২৫ মার্চ গণহত্যা দিবস কবিতা

২৫ মার্চ গণহত্যা দিবস কবিতা | কালো রাত কবিতা

বাংলাদেশের মানুষের ওপর পাকিস্তান হানাদার বাহিনী ১৯৭১ সালের 25 শে মার্চ নৃশংস হত্যাকাণ্ড চালায়। যার জন্য বাংলাদেশের সেই রাত্রিকে গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়। বাংলার মানুষ যখন ঘুমিয়ে ছিল তখন হানাদার বাহিনী আতঙ্কিত ভাবে মানুষের উপরে গোলাবর্ষণ সহ নানান ভাবে নির্যাতন চালায়। এই নির্যাতনের ফলে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করে। এই কাল রাত থেকে স্মরণ করে রাখার জন্য বাংলাদেশ সরকার গণহত্যা দিবস পালন করে।

তাই আপনারা যারা 25 শে মার্চ গণহত্যা দিবস কবিতা পাওয়ার জন্য গুগলে অনুসন্ধান করেন। তাদের জন্য আজকের এই পোস্ট এ সবচাইতে বেদনাদায়ক 25 মার্চ গণহত্যা দিবস কবিতা উল্লেখ করেছে আমরা। গণহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কবিতা প্রতিযোগিতা করা হয়। তাই আমাদের থেকে সেরা কিছু 25 মার্চ গণহত্যা দিবস কবিতা সংগ্রহ করে নিন।

২৫ মার্চ গণহত্যা দিবস কবিতা

এ রাত বাংলাদেশের মানুষের ইতিহাসে একটি কালো রাত। ১৯৭১ সালের 25 শে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী অসংখ্য মানুষকে নিরাপদ ভাবে হত্যা করে। তাই বাংলার বিভিন্ন বিখ্যাত কবি গান 25 শে মার্চ নিয়ে সেরা কিছু কবিতা উল্লেখ করেছে। আজকের পোষ্টে সেই সব কবিদের গণহত্যা দিবস কবিতা তুলে ধরা হয়েছে।

১৯৭১ সালের কালো ২৫শে মার্চ ছিল,
অন্ধকারাচ্ছন্ন এক ভয়াল রাত।
অপারেশন সার্চ লাইটের নামে ১৯৭১,
ওরা বাঙালীদের করেছে নিপাত।
মেরেছে ৩০ লক্ষ মানুষ, করেছে লুটপাট,
নির্বিচারে পাকিস্তানি সৈনিক চালিয়েছে গুলি।
১৪ই ডিসেম্বরে বুদ্ধিজীবীদের নিধন করা হয়েছিল,
নিয়েছে ইজ্জত দুই লাখ মা বোনের, উড়িয়েছে খুলী।
এমনি করে টানা নয় মাস
চলেছে অত্যাচার।
বীর বাঙালীরাও বসে ছিলনা
হাতে তুলে নিয়েছিল হাতিয়ার।
৩০ লক্ষ শহীদের বিনিময়ে
আমাদের হয়েছে জয়।
১৬ই ডিসেম্বর তারা করেছে আত্নসমার্পন,
কারণ মনে ছিল মরনের ভয়।
সেই বাঙালীর উত্তরসরী তুমি,
মাথা নীচু করে কেন হাঁটো।
যুদ্ধাপরাধী – আছে যত বাংলাতে সব যাবে ভেসে,
১৯৭১ এর ন্যায় আবার গর্জে যদি ওঠে।

২৫ মার্চ কালো রাত কবিতা

“কাল রাত্রীর কালো-শত্রুর
কালো কাহিনী।
একাত্তরের ২৫শে মার্চ
সবাই সেটা জানি।
নিরীহ আর নিরস্ত্র
বাঙালীর উপর।
গুলি বোমা ছুঁড়েছিলো
পাকিস্তানী বর্বর।
নির্মমতার ইতিহাসে
ওই দিনটি আজ গণহত্যা দিবস।
জানাতে চাই বিশ্বকে ফের
ভয়ংকর রাত কতো ‘কালো-নিকশ’।”

গণহত্যা নিয়ে কবিতা

স্বাধীনতা দিবসের ফটো

২৫ শে মার্চ কালো রাত
চারদিকে চিৎকার আর আর্তনাদ
লাশের স্থুপ,আর উত্তেজিত
পৈশাচিক হানাদার,
২৫শে মার্চ কালো রাত।

ঘুমন্ত বাঙ্গালীর প্রান কেড়ে নেই
পাকিস্তানি হানাদার
মানুষ খেকু শাশক গোষ্ঠি
পাকিস্তানি সৈরাচার,
২৫শে মার্চ কালো রাত।

বেঈমান আল বদর,আল সামস্,রাজাকার
জাতিকে দিয়েছিল উপহার
রক্তপিপাশু জানোয়ার,
২৫শে মার্চ কালো রাত।

গ্রামগন্জ্ঞ আর লোকালয়,
পুড়ে হচ্ছে চারখার
দাউ দাউ পুড়ে যাচ্ছে দোকানপাট,
লোহা লঙ্করের স্তুপ আর কাঠ
২৫শে মার্চ কালো রাত।

হরন করেছে মা বোনের ইজ্জত
অত্যাচারী পাকিস্তান,
তবুও থামেনি অত্যাচারী,
মানু্ষ খেকু পাকিস্তান
২৫শে মার্চ কালো রাত।

জাতি পঙ্গু করে দেয়
পাকিস্তানি সরকার
২৫শে মার্চ কালো রাত।

চারদিকে চিৎকার আর আর্তনাদ
লাশের স্তুপ আর উত্তেজিত
পৈশাচিক হানাদার
২৫শে মার্চ কালো রাত।

গণহত্যা দিবস নিয়ে কবিতা

তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো
দানবের মত চিৎকার করতে করতে
তুমি আসবে ব’লে, হে স্বাধীনতা,
ছাত্রাবাস বস্তি উজাড হলো। রিকয়েললেস রাইফেল
আর মেশিনগান খই ফোটালো যত্রতত্র।

গণহত্যা দিবস নিয়ে কবিতা ২

দানব নামে রাজপথে, বিভিষিকাময় দানব

ঘুমন্ত নগরী কেঁপে উঠে, বুলেট আর বারুদে

আগুনের লেলিহান শিখায় জ্বলে ঘরবাড়ি।

লাশের স্তুপ চারদিক;

নারী,শিশু,পঙ্গু ,যুবা, পুরুষ।

হায়েনার ছোবলে বাদ যায়নি নিরীহ পথচারি,

আর ফুটপাতের ঘুমন্ত বৃদ্ধা,

রিক্সাওয়ালা। ২৫শে মার্চ,১৯৭১ ঢাকা।

রণহুঙ্কারে কাঁপে মাটি।

২৫ মার্চ গণহত্যা দিবস ছোট কবিতা

ইয়াহিয়ার দোসর জুলফিকার ভূট্টো,

টিক্কা খান,সেনা কমান্ডার আরবাব

ঢাকায় চালায় গণহত্যা। মানুষ নয়,

মাটি চাই এই তাদের পোড়া মাটি নীতি

অপারেশন সার্চলাইট নামে অন্ধকার রজনীতে

আলোর শিখা যায় দেখা, কামানের স্ফুলিঙ্গে।

মানুষের লাশ পড়ে চাপা, ট্যাঙ্কের তলায়।

২৫ মার্চ গণহত্যা নিয়ে কবিতা

রক্তের স্রোতে বহমান বুড়িগঙ্গা

একটা শিশু কেঁদে উঠে,

বেয়ারিশ লাশের সারির পাশে

বারুদের ভেতর জন্মায় প্রতিরোধ, চারদিকে।

ইতারে ভাসে নেতার কন্ঠ,

স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

গর্জে ওঠে বীর বাঙ্গালী, সাহসে, আবেগে, নির্ভিক।

ভূমিষ্ঠ হবে এক নয়া শিশু-জাতি;কান্না, বেদনা,আর মৃত্যুর মাঝে;

অবুঝ শিশুর ক্রন্দন, সাহসী এক উচ্চারণ।

আশা করি আজকের পোস্ট এর সাহায্যে আপনারা যে কবিতাগুলো পেয়েছেন আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের পর সবার সাথে শেয়ার করুন যাতে সবাই 25 মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের কবিতা পড়তে পারে।

আরও দেখুনঃ 

২৫ মার্চ কি দিবস, ইতিহাস, গণহত্যা দিবস কেন পালন করা হয়

২৫ মার্চ গণহত্যা দিবস রচনা | ১৯৭১ সালের কালো রাত নিয়ে রচনা

১৭ মার্চ কি দিবস ২০২৩ – ১৭ মার্চ জাতীয় শিশু দিবস কেন পালন করা হয়

২৬ মার্চ কি দিবস ২০২৩, কেন পালন করা হয়, ইতিহাস ও কিছু কথা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *