ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২৪

পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এদেশে বিভিন্ন প্রয়োজনে যেতে হয়। তা হতে পারে ব্যবসা-বাণিজ্যের জন্য কিংবা ভ্রমণের জন্য। এক একজনের একেক ধরনের কর্মব্যস্ততা থাকে। এজন্য ভিসার আবেদন করতে হয় তা এজেন্সি হোক, কিংবা দালালের মাধ্যমে। ভিসার প্রসেসিং শুরু হওয়ার পূর্বে, যার মাধ্যমে ভিসা তৈরি করানো হচ্ছে। তাকে ভিসার টাকা দিয়ে দিতে হয়।

যার মাধ্যমে ভিসা তৈরি করানো হচ্ছে যদি প্রতারক হয়। তাহলে ক্ষতির সম্মুখীন হতে হবে। তবে বিষয়টি সহজ হয় যদি ভিসা যাচাই করা হয়। যদি ভিসা চেকিং সংস্থার কাছ থেকে ভিসা চেক করিয়ে নেন। এক্ষেত্রে তাকে টাকা দিতে হবে এবং অনেক সময় দিতে হবে।

এ সকল ঝামেলা অতিক্রম করতে আপনি ব্যবহার করতে পারেন আপনার স্মার্টফোনটি। ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য এই পোস্টে থাকা পদ্ধতি অবলম্বন করতে পারেন। ভিসা চেক করার জন্য কি প্রয়োজন এবং কিভাবে ভিসা চেক করবেন জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন।

ইন্ডিয়ান ভিসা চেক

ইন্ডিয়ান ভিসা আবেদন করার মাধ্যমে যে বিষয়টি পাওয়া যায় হতে পারে তা নকল। এজন্য সতর্কতা অবলম্বনে ভিসা চেক করা অনেক জরুরী। এক্ষেত্রে আপনি যদি সহজ উপায়ে ভিসা চেক করতে চান আমাদের এই পোস্ট আপনাদের উপকারে আসবে। কিভাবে ভিসা চেক করবেন তা নিচে উল্লেখ করা হয়েছে।

ভারত ভিসা চেক

ভিসা চেক করার জন্য ভিসার অ্যাপ্লিকেশন নাম্বার লাগবে। আপনি যখন ভিসার জন্য আবেদন করবেন। তখন আপনাকে একটি ডেলিভারি স্লিপ দেওয়া হবে। এই ডেলিভারি স্লিপে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে। এই নাম্বার ব্যবহার করে আপনি তাদের ওয়েবসাইট থেকে অর্থাৎ ইন্ডিয়ান ভিসা চেক করার ওয়েবসাইটে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার প্রেরণ করার মাধ্যমে ভিসা চেক করতে পারবেন।

ইন্ডিয়ান ভিসা চেক অনলাইন বাংলাদেশ

পাসপোর্ট, ভিসা, টিকিট, সহ আরো বেশ কিছু বিষয়বস্তু সংগ্রহ করতে হয়। ভিসা আবেদন করার পর যে ডেলিভারি স্লিপ দেয়া হয়। এখানে উল্লেখ থাকে কবে ভিসা পাবেন। এক্ষেত্রে ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। আপনি ভিসা হাতে পাওয়ার পূর্বেই ডেলিভারি স্লিপের মাধ্যমে ভিসা কোন পর্যায়ে রয়েছে দেখে নিতে পারবেন।‌ সেই অনুযায়ী ভিসার সকল কার্যক্রম শেষ হলে ভিসায় থাকা ডেলিভারি দেওয়ার সময় আগেই ভিসাটি সংগ্রহ করতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক

আপনি যদি ভিসা হাতে পেয়ে থাকেন এক্ষেত্রেও ভিসা চেক করা জরুরী। কেননা আপনার ভিসার অ্যাপ্লিকেশন নাম্বার যদি সঠিক হয় তাহলে আপনার ভিসার তথ্য দেখাবে। এক্ষেত্রে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার হাতে থাকা ভিসাটি সঠিক কিনা অর্থাৎ আসল কিনা। ভিসা চেক করার জন্য ভিসার এপ্লিকেশন নাম্বার প্রয়োজন। পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার মাধ্যম নেই। কিভাবে ভিসা চেক করবেন বিস্তারিত তথ্য নিচে দেয়া হয়েছে।

অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

ভিসা চেক করার জন্য ইন্ডিয়ান ভিসা চেক করার ওয়েবসাইট প্রয়োজন। এজন্য আপনাকে আপনার স্মার্টফোনে থাকা একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। সার্চ বক্সে লিখতে হবে ivac এবং অনুসন্ধান করতে হবে। আপনি চাইলে আমাদের এই পোস্টে থাকা লিংক ক্লিক করতে পারেন। তাহলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের প্রবেশ করতে পারবেন।

প্রথম ধাপ: ওয়েবসাইটের প্রবেশ করার পর হোম পেজ চালু হবে।

দ্বিতীয় ধাপ: মেনু বার খেয়াল করুন কয়েকটি অপশন রয়েছে। ভিসা আবেদন ট্র্যাক এখানে ক্লিক করুন। এরপর একটি অপশন আসবে আপনার আবেদন ট্রাকিং জন্য এখানে ক্লিক করুন। ক্লিক করার পর পরবর্তী পেজ চালু হবে।

তৃতীয় ধাপ: এখান থেকে regular visa application ক্লিক করুন। একটি ফর্ম আসবে please type above code, web file number এই বক্স পূরণ করতে হবে। web file number এর জায়গায় ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার বসান এবং please type above code এর জায়গায় উপরে উল্লেখিত যে কোড রয়েছে বসিয়ে নিচে থাকা submit বাটনে ক্লিক করুন। এবং দেখে নিন আপনার ভিসার যাবতীয় তথ্য।

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

আপনি যখন ভিসার করার মাধ্যমে স্ট্যাটাস থেকে কয়েকটি স্টেপ দেখাতে পারবেন।

  • প্রথম স্টেপ: received at center ( এর পাশে যদি done লিখা থাকে বুঝতে পারবেন। যখন ভিসার জন্য আবেদন করেছেন তা জমা নেয়া হয়েছে।
  • দ্বিতীয় স্টেপ: send to hci ( এর পাশে done লিখা থাকলে। ভিসার সকল কার্যক্রম শুরু হয়েছে)
  • তৃতীয় স্টেপ: ready for delivery ( এর পাশে done লিখা থাকলে। ভিসা তৈরি হয়েছে আপনি চাইলে এখন নিয়ে আসতে পারবেন)
  • চতুর্থ স্টেপ: delivery from center ( পাশে যদি done লিখা থাকে। আপনি ভিসাটি হাতে পেয়েছেন।)

আশা করা যায় উল্লিখিত পদ্ধতি অবলম্বন করে। আপনি খুব সহজেই ভিসাটি চেক করে নিতে পেরেছেন যদি এই পোস্ট ভালো লেগে থাকে এ ধরনের আরও বিভিন্ন পোস্ট রয়েছে চাইলে দেখে নিতে পারেন।

আরও দেখুনঃ

পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাইয়ের ভিসা চেক – দুবাই টুরিস্ট ভিসা যাচাই করুন

কাতার ভিসা চেক অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে – দেখুন চেক করার নিয়ম

পাসপোর্ট নাম্বার দিয়ে ওমানের ভিসা চেক করার নিয়ম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top