বিজ্ঞানশিক্ষা

নোবেল পুরস্কার ২০২৩ তালিকা – দেখুন সকল বিজয়ীদের নাম ছবি সহ

আপনারা যারা নোবেল পুরস্কার ২০২৩ বিজয়ীদের তালিকা ও ছবি পিডিএফ সহ দেখতে চান। তাদের জন্য আজকের এই পোস্টে উল্লেখ করা হয়েছে 2023 সালের নোবেল বিজয়ীদের নামের তালিকা। অনেক দীর্ঘ প্রতীক্ষার পর নোবেল বিজয়ীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তাই আপনি যদি 2023 সালের নোবেল বিজয়ীদের নামের তালিকা পেতে চান। দেখে নিন আজকের পোস্ট।

নোবেল পুরস্কার ২০২৩

২০২৩ সালের নোবেল পুরস্কার টি গত ৪ অক্টোবর থেকে প্রকাশ করা শুরু হয়েছে। আপনারা অবগত আছেন যে মোট ৬ টি বিষয়ের উপর নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে।ইতোমধ্যে বেশ কয়েকটি বিষয়ে নোবেল পুরস্কার এর পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।

আমরা আজকের পোস্ট হতে কোন কোন বিষয়ে এবং কাকে মনোনয়ন করা হয়েছে তা সম্পর্কে বিস্তারিত জানব। আপনি আরও এই পোস্ট পোস্ট হতে বিজয়ীদের পূর্ণাঙ্গ নামের তালিকা। এবং তাদের ছবি সহ পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন। সকল বিষয়ের নোবেল পুরস্কার বিজয়ীদের নামের তালিকা টি নিচে দেওয়া হল। নোবেল পুরস্কার ২০২৩ তালিকা দেখুন।

নোবেল পুরস্কার প্রাপ্তদের তালিকা ২০২৩

নিচে তুলে ধরা হয়েছে নোবেল পুরস্কার প্রাপ্তদের তালিকা ২০২৩২০২৩ সালের নোবেল বিজয়ীদের নামের তালিকা দেখুন।

আরও পড়ুনঃ এই বছর কারা কারা কোন কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন?

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের তালিকা ২০২৩

এবছর পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী ২০২৩ হলেন: ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট, আমেরিকার জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গার।

বেল ইনেকুয়ালিটির পরীক্ষালব্ধ প্রমাণ ও কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট গবেষণায় অবদানের জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয় বলে গত মঙ্গলবার নোবেল কমিটি জানায়।

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী ২০২১ পাওয়ার কারণঃ 

পৃথিবীর জলবায়ু পরিস্থিতির ফিজিক্যাল বা ভৌত মডেল তৈরি, পরবর্তনশীলতা পরিমাপ এবং বৈশ্বিক উষ্ণতার বিষয়টি নির্ভরযোগ্যভাবে অনুমানের জন্য পুরষ্কার পেয়েছেন সাইকুরো মানাবে মানাবে এবং ক্লাউস ক্লাউস হাসেলম্যান। তারা দুজনে এ বছরের নোবেল পুরষ্কারের অর্ধেক পেয়েছেন।

নোবেল পুরষ্কারের বাকি অর্ধেক জর্জিও পারিসি পেয়েছেন পারমাণবিক ও গ্রহীয় পরিসরে ভৌত ব্যবস্থা বা ফিজিক্যাল সিস্টেমের বিশৃঙখলা ও ফ্লাকচুয়েশন পরষ্পরের ওপর কী প্রভাব ফেলে তা আবিষ্কারের জন্য।

রসায়নে নোবেল বিজয়ীদের তালিকা ২০২৩

রসায়ন নোবেল বিজয়ী ২০২৩ হলেনঃ ক্যারোলিন আর বার্তোজ্জি, মর্টেন মেলডাল ও কে ব্যারি শার্পলেস।

ক্লিক রসায়ন ও বায়োঅর্থোগোনাল রসায়নে অবদান রাখায় ক্যারোলিন আর বার্তোজ্জি, মর্টেন মেলডাল ও কে ব্যারি শার্পলেসকে রসায়নে এ বছরের নোবেল দেওয়া হলো। ‘ক্লিক কেমিস্ট্রি’সংক্রান্ত তাঁদের গবেষণা আগামী দিনে ওষুধশিল্পকে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করছে নোবেল কমিটি ।

চিকিৎসা শাস্ত্রে নোবেল বিজয়ীদের তালিকা ২০২৩

চিকিৎসাবিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের সোয়ান্তে প্যাবো।

বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে প্যাবোকে।

অর্থনীতিতে নোবেল বিজয়ীদের তালিকা ২০২৩

অর্থনীতির নোবেল বিজয়ী ২০২৩ হলেন – ২০২৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড কার্ড, জোশুয়া অ্যাংগ্রিস্ট ও গুইডো ইমবেনস।

orthoniti nobel

ডেভিড কার্ড শ্রম অর্থনীতিতে অবদানের জন্য এবং অ্যাংগ্রিস্ট ও ইমবেন্স কার্যকারণ সম্পর্ক নিয়ে গবেষণার জন্য এই পুরস্কার পেয়েছেন।

