অপবাদ নিয়ে ইসলামিক বানী, উক্তি, স্ট্যাটাস, কিছু কথা ও কবিতা

অপবাদ নিয়ে ইসলামিক বানী, উক্তি, স্ট্যাটাস, কিছু কথা ও কবিতা

এমন অনেক ধরনের মানুষ আছে মিথ্যা অপবাদ দিয়ে থাকে। বা মিথ্যা অপবাদ দিয়ে থাকে যা খুবই খারাপ কাজ। তাই অনেকে চায় মিথ্যা অপবাদ নিয়ে উক্তি সংগ্রহ করে বন্ধুদের মাঝে শেয়ার করতে। আমরা এই পোস্টে তুলে ধরেছি অপবাদ নিয়ে উক্তি, মিথ্যা অপবাদ নিয়ে উক্তি, মিথ্যা অপবাদ, কিছু কথা ও কবিতা। আশাকরি পোস্টে থাকা উক্তিগুলো আপনাদের কাছে ভালো লাগবে।

কাউকে মিথ্যা অপবাদ দেওয়ার আগে সে বিষয়ে অবশ্যই ভাবা উচিত ঠিক করা হচ্ছে কিনা। কারণ মিথ্যা প্রচার করা খারাপ কাজ। মিথ্যা কখনো প্রচার করতে নেই। এই মিথ্যা অপবাদের মাধ্যমে অন্যের ক্ষতি করে কোন লাভ নেই। অন্যের ক্ষতি করে কিছুটা সময় নিজের মধ্যে ভালো লাগবেঋ কিন্তু সেটি সামরিক সময়ের জন্য। যার ক্ষতি করা হবে সে হয়তো কিছুদিন ক্ষতিগ্রস্ত হবে। এক সময় সেই ক্ষতি থেকে নিজেকে উঠিয়ে তুলতে পারবে।

কিন্তু নিন্দুক ব্যক্তি কখনোই অন্যদের কাছে ভালো হতে পারবে না। অন্যদের কাছে বিশ্বাসী হতে পারবে না। তাই অন্যদের সাথে ভালোভাবে মিলেমিশে থাকার জন্য মিথ্যা অপবাদ দেওয়া থেকে দূরে থাকতে হবে।

অপবাদ নিয়ে উক্তি

যারা মিথ্যা অপবাদ ছড়ায় তারা কখনোই অন্যের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে না। বা অন্যের ভালো করা যায় না তাই কাউকে অপবাদ দেওয়ার আগে। একবার হলেও ভাবতে হবে যাকে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে তার জায়গায় নিজে থাকলে কেমন লাগবে। অনেকেই চায় অপবাদ নিয়ে উক্তি পেতে। আমরা এই পোস্টে অপবাদ নিয়ে বাংলা উক্তি তুলে ধরেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

অপবাদ দেয়া স্বজাতি ভক্ষণ এর থেকেও জঘণ্য।
— জন ক্রিসোস্ট্রম

যে তোষামোদি করতে জানে সে অপবাদও দিতে পারে।
— নেপোলিয়ন বোনাপার্ট

অপরাধ দরিদ্রতার জন্য হয়, প্রচলিত ধারণাটি গরীবদের ওপর চাপিয়ে দেয়া একটি অপবাদ।
— এইচ. এল. মেনকেন

তুমি যদি ভেবে থাকো যে অপবাদের মাধ্যমে একটি মেয়েকে তোমার প্রেমে ফেলতে পারবে কিংবা লোকজনকে তোমাকে ভোট দেওয়াতে পারবে তবে চেষ্টা করে যাও যতক্ষণ না পর্যন্ত তুমি সন্তুষ্ট হও।
— আব্রাহাম লিংকন

অপবাদের প্রতিবাদ হচ্ছে সত্য।
— মেজি হিরনো

অপবাদ দেয়া সামাজিক ক্যান্সার।
— ক্রিস জামি

অপবাদে কোন যুক্তি নেই।
— রবার্ট জি. ইংগারসল

অপবাদ বাহক এবং অপবাদ দাতা সমান অপরাধী।
— রিচার্ড ব্রিন্সলি

অপবাদ নিয়ে উক্তি

আমরা নিজেদের সম্পর্কে বেশিরভাগ জিনিস উন্মোচন করি অন্যদের সম্পর্কে কথা বলার সময়।
— কান্নাদ কজুরি

অপবাদ নিয়ে ইসলামিক বানী

মিথ্যা প্রচার করা হারাম। কারো নামে মিথ্যা অপবাদ দেওয়া বা কাউকে নিয়ে গীবত গাওয়া আল্লাহতালা নিষেধ করেছেন। যারা অন্যের নামে গীবত গেয়ে বেড়ায় তাদের জন্য আল্লাহ তায়ালা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। অনেকেই অপবাদ নিয়ে ইসলামিক বাণী খোঁজ করে থাকে। কারণ ইসলামিক বাণী থেকে জ্ঞান অর্জন করা যায় এবং সে অনুযায়ী জীবন-যাপন করা যায়। আমরা এই পোস্টে অপবাদ বা অপপ্রচার নিয়ে ইসলামিক বাণী তুলে ধরেছি।

যারা বিনা অপরাধে বিশ্বাসী পুরুষ ও নারীদের কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে।
— আল-কুরআন

কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে যদি এমন স্থানে লাঞ্ছিত করে যেখানে তার মানহানি ঘটে এবং সর্বদা খাটো করা হয়, আল্লাহ তাকে এমন স্থানে লাঞ্ছিত করবেন, যেখানে তার সাহায্যপ্রাপ্তির আশা ছিল।
— হযরত মুহাম্মাদ (স.)

মিথ্যা অপবাদ হল কারো ব্যাপারে অন্যের নিকটে এমন কথা বলা যা তার মাঝে নেই।
— হযরত মুহাম্মাদ (স.)

তোমরা মিথ্যা কথন থেকে দূরে থাক।
— আল-কুরআন

দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে।
— আল-কুরআন

মিথ্যা অপবাদকারীর শাস্তি হচ্ছে ৮০ বেত্রাঘাত।
— আল-কুরআন

পাঁচটি পাপ এমন, যার প্রায়শ্চিত্ত নেই। তন্মধ্যে তৃতীয়টি হলো কোনো মুমিনকে অপবাদ দেওয়া।
— হযরত মুহাম্মাদ (স.)

তোমরা একজন আরেকজনের দোষ তালাশ করে বেড়িও না এবং কারও অগোচরে গিবত করোনা।
— আল-কুরআন

মিথ্যা অপবাদ নিয়ে উক্তি

কারো নামে মিথ্যা অপবাদ রটানো উচিত নয়। কেননা একজন ব্যক্তির অজান্তে কারো কাছে তার নামে গীবত গেলে, বা অপবাদ দিলে তাকে সমস্যায় ফেলানো হয়। তাই আপনারা যারা মিথ্যা অপবাদ নিয়ে উক্তি খোঁজ করেছেন। তারা এই পোস্টে বাছাই করা উক্তি পেয়ে যাবেন। মিথ্যা অপবাদ নিয়ে উক্তি নিচে দেয়া হয়েছে সংগ্রহ করে নিন।

অভিমত পোষণ অপবাদ নয়।
— মেজি হিরনো

আমরা যদি শুধুই আমাদের থেকে উত্তমদের অপবাদ দিতে পারি তবে আমাদের কথা বলা বন্ধ করা জরুরী।
— এনা ব্রন্টি

যখন তুমি কাউকে অপবাদ দাও তুমি একটা ঋণের অধিকারী হও আর সেই ব্যক্তি একটা মুনাফার অধিকারী হয়।
— দাদা ভগবান

আমরা ভালো মানুষ সম্পর্কে খারাপ অপবাদ বিশ্বাসে যথেষ্টই দ্রুত।
— সংগৃহীত

মনে রেখো আমার সম্পর্কে অপবাদ গুলো ততটাই সত্যি যতটা সত্য তোমার সম্পর্কে আমার শোনা অপবাদ গুলো।
— সংগৃহীত

মানুষ মিথ্যা কথা বলে নিজের প্রয়োজনে।

ভালো মিথ্যা বাদি হওয়ার জন্য ভালো স্মৃতি থাকতে হয়।

সত্যের উৎপত্তি ধারনা থেকেই হয়।

মিথ্যা অপবাদ নিয়ে উক্তি

মিথ্যা কথা গুলো কবিতার মতো হলেও সত্য বক্তৃতা মনে হয়।

মিথ্যা অপবাদ

মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করা উচিত। কারন মিথ্যা নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যায়। মিথ্যা প্রচার করা খারাপ কাজ এটা মোটেই ভাল কাজ নয়। একটি মিথ্যা কথার মাধ্যমে নিজেকে যেমন ক্ষতিগ্রস্ত করা হয় তেমনি অন্যর ক্ষতি করা হয়। তাই এমন কোন কাজ করা যাবে না যে কাজের মাধ্যমে নিজের বা অন্যের ক্ষতি হয়। এছাড়া যারা অপবাদ ছড়ায় তাদেরকে অন্যেরা পছন্দ করেনা বা তাদেরকে বিশ্বাস করে না।

অপবাদ নিয়ে কিছু কথা

একটা বিষয় না জেনে শুনে ও না দেখে। সত্যতা যাচাই না করে অন্যের কাছে সে বিষয়ে সমালোচনা করা বা অপবাদ দেওয়া খুবই খারাপ কাজ। যারা এই ধরনের কাজ করে তারা খারাপ মন মানসিকতার ব্যক্তি। একজন মানুষের নামে সহজেই অপবাদ দেওয়া যায়। কিন্তু সহজেই তা কাটিয়ে ওঠা যায় না। তাই আমরা যা দেখি তাই প্রচার করব যা সত্য তাই প্রচার করব। চোখে না দেখা বিষয়গুলো অন্যদের কাছে সমালোচনা করবো না বা অন্যকে অপবাদ দিবোনা।

অপবাদ নিয়ে স্ট্যাটাস

আপনি যদি অপবাদ নিয়ে বাছাই করা স্ট্যাটাস খোঁজ করে থাকেন। বা অপবাদ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে চান। তাহলে আজকের এই পোস্টে পেয়ে যাবেন। আমরা এই পোস্টে বাছাই করা স্ট্যাটাস তুলে ধরেছি আশা করি ভালো লাগবে।

সেটা তোমার মুখ দিয়ে ছড়িয়ো যা তুমার চোখ দিয়ে দেখো নাই।

ভালোমানুষ সম্পর্কে খারাপ কথা আমরা অতি দ্রুতই বিশ্বাস করে ফেলি।

কাউকে একটা অপবাদ দিলে তুমি তার নিকট ঋনি হয়ে থাকলে…

অপবাদ কাউকে কলঙ্কিত করতে পারে না।

অভিমত পোষণ অপবাদ নয়।

আপনি হোন অপবাদ বাহক বা অপবাদ দাতা মনে রাখবেন দুজনই সমান অপরাধী।

যেথায় কোন যুক্তি নেই সেটা হচ্ছে অপবাদ।

স্বজাতি ভক্ষন এর থেকেও অপবাদ করা অপরাধ।

মিথ্যা অপবাদ কখনোই বাস্তবে পরিনত হবে না।

অপবাদ নিয়ে স্ট্যাটাস

মিথ্যা হলো সকল পাপের জননী তাই মিথ্যা থেকে সাবধান।

তো এই ছিল মিথ্যা নিয়ে উক্তি এর আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পোষ্ট কী বিষয় এ চান কমেন্ট এ জানাতে পারেন। ধন্যবাদ!

অপবাদ নিয়ে কবিতা

অনেকে অপবাদ নিয়ে কবিতা পেতে চায়। তাই আমরা এই পোস্টে অপবাদ নিয়ে কবিতা তুলে ধরেছি। আশাকরি কবিতা আপনাদের কাছে ভালো লাগবে।

অপবাদ
– মোহাম্মদ ইরফান

“আজ হতে তুই আসবিনা এই ঘরে
যদ্দিন না গেলুম আমি মরে”এই বলে ঘর করলো ছাড়া
রমশকে তার বাপ
দোষ ছাড়া সে দোষি হলো
পায়নি খুঁজে মাপ
ফেলছে ফাঁদে সৎ মা তারে,মিথ্যা অপবাদের

রমেশ নাকি থাকলে সাথে ক্ষতি হবে তাদেরকাঁদছে রমশে অঝোর ধারায়
ভেবে আপন মা’কে
বাবাও যে ঢের আপন ছিলো
বাসত ভালো তাকে
সে বাপ আজি মারছে তারে,করছে ছাড়া ঘর
সৎ ভাইয়েরা বাপের আপন,রমেশ হলো পরকরল কি সে পায়না ভেবে
কি দোষটা তার ছিলো
কিসের লাগি সৎ মা তারে

চোর অপবাদ দিলো
সৎ মা তারে করতো তাড়া,বাসার সকল কাজে
একটু দেরি করলে আবার বঁকতো আজে-বাজেসোনার লকেট হয়নি চুরি
যায়নি খুয়া টাকা
সব আছে ঠিক আগের মতো
যা যেখানে রাখা
অভাব শুধু আপন মায়ের,আপন জনার মায়া
মেঘ ছাড়া কি সূর্য কভু,দেয় কি রে হিম ছায়া??

শেষ কথা

আমরা চেষ্টা করেছি এই পোস্টে অপবাদ সম্পর্কিত উক্তি তুলে ধরার। আমরা আরো চেষ্টা করেছে ইসলামিক বাণী তুলে ধরার। আশা করি আজকের এই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে তাহলে। আমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন।

আরও দেখুনঃ

জীবন নিয়ে সুন্দর কিছু কথা, ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন

আবেগি মনের কিছু কথা

তোমাকে নিয়ে কিছু কথা

জীবনের কিছু বাস্তব কথা

কিছু কষ্টের কথা ও আবেগি মনের কিছু কথা

শিক্ষামূলক উক্তি ও বাণী

কিছু কষ্টের কথা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top