি
এসো বসন্তের রঙ্গে সাজি
আজ ঘরে ফিরতে চাইছে না যে
আমার এ মনের মাঝি।

আরও দেখুনঃ ২০০+ পহেলা ফাল্গুনের শুভেচ্ছা এসএমএস

পহেলা ফাল্গুনের উক্তি

পহেলা ফাল্গুনের এই সময়কে নিয়ে অনেক ব্যক্তিবর্গ ভালো ভালো উক্তি বলে গেছেন।এখনো অনেক কবিরা পহেলা ফাল্গুন নিয়ে উক্তি রচনা করেন। তাই আপনাদের জন্য ফাল্গুনের উক্তি গুলো এখানে দেয়া হলো। দেখে নিন পহেলা ফাল্গুনের উক্তি। বসন্তের শুভেচ্ছা বার্তা সবার মনে বয়ে আনুক নতুন আনন্দ।

ধরণী আজ উঠিছে সাজি
মনের দক্ষিণ দার খুলে দেবো আজি
মাতাল হবো সুখে আজকে অনন্ত
সার্থক হবে ফাগুন, সার্থক বসন্ত।

বসন্ত মাস ভালোবাসায় ভরপুর
তুমি আর আমি ঘুরবো সারা দুপুর
বসন্তের ফুল গুজে দেবো তোমার খোপায়
ভালোবাসার এটাই তো সেরা সময়।

ফাল্গুন নিয়ে ক্যাপশন

বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিলো নেশা, বসন্ত এসে গেছে
মধুরও অমৃত বানী বেলা গেলো সহজেই, মরমে উঠিলো বাজি বসন্ত এসে গেছে।

ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত
শান বাধানো ফুটপাতে
পাথরে ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ
কচি কচি পাতায় পাজর ফাটিয়ে হাসছে।
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত।

আরও পড়ুনঃ পহেলা ফাল্গুনের উক্তি

পহেলা ফাল্গুন ক্যাপশন

পহেলা ফাল্গুনের ভালো মানের কিছু শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে।যারা ফাল্গুন মাসের প্রথম দিন কে উদযাপনের জন্য শুভেচ্ছা বার্তা খুঁজছেন। তারা এখান থেকে বসন্তের শুভেচ্ছা বার্তা দেখে নিন।

আসমান জমিন মিশে গেছে বসন্তেরই পরশে
সবার হৃদয় ছুয়ে গেছে অকাল প্রেমের আবেশে
ভালোবাসার জোয়ার ওঠে বসন্তের কূলে,
সেই জোয়ারে যুব-যুবতীর প্রাণ ওঠে দুলে।

সকাল বেলা ঘুম থেকে উঠে যেই মেলেছি আখি
সামনে যকে দেখেছে সেজন কি তুমি?
বাসন্তি রঙ শাড়ীতে আজ লাগছে অপরূপা
খোলা চুলে জবা ফুলে বেঁধেছো ঐ খোপা।

bosonto sms

প্রথম ফাগুন দিনে
একগুচ্ছ গোলাপ দিলেম কিনে।
সেই সে গোলাপ
ফুটেছিল সাহারার প্রান্তরে
একটি একটি করে।

চেনা সুর অচেনা রঙ একেলা পথের মাঝে
হাত বাড়িয়ে দাঁড়িয়ে রই ফাল্গুন এসেছে
তাই তোমায় দিলাম ফাল্গুনের শুভেচ্ছা।
শুভ হোক ফাল্গুন।

হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র-সঙ্গীতে যতো আছে,
হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে।
আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা, দূরন্ত শিমুল গাছে গাছে,
তার তলে ভালোবেসে বসে আছে বসন্তপথিক।

আরও দেখুনঃ পহেলা ফাল্গুন ১৪৩০ এর শুভেচ্ছা

পহেলা ফাল্গুনের শুভেচ্ছা ছবি

অনেকেই পিকচার আদান-প্রদান করার মাধ্যমে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তাই এখানে ভালো মানের ‌পহেলা ফাল্গুনের শুভেচ্ছা ছবি দেওয়া হয়েছে।আপনারা এগুলো সংগ্রহ করে সবার সাথে শেয়ার করতে পারেন।

সূর্য-ঘড়ি সাত সকালে,
ফাগুন রাঙ্গা শাড়ি পড়ে দিন গোনে আজ কার?
বাসন্তিরা সবুজ টিপে,
লাল সাদা আর হলুদ পাড়ে হাত ধরেছে তার

pohela falgun sms

আজি এ বসন্ত দিনে বাসন্তী রঙ ছুয়েছে মনে
মনে পরে তোমাকে ক্ষণে ক্ষণে চুপি চুপি নিঃশব্দে সঙ্গোপনে
ফাগুনের রঙে রেঙেছো তুমি, না বলা কথা আজ বলবো আমি
হৃদয়ের ডাক শুনবে কি তুমি?

bosonto best sms

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
আমার আপন হারা প্রাণ
আমার বাধন ছেঁড়া প্রাণ।

bosonto qoutes

বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে
সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে।

pohela bosonto

আরও দেখুনঃ ৫০+ পহেলা ফাল্গুনের শুভেচ্ছা ছবি

শেষ কথা

আশাকরি পহেলা ফাল্গুনের শুভেচ্ছা বার্তা পেয়ে গেছেন।আপনাদের যদি পহেলা ফাল্গুনের শুভেচ্ছা বার্তা উক্তি এবং এসএমএস পোস্টটি ভাল লাগে। তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং ভালো মানের শুভেচ্ছাবার্তা পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

আরও পড়ুনঃ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top