জীবনে ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত হওয়া খুবই প্রয়োজন। বিখ্যাত মনীষীরা জীবনে সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করে গেছেন। আর জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা নিয়ে নানান উক্তি বলেছেন। তাই আপনি যদি বিখ্যাত মনীষীদের অনুপ্রেরণা উক্তি পড়তে চন। এগুলো নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে চান। তাহলে আজকের এই পোস্ট থেকে বিখ্যাত মনীষীদের বাছাই করা উক্তি পেয়ে যাবেন।
জীবনের ভাল সিদ্ধান্ত নিয়ে সেই কাজে এগিয়ে যাওয়ার জন্য। অন্যেরধারা যদি অনুপ্রাণিত হওয়া যায় অন্যের কাছ থেকে সাহায্য পাওয়া যায়। তাহলে জীবনের সিদ্ধান্ত নেওয়া খুব সহজ হয় এবং লক্ষ্যে পৌঁছানো যায়। জীবনে কঠোর পরিশ্রম করেও যখন ব্যর্থতার ছায়া খুঁজে পাওয়া হয়, তখন হতাশা পড়তে হয়। আর এই হতাশা কাটানোর জন্য অনুপ্রেরণা কথা দ্বারা নিজেকে অনুপ্রাণিত করা যায়। এবং ব্যর্থতার কারণে বের করে আবার কাজে লেগে যাওয়া যায়। তাই জীবনে কঠোর পরিশ্রম করার জন্য অবশ্যই কিছু ভালো কথা, জ্ঞানের কথা, অনুপ্রেরণা কিছু কথা জানতে হয়।
Contents
অনুপ্রেরণা মূলক উক্তি
জীবনের কোন কাজে ব্যর্থতা হওয়ার কারণে সেই কাজে হাল ছেড়ে দেওয়া বোকামি। কেননা জীবনে ব্যর্থতা আসবে আবার জয় আসবে। অনেক আছে ব্যর্থতার জন্য সেই কাজে সাহস হারায়। তবে নিজের মধ্যে সাহস জোগানোর জন্য কিছু অনুপ্রেরণামূলক কথা শুনলে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ে। তাই আজকের এই পোস্টে কিছু অনুপ্রেরণামূলক উক্তি আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করি এই উক্তিগুলো থেকে আপনি অনুপ্রাণিত হতে পারবেন।
বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মত জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনও সুন্দর জীবন হতে পারে না”
– ক্লাইভ জেমস
সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়”
– নেলসন ম্যান্ডেলা
সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায় – কিন্তু কখনও হাল ছাড়ে না”
– কনরাড হিলটন (প্রতিষ্ঠাতা, হিলটন হোটেল চেইন)
– ওয়াল্ট ডিজনি
মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না।”
– আর্নেস্ট হেমিংওয়ে
চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি, যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে”
– ড. এপিজে আব্দুল কালাম
একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সবকিছু নিজের হাতে যাচাই করো।”
– হেনরি জেমস (বিখ্যাত লেখক)
ভালো মানুষ খুব ধীরে ‘না’ বলে। বুদ্ধিমান মানুষ চট করে ‘না’ বলতে পারে”
– প্রাচীন গ্রীক প্রবাদ
অনুপ্রেরণামূলক ইসলামিক বানী
ইসলামিক বাণী পড়তে অনেক পছন্দ করে। ইসলামিক বানী থেকে অনেক জ্ঞান অর্জন করা যায়। এবং সেই অনুযায়ী জীবন যাপন করা যায়। তাই আপনি যদি অনুপ্রেরণামূলক ইসলামিক বাণী খোঁজ করে থাকেন। তাহলে আজকেরে পোস্টে অনুপ্রেরণামূলক ইসলামিক বাণী পেয়ে যাবেন।
ঘুমিয়েই কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর, ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পড়ে রয়েছেই।
-হযরত আলী (রাঃ)
তোমরা একে অন্যের প্রতি হিংসা করোনা , ঘৃণা বিদ্বেষ করোনা এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিয়োনা
– মুসলিম
তোমাদের মধ্যে সে-ই উত্তম, যে তার পরিবার পরিজনের কাছে উত্তম। ”
– ইবনে মাজাহ
আল্লাহ ততোক্ষণ বান্দাহর সাহায্য করেন, যতোক্ষণ সে তার ভাইকে সহযোগীতা করে।”
– সহীহ মুসলিম
যে পবিত্র থাকতে চায় , তাকে আল্লাহ পবিত্র রাখেন।
