শহীদ দিবস নিয়ে উক্তি

শহীদ দিবসের স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, ছন্দ ও কিছু কথা

শহীদদের জানাই হাজারো সালাম। তাদের জন্য বাংলা ভাষা, সোনার বাংলা ভাষায় পরিনত হয়েছে। তাদের আত্মত্যাগের কথা কখনোই ভুলি নি আর কোনোদিনও ভুলবো না। যে ভাষার জন্য এত রক্তপাত, সে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষা শহীদ দের কি ভুলতে পারি।মাতৃভাষা আমাদের সবার কাছে প্রিয় তাই সবার কাছেই এটি বিশেষ কিছু।

আপনারা যারা শহীদ দিবসের স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, ছন্দ নিয়ে জানতে চান তাদের জন্য আজকের এই পোস্ট। আপনারা যারা শহীদ দের শুভেচ্ছা জানানোর জন্য। সোসিয়াল মিডিয়া ও বন্ধুদের সাথে শেয়ার করতে চান। তারা আজকের এই পোস্ট থেকে শহীদ দিবসের স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও ছন্দ পেয়ে যাবেন। তাই মনোযোগ দিয়ে সম্পুর্ন পোস্ট পড়ুন।

শহীদ দিবস নিয়ে উক্তি

আপনারা যারা শহীদ দিবসের উক্তি এখনও খুজে পাননি তারা এ পোস্ট থেকে শহীদ দিবসের উক্তি পেয়ে যাবেন। আমার আজকের পোস্টে শহীদ দিবসের উক্তি তুলে ধরেছি। নিচ থেকে উক্তি গুলো সংগ্রহ করে নিন।

১। বিশ্বে খুব কম দেশ আছে যে নিজেদের ভাষার জন্য আনদোলন করেছে।

২। নাম না জানা অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকে কথা বলতে পারছি নিজের মায়ের ভাষায় এর থেকে গর্বের আর কোন কিছু থাকে না।

৩। এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করায় আমরা গর্বিত।

৪। প্রতি বছর একুশে ফেব্রুয়ারি পালন করা হয় বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

৫। যে ভাষার ভালোবাসায় বুকের তাজা রক্তের দাগ লেগে আছে। সেই ভাষাকে সম্মান করি।

৬। আজ ২১শে ফেব্রুয়ারী প্রথম প্রহরে তাই শ্রদ্ধা জানাই সকল শহীদের প্রতি । বাঙ্গালী জাতি তোমাদের কোনদিন ভুলবনা।

৭। ভালোবাসার মাঝে কষ্ট আছে, ভালো থাকার মাঝে শান্তি আছে, দূরে থাকার মাঝে টান আছে, মনে রাখার মাঝে সান্ত্বনা আছে, তাই মনে রেখো…… ২১…… ফেব্রুয়ারী ।

৮। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।

শহীদ দিবসের স্ট্যাটাস

আপনারা যারা শহীদ দিবসের স্ট্যাটাস খুঁজছেন তাদের জন্য আজকের এই পোস্ট । আপনারা যারা শহীদ দিবস নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে চান, তারা এ পোস্ট থেকে শহীদ দিবসের স্ট্যাটাস গুলো পেয়ে যাবেন। স্ট্যাটাস গুলো নিচে দেয়া হল সংগ্রহ করে নিন।

১। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

২। যে ভাষার জন্য আমরা এতো হুন্নে , যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষা শহীদ দের কে কি ভুলতে পারি।

৩। ভাষা সৈনিকদের জন্য বিনম্র শ্রদ্ধা ও একইসাথে সবার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

৪। আমার কাছে ভাষা হল একটি ক্রিয়ার ধরন। এটি পরিবর্তনকে প্রভাবিত করতে সক্ষম।

৫। মনে পড়ে ১৯৫২ এর কথা, মনে পড়ে একুশে ফেব্রুয়ারী এর কথা, যখন হারিয়েছি আমার ভাইদের, দিয়েছি রক্ত ভাষার জন্য।

শহীদ দিবসের কবিতা

৬। একটি অন্য ভাষা জানার অর্থ হল দ্বিতীয় আত্মার অধিকারী হওয়া।

৭। কোন ভাষা যেন এই পৃথিবী থেকে হারিয়ে না যায়। প্রত্যেকে যেন তাঁর মাতৃভাষায় নিজের মতামত প্রকাশ করতে পারে এই কামন করি। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

৮। ফেব্রুয়ারী আমার ভাইয়ের, ফেব্রুয়ারী আমার মায়ের, একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি।

৯। শহীদ দিবস অমর হোক .. শ্রদ্ধা।

শহীদ দিবসের ক্যাপশন

আপনারা যারা শহীদ দিবসের স্ট্যাটাস খুঁজছেন তাদের জন্য আজকের এই পোস্ট । আপনাদের জন্য বাছাই করা ক্যাপশন নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

১। তোমাদের জানাই লক্ষ সালাম, অন্তরের সবটুকু ভালোবাসা দিয়ে গভীর শ্রদ্ধা।

২। বুকের তাজা রক্ত দিয়ে ভাষা অর্জন করেছি আর ভাষা দিবসের শুভেচ্ছা জানাবো ইংরেজিতে? এ কেমন বাঙালি আমরা!

৩। কখনও আপনার মাতৃভাষাকে মূল্য দেওয়া বন্ধ করবেন না কারণ এটি সর্বদা শ্রদ্ধা ও লালন করার মতো বিষয়।

৪। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় আত্মত্যাগী আত্মার প্রতি শ্রদ্ধা।

৫। একুশে ফেব্রুয়ারি, এই দিনটির অপেক্ষায় আমরা কোটি মানুষ লক্ষ ফুল হাজার তোড়া নিয়ে জানাই তাদের শুভেচ্ছা । আমরা তাদের কখনো ভুলবো না।

শহীদ দিবসের ক্যাপশন

৬। সকল শহীদেরকে বিনয়ের সাথে স্মরণ করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি।

৭ । ২১ শে ফেব্রুয়ারি মানে মাতৃভাষা বাংলার জন্য যুদ্ধ।

৮ । মিছিল, আন্দোলন, অনেক, অনেক রক্ত, আর প্রাণের বিনিময়ে অর্জিত হয় রাষ্ট্রভাষা বাংলা।

৯। একুশকে কেন্দ্র করেই শুরু হয় বাঙালির স্বাধীনতা অর্জনের প্রচেষ্টা।

শহীদ দিবসের ছন্দ

১০। চেতনার পথে দ্বিধাহীন অভিযাত্রী বেশে বাঙালিকে সর্বদা চলার প্রেরণা জোগায় একুশ।

১১। মন ভরে যায় যখন প্রান খুলে কথা বলি মায়ের ভাষায়।

১২। আমার দেশের পথের ধূলা খাঁটি সোনার চেয়ে খাঁটি।

১৩। যেন তাদের মর্যাদা রাখতে পারি, শহীদদের স্মরণে।

শহীদ দিবসের ছন্দ ও কবিতা

আপনারা যারা শহীদ দিবস নিয়ে ছন্দ ও কবিতা খুঁজছেন তাদের জন্য আজকের এই পোষ্ট। আপনারা খুব সহজে এখান থেকে কবিতা ও ছন্দ পেয়ে যাবেন । বাছাই করা কিছু কবিতা ও ছন্দ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। নিচ থেকে সংগ্রহ করে নিন।

শহীদ দিবসের কবিতা

আপনারা যারা শহীদ দিবসের কবিতা পেতে চান তাদের জন্য আজকের এই পোস্ট। আপনাদের জন্য জনপ্রিয় কবিতা নিয়ে হাজির হলাম। কবিতা নিচ থেকে সংগ্রহ করে নিন।

কবিতা ১

মহাদেব সাহা

ভিতরমহলে খুব চুনকাম, কৃষ্ণচূড়া
এই তো ফোটার আয়োজন
বাড়িঘর কী রকম যেন তাকে হলুদ অভ্যাসবশে চিনি,
হাওয়া একে তোলপাড় করে বলে, একুশের ঋতু!
ধীরে ধীরে সন্ধ্যার সময় সমস্ত রঙ মনে পড়ে, সূর্যাস্তের
ন্নি সরলতা
হঠাৎ আমারই জামা সূর্যাস্তের রঙে ছেয়ে যায়,
আর আমার অজ্ঞাতে কারা আর্তনাদ করে ওঠে রক্তাক্ত রক্তিম
বলে তাকে!

আমি পুনরায় আকাশখানিরে চেয়ে দেখি
নক্ষত্রপুঞ্জের মৌনমেলা,
মনে হয় এঁকেবেঁকে উঠে যাবে আমাদের
ছিন্নভিন্ন পরাস্ত জীবন,
অবশেষে বহুদূরে দিগন্তের দিকচিহ্ন মুছে দিয়ে
ডাক দেবে আমরাই জয়ী।

কবিতা ২

বাংলা ভাষা

শেকলে বাঁধা শ্যামল রূপসী, তুমি-আমি, দুর্বিনীত দাসদাসী-
একই শেকলে বাঁধা প’ড়ে আছি শতাব্দীর পর শতাব্দী।
আমাদের ঘিরে শাঁইশাঁই চাবুকের শব্দ, স্তরে স্তরে শেকলের ঝংকার।
তুমি আর আমি সে-গোত্রের যারা চিরদিন উৎপীড়নের মধ্যে গান গায়-
হাহাকার রূপান্তরিত হয় সঙ্গীতে-শোভায়।

লকলকে চাবুকের আক্রোশ আর অজগরের মতো অন্ধ শেকলের
মুখোমুখি আমরা তুলে ধরি আমাদের উদ্ধত দর্পিত সৌন্দর্য:
আদিম ঝরনার মতো অজস্র ধারায় ফিনকি দেয়া টকটকে লাল রক্ত,
চাবুকের থাবায় সুর্যের টুকরোর মতো ছেঁড়া মাংস
আর আকাশের দিকে হাতুড়ির মতো উদ্যত মুষ্টি।

শাঁইশাঁই চাবুকে আমার মিশ্র মাংসপেশি পাথরের চেয়ে শক্ত হয়ে ওঠে
তুমি হয়ে ওঠো তপ্ত কাঞ্চনের চেয়েও সুন্দর।
সভ্যতার সমস্ত শিল্পকলার চেয়ে রহস্যময় তোমার দু-চোখ
যেখানে তাকাও সেখানেই ফুটে ওঠে কুমুদকহ্লার
হরিণের দ্রুত ধাবমান গতির চেয়ে সুন্দর ওই ভ্রূযুগল
তোমার পিঠে চাবুকের দাগ চুনির জড়োয়ার চেয়েও দামি আর রঙিন
তোমার দুই স্তন ঘিরে ঘাতকের কামড়ের দাগ মুক্তোমালার চেয়েও ঝলোমলো
তোমার ‘অ, আ’ –চিৎকার সমস্ত আর্যশ্লোকের চেয়েও পবিত্র অজর

তোমার দীর্ঘশ্বাসের নাম চন্ডীদাস
শতাব্দী কাঁপানো উল্লাসের নাম মধুসূদন
তোমার থরোথরো প্রেমের নাম রবীন্দ্রনাথ
বিজন অশ্রুবিন্দুর নাম জীবনানন্দ
তোমার বিদ্রোহের নাম নজরুল ইসলাম

শাঁইশাঁই চাবুকের আক্রোশে যখন তুমি আর আমি
আকাশের দিকে ছুঁড়ি আমাদের উদ্ধত সুন্দর বাহু, রক্তাক্ত আঙুল,
তখনি সৃষ্টি হয় নাচের নতুন মুদ্রা;
ফিনকি দেয়া লাল রক্ত সমস্ত শরীরে মেখে যখন আমরা গড়িয়ে পড়ি
ধূসর মাটিতে এবং আবার দাঁড়াই পৃথিবীর সমস্ত চাবুকের মুখোমুখি,
তখনি জন্ম নেয় অভাবিত সৌন্দর্যমন্ডিত বিশুদ্ধ নাচ;
এবং যখন শেকলের পর শেকল চুরমার ক’রে ঝনঝন ক’রে বেজে উঠি
আমরা দুজন, তখনি প্রথম জন্মে গভীর-ব্যাপক-শিল্পসম্মত ঐকতান-
আমাদের আদিগন্ত আর্তনাদ বিশশতকের দ্বিতীয়ার্ধের
একমাত্র গান।

শহীদ দিবসের ছন্দ

আপনারা যারা শহীদ দিবসের ছন্দ পেতে চান তাদের জন্য আজকের এই পোস্ট। আপনাদের জন্য জনপ্রিয় ছন্দ নিয়ে হাজির হলাম। ছন্দ নিচ থেকে সংগ্রহ করে নিন।

শহীদ দিবসের স্ট্যাটাস

বঙ্গভূমি ও বঙ্গভাষা
কায়কোবাদ

‘বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার জন্মভূমি।
গঙ্গা পদ্মা যাচ্ছে ব’য়ে,
যাহার চরণ চুমি।
ব্রহ্মপুত্র গেয়ে বেড়ায়,
যাহার পূণ্য-গাথা!
সেই-সে আমার জন্মভূমি,
সেই-সে আমার মাতা!
আমার মায়ের সবুজ আঁচল
মাঠে খেলায় দুল!
আমার মায়ের ফুল-বাগানে,
ফুটছে কতই ফুল!
শত শত কবি যাহার
গেয়ে গেছে গাথা!
সেই-সে আমার জন্মভূমি,
সেই-সে আমার মাতা!
আমার মায়ের গোলা ছিল,
ধন ধান্যে ভরা!
ছিল না তার অভাব কিছু,
সুখে ছিলাম মোরা!
বাংলা মায়ের স্নিগ্ধ কোলে,
ঘুমিয়ে রব আমি!
বাংলা আমার মাতৃভাষা
বাংলা জন্মভূমি!’

শেষ কথা

আমরা চেষ্টা করেছি আপনাদের মাঝে শহীদ দিবসের উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, ও ছন্দ তুলে ধরার। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের এই পোষ্ট ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

আরও দেখুনঃ 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top