সুজুকি জিক্সার বাইকের দাম কত

সুজুকি জিক্সার বাইকের দাম কত ২০২৪ বাংলাদেশ

বাংলাদেশ বাজারে বিভিন্ন ব্যান্ডের বাইক পাওয়া যায়। যারা প্রিমিয়াম কোয়ালিটির বাইক পছন্দ করে। তাদের গুনতে হয় কয়েক লক্ষ টাকা। সুন্দর ডিজাইন, আকর্ষণীয় লুক, ব্যান্ডের জনপ্রিয়তা একজন গ্ৰাহকের চাহিদার মধ্যে থাকে। তা পূরণ করতে সক্ষম হয়েছে সুজুকি। সুজুকি ব্যান্ডের জিক্সার সিরিজ এর মধ্যে উল্লেখযোগ্য‌। সুজুকি জিক্সার এস এফ ও সুজুকি জিক্সার এস এফ এবিএস। যেহেতু জিক্সার সিরিজ প্রিমিয়াম সেগমেন্টের তাই এই মডেলের বাইকের দাম বেশি। দাম বেশি হওয়ায় অনেকেই এই মডেলের বাইক কিনতে না পারায়। বাজেটের মধ্যে বিভিন্ন মডেল বাজারে ছেড়েছে।

যারা প্রিমিয়াম কোয়ালিটি জিক্সার বাইক কিনতে আগ্রহী। তারা দেখে নিন সুজুকি ব্যান্ডের জিএক্সআর মডেলের বর্তমান বাজার মূল্য কত। এছাড়াও সুজুকির সকল মডেলের লিস্ট জানতে এবং দাম জানতে এখানে ক্লিক করুন

সুজুকি জিক্সার বাইক দাম

শক্তিশালী ইঞ্জিন, সুন্দর ডিজাইন, ব্যান্ডের জনপ্রিয়তা, আধুনিক টেকনোলজি সবমিলিয়ে গ্রাহকদের পছন্দের তালিকায় সুজুকি। সুজুকি জিক্সার মডেলের বাইক গুলো বর্তমান সময়ে দাম জানতে আগ্রহী অনেকেই। সুজুকি জিক্সার মডেলের বাইক কিনতে হলে গুনতে হবে ২ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা। এর থেকেও বেশি মূল্যের বাইক পাওয়া যায় এই মডেলের।

সুজুকি জিক্সার বাইক বাংলাদেশ প্রাইস

প্রথমেই বলতে গেলে Suzuki gixxer SF carburetor, সুন্দর ডিজাইন, কালার কম্বিনেশনে অসাধারণ একটি বাইক। ১৫৫ সিসির ইঞ্জিন, সাথে led‌ লাইট তো থাকছেই। এই লাইট অন্ধকার যায়গায় উজ্জ্বল আলো দিতে সক্ষম। সুজুকি জিক্সার সিরিজ এর Suzuki gixxer SF carburetor এই মডেল দাম ২,৭২,,৯৫০ টাকা।

Suzuki gixxer SF fi কালার কম্বিনেশন এবং ডিজাইন দুর্দান্ত ১৫৫ সিসির ইঞ্জিন। বাইকটির দৈর্ঘ্য ‌২০২৫ মিমি এবং প্রস্থ ৭১৫ মিমি। ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা ১২ লিটার। সামনে এবং পিছনে ডিস্ক ব্যবহার করা হয়েছে। সাথে এলইডি লাইট তো থাকছেই। এর বাজার মূল্য ২,৯৪,৯৫০ টাকা।

সুজুকি জিক্সার দাম কত

Suzuki Gixxer SF ABS তেমন একটা পরিবর্তন লক্ষণীয় নয়। Suzuki gixxer si fi মতই কিছুটা পরিবর্তন আছে। যেমন কালার পরিবর্তন করেছে, হেডলাইট পরিবর্তন করেছে। বাকি সব ফিচার প্রায় Suzuki Gixxer SF এর মতই। এর বাজার মূল্য Suzuki gixxer sf fi থেকে কিছুটা বেশি।

সুজুকির আরেকটি মডেল Suzuki gixxer sf fi special edition এটির বাজার মূল্য ২,৯১,৯৫০ টাকা। কিছু চেঞ্জ রয়েছে ডিজাইনে এবং টেকনোলজিতে। সবমিলিয়ে বাইকগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। বলতে গেলে Suzuki gixxer sf fi এই মডেল বাইক গুলোর দাম প্রায় একই।

