কাজী নজরুল ইসলামের উক্তি, বিদ্রোহী উক্তি, স্ট্যাটাস, পোস্ট ও কবিতা

কাজী নজরুল ইসলামের উক্তি, বিদ্রোহী উক্তি, স্ট্যাটাস, পোস্ট ও কবিতা

অনেকেই কাজী নজরুল ইসলামের উক্তি অনুসন্ধান করে থাকে। অনেকে চায় খুব সহজেই উক্তিগুলো সংগ্রহ করতে। আপনারা এই পোস্ট থেকে খুব সহজেই উক্তিগুলো সংগ্রহ করতে পারবেন। আমরা এই পোস্টে কাজী নজরুল ইসলামের উক্তি, উক্তি সমূহ, বিদ্রোহী উক্তি, প্রেমের উক্তি, স্ট্যাটাস, পোস্ট ও কবিতা তুলে ধরেছি। আশা করা যায় আজকের এই পোস্টে থাকা উক্তিগুলো গুলো আপনাদের কাছে ভালো লাগবে। উক্তিগুলো নিচে দেয়া হয়েছে সংগ্রহ করে নিন।

কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। কাজী নজরুল ইসলাম বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি পায়। উনি আমাদের মাঝে নানা ধরনের কবিতা উপহার দিয়েছেন। এর পাশাপাশি তিনি উপন্যাসিক, নাট্যকার, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সৈনিক, সম্পাদক, রাজনীতিবিদ দার্শনিক ও সঙ্গীতজ্ঞ।

উনি বিভিন্ন বিষয়ে কাব্য লিখেছেন এছাড়াও সমাজের অত্যাচারের বিরুদ্ধে লিখেছেন। অত্যাচারের বিরুদ্ধে লেখনি গর্জে উঠেছিল। একই সঙ্গে আঁকড়ে ধরেছিলেন প্রেম, ভালোবাসা ও তীব্র প্রতিবাদ। উনি সমাজের ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে লিখেছেন। তাই আমাদের উচিত উনার উক্তিগুলো পড়া যেগুলো দ্বারা আমরা অনুপ্রাণিত হতে পারব। উক্তিগুলো নিচে দেয়া হয়েছে নিচ থেকে সংগ্রহ করে নিন।

কাজী নজরুল ইসলামের উক্তি

কাজী নজরুল ইসলামের উক্তি অনেকেই খোঁজ করে থাকে। আমরা এই পোস্টে কিছু উক্তি তুলে ধরেছি। আশা করা যায় আজকের এই পোস্টে থাকা উক্তিগুলো আপনাদের কাছে ভালো লাগবে।

আমার যাবার সময় হল দাও বিদায়
মোছ আঁখি দুয়ার খোল দাও বিদায়।। ”
— কাজী নজরুল ইসলাম

কোনকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী;
প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী ”
— কাজী নজরুল ইসলাম

আমরা সবাই পাপী;
আপন পাপের বাটখারা দিয়ে;
অন্যের পাপ মাপি !! ”
— কাজী নজরুল ইসলাম

শুণ্যে মহা আকাশে
তুমি মগ্ন লীলা বিলাসে
ভাঙ্গিছো গড়িছো নীতি ক্ষণে ক্ষণে
নির্জনে প্রভু নির্জনে খেলিছো ”
— কাজী নজরুল ইসলাম

কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পুর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন। ”
— কাজী নজরুল ইসলাম

তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন ”
— কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলামের উক্তি

হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান।তুমি মোরে দিয়াছো খ্রিস্টের সম্মান।”
– কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলামের উক্তি সমূহ

বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। উনি বিভিন্ন বিষয়ে লিখেছেন। উনার লেখা থেকে আমাদের অনেক কিছু শেখার ও জানার আছে। কাজী নজরুল ইসলামের বিভিন্ন উক্তি রয়েছে। তাই অনেকেই কাজী নজরুল ইসলামের উক্তি সমূহ সংগ্রহ করতে চায়। আমরা এই পোস্টে কিছু উক্তি সমূহ তুলে ধরেছি এখান থেকে সংগ্রহ করে নিন।

হিংসাই শুধু দেখেছ এ চোখে, দেখ নাই আর কিছু, সমূখে শুধু রহিলে তাকায়ে, চেয়ে দেখিলেনা পিছু।”
– কাজী নজরুল ইসলাম

সত্য যদি হয় ধ্রুব, তোর কর্মে যদি না রয় ছল, ধর্ম দুগ্ধে না রয় জল, সত্যের জয় হবেই হবে আজ নয় কাল মিলবেই ফল।”
– কাজী নজরুল ইসলাম

আমারে সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও প্রভু উদার। হে প্রভু! শেখাও নীচতার চেয়ে নীচ পাপ নাহি আর।”
– কাজী নজরুল ইসলাম

গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড়ো কিছু নাই, নহে কিছু মহীয়ান।”
– কাজী নজরুল ইসলাম

কোনকালে একা হয়নিকো জয়ী পূরুষের তরবারী। প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী।”
– কাজী নজরুল ইসলাম

মুক্ত বিহঙ্গের বন্য শিশু তুমি, তোমার পোষ মানায় কে?”
– কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলামের উক্তি সমূহ

সে দেশে যবে বাদল ঝরে কাঁদে না কি প্রাণ একেলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা বাজে না বাঁশি নদীর তীরে।”
– কাজী নজরুল ইসলাম

নজরুলের বিদ্রোহী উক্তি

কাজী নজরুল ইসলামের বিদ্রোহী উক্তি অনেকেই সংগ্রহ করতে চায়, যা আমরা এই পোস্টে তুলে ধরেছি। এখান থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। উক্তিগুলো নিচে দেয়া হয়েছে সংগ্রহ করে নিন।

মহা বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়ুগ কৃপাণ ভীম রণ, ভূমে রণিবে না-বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত।” – কাজী নজরুল ইসলাম

চারিদিকে আজ ভীরুর মেলা, খেলবি কি আর নতুন খেলা? জোয়ার জলে ভাসিয়ে ভেলা বাইবি কি উজান? পাতাল ফেরে চলবি মাতাল সর্গে দিবি টান।” – কাজী নজরুল ইসলাম

কারার ঐ লৌহকপাট, ভেঙ্গে ফেল কর রে লোপাট, রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।” – কাজী নজরুল ইসলাম

আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি জবাবদিহির কেন এত ঘটা যদি দেবতাই হও টুপি পড়ে টিকি রেখে সদা বলো যেন তুমি পাপী নও পাপী নও। যদি কেন এ ভড়ং ট্রেডমার্কার ধুম পুলিশি পোশাক পরিয়া হয়েছ পাপের আসামী গুম।” – কাজী নজরুল ইসলাম

বিদ্রোহী মানে কাউকে না মানা নয়। যা বুঝিনা তা মাথা উঁচু করে বুঝি না বলা।” – কাজী নজরুল ইসলাম

নজরুলের বিদ্রোহী উক্তি

সত্যকে অস্বীকার করিয়া ভন্ডামি দিয়া কখনো মঙ্গল উৎসবের কল্যাণ প্রদীপ জলিবে না।” – কাজী নজরুল ইসলাম

রক্ত ঝড়াতে পারি না তো একা, তাই লিখে যাই এই রক্ত লেখা।” – কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলামের প্রেমের উক্তি

কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। তবে তিনি প্রেমের উক্তি বলেছেন যা অনেকেই অনুসন্ধান করে থাকে। তাই আমরা এই পোস্টে কাজী নজরুল ইসলামের প্রেমের উক্তি তুলে ধরেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

আসিবে তুমি জানি প্রিয়, আনন্দে বনে বসন্ত এলো ভুবন হল সরসা, প্রিয়-দরশা, মনোহর। বনানতে পবন অশান্ত হল তাই কোকিল কুহরে ঝরে গিরি নির্ঝরিণী ঝর ঝর।” – কাজী নজরুল ইসলাম

কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পুর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন।” – কাজী নজরুল ইসলাম

মানুষ যখন প্রেমে পড়ে সে হাজার বছর বাচঁতে চায়। আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে।” – কাজী নজরুল ইসলাম

ভালোবাসা যে জীবনে অপমান করে সে জীবনে আর ভালোবাসা পায় না।” – কাজী নজরুল ইসলাম

তোমার প্রেমের বন্যায় বধু হায়-দুই কুল আমার ভাঙ্গিয়া ভাঙ্গিয়া যায়।” – কাজী নজরুল ইসলাম

তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন।” – কাজী নজরুল ইসলাম

গিন্নির চেয়ে শালী ভালো।” – কাজী নজরুল ইসলাম

প্রেম হল ধীর প্রশান্ত ও চিরন্তন।” – কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলামের স্ট্যাটাস

আপনি যদি কাজী নজরুল ইসলামের উক্তি আপনার ফেসবুকে স্ট্যাটাস দিতে চান। তাহলে আজকের এই পোস্টে থাকা কাজী নজরুল ইসলামের স্ট্যাটাস গুলো সংগ্রহ করে নিন। স্ট্যাটাসগুলো নিচে দেয়া হয়েছে নিচ থেকে সংগ্রহ করে নিন।

কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না — কাজী নজরুল ইসলাম

প্রেম হল ধীর প্রশান্ত ও চিরন্তন ”
—- কাজী নজরুল ইসলাম

আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী;
চরণে পায়েলা রুমুঝুমু মধুপ উঠিছে গুঞ্জরি ”
— কাজী নজরুল ইসলাম

চাঁদ হেরিছে চাঁদমুখ তার সরসীর আরশিতে
ছোটে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশিতে। ”
— কাজী নজরুল ইসলাম

অঞ্জলি লহ মোর সংগীতে
প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
তোমারে সুন্দর, বন্দিতে সঙ্গীতে।। ”
— কাজী নজরুল ইসলাম

নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই,
তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই ”
— কাজী নজরুল ইসলাম

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ ”
— কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম পোস্ট

অনেকেই অনুসন্ধান করে থাকে কাজী নজরুল ইসলাম পোস্ট। আমরা এই পোস্টে তুলে ধরেছি। আপনারা চাইলে এখান থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন।

অভাবের দিনে প্রিয় অতিথি আসার মতো পীড়াদায়ক বুঝি আর কিছু নেই। শুধু হৃদয় দিয়ে দেবতার পূজা হয়তো করা যায়, কিন্তু শুধু হাতে অতিথিকে বরণ করা চলে না।” – কাজী নজরুল ইসলাম

আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।” – কাজী নজরুল ইসলাম

কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও খোলে না।” – কাজী নজরুল ইসলাম

যুগের ধর্ম এই- পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই।” – কাজী নজরুল ইসলাম

বাহিরের স্বাধীনতা গিয়াছে বলিয়া অন্তরের স্বাধীনতাকেও আমরা যেন বিসর্জন না দিই।” – কাজী নজরুল ইসলাম

মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড়ো কোনও মন্দির-কাবা নাই।” – কাজী নজরুল ইসলাম

আমার যাবার সময় হল। দাও বিদায়, মোছ আঁখি দুয়ার খোল দাও বিদায়।” – কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলামের কবিতা

আপনারা যারা কাজী নজরুল ইসলামের কবিতা খোঁজ করছেন। তারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা এই পোস্টে কাজী নজরুল ইসলামের কবিতা তুলে ধরেছি। আশা করা যায় এখান থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন।

মুনাজাত
– কাজী নজরুল ইসলাম

আমারে সকল ক্ষুদ্রতা হতে
বাঁচাও প্রভু উদার।
হে প্রভু! শেখাও – নীচতার চেয়ে
নীচ পাপ নাহি আর।
যদি শতেক জন্ম পাপে হই পাপী,
যুগ-যুগান্ত নরকেও যাপি,
জানি জানি প্রভু, তারও আছে ক্ষমা-
ক্ষমা নাহি নীচতার।

ক্ষুদ্র করো না হে প্রভু আমার
হৃদয়ের পরিসর,
যেন সম ঠাঁই পায়
শত্রু-মিত্র-পর।
নিন্দা না করি ঈর্ষায় কারো
অন্যের সুখে সুখ পাই আরো,
কাঁদি তারি তরে অশেষ দুঃখী
ক্ষুদ্র আত্মা তার।।

শেষ কথা

আমরা চেষ্টা করেছি কাজী নজরুল ইসলামের উক্তি, উক্তি সমূহ, বিদ্রোহী উক্তি, প্রেমের উক্তি, স্ট্যাটাস, পোস্ট ও কবিতা তুলে ধরার। আশা করা যায় আপনি আপনার কাঙ্খিত উক্তি, স্ট্যাটাস গুলো এই পোস্ট থেকে সংগ্রহ করতে পেরেছেন। যদি এই পোস্ট আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন।

আরও দেখুনঃ

জীবন নিয়ে সুন্দর কিছু কথা, ফেসবুক স্ট্যাটাস ও ক্যাপশন

আবেগি মনের কিছু কথা

সন্ধ্যা নিয়ে ক্যাপশন, উক্তি, স্ট্যাটাস, কিছু কথা ও কবিতা

স্বভাব নিয়ে উক্তি, মুখোশধারী মানুষ নিয়ে উক্তি, স্ট্যাটাস ও কবিতা

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস, কষ্টের স্ট্যাটাস, ক্যাপশন ও ছবি

তোমাকে নিয়ে কিছু কথা

জীবনের কিছু বাস্তব কথা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top