প্রপোজ ডে

Propose Day 2023 ফেসবুক স্ট্যাটাস, উক্তি, মেসেজ, ক্যাপশন ও ছবি

প্রতিবছর 8 ফেব্রুয়ারি প্রপোস ডে পালিত হয়ে থাকে। এই দিনকে ঘিরে অনেক প্রেমিক পুরুষ তার প্রিয়তমা কে প্রস্তাব পাঠিয়ে থাকে। তাই আজকের এই পোস্টে আমরা কথা বলেছি প্রপোজ ডে ফেসবুক স্ট্যাটাস নিয়ে। আপনি হয়তো প্রস্তাব দিবস নিয়ে উক্তি পেতে চাচ্ছেন। তাই আজকের এই পোস্টে আমরা উল্লেখ করেছি প্রপোজ ডে মেসেজ।

ফেব্রুয়ারি মাস আসলে সবাই সাতটি দিন নিয়ে বসে থাকে। 7 ফেব্রুয়ারি রোজ ডে তারপর আসে প্রপোজ ডে। তাই আজকের এই প্রপোজ ডে নিয়ে ক্যাপশন সবার সাথে শেয়ার করুন। যাতে সবাই প্রপোজ ডের ছবি সবার সাথে শেয়ার করতে পারে।

Propose Day 2023

০৮ ফেব্রুয়ারি ২০২৩ রোজ মঙ্গলবার প্রপোজ ডে পালিত হয়। এই দিনটিকে ঘিরে অনেকেই তাঁর প্রিয়তমাকে প্রস্তাব পাঠাবে বলে বসে থাকে। আবার অন্যদিকে অনেকেই তার পছন্দের ছেলেকে প্রস্তাব পাঠাবে বলে বসে থাকে।

প্রপোজ ডে কবে – Propose Day Kobe 2023

তাই আজকের এই দিনটি কে নিয়ে যারা ফেসবুকে প্রপোজ ডে শুভেচ্ছা ও উক্তি লিখে পোস্ট করতে চান। তাদের জন্য আজকের এই পোস্ট এ ভালো মানের প্রপোজ ডে নিয়ে ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হয়েছে।

প্রপোজ ডে ফেইসবুক স্ট্যাটাস

Propose Day ফেসবুক স্ট্যাটাস সবার জন্য অনেক প্রয়োজন। কারণে অনেকেই জানেনা কিভাবে প্রপোজ করতে হয়। তাদের জন্য প্রপোজ ডে নিয়ে এখানে কিছু জনপ্রিয় স্ট্যাটাস তুলে ধরা হয়েছে। নিজের পছন্দের প্রপোজ ডে ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করে নিন।

যদি বৃষ্টি হোতাম…… তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম ।
চোখে জমা বিষাদ টুকু এক নিমিষেই ধুয়ে দিতাম ।
মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,
কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!

শীতের চাঁদর জড়িযে,
কুয়াশার মাঝে দাঁড়িয়ে,
হাত দুটো দাও বারিয়ে,
শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন”
বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষন ।

মনে পড়ে তোমাকে যখন থাকি নিরবে”
“ভাবি শুধু তোমাকে সব সময় অনুভবে”
“স্বপ্ন দেখি তোমাকে চোখের প্রতি পলকে”
“আপন ভাবি তোমাকে আমার প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে ।

প্রেমের স্বার্থকতা মিলনে । বিরহ-বিচ্ছেদ হীনা মিলন, ততটা মধুময় নয় ।
বিরহ-বিচ্ছেদের পর মিলন, যতটা মধুময় হয় ।

চোখে আমার ঝর্ণা বহে, মনে দুঃখের গান ।
তোরে যদি না পাই আমি, দিব আমার প্রান ।
শুনতে চাই তোর কথা, ধরতে চাই হাত ।
কেমন করে তোরে ছাড়া, থাকি দিন রাত !

প্রপোজ ডে নিয়ে উক্তি

Propose Day quotes সবাই পেতে চায়। কারণ প্রপোজ ডে নিয়ে উক্তি ফেসবুকে শেয়ার করে তার মানুষটিকে আরো ভালো কিছু বোঝাতে চায়। যারা পোস্ট করার মাধ্যমে ভালোলাগার মানুষকে প্রস্তাব পাঠাতে চান। তাদের জন্য এখানে ভালো কিছু তুলে ধরা হলো।

আজকে তুমি রাগ করছো, দুঃখ পাবো তাতে ।
কালকে যখন মরে যাবো, রাগ দেখাবা কাকে ?
বিধির বিধান এই রকমি, একদিন তো যাবো মরে,
বুঝবে সেদিন তুমি, ভালবাসতাম শুধু তোমাকে …… !

সুখে থাকো দুঃখে থাকো,
খবর তো আর রাখো না ।
এখন তো আমায় তুমি ভালো
আর বাসো না ।
যতো ভালোবাসা ছিলো দিয়ে
ছিলাম তোমাকে ।
তবু তুমি কিছুতেই,
বুঝলেনা আমাকে ।

Propose Day

অল্প অল্প মেঘ থেকে, হালকা হালকা বৃষ্টি হয় ।
ছোট্ট ছোট্ট গল্প থেকে, ভালবাসার সৃষ্টি হয় ।
মাঝে মাঝে ফোন করলে, সম্পর্কটা মিষ্টি হয় ।

” প্রেমিক বা প্রেমিকা কেমন হবে এমন কোন মডেল ধারনা নিয়ে প্রেম করতে যাওয়াটা ভুল । এই ধারনা নিয়ে প্রেম করতে গিয়েই বেশিরভাগ মানুষ ভুল সঙ্গী নির্বাচন করে । “

” নারি বা পুরুষ সম্পর্কে যার হীন মনোভাব তেমন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা মানে জীবনে অশান্তি ডেকে আনা । এমন পুরুষ এবং নারি কখনই আদর্শ সঙ্গী নয় । “

” স্নেহপ্রবন নয় এমন মানুষকে কখনই ভালোবাসা উচিৎ নয় । “

” অপরিনত মস্তিষ্ক কারো সঙ্গে কখনো প্রেম করা উচিৎ নয়, এরা সম্পর্কের মানে বুঝে না এবং অত্যন্ত স্বার্থপর হয় । “

আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে””আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায়” “আমি তোমাকে চাই তোমার মত করে নয় আমার মত করে” “আমি তোমাকে চাই খনিকের জন্য নয় চিরদিনের জন্য”

প্রপোজ ডে নিয়ে মেসেজ

প্রপোজ ডে মেসেজ ও প্রপোজ ডে নিয়ে এসএমএস সবার জন্য অনেক দরকারি। কারন অনেকেই তার পছন্দের মানুষকে প্রপোজ সম্পর্কিত মেসেজ বা এসএমএস পাঠাতে চায়। তাই এখানে আমরা কিছু ভালো মানের প্রপোজ ডে নিয়ে মেসেজ এসএমএস তুলে ধরেছি।

কাজল কালো আখির মাঝে ভালবাসার স্বপ্ন সাজে দূর দেশের কাজল আখি ছুঁয়ে গেলে মন প্রজাপতি রংগিন প্রজাপতি আজ খুঁজে ফেরে সেই আখি যাহার মাঝে নিজেরে আজ হারায়েছি …..

দিব তোমায় লাল গোলাপ।। সপ্নে গিয়ে করবো আলাপ।। বলবো খুলে আমার কথা।। আছে যত মনের কথা।। বলবো তোমায় ভালোবাসি।। থাকবো দুজন পাশাপাশি।।

১৮ বছর কেটে গেলো, খবর নাইগো তাঁর….! কোন শহরে থাকে আমার, বাম পাঁজরের হাড়….?

হাসাতে সবাই পারে, তেমনি কাঁদাতেও পারে সবাই, কাঁদিয়ে যে মানাতে পারে, সেই হচ্ছে সত্যি কারের বন্ধু!! আর, কাঁদিয়ে যে নিজেও কেঁদে ফেলে, সে হচ্ছে সত্যি কারের ভালোবাসা###

propose day facebook status

আমি তোকে এতটাই ভালবাসি যে— তোকে পাবার জন্য আমি আমার ভবিষ্যত ও নষ্ট করতে পারি…।।।

আমি জানি তুমি আসবে, পূর্ণিমার চাঁদ হয়ে আমায় ছুঁয়ে দিতে অথবা ভোরের কুয়াশা হয়ে আমায় সিক্ত করতে.. আমি জানি তুমি আসবে, বিকেলের রংধনু দিয়ে আমায় রঙিন সাজাতে অথবা শীতের চাঁদর হয়ে আমায় উষ্ণতা দিতে.. আমি জানি তুমি আসবে, শরতের কাশফুল হয়ে মনটা আমার দোলাতে অথবা বৃষ্টির টুপটাপ শব্দে আমায় উদাসী করতে

মন যদি আকাশ হত তুমি হতে চাঁদ,, ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত.. সুখ যদি হৃদয় হত তুমি হতে হাসি,, হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালবাসি..!!

প্রপোজ ডে নিয়ে ক্যাপশন

যারা এখনো প্রপোজ ডে নিয়ে ক্যাপশন খুঁজে পাননি। তাদের জন্য নতুন প্রকাশিত প্রপোজ ডে নিয়ে ক্যাপশন উল্লেখ করেছি আমরা। আশা করি এর মাধ্যমে আপনি আপনার পছন্দের মানুষকে হাসাতে পারবেন।

ভালোবাসা হল প্রজাপতির মত। যদি শক্ত করে ধর মরে যাবে! যদি হালকা করে ধর উড়ে যাবে আর যদি যত্ন করে ধর কাছে রবে….

হাতে হাত ,কানের কাছে মুখটি এনে বলে , এসো না কাছে ,দুজন ভিজি আজ বৃষ্টির জলে

চোখে আছে কাজল কানে আছে দুল,ঠোট যেন রক্তে রাঙা ফুল,চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।

প্রপোজ ডে নিয়ে উক্তি

ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষন। আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঝেঁ। কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন।।

শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দারিয়ে, হাত দুটো দাও বারিয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন” বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষন।

কটি প্রকৃত ভালবাসা হতে পারে দৈহিক অথবা ঐশ্বরিক| সত্য ভালবাসা হচ্ছে এমন কিছু যা শাশ্বত ও অধিক শান্তিপূর্ন| ___জোনাক

হতে পার তুমি মন থেকে দুরে তথাপি, রয়েছো মোর নয়ন পুরে॥ হয়তো তুমি নেই এই হৃদয়ে, তবুও রয়েছো পরশের-ই ভিতরে। কারণ, ভালবাসি শুধুই তোমারে॥

প্রপোজ ডে নিয়ে কবিতা

যারা নিজের কাছের মানুষকে কবিতা শোনাতে ভালোবাসেন। তাদের জন্য প্রপোজ ডে নিয়ে কিছু হৃদয়বিদারক কবিতা উল্লেখ করেছে আমরা। আপনারা চাইলে কবিতাগুলো আপনার ভালোলাগার মানুষকে পাঠাতে পারেন।

হ্যাপি প্রপােজ ডে
ভালােবাসি তােমায়,
আমি বুঝবাে কি করে।
শুধু জানি তােমায় ছাড়া
যাবাে আমি মরে,
গাছের পরান মাটি,
আর তামার পরান তুমি,
তােমার জন্য পৃথিবীতে
জন্ম নিলাম আমি।

তুমি আমার কাছে ওষুধের মতাে,
যখন আমি তােমাকে হাসতে দেখি,
তখন আমার ব্যাথারা আরাম পায়…
যখন তুমি আমার সাথে থাকো,
সব কিছু সুন্দর দেখায়
এবং আমি আনন্দে থাকি
তুমি কি সারাজীবনের
জন্য আমার হবে?
হ্যাপি প্রপােজ ডে

আছ প্রপােজ ডে,
আজ আর নতুন করে
তােমায় প্রপােজ করবাে না।
শুধু বলবাে জীবনের প্রত্যেকটি
প্রপােজ ডে তে আমি
শুধু তােমাকেই পাশে চাই।
হ্যাপি প্রপােজ ডে

প্রপোজ ডে ছবি

Propose Day picture সবাই ফেসবুকে শেয়ার করতে চায়। তাই আমরা কিছু জনপ্রিয় প্রপোজ ডে পিকচার উল্লেখ করেছে আজকের পোস্টে। আশা করি এর মাধ্যমে আপনারা ভালো কিছু ছবি সবার সাথে শেয়ার করতে পারবেন।

তুমি আমার সৃষ্টিসীমার বাইরে হতে পার, কিন্তূ আমার হৃদয় থেকে দূরে নয়॥ তুমি আমার নাগালের বাইরে যেতে পার, কিন্তূ আমার মন থেকে নয়॥ আমি তোমার কাছে কিছু না হতে পারি! But তুমি আমার জীবনের সবকিছু॥

প্রপোজ ডে নিয়ে মেসেজ

যদি বৃষ্টি হতাম…… তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম। চোখে জমা বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে দিতাম। মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!

আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া , আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া, আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া , আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া, আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !

প্রপোজ ডে নিয়ে ক্যাপশন

আমি চাইনা তুমি আমাকে বার বার বলো আমি তোমাকে ভালোবাসি. কিনতু আমি চাচছি তুমি আমার জন্য একটু অপেখা করো, আমি বলছিনা তুমি আমাকে অনেক ভালোবাসবে কিনতু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও তোমাকে মন উজার করে ভালোবাসতে.

ভালবাসা স্বপ্নীল আকাশের মত সত্য,, শিশির ভেজা ফুলের মত পবিত্র.. কিন্তু সময়ের কাছে পরাজিত,, বাস্তবতার কাছে অবহেলিত..!!

শেষ কথা

আজকের পোস্ট কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আমাদের। আরো নতুন নতুন প্রপোজ ডে ফেসবুক স্ট্যাটাস ও মুক্তি পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

Read More

Rose Day 2023, ফেসবুক স্ট্যাটাস, উক্তি, মেসেজ, ক্যাপশন ও ছবি

রোজ ডে কবে – Rose Day kobe 2023

Teddy Day 2023, ফেসবুক স্ট্যাটাস, উক্তি, মেসেজ, ক্যাপশন ও পিকচার

Chocolate Day 2023, ফেসবুক স্ট্যাটাস, উক্তি, মেসেজ, ক্যাপশন ও পিকচার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *