মেয়ে পটানো ফেসবুক স্ট্যাটাস, উক্তি, এসএমএস, ক্যাপশন ও পিকচার

আজকে আমরা কথা বলব মেয়ে পটানো ফেসবুক স্ট্যাটাস নিয়ে। আপনি যদি আপনার প্রিয় মানুষ কে পটাতে চান তাহলে আজকের এই পোস্ট আপনার জন্য। ধরুন আপনার ঘরে বউ আছে তাহলে অবশ্যই আপনাকে মেয়ে পটানো ফেসবুক স্ট্যাটাস জানতে হবে।
কারণ আপনি যদি না জানেন কিভাবে মেয়ে পটাতে হয় তাহলে বিয়ের পর অশান্তিতে পড়তে হবে। বউ বলবে আপনি মেয়ে পটাতে জানেন না রোমান্স বোঝেন না। তাই আজকেই শিখে নিন কিভাবে মেয়ে পটানো ফেসবুক স্ট্যাটাস দিবেন।
Contents
মেয়ে পটানো ফেসবুক স্ট্যাটাস
আপনারা যারা মেয়ে পটাতে চান তারা না পটিয়ে বিয়ে করে ফেলেন তাড়াতাড়ি। তাই আমরা উল্লেখ করেছি বিয়ের পর মেয়ে পটানো ফেসবুক স্ট্যাটাস সকল। আপনার পছন্দের মেয়ে পটানো ফেসবুক স্ট্যাটাস আজকের পোষ্টের নিচে থেকে সংগ্রহ করুন।
কিছু লেখক অকালেই ধুমড়ে পচে মরে যায় প্রিয়তমার নিদারুন অবহেলায়!
আমি আদমের ওই স্রস্টাকে চাই।
জান্নাতে পেতে ঠাই।
চলে যাবা??
যাও!! কিন্তু নষ্ট হয়ে যাবো…!
ফেইসবুকে ফেমাস হয়ে কি লাভ, যদি জানাজায় ২ লাইন মানুষ না হয়।
গালফ্রেন্ড কখনও পুন্যবান হতে পারেনা😇 কারন< পুন্যবান মেয়ে কখনও কারো গালফ্রেন্ড হয় নাহ!
মাঝে মাঝে তোহ মনে হয়, মশা আমাদের বাসায় নাহ্ আমরা মশার বাড়িতে থাকি,
এলাকার সবচেয়ে ভালো ছেলেটাও! একসময় অন্ধকার গলিতে ধোয়া উড়ায়!
জীবনের মানে খুজে নেয় পুড়ে যাওয়া ফুসফুসের মাঝে😞
বেঈমান প্রিয়তমাকে ঘৃনা করার মিথ্যা অভিনয় করে!
সেই ছেলেটাই নিকোটিন প্রেমি
ভালো থাকুক পৃথিবীর ঐসব মানুষগুলো,
যারা নিজের ভালো থাকার জন্য অন্যের ভালো থাকা কেড়ে নেয়😞
মেয়ে পটানো উক্তি
ফেসবুকে মেয়ে পটানোর সহজ উপায় ও মেয়ে পটানোর ডায়লগ অনেকেই পেতে চায়।তাই সবার চিন্তা ভাবনার অবসান ঘটাতে আজকে আমরা পোস্টে মেয়ে পটানোর থেরাপি উল্লেখ করেছি। মেয়ে পটানোর এসএমএস ও মেয়ে পটানোর স্ট্যাটাস দেখে নিন আজকের এই পোস্ট থেকে।
সুখি থাকার মন্ত্র. যে যেতে চায় থাকে যেতে দাও, পারলে লাথি দিয়ে এগিয়ে দাও
অতঃপর, নিশ্বাস নিতে কষ্ট হতে হতেই সব থেমে যাবে😞
কত্তোগুলো দেখা স্বপ্ন পূরন করা বাকী রয়ে যাবে ,
কেউ জানবে না- কখনোই জানবে না
আর অনলাইনে আসব না😞 ____ অনলাইনে আসিয়া কি করব😴 আন্দন শব্দটি আমার ভাগ্যে নেই
রিলেশন ছাড়া নাকি দুনিয়া চলে নাহৃ🐸 তাহলে আমি কি দুনিয়ার বাইরে আছি,
আমি আদমের ওই স্রস্টাকে চাই।
জান্নাতে পেতে ঠাই।
কিছু লেখক অকালেই ধুমড়ে পচে মরে যায় প্রিয়তমার নিদারুন অবহেলায়’)
তোমার সন্ধানে আমি
জায়গায়-জায়গায় রটাইয়াছি লেখনির ভাষা —
এমন হেতু পাইনি যা তোমার না আসার বর্বরতা!!
এই ফাল্গুনে বাসন্তী
রঙের শাড়িটা পড়ে যদি একবার আসো
আজন্মকাল আমার আর চোখের তৃষ্ণা পাবেনা
এক সমুদ্দুর
হতাসার রাত শেষে
যেই সকালটা হয়
সেখানেও তুমি না থাকার এক বিভৎস ফাকা বুকের চারপাশ
মেয়ে পটানো এসএমএস
মেয়েদের ইমপ্রেস করার ফেসবুক স্ট্যাটাস তুলে ধরেছে আমরা।চ্যাটিং মেয়ে পটানোর মিষ্টি কথা পাবেন আমাদের কাছে। মেয়ে পটানোর মিষ্টি কথা ও মেয়ে পটানোর কবিতা সবার জন্য অনেক প্রয়োজন। তাই দেখে নি মেয়ে পটানোর প্রশ্ন।
সফলতার পিছনে দৌড়াতে দৌড়াতে কখন যে আমরা আল্লাহকে হৃদয় থেকে মুচে ফেলি,
তা ততক্ষণ অবধী অজানায়ই থাকে যতক্ষননা আমরা আবার ব্যর্থ হই।
ধনুকের তীর আর মানুষের
মুখের ভাষা যদি একবার বের
হয়ে যায় তাকে আর ফেরানো যায় না!
আমি কখনই মিস্টি কথা বলি নাহ
কারন আমি চাইনা আমার
জন্য কারও ডায়াবেটিকস হোক
আমার অভদ্র হওয়ার
পেছনের গল্প শুনলে
আপনার ভদ্র সমাজ কেঁদে উঠবে
মেয়ে পটানোর ডায়লগ
অনেকে আছেন যারা ফেসবুকে মেয়ে পটানোর ডায়লগ শেয়ার করতে চান।তারা অতি সহজে অচেনা মেয়ে পটানোর কৌশল খুঁজে পাবেন আমাদের কাছ থেকে। নিজে থেকে দেখে নিন মেয়ে পটানোর ডায়লগ।
ভাবিয়া করিও
প্রেম করিয়া ভাবিও না
কিভাবে খাইবা বাঁশ,
টেরও পাইবা না
ডাক্তারের কাছে
একটাই থার্মোমিটার থাকে
যা ছেলেরা বগলে
লাগায় আর মেয়েরা মুখে
5 সেকেন্ড এর একটি
হৃদয় কাপানো গল্প ~
ওই তোর বাপে
আইতাছে তারাতাড়ি
বিড়ি ফালা।
কে জানি আমার বিকাশ
এ্যাকাউন্টে রিপোর্ট মারছে
সবাই বেশি বেশি
করে টাকা পাঠাও
অবশ্যই তুমি পাবে যা তােমার থেকে চলে গেছে, তার চেয়েওউত্তম”💚
~ সূরা আনফাল, আয়াত ৭০.
একটু খবর নিয়ে দেখো,
মানুষটা হয়ত আর বেশিদিন বাচবে নাহ:(
মেয়ে পটানো স্ট্যাটাস
একজন মেয়েকে ইমপ্রেস করতে হলে অবশ্যই আপনাকে দারুন দারুন ফেসবুকে স্ট্যাটাস দিতে হবে। কারণ মেয়ে মানুষ এত সহজে গলে না আবার বললেন একবারে গলে যায়। তাই নিজে থেকেই মেয়ে পটানোর স্ট্যাটাস সংগ্রহ করুন।
এমন কেনো খেলো আমায় নিয়ে?
পেয়ে হারাবার ব্যথা যাও কেন দিয়ে?
একটা ছেলে তখনই খারাপ পথে চলে যায়।।😒
– যখন কাছের মানুষ গুলো অবহেলা করতে থাকে!
আমার জামাইয়ের সাথে যেই মাইয়া প্রেম করে আমি দোয়া করি ঠাডা পরুক তার মাথায়…😒Copy
–
সাধনা ছাড়া যে তোমাকে পেয়ে গেলো.!
– সে কখনো বুঝবে না তুমি কতোটা মূল্যবান!❤️
ফ্যামিলি প্রবলেম,বন্ধুদের সাথে ঝামেলা, প্রিয় মানুষকে হারনোর ভয়,সবকিছু মিলিয়ে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি সেইখান থেকে মিথ্যা কথা মুখ দিয়ে বের হয় নাহ!’
দীর্ঘশ্বাস নিতে নিতে কখন যে
শ্বাস বন্ধ হয়ে যাবে!
বুঝতেই পারবো না।
কিছু ভালোবাসা কখনো কখনো পূর্ণতা পায় না। কিন্তু বেঁচে থাকে হৃদয়ের কোন এক কোণে।
তবুও সবকিছু ছাপিয়ে জীবনটাকে এগিয়ে নিতে হয়,নিতে হবে।
ভালোবাসার জয় হোক, ভালোবাসা বেঁচে থাকুক সবার হৃদয়ে।
যে ভুলে যায়, তাকেও ভুলে যান।
সিম্পল.হঠাৎ একদিন শুনবি!😌🥀
আমি কাফনের কাপড়ে বন্ধি!🙂💔
তোমার নিশ্বাসে বিষ ছিলো আমি বিশ্বাস করিনি।
– ওরা বলেছিলো বহুবার কারো কথা কানে তুলিনি।
শেষ কথা
আশা করি আজকের এই পোস্টের সহজে মেয়ে পটানো ফেসবুকে স্ট্যাটাস ও মেয়ে পটানোর ডায়লগ খুঁজে পেয়েছেন। আজকের এই পোস্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আরো নতুন নতুন কলাকৌশল পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
আরও দেখুনঃ
বাংলা কষ্টের স্ট্যাটাস [ Bangla Koster Status ]