Shiter sokaler kobita

শীতের সকালের কবিতা, উক্তি ও শুভেচ্ছা বার্তা

সবাইকে শীতের সকালের কবিতা, উক্তি ও শুভেচ্ছা বার্তা পোষ্টে স্বাগতম। আজকে আমরা কথা বলবো শীতের সকালের কবিতা নিয়ে। আপনি হয়তো শীতের সকালের উক্তি ও শুভেচ্ছা বার্তা। তবে আপনার পছন্দমত শীতের সকালের কবিতা, উক্তি ও শুভেচ্ছা বার্তা খুঁজে পাচ্ছেন না।

তাই আমরা আপনাদের জন্য বিভিন্ন খ্যাতিমান কবিদের শীতের সকালের কবিতা, উক্তি ও শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির হয়েছি।

যারা রবীন্দ্রনাথের শীতের সকালের কবিতা পড়তে ভালোবাসেন। অথবা জীবনানন্দ দাশের বিভিন্ন কবিতা পড়তে ভালোবাসেন। তারা আমাদের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।

আমরা এখানে বিভিন্ন জ্ঞানীগুণী কবিদের শীতের সকালের উক্তি ও শুভেচ্ছা বার্তা দিয়ে দিয়েছি।এটি আপনাকে আপনার প্রিয়জনকে শীতের সকালের কবিতা, উক্তি ও শুভেচ্ছা বার্তা শোনাতে সাহায্য করবে।

প্রত্যেক বছরের নভেম্বরের শুরু থেকে শীতের আর্বিভাব দেখা যায়। সময় গেলে সেই আস্তে আস্তে বাড়তে থাকে।এই ঘন কুয়াশার শীতের মধ্যে এক অনন্য রকমের অনুভূতি রয়েছে। মানুষ বেশি শীতের মধ্যে ঘর থেকে বের হতে চায় না। কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতে ভালোবাসে।

এবং সবাই চায় তাদের প্রিয়জনকে শীতের সকালের কবিতা, মুক্তি ও শুভেচ্ছা বার্তা জানাতে। আবার অনেকে শীতের সকালের ছবি তুলে শীতের সকালের কবিতা লিখে পোস্ট করে।

তাই আমরা আপনাদের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম সহ বড় বড় কবিদের শীতের সকালের কবিতা, উক্তি এবং শুভেচ্ছা বার্তা নিয়ে এসেছি।

শীতের ছোট কবিতা

shiter sokal good morning sms

 

অনেকেই আছে শীতের ছোট কবিতা লিখে ইন্টারনেটে অনুসন্ধান করে। আবার অনেকেই ছোট কবিতা পড়তে ভালবাসে।তাই আমরা আপনাদের জন্য শীতের সকালের ছোট কবিতা আমাদের এই পোস্টে দিয়ে দিয়েছি।এখান থেকে আপনি খুব সহজেই কবিতাটির সংগ্রহ করে আপনার প্রিয়জনকে পাঠাতে পারবেন।

শীতের সন্ধ্যা কবিতা

শীতের প্রেমের কবিতা

আরও দেখুনঃ শীতের ছোট কবিতা

ভোরের প্রথম সোনালী আলো
স্বপ্ন নতুন জাগিয়ে গেলো,
শিশির ভেজা ঘাসের পাতায়,
তোমার হাতের আলতো ছোয়ায়,
ফুটলো সকাল কাটলো রাত,
তাই মিস্টি মুখে জানাই তোমায়
“”সুপ্রভাত””

শীত নিয়ে স্ট্যাটাস

shiter sokaler sms

অনেকেই আছে সোশ্যাল মিডিয়াতে শীত নিয়ে স্ট্যাটাস দিতে ভালোবাসে। তাই তারা শীতের দিনের মনোরঞ্জন করার মতো কবিতা লিখে সার্চ করে। তাই আপনার পোস্টটি যাতে আরো ভালো হয়।তার জন্য আমরা বড় বড় কবিদের শীতের সকালের স্ট্যাটাস নিয়ে আমাদের এই পোস্টটি লিখেছি। আপনি যত দ্রুত সম্ভব এখান থেকে ছবিটি ডাউনলোড করে সবার সাথে শেয়ার করুন।

সকালে শুনি কোকিলের কুহু কুহু ডাক,
দূর আকাশে উড়ে যায় সাদা বকের ঝাঁক,
বাতাসের শীতল হাওয়ায় মন মাতাল,
বন্ধু তোমাকে জানাই “” শুভ সকাল “”

জীবন মানেই ছুটতে হবে, থামা মানে শেষ
দু‘দিনের এই ভবে থেকে কেন হিংসা দ্বেষ
জীবন থাকুক ভালবাসায়, বন্ধু থাকুক সাথে
শুভ কামনা জানিয়ে গেলাম এই সুপ্রভাতে
…..শুভ সকাল….

 

আরও দেখুনঃ শীতের ফেসবুক এসএমএস

১০০+ শীতের সকালের স্ট্যাটাস 

জীবনানন্দের শীতের কবিতা

shiter kobita

যারা কবিতা পড়তে ভালবাসে তারা জীবনানন্দ দাশকে চেনে না এটা হয় না। এই কবি বিভিন্ন কবিতার মাধ্যমে খ্যাতি অর্জন করেছে। এবং শীত নিয়ে অনেক ভালো ভালো কবিতা লিখে গেছে। তাই আপনি যদি জীবনানন্দ দাশের শীতের সকালের কবিতা জানতে চান। তাহলে নিচের অংশ থেকে খুব সহজেই পেয়ে যাবেন।

জীবনানন্দের শীতের কবিতা আরও পেতে ক্লিক করুন 

শীত রাত

এই সব শীতের রাতে আমার হৃদয়ে মৃত্যু আসে;
বাইরে হয়তো শিশির ঝরছে, কিংবা পাতা,
কিংবা প্যাঁচার গান; সেও শিশিরের মতো, হলুদ পাতার মতো।

শহর ও গ্রামের দূর মোহনায় সিংহের হুঙ্কার শোনা যাচ্ছে –
সার্কাসের ব্যথিত সিংহের।

এদিকে কোকিল ডাকছে – পউষের মধ্য রাতে;
কোনো-একদিন বসন্ত আসবে ব’লে?
কোনো-একদিন বসন্ত ছিলো, তারই পিপাসিত প্রচার?
তুমি স্থবির কোকিল নও? কত কোকিলকে স্থবির হ’য়ে যেতে দেখেছি,
তারা কিশোর নয়,
কিশোরী নয় আর;
কোকিলের গান ব্যবহৃত হ’য়ে গেছে।

সিংহ হুঙ্কার ক’রে উঠছে:
সার্কাসের ব্যথিত সিংহ,
স্থবির সিংহ এক – আফিমের সিংহ – অন্ধ – অন্ধকার।
চারদিককার আবছায়া-সমুদ্রের ভিতর জীবনকে স্মরণ করতে গিয়ে
মৃত মাছের পুচ্ছের শৈবালে, অন্ধকার জলে, কুয়াশার পঞ্জরে হারিয়ে যায় সব।

সিংহ অরন্যকে পাবে না আর
পাবে না আর
পাবে না আর
কোকিলের গান
বিবর্ণ এঞ্জিনের মত খ’শে খ’শে
চুম্বক পাহাড়ে নিস্তব্ধ।
হে পৃথিবী,
হে বিপাশামদির নাগপাশ, – তুমি
পাশ ফিরে শোও,
কোনোদিন কিছু খুঁজে পাবে না আর।

শীতের আগমনী কবিতা

siter kobita

এখনো শীত পুরোপুরি ভাবে শুরু হয়নি। তাই অনেকেই শীতের আগমনী কবিতা খুঁজছেন। আমরা শীতের কবিতার ছন্দ আকারে আমাদের এই পোস্টে দিয়ে দিয়েছি। আশা করছি আমাদের শীতের আগমনী কবিতা আপনার এই শীতের সকাল অনেক ভালো করবে।এবং শীতের আগমনী কবিতা সবার সাথে ছড়িয়ে দিন। যাতে সবার শীতের দিন গুলো ভাল কাটে।

শীতের আগমনী কবিতা আরও পেতে ক্লিক করুন

৩০+ শীতের আগমনী শুভেচ্ছা

সেরা শীতের সকালের স্ট্যাটাস

ছোট্ট পাখি বললো এসে আমার কানে কানে,
সূর্যি মামা উঠেছে জেগে নতুন কিছুর টানে,
সুখে থেকো ভালো থেকো রেখো ভালোবেসে,
মিস্টি সকাল জানিয়ে দিলাম ছোট্ট এস এম এসে .
“” শুভ সকাল “”

কুয়াশাচ্ছন্ন সকাল নিয়ে কবিতা

shiter morning kobita

অনেক সময় শীতের দিনে দেখা যায় কুয়াশার ঠেলায় দূরের কিছু দেখা যায় না। এমন সকাল নিয়ে সবার অনেক ইচ্ছা করে এই কুয়াশাচ্ছন্ন সকাল নিয়ে কবিতা লিখতে। এবং সেই কবিতাটি ফেসবুকে শেয়ার দিতে। আমরা চেষ্টা করেছি স্পেশাল স্পেশাল কুয়াশাচ্ছন্ন সকাল নিয়ে কবিতা উপস্থাপন করার।কুয়াশাচ্ছন্ন সকাল থেকে অনেক সুন্দর করবে।

আরও দেখুনঃ কুয়াশাচ্ছন্ন সকাল নিয়ে কবিতা

৫০+ কুয়াশাচ্ছন্ন সকাল নিয়ে এসএমএস

সেরা কুয়াশাচ্ছন্ন সকাল নিয়ে স্ট্যাটাস 

আসব রাতে স্বপ্ন হয়ে,,
থাকব আমি কাছে…
চোঁখ খুলতেই চলে যাব,,
ভোরের আলোর দেশে…
দিয়ে যাব কিছু স্মৃতি আজ এই সকালে,,
শুভ সকাল জানাই তোমায় বন্ধুত্তের সাথে।

শিশির ভেজা সকালের কবিতা

Siter sokaler kobita

যারা গ্রামে থাকেন তারা শিশির শব্দটির সাথে খুব ভালোভাবে পরিচিত। সকালে ক্ষেতের আইল দিয়ে হেঁটেছেন অনেকেই আছেন। সেই সময়ে ঘাসের উপরে বিন্দু বিন্দু পানি জমে থাকে।সেই শিশির ভেজা সকাল নিয়ে অনেকের মন চায় কবিতা লিখতে। অনেক বিশ্ব কবিরা এই শিশির ভেজা সকাল নিয়ে লিখে গেছেন হাজারো কবিতা। তাই আমরা আপনাদের সুবিধার্থে শিশির ভেজা সকালের কবিতা আমাদের এই পোস্টের দিয়েছি।

এখানে আরও পাবেন শিশির ভেজা সকালের কবিতা

শিশির ভেজা সকালের ফেসবুক স্ট্যাটাস

শিশির ভেজা সকালের উক্তি 

শিশির ভেজা সকালের এসএমএস 

shiter sokal sms

স্নিগ্ধ আলো রোজ সকালে,
আছড়ে পড়ে নদীর তীরে,
শুভ সকাল পৌঁছে দিলাম,
তোমার হৃদয়ের মন্দিরে,
***** Good Morning*****

স্নিগ্ধ সকালের কবিতা

shiter sokal special sms

সকাল বেলার স্নিগ্ধ রোদে গা এলিয়ে দিয়ে কবিতা বলতে কার না মন চায়। শীতের সকালের মিষ্টি রোদ পোহাতে সবাই ভালবাসে। তাই অনেকেই ইন্টারনেটে স্নিগ্ধ সকালের কবিতা জানতে চেয়ে অনুসন্ধান করে।তাই আমরা আপনাদের জন্য কিছু স্পেশাল কবিদের কাছ থেকে স্নিগ্ধ সকালের কবিতা আমাদের এই পোস্টে দিয়ে দিয়েছি। আশা করি এই কবিতাগুলো আপনার স্নিগ্ধ সকাল থেকে আরো আরামদায়ক করবে।

আরও ১০ টি স্নিগ্ধ সকালের কবিতা 

২০+ স্নিগ্ধ সকালের এসএমএস

১০+ স্নিগ্ধ সকালের উক্তি 

রাতের তারাকে বিদায় জানাও, চাঁদকে বলো আবার আসতে।

সুন্দর সকালটাকে আমন্ত্রণ জানাও চায়ের টেবিলে।

শুভ সকাল, সুন্দর একটা দিনের কামনায় প্রিয় মানুষটাকে

সকালের শুভেচ্ছা জানাই

সকালের প্রকৃতির কবিতা

shiter sokal morning sms

শীতের দিনের সকালের প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। চারপাশে কুয়াশা পরিবেশটা একদম অন্যরকম লাগে। এই দিনে প্রিয়জনের হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতে তো আরো মজা। তাই মন চায় এই সকালের প্রকৃতি নিয়ে একটি কবিতা লিখে ফেলি। আমরা আপনাদের মনের আশা কি পূরণ করার জন্য। ভালো ভালো কবিদের সকালের প্রকৃতির কবিতার অংশবিশেষ আমাদের এই পোস্টে দিয়ে দিয়েছি। আশা করি এটি আপনাকে শীতের সকাল সুপ্রভাত খুব ভালো ভাবে কাটাতে সাহায্য করবে।

শিশিরের ছোয়ায় ফুটেছে ফুল, তাই দেখে প্রজাপতি হয়েছে ব্যাকুল।

কিচির মিচির করে ডাকছে পাখি, বন্ধু তুমি খোল আঁখি।

শুভ সকাল।

বেস্ট সকালের প্রকৃতির কবিতা

সকালের প্রকৃতি নিয়ে এসএমএস

সকালের প্রকৃতি নিয়ে ফেসবুক স্ট্যাটাস 

রবীন্দ্রনাথের শীতের কবিতা

shiter kobita

শিক্ষিত-অশিক্ষিত সবাই রবীন্দ্রনাথকে খুব ভালোভাবে চিনে। তিনি সবার মাঝে একটিকে আছেন তাঁর কবিতার মাধ্যমে। যারা কবিতা পড়তে খুব ভালোবাসে। তারা রবীন্দ্রনাথের শীতের কবিতা পড়তে খুব ভালোবাসে।কারণ তিনি শীতের সকল বিষয় নিয়ে এমন ভালোভাবে বলেছেন যে সবাই তা ভালবাসতে পছন্দ করে। আমাদের এই পোস্টে রবীন্দ্রনাথের শীতের কবিতা সকল অংশ আমরা দিয়ে দিয়েছি।এখান থেকে আপনি খুব সহজেই এটি সংগ্রহ করে সবার মাঝে ছড়িয়ে দিতে পারবেন।

শীত

রবীন্দ্রনাথের ঠাকুর

অঘ্রান হ‘ল সারা,

​​ স্বচ্ছ নদীর ধারা

বহি চলে কলসংগীতে।

কম্পিত ডালে ডালে

​​ মর্মর-তালে-তালে

শিরীষের পাতা ঝরে শীতে।

ও পারে চরের মাঠে

​​ কৃষাণেরা ধান কাটে,

​​ কাস্তে চালায় নতশিরে।

নদীতে উজান-মুখে

​​ মাস্তুল পড়ে ঝুঁকে,

গুণ-টানা তরী চলে ধীরে।

পল্লীর পথে মেয়ে

ঘাট থেকে আসে নেয়ে,

​​ ভিজে চুল লুণ্ঠিত পিঠে।

উত্তর-বায়ু-ভরে

বক্ষে কাঁপন ধরে,

​​ রোদ্‌দুর লাগে তাই মিঠে।

শুক্‌নো খালের তলে

এক-হাঁটু ডোবা-জলে

​​ বাগ্‌দিনি শেওলায় পাঁকে

করে জল ঘাঁটাঘাঁটি

কক্ষে আঁচল আঁটি–

​​ মাছ ধ‘রে চুব্‌ড়িতে রাখে।

রবীন্দ্রনাথের সকল শীতের কবিতা

 

ডাঙায় ঘাটের কাছে

ভাঙা নৌকোটা আছে–

​​ তারি​​ ‘পরে মোক্ষদা বুড়ি

মাথা ঢুলে পড়ে বুকে

​​ রৌদ্র পোহায় সুখে

​​ জীর্ণ কাঁথাটা দিয়ে মুড়ি।

আজি বাবুদের বাড়ি

শ্রাদ্ধের ঘটা ভারি,

ডেকেছেন আশু জদ্দার।

হাতে কঞ্চির ছড়ি

টাট্টু ঘোড়ায় চড়ি

চলে তাই কালু সর্দার।

 

বউ যায় চৌগাঁয়ে,

​​ ঝি-বুড়ি চলেছে বাঁয়ে,

পাল্‌কি কাপড়ে আছে ঘেরা।

বেলা ওই যায় বেড়ে

​​ হাঁই-হুঁই ডাক ছেড়ে,

হন্‌-হন্‌ ছোটে বাহকেরা।

 

শ্রান্ত হয়েছে দিন,

আলো হয়ে এল ক্ষীণ,

কালো ছায়া পড়ে দিঘি-জলে।

শীত-হাওয়া জেগে ওঠে,

​​ ধেনু ফিরে যায় গোঠে,

​​ বকগুলো কোথা উড়ে চলে।

 

আখের খেতের আড়ে

​​ পদ্মপুকুর-পাড়ে

​​ সূর্য নামিয়া গেল ক্রমে।

হিমে-ঘোলা বাতাসেতে

শীতের সকালের প্রেমের কবিতা

শীতের সকাল কে আরও ভালো করতে প্রেমের কবিতার জুড়ি নেই। ধরুন আপনি আপনার প্রিয়জনকে নিয়ে শুয়ে আছেন। সকালবেলায তাকে শীতের সকালের একটি প্রেমের কবিতা শুনিয়ে দিলেন। এটি আপনাদের দিনকে আরো অনেক ভালো করবে। প্রেমের কবিতা তো সবাই পছন্দ করে। কিন্তু এই শীতের দিনে শীতের সকালের প্রেমের কবিতা সবার বেশি পছন্দ করে। আশা করি নিম্নোক্ত শীতের সকালের প্রেমের কবিতা আপনার এই শীতের সকাল কে আরও ভালো করবে।

Prem er kobita

ভোর হলো দোর খোলো বন্ধু তুমি ওঠরে,

ওই দেখ তোমার মোবাইলে এস এম এস টা এলোরে।

তোলো মোবাইল খোলো চোখ এস এম এস টা পড়ো রে।

এস এম এস টা বলছে তোমায় শুভ সকাল হলো রে।

শুভ সকাল।

৫টি সেরা শীতের সকালের প্রেমের কবিতা

৩০+ শীতের সকালের প্রেমের এসএমএস

১৫+ শীতের সকালের প্রেমের উক্তি 

শীতের সকালের উক্তি

যারা শীতের সকালের উক্তি পেতে চান। তাদের জন্য আমরা বিশেষ কিছু উক্তি নিচে দিয়ে দিয়েছি।

Shiter sokaler ukti

আশাকরি আমাদের এই শীতের সকালের কবিতা, উক্তি ও শুভেচ্ছা বার্তা আপনাদের অনেক কাজে দিবে। তাই পোস্টটি সবার সাথে শেয়ার করবেন।যাতে সবাই এই শীতের সকালের সকল তথ্য কবিতা খুঁজে পায়।

৫০+ শীতের সকালের উক্তি

শীতের সকাল নিয়ে উক্তি

আরও পড়ুন –

শীতের রোমান্টিক কবিতা

বিজয় দিবসের কবিতা

বিজয় দিবসের উক্তি

ইংরেজি নববর্ষের কবিতা

ইংরেজি নববর্ষের এসএমএস ও ছবি, পিকচার

মহান বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা, ছবি, কবিতা

ভালোবাসার কষ্টের এসএমএস (১০০+ কষ্টের এসএমএস, কষ্টের স্ট্যাটাস)

অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা [ পিকচার, উক্তি, এসএমএস, স্ট্যাটাস ]

নতুন বছরের শুভেচ্ছা বাণী

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top