bosonto facebook status

১০০+ বসন্তের ফেসবুক স্ট্যাটাস, শুভেচ্ছা বার্তা ও উক্তি

বসন্তের ফেসবুক স্ট্যাটাস, শুভেচ্ছা বার্তা ও উক্তি। সবার জন্য বসন্তের ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হয়েছে। আপনারা যারা পহেলা ফাল্গুন উপলক্ষে বসন্তের ফেসবুকে স্ট্যাটাস পেতে চান। তারা আজকে আমাদের এই পোস্ট থেকে বসন্তের ফেসবুক স্ট্যাটাস এবং উক্তি পাবেন। দেখতে দেখতে চলে আসলো বসন্ত।

এই বসন্ত সবার মনে দোলা দিয়ে যায়। এখানে তুলে ধরা হয়েছে বসন্ত নিয়ে ছোট ক্যাপশন। আরও দেওয়া হয়েছে বসন্ত নিয়ে প্রেমের কবিতা। তাই দেখে নিন বসন্ত নিয়ে প্রেমের কবিতা। আর সবার সাথে শেয়ার করুন বসন্ত নিয়ে প্রেমের কবিতা।

তাই সবাই বসন্তের স্ট্যাটাস শেয়ার করে। অনেকে বসন্ত স্ট্যাটাস লিখে অনুসন্ধান করে। তাই আমরা আজকের এই পোস্টে বসন্ত নিয়ে স্ট্যাটাস এবং উক্তি তুলে ধরেছি। আশা করছি সবাই বসন্তের স্ট্যাটাস গুলো অনেক পছন্দ করবে। তাই দেখে নিন বসন্তের প্রেমের ছোট কবিতা।

বসন্তের স্ট্যাটাস 2023

বসন্ত নিয়ে ক্যাপশন। সবার জন্য বসন্তের স্ট্যাটাস অনেক গুরুত্বপূর্ণ। তাই আপনার যাতে এই বসন্ত অনেক ভালো কাটে। তার জন্য আমরা ভালো মানের কিছু ফেসবুক স্ট্যাটাস এখানে তুলে ধরেছে। তাই এখান থেকে বসন্ত নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেখে নিন।

মনের আকাশে ঐ ফাগুন; পিয়াসী পাখি উড়ে যায় সুদূরেতে, কার যেছায়া মাখি!

ফাগুনের রঙে রেঙেছো তুমি, না বলা কথা আজ বলবো আমিঃ হৃদয়ের ডাক শুনবে কি তুমি?

ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত

ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দানঃ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দানঃ আমার আপনহারা প্রাণ; আমার বাঁধন ছেঁড়া প্রাণ

ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে; দিল তারে বনবীথি কোকিলের কলগীতি, ভরি দিল বকুলের গন্ধে

[ নতুন ] বসন্ত নিয়ে কবিতা ও পহেলা ফাল্গুনের কবিতা

বসন্তের ফেসবুক স্ট্যাটাস

ফাল্গুনের শুভেচ্ছা, বসন্ত নিয়ে স্ট্যাটাস। বর্তমানে প্রতিটি মানুষ বসন্তের স্ট্যাটাস দেওয়ার জন্য ভালো মানের স্ট্যাটাস খোঁজ করছে। তাই আমরা আপনাদের সুবিধার্থে এখানে বসন্ত নিয়ে ফেসবুকে স্ট্যাটাস তুলে ধরেছি। দেখে নিন আপনাদের পছন্দের স্ট্যাটাসগুলো।

ফুল ফুটুক আর নাই ফুটুক তোমাকে জানাই বসন্তের শুভেচ্ছা

সকালের কোকিলের ডাকে বুঝে গেলাম
এসে গেছে বসন্ত
তাই তোমায় জানালাম পহেলা ফাল্গুনের শুভেচ্ছা

এ বসন্ত তোমার হোক চির মধুর
তোমার বসন্ত ভালো কাটুক এই আশায় তোমাকে জানাই বসন্তের শুভেচ্ছা

টকটকে লাল গোলাপের বসন্তের শুভেচ্ছা জানালাম সবাইকে

আরও দেখুনঃ বসন্তের ফেসবুক স্ট্যাটাস

বসন্ত নিয়ে কিছু কথা

ফাল্গুন নিয়ে ক্যাপশন। কোকিলের কন্ঠে বারবার কানে নাড়া দিয়ে যায় বসন্ত এসে গেছে। তাই অনেকেই ফাল্গুন নিয়ে কিছু কথা বা বসন্ত নিয়ে কিছু কথা সবার সাথে শেয়ার করতে চায়।তাই আপনারা যারা বসন্ত নিয়ে কিছু কথা পেতে চান। তাদের জন্য এখানে বসন্ত নিয়ে কিছু কথা উল্লেখ করা হয়েছে।

