কবিতা

নীরবতা নিয়ে কবিতা – নিরব ভালবাসার কবিতা

মানুষ কারণ ছাড়াই হঠাৎ করে নীরব হয়ে যায় না। মানুষের নিরব হওয়ার পেছনে অনেক গল্প থাকে। তাই অনেকেই আছেন যারা নীরবতা নিয়ে কবিতা পেতে চান। কারণ নিজের ভেতরের নীরবতাকে কবিতার মাধ্যমে সবার সাথে শেয়ার করতে চান। অনেক বড় বড় কবিগণ নীরবতা নিয়ে কবিতা লিখে গেছেন।

আজকের পোস্টটি আমরা চেষ্টা করেছি নীরব ভালোবাসার কবিতা উল্লেখ করার জন্য। আশা করি রাতের নীরবতা নিয়ে কবিতা আপনাদের অনেক ভালো লাগবে। আপনার প্রিয়জনের সাথে নীরবতা নিয়ে কবিতা শেয়ার করতে ভুলবেন না।

নীরবতা নিয়ে কবিতা

আমরা নিজেদের ভিতর নীরবতাকে কবিতার মাধ্যমে প্রকাশ করতে চাই। তাই খুঁজে খুঁজে জনপ্রিয় নীরবতা নিয়ে কবিতা উল্লেখ করেছি এখানে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

নীরবতা এক প্রশান্তির নাম
– শাহানারা সুলতানা তানিয়া

নীরবতা এক প্রশান্তির নাম
নিকষ নিশীথে আকাশের সাদা মেঘ,
নিস্তব্ধতা এক কোলাহলের নাম
জলরংগে ছেয়ে থাকে জোরালো আবেগ ।

প্রাপ্তি এক বিরহের ঘ্রাণ
দুরের পথ চেয়ে সীমানা টানে দৃষ্টি
ধোঁয়াশা এক বেহায়াপনা
মরুময় অনিশ্চয়তাই যার দিব্যসৃষ্টি ।
আমাদের একলা পথের নির্জনতা
দক্ষিণের ঝিরিঝিরি শংখসাজে
আলপনা তবু হৃদয়ে সাজাই
একটা পুরনো থেমে যাওয়া ঢেউয়ের মাঝে ।

নীরবতা
– আকাশ হাসান

নীরবতা তুমি কেন এত মধুর
অস্থিত্বের ক্ষনে ক্ষনে
নীরবতাকে ডেকে আনে ৷
তোমাকে না যায় ধরা
আবার না যায় ছোয়া

তবুও কেন এত
তোমাকে ভালোবাসি
কষ্টের মূহুর্ত গুলোতে
তুমিই হও সাথি
তুমি আমার জন্য
করোনা তো কিছুই
তবুও কেন এত
তোমায় ভালোবাসি
হে নীরবতা ৷

আমার নীরবতা আমার ভাষা 
by অমিতাভ দাশগুপ্ত

আমার হাতে কোনও শাবল ছিল না,
বাটালিও নয়,
তবু, এতদিন তিলে তিলে গড়ে তোলা দুর্গ
এক দুপুরের বৃষ্টিতে কীভাবে ধুয়ে গেল!

আর
ওই বিশাল পাথুরে অবরোধ-ই যে আড়াল করে রেখেছিল
হার্মাদের মত এক খ্যাপা নদী,
এতকাল
. তা আমি জানতেও পারিনি।

সেই অর্গলহীন সজল
সারাদিন, সারারাত আমাকে ভাসিয়ে নিয়ে চলেছে।
ওই ভেসে যাচ্ছে আমার অঙ্গদ, শিরস্ত্রাণ,
আবরণহীন ভাসতে ভাসতে
আমি চড়তে পারছি
গাঢ় দীঘিকার চেয়ে সজল তোমার দু চোখের ভাষা,
আমি শুনতে পাচ্ছি
সমুদ্রের নাভি থেকে উঠে আসা

. মারমেইডস-এর গলায় তোমার গান,
দিশেহারা, ওলোট-পালোট ঢেউয়ে
ধুয়ে যাচ্ছে আমার গার্হস্থ্য-সন্ন্যাস,
জোয়ারে জোয়ারে
. এ তোমাকে কোথায় নিয়ে চলেছে,
. আমার নীরবতা আমার ভাষা।

আরও দেখুনঃ ৩০+ নীরবতা নিয়ে উক্তি

৪০+ নীরবতা নিয়ে স্ট্যাটাস

৩৪+ নীরবতা নিয়ে বাণী

২০+ নীরবতা নিয়ে ক্যাপশন

রাতের নীরবতা নিয়ে কবিতা

রাতের যে নীরবতা থাকে তা অনেকের কাছে অনেক ভালো লাগে। চারো দিকে নানা রকমের পোকামাকড়ের শব্দ কিন্তু চারপাশে মানুষের শব্দ নাই বললেই চলে। এমন সময় নিয়ে রাতের নিরবতা কবিতা সাজানো হয়েছে। নিচে থেকে আপনার পছন্দের রাতের নিরবতা কবিতা সংগ্রহ করে নিন।

নীরবতা নিয়ে কবিতা

রাতের নীরবতা
গোবিন্দ বীন

রাতের আঁধারে হেঁটে চলি নীরবে,
শোনতে পাই নিজের পায়ের আওয়াজ,
পথ এগোলেই হারিয়ে যায় পথ,
পেছনে ফিরে দেখি কুয়াশার আঁধার।

প্রকৃতির নীরবতা মনে ভয় জাগায়,
কে যেন ডাকছে আমায়,
একবার ডেকে হারিয়ে যায় কোথায়?
খোঁজে ফিরি তারে চাঁদনি আলোয় ।

জোনাকিরা আলো জ্বেলে আঁধারের মাঝে,
ঝিঁঝিঁপোকা লুকিয়ে ডাকে বারবার,
চাঁদের রুপালি আলো ছড়িয়ে চারিদিকে,
বয়ে যায় একরাশ মৃদু বাতাস ।

সারাদিনে ঘুমিয়ে থাকার পর তারারা এবার জেগে ওঠে,
আঁধার আকাশে ঘিরে থাকে তাদের রাজত্ব,
ডাহুকটা অনবরত ডেকে যায়,
বাদুড়েরা পাখা ছড়িয়ে ছুটে খাবারের সন্ধানে।

কোলাহল থেমে যায় ব্যস্ত পৃথিবীর,
দু’চোখ জুড়ে নেমে আসে ঘুম,
আযানের ধ্বনি শুনতে পাই দূর মসজিদে,
নিদ্রার মাঝে হারায় সারাদিনের ব্যস্ততা।

আমরা চেষ্টা করেছি আজকের পোস্ট এর সাহায্যে সবাইকে নিরাপত্তা নিয়ে কবিতা পেতে সাহায্য করার। আজকের পোস্ট ভাল লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। যাতে সবাই নীরবতা নিয়ে কবিতা খুঁজে পায়। আরো নতুন নতুন কবিতা পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

Read More

50+ নীরবতা নিয়ে উক্তি

৪০+ নীরবতা নিয়ে স্ট্যাটাস

৩৪+ নীরবতা নিয়ে বাণী

২০+ নীরবতা নিয়ে ক্যাপশন

নিস্তব্ধতা নিয়ে উক্তি, বাণী ও ক্যাপশন

নাজনীন নিশাত

হাই আমি নাজনীন নিশাত। আমি একজন বাংলা আর্টিকেল রাইটার। আমার ব্লগিং করতে ভালো লাগে। তাই আমি বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করি। তার মধ্যে বিনোদন, শিক্ষা, ইন্টারনেট অফার, প্রযুক্তি‌ এসব বিষয় নিয়ে লিখতে ভালো লাগে। এবং আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু লেখার জন্য। যাতে সবাই তা থেকে উপকৃত হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button