রানার মোটরসাইকেল 100 সিসি দাম কত

রানার মোটরসাইকেল ১০০ সিসি দাম কত ২০২৪

রানার কোম্পানির বুলেট সিরিজের দুইটি মডেল পাওয়া যাচ্ছে। প্রথমটি হচ্ছে রানার বুলেট ১০০ ভি২, দ্বিতীয়টি রানার বুলেট ১০০, এই বাইক দুটি অল্প দামের মধ্যে ভালো ফিচার অফার করছে। আপনার বাজেট যদি এক লক্ষ টাকার আশেপাশে হয়ে থাকে। আপনি চাচ্ছেন একটি বাইক কিনতে। তাহলে আমাদের এই পোস্ট আপনাদের উপকারে আসবে। এখান থেকে বুলেট সিরিজের বাইকের স্পেসিফিকেশন এবং এর দাম সম্পর্কে জানতে পারবেন।

আপনার বাজেট যদি এক লক্ষ টাকার মধ্যে। তাহলে বাজারে বিভিন্ন মডেলের বাইক পেয়ে যাবেন। যদি বাইক দুটির স্পেসিফিকেশন জেনে রাখেন। তাহলে আপনার বাইক কেনার ক্ষেত্রে সুবিধা হবে। আপনার বাজেট অনুযায়ী বাইক কেনা ঠিক হবে কিনা। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন। আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে কম দামের মধ্যে ভালো বাইকের লিস্ট দেখতে পারেন। কম দামের মধ্যে ভালো বাইকের দাম জানতে এখানে ক্লিক করুন।

রানার বুলেট

রানার কোম্পানি কম দামের মধ্যে বাইক তৈরি করে গ্রাহকদের মাঝে সাড়া ফেলেছে। তারা কম দাম থেকে শুরু করে বেশি দামের বাইক তৈরি করে। এই কোম্পানির ৮০ সিসি থেকে ১৫০ সিসির বাইক পাওয়া যায়। আর প্রত্যেকটি সেগমেন্টের বাইকের দাম আলাদা। যারা প্রিমিয়াম সেগমেন্টের বাইক কিনতে চায়। তারা চাইলে রানার কোম্পানির বাইক দেখতে পারে। কম দামের মধ্যে ভালো বাইক পেয়ে যাবে।

রানার বুলেট ১০০ ভি২

আমরা এখন দেখে নেব Runner bullet 100 V2 এই বাইকের দাম কত। এই বাইকের বাজার মূল্য ৯৯,০০০ টাকা। Runner bullet 100 V2, বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ১০০ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 4.8 kw পাওয়া এবং 7 Nm টর্ক উৎপন্ন হয়। এই বাইক থেকে মাইলেজ পাওয়া যায় 70 kmpl, ট্যাংকের ধারণ ক্ষমতা ১৬ লিটার। সব মিলিয়ে বাইকের ওজন ১২০ কেজি। এই বাইকে চারটি গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে ডিস্ক এবং ড্রাম। সব মিলিয়ে দাম অনুযায়ী ডিজাইন ঠিকঠাক।

রানার মোটরসাইকেল ১০০ সিসি দাম কত

এখন দেখে নিব Runner bullet 100 এই বাইকটি দাম কত। এই বাইকটির বাজার মূল্য ৯৫,০০০ টাকা। Runner bullet 100, বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ১০০ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 4.8 kw পাওয়া এবং 7 Nm টর্ক উৎপন্ন হয়। এই বাইক থেকে মাইলেজ পাওয়া যায় 45 kmpl, ট্যাংকের ধারণ ক্ষমতা ১৬ লিটার‌। সব মিলিয়ে বাইকের ওজন ১২০ কেজি। এই বাইকে চারটি গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে।

রানার বুলেট বাইক

রানার বাংলাদেশের কোম্পানি তারা কম দামের মধ্যে গ্রাহকদের মাঝে ভালো বাইক চেষ্টা করছে। অনেকেই জানা আছে রানার বাংলাদেশের কোম্পানি। তাদের বাজেট সেগমেন্ট থেকে প্রিমিয়াম সিগিমেন্টের বাইক রয়েছে‌। কম দামের মধ্যে যারা প্রিমিয়াম সেগমেন্টের বাইক কিনতে চায়। তারা রানার কোম্পানির বাইক দেখতে পারে। আশা করা যায় তাদের ভালো লাগতে পারে।

রানার মোটরসাইকেলের 100 সিসি মডেলের দাম মডেল ও বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। কিছু জনপ্রিয় রানার 100 সিসি মোটরসাইকেলের দাম:

  • রানার বুলেট 100 V2: ৳103,000
  • রানার F100 6A: ৳89,000
  • রানার রিপ্লে 100: ৳93,000
  • রানার বাজাজ স্পেक्टर 100: ৳85,000

এই দামগুলি শোরুমের দাম ও বাজারের পরিস্থিতির সাথে পরিবর্তিত হতে পারে। রানার 100 সিসি মোটরসাইকেলের আরও অনেক মডেল আছে। তাই দাম সম্পর্কে নিশ্চিত হতে। আপনার নিকটতম রানার ডিলারের সাথে যোগাযোগ করুন।

আশা করা যায় রানার কোম্পানির বুলেট বাইকের দাম জানতে পেরেছেন। এই পোস্ট যদি ভালো লেগে থাকে। তাহলে আমাদের ওয়েবসাইটে থাকা আরো অন্যান্য পোস্ট দেখতে পারেন। হয়তো আপনাদের ভালো লাগতে পারে।

আরও দেখুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top