পহেলা ফাল্গুন ২০২৩ কবে? [ ১ ফাল্গুন ১৪২৮ ]

আজ প্রকৃতি সেজেছে নতুন রূপে
তাইতো তোমাকে জানালাম বসন্তের শুভেচ্ছা

কত ঋতু চলে গেল
এসে গেল বসন্ত
তাই তোমায় জানালাম বসন্তের শুভেচ্ছা

হলুদ শাড়ি আর ফুলের শুভেচ্ছা নিও
তোমায় জানাই বসন্তের শুভেচ্ছা

এ বসন্ত সবার ভাল কাটুক এই আশায় সবাইকে বসন্তের শুভেচ্ছা

কি কর শ্বশুর মিছে খেটে ফাল্গুনে এঁটে পোত কেটে বেড়ে যাবে ঝাড়কি ঝাড় কলা বইতে ভাংগে ঘাড়।
– ক্ষণা

কারও কারও জীবনে বসন্ত নিভৃতে আসে বাইরে প্রকাশ পায় না। তার আমেজে সে নিজেই পুলকিত হয়।
– জন ফ্রেচার

pohela bosonto

ফাল্গুনে শুরু হয় গুনগুনানী, ভোমরাটা গায় গান ঘুম ভাঙানি
– ফররুখ আহমেদ

সূর্য-ঘড়ি সাত সকালে, ফাগুন রাঙ্গা শাড়ি পড়ে দিন গোনে আজ কার? বাসন্তিরা সবুজ টিপে, লাল সাদা আর হলুদ পাড়ে হাত ধরেছে তার
– সংগৃহীত

আজি এ বসন্ত দিনে বাসন্তী রঙ ছুয়েছে মনে; মনে পরে তোমাকে ক্ষণে ক্ষণে চুপি চুপি নিঃশব্দে সঙ্গোপনে
– সংগৃহীত

মনের আকাশে ঐ ফাগুন; পিয়াসী পাখি উড়ে যায় সুদূরেতে, কার যেছায়া মাখি!
– সংগৃহীত

ফাগুনের রঙে রেঙেছো তুমি, না বলা কথা আজ বলবো আমিঃ হৃদয়ের ডাক শুনবে কি তুমি?
– সংগৃহীত

ফাল্গুন নিয়ে কিছু কথা

আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী; চরণে পায়েলা রুমুঝুমু মধুপ উঠিছে গুঞ্জরি
– কাজী নজরুল ইসলাম

বসন্ত এলো এলো এলো রে পঞ্চম স্বরে কোকিল কুহরে মুহু মুহু কুহু কুহু তানে
– কাজী নজরুল ইসলাম

বসন্ত মুখর আজিদক্ষিণ সমীরণে মর্মর গুঞ্জনেবনে বনে বিহ্বল বাণী ওঠে বাজি
– কাজী নজরুল ইসলাম

আরও পড়ুনঃ বসন্ত নিয়ে কিছু কথা

বসন্ত নিয়ে উক্তি

বসন্ত আসলে মনে পড়ে যায় বিভিন্ন উক্তি। তাই যারা এই বসন্ত উপলক্ষে কিছু উক্তি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চান। তাদের জন্য এখানে বসন্তের শুভেচ্ছা ছন্দ দেওয়া হয়েছে। আশা করছি আপনারা এগুলো অনেক পছন্দ করবেন।

আবেগি চোরাস্রোতের ছেড়া স্তবক জুড়ে একরাশ না ফেরা অভিমানের গল্প অনুভূতির বাগিচায় নানা বাষ্পের আধিক্য জরাজীর্ণ বসন্তের হৃদয় পুষ্প

বসন্ত মাস ভালোবাসায় ভরপুর
তুমি আর আমি ঘুরবো সারা দুপুর
বসন্তের ফুল গুঁজে দেবো তোমার খোঁপায়
ভালোবাসার এটাই তো সেরা সময়।

bosonto ogrim sms

হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র সংগীতে যত আছে
হয়তো গাহেনি পাখি অন্তর উদাস সুরে
হয়তো কুসুম কলি ঘিরে
আকাশে মেলিয়া আখি
তবুও ফুটেছে জবা, দুরন্ত শিমুল গাছে
তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক।

ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দানঃ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দানঃ আমার আপনহারা প্রাণ; আমার বাঁধন ছেঁড়া প্রাণ
– রবীন্দ্রনাথ ঠাকুর

ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে; দিল তারে বনবীথি কোকিলের কলগীতি, ভরি দিল বকুলের গন্ধে
– রবীন্দ্রনাথ ঠাকুর