সুজুকি জিক্সার বাইক দাম ২০২৪ বাংলাদেশ

আমরা বেশ কিছু মডেলের দাম এবং কিছু ফিচার সম্পর্কে জেনে নিলাম। যেহেতু জিক্সার প্রিমিয়াম সেগমেন্টের বাইক, তাই দাম একটু বেশি। দাম বেশি হওয়ায় প্রচুর ফিচার রয়েছে এবং আধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

সুজুকি জিক্সার বাংলাদেশ প্রাইস

যেহেতু সুজুকি জিক্সার প্রিমিয়াম সিগমেন্টের। তাই ১৫০‌ সিসি এবং ১৫৫ সিসি বাইক বাজেটের মধ্যে পাওয়া যায়। এছাড়াও ১১০ সিসি ১২৫ সিসি বাইক পাওয়া যায়। যেহেতু এটা প্রিমিয়াম সেগমেন্টের তাই ১৫০ সিসি এবং ১৫৫ সিসি বাইক পাওয়া যায়।

২০২৪ সালে সুজুকি জিক্সার মডেলের দাম নিম্নরূপ:

  • সুজুকি জিক্সার: ১,৯৯,৯৫০ টাকা
  • সুজুকি জিক্সার এবিএস: ২,৬৪,৯৫০ টাকা
  • সুজুকি জিক্সার এসএফ: ২,৯৩,৯৫০ টাকা
  • সুজুকি জিক্সার এসএফ এবিএস: ৩,৩৪,৯৫০ টাকা

সুজুকি জিক্সার একটি জনপ্রিয় মোটরসাইকেল মডেল যা তার উন্নত পারফরম্যান্স এবং সাশ্রয়ী মূল্যের জন্য পরিচিত। এই মডেলটিতে ১৫৫ সিসি এয়ার-কুল্ড ইঞ্জিন রয়েছে যা ১৩.৬ পিএস শক্তি এবং ১৩.৬ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করে। এটি ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন সহ আসে।

সুজুকি জিক্সার এবিএস মডেলে এবিএস ব্রেকিং সিস্টেম রয়েছে যা নিরাপত্তা উন্নত করে।

সুজুকি জিক্সার এসএফ একটি স্পোর্টস-স্টাইল মোটরসাইকেল যা তার আকর্ষণীয় ডিজাইনের জন্য পরিচিত। এই মডেলটিতে ১৫৫ সিসি এয়ার-কুল্ড ইঞ্জিন রয়েছে যা ১৩.৬ পিএস শক্তি এবং ১৩.৬ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করে। এটি ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন সহ আসে।

সুজুকি জিক্সার এসএফ এবিএস মডেলে এবিএস ব্রেকিং সিস্টেম রয়েছে যা নিরাপত্তা উন্নত করে।

সুজুকি জিক্সার বাইকের দাম কত

সুজুকি জিক্সার মডেলের বাইক গুলোতে ব্রেকিং সিস্টেম উন্নত হওয়াতে খুব দ্রুত ব্রেক করা যায়। এবং এর টায়ার মোটা, রেয়ার টায়ার বাইক দেখতে সুন্দর এবং স্থায়ী হয়। সব মিলিয়ে বলা যায় যাদের বাজেট তিন লক্ষ টাকার আশেপাশে তারা কিনতে পারেন। আধুনিক টেকনোলজি এবং সুন্দর ডিজাইন এর কারনে। সুজুকি ব্যান্ডের আরও অনেক মডেল রয়েছে।

আশা করা যায় আজকের এই পোস্ট থেকে। আপনি খুব সহজেই সুজুকি জিক্সার প্রিমিয়াম সেগমেন্টের বাইক দাম দেখতে পেরেছেন। যদি এই পোস্ট ভালো লেগে থাকে। তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্ট দেখতে পারেন। হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে।

আরও দেখুনঃ

১১০ সিসি বাইক দাম বাংলাদেশ | কম টাকায় বেস্ট বাইক

২ লক্ষ টাকার মধ্যে ভালো বাইক | বাংলাদেশের সবচেয়ে ভালো বাইক

কম দামে স্পোর্টস সেগমেন্টের বাইক এর নাম ও মূল্য

সুজুকি মোটরসাইকেল দাম | দেখে নিন সর্বশেষ মূল্য তালিকা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top