এই পুরস্কারের মূল্যমান ১১ লাখ ডলার। মোট পুরস্কারের অর্ধেক পাবেন ডেভিড কার্ড। বাকি অর্ধেক জোশুয়া ডি অ্যাংগ্রিস্ট ও গুইডো ডব্লিউ ইমবেনসের মধ্যে সমান হারে ভাগ হয়ে যাবে। সঙ্গে তাঁরা সোনার মেডেল পাবেন।

সাহিত্যে নোবেল বিজয়ীদের তালিকা ২০২৩

সাহিত্যে নোবেল বিজয়ী ২০২৩ হলেন – তানজানিয়ার নাগরিক আবদুলরাজাক গুরনাহ।

সাহিত্য নোবেল বিজয়ী আবদুলরাজাক গুরনাহসাহিত্য নোবেল বিজয়ী আবদুলরাজাক গুরনাহ

শান্তিতে নোবেল বিজয়ীদের তালিকা ২০২৩

শান্তি নোবেল বিজয়ী ২০২৩ হলেন – যৌথভাবে শান্তিতে নোবেল পেলেন ফিলিপাইনের মারিয়া রেসারাশিয়ার দমিত্রি মুরাতভ

মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভক
মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভক

গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।

নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়

আপনাদের অনেকেই জানতে চেয়েছেন নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়। আমরা সবাই জানি নোবেল পুরস্কার অনেক মূল্যবান একটি পুরস্কার। তাই আমরা আজকে উল্লেখ করেছি নোবেল পুরস্কার প্রদান কারী দেশের নাম। মূলত দুটি দেশ থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। তার মধ্যে শুধুমাত্র নোবেল শান্তি পুরস্কার টি নরওয়ে আসলো থেকে দেওয়া হয়। এবং আর বাকিগুলো প্রদান করা হয় সুইডেনের স্টকহোম থেকে।

কত সাল থেকে নোবেল পুরস্কার দেয়া হয়?

আপনার প্রশ্ন হয়তো সর্বপ্রথম কত সাল থেকে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। মোহর 6 টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয়। তার মধ্যে থেকে বিষয়গুলো হলো পদার্থবিজ্ঞান রসায়ন চিকিৎসাশাস্ত্র সাহিত্য অর্থনীতি এবং শান্তি। ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়েছে ১৯৬৯ সালে। অর্থনীতি ছাড়া অন্য বিষয়গুলোতে আলফ্রেড নোবেল আর উল্লে অর্থনীতির কথা উল্লেখ করেননি।

নোবেল পুরস্কার এর দাম কত

আপনাদের অনেকের একটি প্রশ্ন রয়েছে নোবেল পুরস্কারের দাম কত। যারা গত বছর নোবেল বিজয়ী রয়েছে তাদের নগদ অর্থের পরিমাণ ছিল 9 লাখ 30 হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় অংকটা 8 কোটি টাকা। নোবেল ফাউন্ডেশন এর পক্ষ থেকে বলা হয়েছে এবছর নগদ অর্থের পরিমাণ হবে 11 লাখ ডলার। মানে এবছর নোবেল পুরস্কারের দাম হবে 9 কোটি টাকার কিছু বেশি। গত 14 সেপ্টেম্বর সুইডেনের স্টকহোমে নগদ অর্থ পুরস্কার বাড়ানোর সিদ্ধান্ত নেয় নোবেল ফাউন্ডেশন

টাকার চেয়ে নোবেল পুরস্কার প্রাপ্তিটাই অনেক বড়। কিন্তু নবল অ্যামোনিয়ার পুরস্কার যেখানে টাকার অংকটা হেলাফেলা করার সুযোগ নেই। যদিও অনেক নোবেল বিজয়ী তারা তাদের পুরস্কার যায় টাকা দান রত কাজের জন্য শেয়ার করেন।

সর্বশেষ কথা

আশা করি আজকের পোস্ট এর সাহায্যে আপনারা জানতে পেরেছেন 2023 সালের নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা ছবিসহ। এবং আমরা উল্লেখ করেছি নোবেল বিজয়ীদের নামের পিডিএফ ফাইল। আশা করি আপনাদের পোস্টটি অনেক ভালো লেগেছে এবং অবশ্যই সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে 2023 সালের নোবেল বিজয়ীদের নামের তালিকা

আরও দেখুনঃ 

চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২৩ – জানুন বিস্তারিত

Tech Tips

টিপস নেট বিডি সকল ধরনের প্রয়োজনীয় বিষয় নিয়ে কাজ করে। বিভিন্ন ধরনের শিক্ষামূলক, কৃষি, প্রযুক্তি, বিনোদনমূলক, কুইজ প্রতিযোগিতা, পরীক্ষার রেজাল্ট। সকল ধরনের তথ্য দিয়ে আমরা সাহায্য করে থাকি। নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button