– সহীহ বুখারী
আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। ”
– বুখারী
অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। ”
– তিরমিযী
যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয় , সে আল্লাহর পথে বের হয়।
– তিরমিযী
কুরআনকে আঁকড়ে ধরলে কখনো বিপথগামী হবেনা।
– মিশকাত
প্রতিটি মানুষ তার কাজের সেই ফলই পাবে,যা সে নিয়্যত করেছে।”
– বুখারী
তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই,যাদের আচার আচরণ সবচেয়ে ভালো”
– বুখারী
আরও দেখুনঃ উপদেশ মূলক স্ট্যাটাস, ইসলামিক বাণী ও কিছু উপদেশ
অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী
আপনি যদি অনুপ্রেরণা মূলক উক্তি ও বাণী খোঁজ করে থাকেন। তাহলে আজকের এই পোস্ট আপনার জন্য। আমরা আজকের পোস্টে আপনাদের জন্য বাছাই করা কিছু উক্তি ও বাণী তুলে ধরেছি। আশা করি এই উক্তিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। উক্তি গুলো নিচে দেয়া হয়েছে সংগ্রহ করে নিন
অর্ধেকটা খেজুর দান করেও তোমরা নিজেদের জাহান্নাম থেকে বাঁচাতে পারো। যদি তা-ও না থাকে, তবে সুন্দর করে কথা বলো”
– বুখারী
এক ব্যক্তি রাসুল (স:) কে এসে বলল, আমাকে এমন কিছু শেখান যাতে আমি সুন্দর ভাবে জীবন কাটাতে পারি। কিন্তু এমন কঠিন কিছু নয়, যা আমি ভুলে যেতে পারি। রাসুল (স:) বল্লেন: রাগ করো না”
– আল হাদিস
একজন মুসলিম যদি গাছ লাগায়, অথবা জমি চাষ করে – যেখান থেকে পশু ও পাখিরা খেতে পারে – তাহলে সে একটি সদকা করল”
– মুসলিম
সব ধরনের দাগ দূর করার জন্য কিছু না কিছু আছে; মনের দাগ দূর করার জন্য আছে আল্লাহ্র স্মরণ”
– বুখারী
কোন কাজগুলো সর্বোত্তম? – মানুষের মনে খুশির সৃষ্টি করা, ক্ষুধার্তকে খাবার দেয়া, পঙ্গু ও অসুস্থদের সাহায্য করা, দু:খীদের দু:খকে হাল্কা করা, এবং আহতের যন্ত্রণাকে লাঘব করা”
– বুখারী
যারা তাঁর সৃষ্টির ওপর দয়া করবে না, আল্লাহ্ও তাদের ওপর দয়া করবেন না”
– আবু দাউদ ও তিরমিযী
তুমি তোমার হৃদয়কে সকাল থেকে রাত, ও রাত থেকে সকাল পর্যন্ত অন্যের ওপর হিংসা করা থেকে বিরত রাখো। – হে আমার উম্মত, এটি আমার আইনগুলোর একটি, এবং যে আমার আইনকে ভালোবাসে- সে আমাকেও অত্যন্ত ভালোবাসে”
– বুখারী
সব সময়ে সত্য বল – এমনকি যদিও তা অন্যদের কাছে কঠিন ও অপছন্দনীয় হয়”
– বায়হাকী
দয়া বিশ্বাসীর একটি চিহ্ন; যার দয়া নেই, তার মাঝে বিশ্বাস (ঈমান) নেই”
– মুসলিম
যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ ও সৌন্দর্য দেয়া হয়েছে, (তখন আফসোস করার বদলে) এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেয়া হয়েছে”
– মুসলিম
আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন। অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায়। – [ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)]
যখন আপনি কুরআন তিলাওয়াত করেন তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন এবং তিনি সরাসরি আপনাকে বলছেন। – [ইমাম ইবনুল কায়্যিম (রহ)]
আরও দেখুনঃ ইসলামিক ফেসবুক স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও বাণী
অনুপ্রেরণা মূলক স্ট্যাটাস
এমন অনেক অনুপ্রেরণা মূলক স্ট্যাটাস আছে যেগুলো জীবনে সাহস যোগাতে সাহায্য করে। তাই অনেকেই চায় অনুপ্রেরণামূলক উক্তি পড়তে এবং অন্যদের মধ্যে শেয়ার করতে। বর্তমানে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ফেসবুকে নানা ধরনের পোস্ট করা যায়। এর মাঝে অনেক অনুপ্রেরণা মূলক স্ট্যাটাস পোস্ট করতে চায়। তাই আমরা আজকের পোষ্টে কিছু বাছাই করা অনুপ্রেরণা মূলক স্ট্যাটাস তুলে ধরেছি।
সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হল, তুমি কিছুই জানো না – এটা জানা
– সক্রেটিস (গ্রীক দার্শনিক)
কাককে মুখে তুলে খাওয়াতে গেলে, সে তোমার চোখ উপড়ে খাবে”
– তুরস্কের বিখ্যাত প্রবাদ
সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে”
– তুরস্কের বিখ্যাত প্রবাদ
লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয়”
– বিখ্যাত স্কটিশ নীতিবাক্য
সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়।
পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা।”
– ভিন্স লম্বারডি
তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো,
একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে- তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য
ভেঙ্গে যাওয়া বিশ্বাস এবং চলে যাওয়া শিশুকাল জীবনে কোনোদিনই দ্বিতীয়বার ফিরে পাবেন না,
তাই কাউকে কথা দেওয়ার আগে কথা রাখতে শিখুন
তোমার মন অর্থাৎ অন্তরাত্মাই জানে , তুমি কী হতে চাও ৷ তাই নিজের উপর ভরসা রাখার সাহস থাকতে হবে ৷ কিন্তু আমাদের সবচেয়ে বড়ো সমস্যা হল , আমরা নিজেদের উপর বিশ্বাস হারাই ৷ তাই অন্যের কথায় সহজে প্রতারিত হই
বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মত জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনও সুন্দর জীবন হতে পারে না”
– ক্লাইভ জেমস
আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকেন।
-জিগ জিগলার
অনুপ্রেরণামূলক উক্তি ছবি
যারা ছবিসহ অনুপ্রেরণামূলক উক্তি খোঁজ করছেন। বা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য অনুপ্রেরণা মূলক উক্তি ছবি খোঁজ করছেন। তাদের জন্য আজকের এই পোস্ট আজকে আমরা ছবিসহ অনুপ্রেরণামূলক উক্তি তুলে ধরেছি আপনারে মাঝে। আশা করি আজকের এই পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।
অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে, তা এক সময়ে চরম রাগে পরিনত হয়
– বিখ্যাত বেলজিয়ান নীতিবাক্য
যদি বুদ্ধি খরচ করতে না জানো, তবে টাকার থলি থেকে খরচ হবে”
– বিখ্যাত বেলজিয়ান নীতিবাক্য
পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও”
– ড্যানিশ প্রবাদ
আলস্য হল শয়তানের বালিশ”
– বিখ্যাত ড্যানিশ প্রবাদ
নিজের প্রতি বিশ্বাস রাখো! নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো! নিজের শক্তির ওপর বিনয়ী কিন্তু যথেষ্ঠ আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না”
– নরম্যান ভিনসেন্ট পীল (লেখক, দার্শনিক)
যদি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়নও করতে পারবে
অনুপ্রেরণামূলক উক্তি পিক
যারা অনুপ্রেরণা মূলক উক্তি পিক খোঁজ করছেন তাদের জন্য আমার আজকের পোস্টে ছবিতে অনুপ্রেরণামূলক উক্তি তুলে ধরেছি। এছাড়া আরো কিছু উক্তি তুলে ধরেছি সেগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। তাই আপনি আজকের এই পোস্ট থেকে খুব সহজেই অনুপ্রেরণামূলক উক্তি পিক পেয়ে যাবেন।
যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে,
তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি”
– ডেল কার্নেগী
নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন, এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে
– নেপোলিওন হিল
আমরা অনেকসময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া, একটা প্রাঞ্জল হাসি, কিছু সুন্দর কথা, সুন্দর ব্যবহারের কী অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার!
সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হল, তুমি কিছুই জানো না – এটা জানা”
– সক্রেটিস
যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন,
আর যদি কিছু না করতে চান তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন
স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা মানুষের প্রত্যাশা পূরণে মানুষকে ঘুমাতে দেয় না।
— এপিজে আবদুল কালাম
সূর্য আমি, ঐ দিগন্তে হারাবো , অস্তমিত হব , তবু ধরনীর বুকে চিহ্ন রেখে যাব।
— সংগ্রহীত
স্বপ্ন গুলোকে অনেক বড় মনে হয় সুখ গুলোর চেয়ে কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে।
— সুজন মজুমদার
যে পুরুষ কখনো দুঃখ কষ্ট ভোগ করেনি এবং পোড় খাওয়া মানুষ নয়, মেয়েদের কাছে সে তেমন বাঞ্ছনীয় না , কারণ দুঃখ-কষ্ট পুরুষকে দরদী ও সহনশীল করে তোলে।
— ডেনিস রবিনস
অনুপ্রেরণামূলক কবিতা
যারা কবিতা পড়তে পছন্দ করে এবং সংগ্রহ করতে চায় আর তা যদি হয অনুপ্রেরণামূলক তাহলে আজকের এই পোস্টের পেয়ে যাবেন। যারা অনুপ্রেরণামূলক কবিতা খোঁজ করছেন তাদের জন্য আজকের এই পোস্ট। আশাকরি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
দারিদ্র্য – কাজী নজরুল ইসলাম
অনুপ্রেরণামূলক কবিতা
হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান্।
তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান
কন্টক-মুকুট শোভা।-দিয়াছ, তাপস,
অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস;
উদ্ধত উলঙ্গ দৃষ্টি, বাণী ক্ষুরধার,
বীণা মোর শাপে তব হ’ল তরবার!দুঃসহ দাহনে তব হে দর্পী তাপস,
অম্লান স্বর্ণেরে মোর করিলে বিরস,
অকালে শুকালে মোর রূপ রস প্রাণ!
শীর্ণ করপুট ভরি’ সুন্দরের দান
যতবার নিতে যাই-হে বুভুক্ষু তুমি
অগ্রে আসি’ কর পান! শূন্য মরুভূমি
হেরি মম কল্পলোক। আমার নয়ন
আমারি সুন্দরে করে অগ্নি বরিষণ!বেদনা-হলুদ-বৃন্ত কামনা আমার
শেফালির মত শুভ্র সুরভি-বিথার
বিকশি’ উঠিতে চাহে, তুমি হে নির্মম,
দলবৃন্ত ভাঙ শাখা কাঠুরিয়া সম!
আশ্বিনের প্রভাতের মত ছলছল
ক’রে ওঠে সারা হিয়া, শিশির সজলটলটল ধরণীর মত করুণায়!
তুমি রবি, তব তাপে শুকাইয়া যায়
করুণা-নীহার-বিন্দু! ম্লান হ’য়ে উঠি
ধরণীর ছায়াঞ্চলে! স্বপ্ন যায় টুটি’
সুন্দরের, কল্যাণের। তরল গরল
কন্ঠে ঢালি’ তুমি বল, ‘অমৃতে কি ফল?
জ্বালা নাই, নেশা নাই. নাই উন্মাদনা,-
রে দুর্বল, অমরার অমৃত-সাধনা
এ দুঃখের পৃথিবীতে তোর ব্রত নহে,
তুই নাগ, জন্ম তোর বেদনার দহে।
কাঁটা-কুঞ্জে বসি’ তুই গাঁথিবি মালিকা,
দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা!….গাহি গান, গাঁথি মালা, কন্ঠ করে জ্বালা,
দংশিল সর্বাঙ্গে মোর নাগ-নাগবালা!….ভিক্ষা-ঝুলি নিয়া ফের’ দ্বারে দ্বারে ঋষি
ক্ষমাহীন হে দুর্বাসা! যাপিতেছে নিশি
সুখে রব-বধূ যথা-সেখানে কখন,
হে কঠোর-কন্ঠ, গিয়া ডাক-‘মূঢ়, শোন্,
ধরণী বিলাস-কুঞ্জ নহে নহে কারো,
অভাব বিরহ আছে, আছে দুঃখ আরো,
আছে কাঁটা শয্যাতলে বাহুতে প্রিয়ার,
তাই এবে কর্ ভোগ!-পড়ে হাহাকার
নিমেষে সে সুখ-স্বর্গে, নিবে যায় বাতি,
কাটিতে চাহে না যেন আর কাল-রাতি!চল-পথে অনশন-ক্লিষ্ট ক্ষীণ তনু,
কী দেখি’ বাঁকিয়া ওঠে সহসা ভ্রূ-ধনু,
দু’নয়ন ভরি’ রুদ্র হানো অগ্নি-বাণ,
আসে রাজ্যে মহামারী দুর্ভিক্ষ তুফান,
প্রমোদ-কানন পুড়ে, উড়ে অট্টালিকা,-
তোমার আইনে শুধু মৃত্যু-দন্ড লিখা!বিনয়ের ব্যভিচার নাহি তব পাশ,
তুমি চান নগ্নতার উলঙ্গ প্রকাশ।
সঙ্কোচ শরম বলি’ জান না ক’ কিছু,
উন্নত করিছ শির যার মাথা নীচু।
মৃত্যু-পথ-যাত্রীদল তোমার ইঙ্গিতে
গলায় পরিছে ফাঁসি হাসিতে হাসিতে!
নিত্য অভাবের কুন্ড জ্বালাইয়া বুকে
সাধিতেছ মৃত্যু-যজ্ঞ পৈশাচিক সুখে!লক্ষ্মীর কিরীটি ধরি, ফেলিতেছ টানি’
ধূলিতলে। বীণা-তারে করাঘাত হানি’
সারদার, কী সুর বাজাতে চাহ গুণী?
যত সুর আর্তনাদ হ’য়ে ওঠে শুনি!প্রভাতে উঠিয়া কালি শুনিনু, সানাই
বাজিছে করুণ সুরে! যেন আসে নাই
আজো কা’রা ঘরে ফিরে! কাঁদিয়া কাঁদিয়া
ডাকিছে তাদেরে যেন ঘরে ‘সানাইয়া’!
বধূদের প্রাণ আজ সানা’য়ের সুরে
ভেসে যায় যথা আজ প্রিয়তম দূরে
আসি আসি করিতেছে! সখী বলে, ‘বল্
মুছিলি কেন লা আঁখি, মুছিলি কাজল?….শুনিতেছি আজো আমি প্রাতে উঠিয়াই
‘ আয় আয়’ কাঁদিতেছে তেমনি সানাই।
ম্লানমুখী শেফালিকা পড়িতেছে ঝরি’
বিধবার হাসি সম-স্নিগ্ধ গন্ধে ভরি’!
নেচে ফেরে প্রজাপতি চঞ্চল পাখায়
দুরন্ত নেশায় আজি, পুষ্প-প্রগল্ভায়
চুম্বনে বিবশ করি’! ভোমোরার পাখা
পরাগে হলুদ আজি, অঙ্গে মধু মাখা।উছলি’ উঠিছে যেন দিকে দিকে প্রাণ!
আপনার অগোচরে গেয়ে উঠি গান
আগমনী আনন্দের! অকারণে আঁখি
পু’রে আসে অশ্রু-জলে! মিলনের রাখী
কে যেন বাঁধিয়া দেয় ধরণীর সাথে!
পুষ্পঞ্জলি ভরি’ দু’টি মাটি মাখা হাতে
ধরণী এগিয়ে আসে, দেয় উপহার।
ও যেন কনিষ্ঠা মেয়ে দুলালী আমার!-
সহসা চমকি’ উঠি! হায় মোর শিশু
জাগিয়া কাঁদিছ ঘরে, খাওনি ক’ কিছু
কালি হ’তে সারাদিন তাপস নিষ্ঠুর,
কাঁদ’ মোর ঘরে নিত্য তুমি ক্ষুধাতুর!পারি নাই বাছা মোর, হে প্রিয় আমার,
দুই বিন্দু দুগ্ধ দিতে!-মোর অধিকার
আনন্দের নাহি নাহি! দারিদ্র্য অসহ
পুত্র হ’য়ে জায়া হয়ে কাঁদে অহরহ
আমার দুয়ার ধরি! কে বাজাবে বাঁশি?
কোথা পাব আনন্দিত সুন্দরের হাসি?
কোথা পাব পুষ্পাসব?-ধুতুরা-গেলাস
ভরিয়া করেছি পান নয়ন-নির্যাস!….আজো শুনি আগমনী গাহিছে সানাই,
ও যেন কাঁদিছে শুধু-নাই, কিছু নাই!
শেষ কথা
আমরা চেষ্টা করেছি আজকের পোষ্টে অনুপ্রেরণামূলক উক্তি তুলে ধরার। আশা করি এই উক্তিগুলো আপনি খুব সহজেই সংগ্রহ করে নিতে পেরেছেন। যদি আপনাদের কাছে আজকের এই পোস্ট ভাল লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
আরও দেখুনঃ
ইসলামিক কষ্টের স্ট্যাটাস, উক্তি ও বাণী
বিখ্যাত ব্যক্তিদের উক্তি বাংলা, বিখ্যাত কিছু উক্তি বাংলা ও স্ট্যাটাস
বঙ্গবন্ধুর বিখ্যাত কিছু উক্তি ও কবিতা
জীবন নিয়ে সুন্দর কিছু কথা, ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন