banglalink prepaid to postpaid sim

বাংলালিংক প্রিপেইড থেকে পোস্টপেইড করার নিয়ম

বাংলালিংক প্রিপেইড থেকে পোস্টপেইড করার নিয়ম। আপনারা যারা বাংলালিংক প্রিপেইড থেকে পোস্টপেইড করতে চান।তারা খুব সহজেই বাংলালিংক প্রিপেইড সিম থেকে পোস্টপেইড সিম এ রূপান্তর করতে পারবেন।

আমরা দেখতে পাই প্রতিদিন অসংখ্য বাংলালিনক সিম ইউজার প্রিপেইড থেকে পোস্টপেইড করার নিয়ম জানতে চেয়ে অনুসন্ধান করে। তাই আজকের এই পোস্টে তুলে ধরা হয়েছে বাংলালিংক প্রিপেইড থেকে পোস্টপেইড করার নিয়ম।

আপনি যদি বাংলালিংক প্রিপেইড থেকে পোস্টপেইড করতে চান। তাহলে অবশ্যই আজকের এই পোষ্ট মনোযোগ সহকারে পড়বেন।আশাকরি এখান থেকে বুঝতে পারবেন কিভাবে বাংলালিংক প্রিপেইড সিম থেকে পোস্ট পেইড করা যায়।

বাংলালিংক ইন্সপায়ার অফার রয়েছে পোষ্টপেইড সিম এর জন্য। অর্থাৎ আপনি যদি বাংলালিংক পোস্টপেইড গ্রাহক হয়ে থাকেন। তাহলে আপনি বাংলালিনক ইন্সপায়ার প্যাকেজটি উপভোগ করতে পারবেন।

কারণ পোস্ট পেইড গ্রাহকদের জন্য বাংলালিনক ইন্সপায়ার নিয়ে এলো আকর্ষনীয় করে অসংখ্য এফএনএফ নম্বর করার সুবিধা এবং সাথে রয়েছে আরো অনেক কিছু। অফারটির বিস্তারিত আমরা নিচে তুলে ধরেছি।

বাংলালিংক ইন্সপায়ার ( পোস্টপেইড সিমের জন্য)
৫৪ পয়সা/মিনিট
৫০ পয়সা/এস এম এস

কল টাইপ ট্যারিফ/মিনিট (টাকা)
রাত ১০টা – বিকাল ৪টা বিকাল ৪টা – রাত ১০টা
এফএনএফ কলরেট (এনি নেট) ৫৪ পয়সা ৫৪ পয়সা
কলরেট (বাংলালিংকবাংলালিংক) ৯৯ পয়সা .২৩ টাকা
কলরেট (বাংলালিংকঅন্য অপারেটর) ৯৯ পয়সা .২৩ টাকা

Offer Details

  1. সিম মূল্য একদম ফ্রি
  2. সিকিউরিটি ডিপোজিট ৫০০ টাকা
  3. আছে অটো বিল পে সুবিধা
  4. সিমটি কিনতে আপনার জাতীয় পরিচয়পত্রসহ ভিজিট করুন যেকোনো মনো ব্র্যান্ড স্টোর
  5. প্রতিটি নতুন সংযোগে যেকোনো অপারেটর-এ ৩০০ এসএমএস/মাস, ৫০০ এমএমএস/মাস, ১০০MB ডাটা এবং প্রথম
  6. তিন মাসের জন্য ফ্রি আমার টিউন ও নিউজ সার্ভিস সাবস্ক্রিপশন
  7. বাংলালিংক ইন্সপায়ার সংযোগে উপভোগ করুন জিরো লাইন রেন্ট (কোনো শর্ত ছাড়াই)
  8. ৭টি এফএনএফ যেকোনো অপারেটরে: ৫৪ পয়সা/মিনিট বাংলালিংক এফএনএফ নম্বর-এ এবং ৫৪ পয়সা/মিনিট অন্য অপারেটরের এফএনএফ নম্বর-এ
  9. সকল এফএনএফ ১০ সেকেন্ড পালস প্রযোজ্য
  10. Pay-As-You-Go কলরেট পালস: ১ সেকেন্ড পালস
  11. এছাড়াও গ্রাহক *১২১# ডায়াল করে এই তথ্য পেতে পারেন

বাংলালিংক প্রিপেইড থেকে পোস্টপেইড করার নিয়ম

আপনি যদি আপনার বাংলালিংক সিম প্রিপেইড থেকে পোস্টপেইড করতে চান। তাহলে আপনাকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে। পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে।

  • আপনার ভোটার আইডি কার্ড
  • আপনার পাসপোর্ট সাইজের ছবি
  • আপনার সিম নাম্বার এবং মোবাইলসহ আপনার নিকটস্থ বাংলালিংক সার্ভিস পয়েন্ট
  • অথবা বাংলালিংক কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।
  • তারা আপনাকে সকল ধরনের তথ্য দিয়ে সাহায্য করবে।

উপরের ধাপগুলো সঠিকভাবে সম্পন্ন করুন। আশা করছি বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে প্রিপেইড থেকে পোস্টপেইড ট্রান্সফার হতে সাহায্য করবে।আর আজকের এই পোস্ট সবার সাথে শেয়ার করতে ভুলবেন না।

বাংলালিংক পোস্টপেইড থেকে প্রিপেইড করার নিয়ম

আপনারা অনেকেই আছেন যারা পোষ্টপেইড সিম থেকে প্রিপেইড করতে চান। তাদেরকে আমরা বাংলালিনক পস্টপাইড থেকে প্রিপেইড করার নিয়ম সম্পর্কে তথ্য দিয়ে সাহায্য করবো। তবে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে বাংলালিনক পোস্টপেইড থেকে প্রিপেইড প্যাকেজ একটিভ করার কোন নিয়ম বর্তমানে চালু নেই। তবে পরবর্তীতে নিয়ম চালু হলে আমরা পোস্ট আপডেট করে জানিয়ে দেবো।

শেষ কথা

আশাকরি আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে কিভাবে বাংলালিংক সিম প্রিপেইড থেকে পোস্টপেইড করা যায় সে সম্পর্কে জানতে পেরেছেন। তাই আজকের এই পোস্ট সবার সাথে শেয়ার করুন।যাতে সবাই জানতে পারে বাংলালিংক প্রিপেইড থেকে পোস্টপেইড করার নিয়ম।নতুন কোন নিয়ম সংযোজন হলে আমরা অবশ্যই পোস্ট আপডেট করে জানিয়ে দেবো।

আরও দেখুনঃ 

জিপি সিম পোস্টপেইড থেকে প্রিপেইড করার নিয়ম

জিপি পোস্টপেইড সিমের সুবিধা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top