হোন্ডা সাইন এসপি এর দাম কত

হোন্ডা সাইন এসপি এর দাম কত | হোন্ডা সাইন এসপি বাংলাদেশ প্রাইস

হোন্ডা কোম্পানির কমিউটার সেগমেন্টের বাইকের দাম কম থাকায়‌। গ্রাহকদের কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছে। হোন্ডা কোম্পানির জনপ্রিয় সিরিজ সাইন। এই সিরিজের কয়েকটি মডেল বাংলাদেশ বাজারে পাওয়া যাচ্ছে। এক লক্ষ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে। যারা দৈনন্দিন প্রয়োজনের জন্য একটি বাইক কিনতে চাচ্ছেন, তা যদি হয় হোন্ডা কোম্পানির। এক্ষেত্রে আমাদের এই পোস্ট আপনাদের উপকারে আসবে। আমরা চেষ্টা করেছি আপনাদের সুবিধার্থে হোন্ডা কোম্পানির সাইন সিরিজের বাইকের দাম উল্লেখ করা‌।

এই মডেলের বাইক বাংলাদেশ বাজারে পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হোন্ডা সিবি সাইন ১২৫, হোন্ডা সিবি সাইন এসপি ১২৫, বাইকের দাম জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন। আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে কম দামের মধ্যে ভালো বাইকের দাম জানতে পারবেন। কম দামের মধ্যে ভালো বাইকের দাম জানতে এখানে ক্লিক করুন।

হোন্ডা সাইন এসপি দাম কত

হোন্ডা কোম্পানির সাইন সিরিজের যে কয়টি মডেলের বাইক পাওয়া যাচ্ছে। এরমধ্যে উল্লেখযোগ্য Honda CB shine SP 125, Honda CB shine 125, কম দামের মধ্যে যারা বাইক খোঁজ করছেন। তাদের জন্য হোন্ডা সাইন ১২৫ সিসির বাইক পছন্দের লিস্টে রাখতে পারেন। আমরা এখন জেনে নেব এই বাইকের স্পেসিফিকেশন এবং বাইকের দাম।

হোন্ডা সাইন এসপি বাংলাদেশ প্রাইস

প্রথমে আমরা Honda CB shine SP 125 এর স্পেসিফিকেশন সম্পর্কে জানব এবং দাম জেনে নিব। Honda CB shine SP 125 এই বাইকটিতে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে 125 সিসির একটি ইঞ্জিন। যা maximum power 10.3 ps @ 7500 rpm, maximum torque 10.3 Nm @ 5500 rpm, এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ স্পিড পাওয়া সম্ভব 102.92 kmph এবং মাইলেজ পাওয়া যায় 65 kmpl, সাথে চারটি গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। এবং ট্যাংকের ধারণ ক্ষমতা ১০.৫ লিটার। সবমিলিয়ে বাইকটির ওজন 123 কেজি। বাইকটির বাজার মূল্য ১,৪৬,০০০ টাকা।

হোন্ডা সাইন এসপি প্রাইস

এখন আমরা দেখি নিব Honda CB shine 125 এর স্পেসিফিকেশন এবং দাম। এই বাইকে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 125 সিসির একটি ইঞ্জিন। যা maximum power 7.88 kw (10.57bhp) @ 7500 rpm, maximum torque 7.88 kw (10.57bhp) @ 7500 rpm, এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ স্পিড পাওয়া সম্ভব 100 kmph এবং মাইলেজ পাওয়া যায় 60 kmpl, বাইকটিতে চারটি গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। বাইকের ট্যাংকের ধারণ ক্ষমতা ১০.৫ লিটার। সব মিলিয়ে বাইকের ওজন ১২৩ কেজি। হোন্ডা সাইন এসপি বাইকের বাজার মূল্য ১,৩৫,০০০ টাকা।

হোন্ডা সাইন এসপি এর দাম কত

হোন্ডা সিবি সাইন এসপি ১২৫, এবং হোন্ডা সিবি সাইন ১২৫, বাইক দুটিতে কম দামের মধ্যে ভালো স্পেসিফিকেশন রয়েছে। যারা কম দামের মধ্যে ১২৫ সিসির বাইক কিনতে আগ্রহী। তারা পছন্দের লিস্টে রাখতে পারেন। দারুন ডিজাইন এবং আধুনিক টেকনোলজি সবমিলিয়ে বাইক দুটি বাজারে জনপ্রিয়তা পেয়েছে।

আশা করা যায় এই পোস্ট থেকে বাইকের দাম জানতে পেরেছেন। যদি এই পোস্ট আপনাদের কাছে ভালো লেগে থাকে। তাহলে আমাদের ওয়েবসাইটে থাকা অন্যান্য পোস্ট দেখতে পারেন। হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে।

আরও দেখুনঃ 

কাওয়াসাকি বাইকের দাম কত ২০২৪ | কাওয়াসাকি বাইক প্রাইস ইন বাংলাদেশ

রানার স্কুটির দাম কত | রানার স্কুটি প্রাইস ইন বাংলাদেশ ২০২৪

১১০ সিসি বাইক দাম বাংলাদেশ | কম টাকায় বেস্ট বাইক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top