ফাল্গুন নিয়ে ক্যাপশন

কখনো বা চাঁদের আলোতে কখনো বসন্তসমীরণে সেই ত্রিভুবনজয়ী, অপাররহস্যময়ী আনন্দ-মুরতিখানি জেগে ওঠে মনে
– রবীন্দ্রনাথ ঠাকুর

আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে।
– রবীন্দ্রনাথ ঠাকুর

bosonto status

কখনো বাগান, কখনো দিগন্ত কখনো শ্রাবণ, কখনো বসন্ত আমি সেই তোমাকেই খুঁজি
– সংগৃহীত

ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল , ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল । চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায় , বেণুবনে মর্মরে দক্ষিণবায়
– রবীন্দ্রনাথ ঠাকুর

আরও দেখুনঃ ১০+ বসন্ত নিয়ে উক্তি

বসন্ত কালের শুভেচ্ছা

পহেলা ফাল্গুন বসন্ত কাল আসলে সবাই শুভেচ্ছা পেতে চায়।তাই যারা বসন্ত এসে গেছে এসএমএস বা বসন্তকালের শুভেচ্ছা পেতে চান। তাদের জন্য এখানে বসন্তের শুভেচ্ছা বা বসন্তের ছন্দ দেওয়া হয়েছে। বসন্তের এই দিন পালনে অনেকেই হলুদ শাড়ি পড়ে থাকে। আবার অনেকে বসন্তকে ঋতুরাজ বসন্ত বলে।

গাছে গাছে নতুন পাতা..
ফুল ফুটছে বেস।
সব পাখির মন খারাপ..
শীতের হলো শেষ।
নতুন রুপে,নতুন সাজে..
নিভাবে মনের আগুন।
তাইতো আজ প্রকৃতি জুড়ে।।
বসন্তের ফাগুন।

গাছের পাতা ঝরে
নতুন করে গজিয়েছে পাতা
এইতো এসে গেছে বসন্ত
তাইতো তোমাকে জানাই বসন্তের শুভেচ্ছা

ফাল্গুন নিয়ে পোস্ট

গাছে গাছে ফুলের সমারোহ কোকিলের কন্ঠে চারপাশ মন মুগ্ধ
তাই তোমায় জানাই বসন্তের শুভেচ্ছা

কোকিলের মিষ্টি মধুর ডাক
গাছের ফুলের সুন্দর সমাহার
সবকিছুতেই লেগে আছে বসন্ত
তাই সবাইকে জানাই বসন্তের শুভেচ্ছা

আরও দেখুনঃ বসন্ত কালের শুভেচ্ছা

বসন্তের ছবির ক্যাপশন

বসন্তের শুভেচ্ছা, পহেলা ফাল্গুন নিয়ে স্ট্যাটাস। যারা ফেসবুকে ছবি দিবেন তাই বসন্তের ছবির ক্যাপশন খুঁজছেন। তাদের জন্য এখানে ফাল্গুনের ছড়া এবং বসন্তের ছবির ক্যাপশন সুন্দর করে তুলে ধরা হয়েছে। আশা করছি এখান থেকে আপনি বসন্তকালের শুভেচ্ছা পেয়ে যাবেন।

আজ প্রকৃতি সেজেছে বসন্তের সাজে
ফুল ফুটছে পাখি গাইছে।।
আজও বসন্তের সাজে সাজা হল না
ফুলের রঙ ফুলেই রয়ে গেল
আমার বসন্তের কোকিলের সাথে দেখা হল না আজও..
অপেক্ষা শুধুই অপেক্ষা।

কত বসন্ত আসে
কত বসন্ত যায়
কত কোকিল পথ হারিয়ে
কণ্ঠ থেমে যায় অবলীলায়
শুধু আমি কোথাও যেতে পারলাম না
তোমাকে ছেড়ে কোথাও না।

best bosonto sms

দেখো বসন্তের বাতাস বইছে আজি
এসো বসন্তের রঙে সাজি,
আজ ঘুরে ফিরে চাইছে না যে
আমার এ মনের মাঝি।

আজি বসন্ত জাগ্রত দ্বারে।
তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে।
আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,
আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো,

bosonto special sms

আজি আসিয়াছে বসন্ত, গাছে গাছে ফুটিয়াছে ফুল;
গজিয়াছে নব পল্লব, পাখিরা করিছে কলরোল।
প্রকৃতি সাজিয়াছে অপরূপ সাজে,
জনমনে প্রফুল্লতা সর্ব কাজে।

মাঘের অস্থি কম্পিত শীত পালিয়ে
হলো ঋতু রাজের নব জাগরণ ;
ফাগুনের মিষ্টি রোদ্দুর কিরণে
চিত্তে জাগে আহ্লাদের শিহরণ।

