আমাদের দেশে কমিউটার সেগমেন্টের বাইকের বেশ চাহিদা রয়েছে। সাধারণত যাতায়াতের জন্য ১১০ সিসির বাইক অনেকেই কিনতে চায়। বাজেট যদি এক লক্ষ টাকার আশেপাশে। তাহলে বাজারে ১১০ সিসির বাইক বিভিন্ন কোম্পানির পেয়ে যাবেন।
আপনার প্রয়োজন ১১০ সিসির বাইক। এক্ষেত্রে আপনার কাঙ্খিত অর্থের মধ্যে কোন বাইক আপনার জন্য ভালো হবে। আমাদের এই পোস্ট থেকে নিন। এই পোস্টে বেশ কিছু ১১০ সিসির বাইকের দাম উল্লেখ করা হয়েছে এবং ফিচার। আশা করা যায় এই পোস্ট থেকে আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন।
আপনার বাজেটের জন্য কোন ভালো হবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন। আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে কম দামের মধ্যে বাইক দেখতে পারবেন। কম দামের মধ্যে বাইক দেখতে চাইলে এখানে ক্লিক করুন।
Contents
১১০ সিসি বাইক
১১০ সিসি বাইক বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে যাবেন যেমন হোন্ডা, হিরো, সুজুকি, টিভিএস, পালসার সহ আরো বেশ কয়েকটি কোম্পানির আমরা চেষ্টা করব বাজারে পাওয়া যাচ্ছে জনপ্রিয় কিছু মডেলের দাম উল্লেখ করা যাতে পছন্দের মধ্যে থাকে তাহলে চলুন জেনে নেওয়া যাক নাম এবং দাম। প্রথমে দেখে নেব হন্ডা কোম্পানির একটি বাইক। হোন্ডা ড্রিম ১১০ এই বাইকটির বাজার মূল্য কত এবং কিছু ফিচার।
Honda dream 110 বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ১১০ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 8.25 BHP পাওয়ার এবং 9.09 NM টর্ক উৎপন্ন হয়। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ স্পিড পাওয়া সম্ভব 90 kmph, বাইকটিতে ট্যাংকের দারুন ক্ষমতা ৮ লিটার। কোম্পানির মতে এই বাইক থেকে মাইলেজ পাওয়া যাবে 60 kmpl, সব মিলিয়ে বাইকটির ওজন ১০৭ কেজি। বাইকটির বাজার মূল্য ১,০৪,০০০ টাকা
১১০ সিসির সেরা বাইক ২০২৩
Hero Splendor iSmart 110 বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ১১০ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 9.1 PS পাওয়ার এবং 9.89 Nm টর্ক উৎপন্ন হয়। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ স্পিড পাওয়া সম্ভব 92.1 kmph, বাইকটিতে ট্যাংকের দারুন ক্ষমতা ৯.৫ লিটার। কোম্পানির মতে এই বাইক থেকে মাইলেজ পাওয়া যাবে 61 kmpl, সব মিলিয়ে বাইকটির ওজন ১১৬ কেজি। সাথে থাকতে ম্যানুয়াল ট্রান্সমিশন। বাইকটির বাজার মূল্য ৯৯,৯৯০ টাকা।
Suzuki hayate 110 বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ১১০ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 8.7 PS পাওয়ার এবং 9.3 Nm টর্ক উৎপন্ন হয়। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ স্পিড পাওয়া সম্ভব 90 kmph, বাইকটিতে ট্যাংকের দারুন ক্ষমতা ১০ লিটার। কোম্পানির মতে এই বাইক থেকে মাইলেজ পাওয়া যাবে 60 kmpl, সব মিলিয়ে বাইকটির ওজন ১০৭ কেজি। সাথে থাকতে ম্যানুয়াল ট্রান্সমিশন, থাকছে চারটি গিয়ার বক্স । বাইকটির বাজার মূল্য ৯৯,৯৫০ টাকা।
১১০ সিসি বাইক প্রাইস
TVS Metro plus 110 disc বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ১১০ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 8.4 PS পাওয়ার এবং 8.7 Nm টর্ক উৎপন্ন হয়। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ স্পিড পাওয়া সম্ভব 90 kmph, বাইকটিতে ট্যাংকের দারুন ক্ষমতা ১০ লিটার। কোম্পানির মতে এই বাইক থেকে মাইলেজ পাওয়া যাবে 85 kmpl, সব মিলিয়ে বাইকটির ওজন ১০৯ কেজি। সাথে থাকতে ম্যানুয়াল ট্রান্সমিশন, থাকছে চারটি গিয়ার বক্স । বাইকটির বাজার মূল্য ১,১৪,৯০০ টাকা।
১১০ সিসি বাইক বাংলাদেশ প্রাইস
Bajaj discover 110 disc বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ১১০ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 8.6 PS পাওয়ার এবং 9.81 Nm টর্ক উৎপন্ন হয়। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ স্পিড পাওয়া সম্ভব 100 kmph, বাইকটিতে ট্যাংকের দারুন ক্ষমতা ৮ লিটার। কোম্পানির মতে এই বাইক থেকে মাইলেজ পাওয়া যাবে 82.4 kmpl, সব মিলিয়ে বাইকটির ওজন ১১৭.৫ কেজি। সাথে থাকতে ম্যানুয়াল ট্রান্সমিশন, থাকছে চারটি গিয়ার বক্স । বাইকটির বাজার মূল্য ১,৩৭,০০০ টাকা।
সব মিলিয়ে বলা যায় যারা এক লক্ষ টাকার আশেপাশে ১১০ সিসি বাইক কিনতে আগ্রহী। তারা এই বাইক গুলো দেখতে পারেন। হয়তো আপনাদের পছন্দ হতে পারে।
আশা করা যায় এখান থেকে আপনি ১১০ সিসি বাইকের দাম জানতে পেরেছেন। যদি এই পোস্ট আপনাদের কাছে ভালো লেগে থাকে। তাহলে আমাদের ওয়েবসাইটে থাকা। আরো অন্যান্য পোস্ট দেখতে পারেন। হয়তো আপনাদের উপকার আসতে পারে।
আরও দেখুনঃ
তিন লক্ষ টাকার মধ্যে ভালো বাইক | ৩ লক্ষ টাকার মধ্যে বাইক এর দাম
ইয়ামাহা কোম্পানির স্কুটির দাম | ইয়ামাহা স্কুটি প্রাইস ইন বাংলাদেশ
স্কুটি বাংলাদেশ দাম কত ২০২৩ | সর্বশেষ মেয়েদের স্কুটি বাইক দাম