যারা জানতে চান বসন্ত কত তারিখ ২০২৩। তাদের জন্য উল্লেখ করা হয়েছে বসন্ত কবে ২০২৩। আপনারা জেনে অবাক হবেন যে 6 ঋতুর দেশ বাংলাদেশ। বসন্ত হচ্ছে ছয় ঋতুর শেষ ঋতু। বাংলাদেশের ফাল্গুন ও চৈত্র মাস মিলে বসন্ত উদযাপিত হয়। তাই বসন্ত এলে মানুষ গাছে গাছে ফুল ফুটতে দেখে।
যার জন্য মানুষের মনে প্রশ্ন জাগে বসন্ত কত তারিখ। শীত চলে যাওয়ার পরই শুরু হয় বসন্ত। ১৪ ফেব্রুয়ারি ২০২৩ থেকে বসন্ত ঋতুর সময় শুরু। এ বসন্ত কে ঘিরে মানুষের নানা আয়োজন থাকে। কারণ তখন গাছে নতুন পাতা ও নতুন ফুলের সমাহার থাকে।
আবার অনেকে জানতে চাই বসন্তে কি কি ধরনের ফুল ফোটে। আপনাদেরকে জানাতে চাই বসন্তে ফোটা ফুলের মধ্যে হচ্ছে অশোক, আখ আরকাটা, হিমঝুড়ি, রক্তকাঞ্চন, কুসুম, কুরচি, পলাশ, দেবদারু, নাগেশ্বর সহ নানা রকমের ফুল।
পহেলা ফাল্গুন ২০২৩ কবে? [ ১ ফাল্গুন ১৪২৮ ] Pohela Falgun 2023
বসন্ত উৎসব বাংলাদেশ ও ভারতে বিভিন্ন ভাবে পালন করা হয়ে থাকে। তবে এ সময় বাংলাদেশের বিভিন্ন কিশোর-কিশোরীরা ফুলের মাধ্যমে বসন্ত উৎসব পালন করে। বসন্ত উৎসবের দিন রাস্তায় বের হলে দেখতে পারবেন হাজারো রমণী মাথায় ফুল গুঁজে বসন্ত উৎসব পালন করছে।
Contents
বসন্ত কত তারিখে ২০২৩
প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি ২০২৩ বসন্ত উৎসব পুরো বাংলাদেশে উদযাপিত হয়। এই দিনে সবাই মাথায় ফুল পড়ে বিভিন্ন ভাবে আড্ডা দেয়।
আরও দেখুনঃ
বসন্ত কবে ২০২৩
বসন্ত আসলে আমরা ঠিকই বুঝতে পারি বসন্ত এসে গেছে। কারণ বসন্ত আসলে আপনার আশেপাশের বিভিন্ন ফুল গাছের মাঝে দেখতে পাবেন ফুল ফুটেছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ বসন্ত হিসেবে পালিত হয়।
আরও দেখুনঃ
বসন্ত ২০২৩ ইংরেজি কত তারিখ
আপনারা যারা জানতে চাচ্ছেন বসন্ত উৎসব আসলে ইংরেজি কত তারিখে পালিত হয়। তাদেরকে জানাতে চাই বসন্ত প্রতিবছর ইংরেজি ১৪ ফেব্রুয়ারি পালন করা হয়ে থাকে।
বসন্ত ২০২৩ বাংলা কত তারিখ
বসন্ত পহেলা ফাল্গুন অনেক নামেই সবার কাছে পরিচিত। তাই বসন্ত ফাল্গুন মাসের ০১ তারিখ উদযাপিত হয়ে থাকে। পহেলা ফাল্গুন ও বসন্ত একই দিনে শুরু হয়।
আমরা চেষ্টা করেছি আজকের পোস্ট এর সাহায্যে সবাইকে জানাতে বসন্ত কত তারিখে হয়। বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে বসন্ত কবে ২০২৩। বসন্ত উপলক্ষে সবার সাথে স্ট্যাটাস, উক্তি ও কবিতা শেয়ার করুন।