আরও দেখুনঃ বসন্তের ছবির ক্যাপশন

বসন্ত নিয়ে ক্যাপশন

এই বসন্তে যারা বসন্ত নিয়ে ক্যাপশন লিখে পোস্ট করতে চান।তাদের জন্য এখানে ফাল্গুনের শুভেচ্ছা এবং বসন্ত নিয়ে ক্যাপশন দেওয়া হয়েছে। এগুলো বসন্তের শুভেচ্ছা জানাতে অনেক সাহায্য করবে। পহেলা ফাল্গুন উদযাপন করুন বসন্ত নিয়ে ক্যাপশন লিখে। পহেলা ফাল্গুন বসন্তের শুরুটা কে বোঝায়। তাই যারা ফাল্গুনের শুভেচ্ছা বার্তা সবার সাথে শেয়ার করবেন। তারা বসন্তের শুভেচ্ছা বার্তা এবং বসন্ত নিয়ে স্ট্যাটাস সবার সাথে শেয়ার করুন।

bosonto niye caption

ফাল্গুন নিয়ে ক্যাপশন

বর্তমানে প্রতিটি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তাই যারা ফাল্গুনের শুভেচ্ছা বার্তা পাঠাতে ফাল্গুন নিয়ে ক্যাপশন লিখবেন। তাদের জন্য এখানে ফাল্গুনের শুভেচ্ছা বার্তা এবং ফাল্গুনের শুভেচ্ছা উক্তি দেওয়া হয়েছে।

কি কর শ্বশুর মিছে খেটে ফাল্গুনে এঁটে পোত কেটে বেড়ে যাবে ঝাড়কি ঝাড় কলা বইতে ভাংগে ঘাড়।

চৈতে গিমা তিতা, বৈশাখে নালিতা মিঠা, জ্যৈষ্ঠে অমৃতফল আষাঢ়ে খৈ, শায়নে দৈ। ভাদরে তালের পিঠা, আশ্বিনে শশা মিঠা, কার্তিকে খৈলসার ঝোল, অগ্রাণে ওল। পৌষে কাঞ্ছি, মাঘে তেল, ফাল্গুনে পাকা বেল।

প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন

ফাল্গুনে শুরু হয় গুনগুনানী, ভোমরাটা গায় গান ঘুম ভাঙানি

aj bosonto

 

সূর্য-ঘড়ি সাত সকালে, ফাগুন রাঙ্গা শাড়ি পড়ে দিন গোনে আজ কার? বাসন্তিরা সবুজ টিপে, লাল সাদা আর হলুদ পাড়ে হাত ধরেছে তার

আজি এ বসন্ত দিনে বাসন্তী রঙ ছুয়েছে মনে; মনে পরে তোমাকে ক্ষণে ক্ষণে চুপি চুপি নিঃশব্দে সঙ্গোপনে

তাই পহেলা ফাল্গুন নিয়ে স্ট্যাটাস লিখুন। পহেলা ফাল্গুনের শুভেচ্ছা সবার সাথে শেয়ার করুন। বসন্তের ছন্দ বসন্তের ক্যাপশন সবকিছু আমাদের পোষ্টে দেওয়া আছে। আপনার পহেলা ফাল্গুন 2023 ভালো কাটুক।

শেষ কথা

আমরা চেষ্টা করেছি বসন্তের ফেসবুক স্ট্যাটাস ছবির ক্যাপশন এবং শুভেচ্ছা বার্তা আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। আজকের বসন্তের শুভেচ্ছা পোস্ট ভালো লাগলে পোস্টটি সবার সাথে শেয়ার করুন। যাতে সবাই বসন্তের শুভেচ্ছা সবাইকে জানাতে পারে।

আরও পড়ুনঃ 

২১ শে ফেব্রুয়ারি কবিতা

২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা এসএমএস, বাণী ও উক্তি

বসন্ত নিয়ে কবিতা ও পহেলা ফাল্গুনের কবিতা

পহেলা ফাল্গুনের শুভেচ্ছা, উক্তি ও এসএমএস

ফেসবুক ফটো ক্যাপশন বাংলা [ Facebook photo caption Bangla ]

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

শীতের সকাল নিয়ে উক্তি

ফেসবুকে অটো লাইক পাওয়ার উপায় (How to get Facebook Auto like)

ইংরেজি নববর্ষ (ইংরেজি নববর্ষ বাংলা এসএমএস, ফটো, উইসেস)

জন্মদিনের ফেসবুক স্ট্যাটাস

আবেগি ফেসবুক স্ট্যাটাস (abegi Facebook status)

ভালোবাসার কষ্টের এসএমএস (১০০+ কষ্টের এসএমএস, কষ্টের স্ট্যাটাস)

নতুন বছরের শুভেচ্ছা [ স্ট্যাটাস, শুভেচ্ছা বাণী, এসএমএস ]

নতুন বছরের শুভেচ্ছা বাণী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *