ইয়ামাহা কোম্পানির স্কুটির দাম

ইয়ামাহা কোম্পানির স্কুটির দাম ২০২৪ | ইয়ামাহা স্কুটি প্রাইস ইন বাংলাদেশ

স্কুটির চাহিদা অনেক বৃদ্ধি পায়েছে পূর্বে থেকে অনেকটাই। গ্রাহকদের কথা চিন্তা করে ইয়ামাহা কোম্পানি স্কুটি ছেড়েছে। সাধারণত ইয়ামাহা কোম্পানি বাইক তৈরির পাশাপাশি স্কুটি তৈরি করে। তারা বাইক বেশি তৈরি করে থাকে। এক্ষেত্রে বাইকের মত বিভিন্ন মডেল পাবেন না। কিছু নির্দিষ্ট মডেল বাজারে রয়েছে দাম অনেক বেশি। অন্যান্য কোম্পানির স্কুটির দাম কম হয় ওই স্কুটি গুলো কিনতে আগ্রহী হয়। এক্ষেত্রে আপনি চাচ্ছেন একটু প্রিমিয়াম কোয়ালিটি এবং দুর্দান্ত ডিজাইন থাকতে হবে, এরকম একটি স্কুটি।

আপনি ইয়ামাহা কোম্পানির স্কুটি দেখতে পারেন। দাম যেমন বেশি তেমনি ইঞ্জিন শক্তি বেশি। সাথে দুর্দান্ত ডিজাইন, সব মিলিয়ে আপনি যদি ইয়ামাহা কোম্পানির স্কুটি কিনতে আগ্রহী হন। তাহলে এই পোস্ট আপনার উপকারে আসবে। এখানে আমরা স্কুটির দাম এবং ফিচার উল্লেখ করেছি। এতে করে স্কুটি কিনার ক্ষেত্রে সুবিধা হবে। জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন। আপনি চাইলে এখানে ক্লিক করে সকল স্কুটির দাম জানতে পারবেন।

ইয়ামাহা স্কুটি দাম কত

ইয়ামাহা কোম্পানির দুইটি স্কুটির মধ্যে প্রথমটি হচ্ছে Yamaha Ray ZR Street rally স্কুটির বাজার মূল্য ১,৬৫,০০০ হাজার টাকা।

Yamaha Ray ZR Street rally এই স্কুটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ১১০ সিসি ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 7.1 PS পাওয়ার এবং 8.1 Nm টর্ক উৎপন্ন হয়। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ স্পিড পাওয়া সম্ভব 95 kmph এবং মাইলেজ পাওয়া যায় 70 kmpl, যা একজন গ্রাহক স্কুটি চালানোর ক্ষেত্রে ভালো সুবিধা পেয়ে যাবে।

ডিজাইনের কথা বলতে গেলে বাজেট অনুযায়ী অনেকটাই সুন্দর রাখার চেষ্টা করেছে তারা। অন্যান্য স্কুটির মত লকার হয়েছে যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যায়।

ইয়ামাহা স্কুটি প্রাইস ইন বাংলাদেশ

ইয়ামাহা কোম্পানির আরেকটি স্কুটি হল। Yamaha Ray ZR 110 এই স্কুটির বাজার মূল্য ১,৬৫,০০০ টাকা।

এই স্কুটি ডিজাইন এর কথা বলতে গেলে সুন্দর একটি ডিজাইন দেয়া হয়েছে। সামনে থেকে দেখতে স্কুটি কিভাবে স্পোর্টটি দেখায় আর এই স্কুটারের হেডলাইট বেশ আলো দেয়।

Yamaha Ray ZR 110 এই স্কুটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ১১০ সিসি ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 7.1 PS পাওয়ার এবং 8.1 Nm টর্ক উৎপন্ন হয়। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ স্পিড পাওয়া সম্ভব 80 kmph এবং মাইলেজ পাওয়া যায় 66 kmpl, ট্যাংকের দারুন ক্ষমতা ৫.২ লিটার ও অটোমেটিক ট্রান্সমিশন সব মিলিয়ে স্কুটির ওজন ১০৩ কেজি

ইয়ামাহা স্কুটি দাম

ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে ডিস্ক এবং ড্রাম। এই স্কুটির সামনে চাকায় দেয়া হয়েছে ১৭০ মিমি সিঙ্গেল ডিস্ক এবং দেয়া হয়েছে ড্রাম। ডাবল ডিস্ক ব্যবহার করা হলে আরো ভালো হতো। সামনে ডিস্ক ব্যবহার করা হয়েছে এর ফলে স্মুদ ভাবে হাই স্পিডে ব্রেক করতে সুবিধা পাওয়া যাবে।

ইয়ামাহা স্কুটির দাম কত

দুইটি স্কুটির মধ্যে তেমন পার্থক্য নেই। আপনার বাজেট অনুযায়ী ইয়ামাহা কোম্পানির এই দুইটি স্কুটি দেখতে পারেন। সব মিলিয়ে ভালো লাগার মত স্কুটি। এই দামে আরো বিভিন্ন কোম্পানির বাইক পেয়ে যাবেন। চাইলে আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন।

বাইক দাম
Suzuki Burgman Street ২৪৯,০০০ টাকা
TVS XL 100 ১০০ সিসি ৬৯,৯০০ টাকা
Znen Goldfish ৫০ সিসি ৯৮,০০০ টাকা
Vespa Elegant ১৫০ সিসি ২১৫,০০০ টাকা
Mahindra Gusto ১২৫ সিসি ৪২৫,০০০ টাকা
Yamaha NMax ১৫৫ সিসি ৪২৫,০০০ টাকা
Honda Dio ১১০ সিসি ১৪৬,৯০০ টাকা
Runner Skooty 110 CC ৯৯,০০০ টাকা
Atlas Zongshen ZS 110-72 ১১০ সিসি ৮৯,০০০ টাকা

আশা করা যায় আজকের এই পোস্ট থেকে ইয়ামাহা কোম্পানির স্কুটির ফিচার এবং দাম সম্পর্কে জানতে পেরেছেন। যদি এই পোস্ট আপনাদের কাছে ভালো লেগেন থাকে। তাহলে আমাদের ওয়েব সাইটে থাকা আরো অন্যান্য পোস্ট পেতে পারেন। হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে।

আরও দেখুনঃ

স্কুটি বাংলাদেশ দাম কত ২০২৪ | সর্বশেষ মেয়েদের স্কুটি বাইক দাম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top