শরৎকালে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষভাবে বিভিন্ন চর অঞ্চলে কাশফুলের দেখা পাওয়া যায়। এটি ঘাড় জাতীয় উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম হচ্ছে Saccharum spontaneum। যেসব জায়গায় কাশফুল জন্মে সেসব জায়গায় বাংলাদেশের সব জায়গায় মানুষ ঘুরতে পছন্দ করে। কাশফুল সাধারণভাবে ৩ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। নদীর ধারে বা বিভিন্ন চড়া অঞ্চলে কাশফুল ফোটে। যার মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য আরো অনেক বৃদ্ধি পায়। শরৎ আসলেই চারপাশে এই কাশফুলের দেখা পাওয়া যায়।
যার জন্য মানুষ বিভিন্ন জায়গায় শরৎকালে কাশফুলের খোঁজ করে থাকে। দেখা যায় এই দিনগুলোতে বেশিরভাগ মানুষ কাশফুল আছে এমন জায়গায় ভ্রমণ করে। পরবর্তীতে তারা সেখানে ছবি তুলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। আপনি হয়তো আপনার প্রিয় মানুষকে নিয়ে জনপ্রিয় কাশফুল আছে এমন জায়গা ভ্রমণ করে এসেছেন। তাই কাশফুল নিয়ে উক্তি ও কাশফুল নিয়ে ছন্দ সংগ্রহ করতে চান।
আজকের এই পোস্টে আপনাদের জন্য শরতের কাশফুল নিয়ে কবিতা ও কাশফুল নিয়ে কবিতা উল্লেখ করা হয়েছে। তাই যারাই কাশফুল নিয়ে ক্যাপশন ব্যবহার করে ফেসবুকে ছবি আপলোড দিতে চান। নিচে থেকে আপনার পছন্দের কাশফুল নিয়ে ক্যাপশন দেখে নিন।
কাশফুল নিয়ে উক্তি
শরৎকালের মূল আকর্ষণে প্রকৃতিপ্রেমীদের জন্য থাকে কাশফুল। তাই বেশিরভাগ মানুষ নদীর ধারের কাশফুল দেখতে গিয়ে বিভিন্ন সময় ছবি তুলে থাকে। পরবর্তীতে ছবিগুলো ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য উক্তি অনুসন্ধান করে। অনেক বিশেষ ব্যক্তিবর্গ কাশফুল নিয়ে বিভিন্ন উক্তি রচনা করেছেন। নিচে থেকে দারুণ কিছু কাশফুল নিয়ে উক্তি দেখে নিন।
কাশফুল নিয়ে ছোট ক্যাপশন
- জীবন যৌবন পার হলেও কাশফুলের রুপ অপরিবর্তিত হয়ে থাকে।
- কাশফুল মানেই শরতকালের সৌন্দর্য বৃদ্ধি করা ।
- ওগো,! তোমার ছোঁয়া পেলে কাশফুল যেন নতুন রূপে সজ্জিত হয় ।
- কাশফুলেদের যত্নে স্নেহে বেড়ে তুলি। তোমায় ছুঁবে বলে তারা মহানন্দে বেড়ে ওঠে।
- কাশফুলের এই শুভ্রতা দিগ্বিদিকে ছড়িয়ে যাক, ফাটল ধরা দুঃখ যত, ঘুঁচে যাক, মুক্তি পাক।
- প্রিয় !কাশফুলের পরোতে পরোতে গাঁথা আছে তোমার ওই নাম।
- কাশফুল কে ছুঁলে যেন স্বর্গীয় স্বাদ অনুভূত হয়। আর খুঁজে পাওয়া যায় আনন্দপুরীর ঠিকানা।
কাশফুল নিয়ে ক্যাপশন
বর্তমানে মানুষ প্রতিনিয়ত তাদের কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকে। আপনি হয়তো আপনার প্রিয় মানুষকে নিয়ে ইতিমধ্যেই কাশফুল দেখতে ঘুরতে গিয়েছিলেন। তাই কাশফুল নিয়ে স্ট্যাটাস দেওয়ার জন্য কাশফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন প্রয়োজন। নিচে আপনাদের জন্য কাশফুল নিয়ে ছোট ক্যাপশন দেয়া হয়েছে।
- সাদা শুভ্রতার কাশফুল জানান দেয় আজ বুঝি ফিরে এল শরৎ।
- সাদা রঙের কাশ দিল আজ ছুটি কাশফুল সব আজ মহুয়ায় বন্ধি।
- প্রকৃতি তার আপন নিয়মে ছুটে কাশফুল তবে এল আজ ফিরে।
- কাশফুল যেমন ক্ষণস্থায়ী _তেমনি করে আমাদের জীবন বেশ ক্ষণস্থায়ী।
- কাশফুলের সাদার শুভ্রতায় মন চায় হারিয়ে যাই অজানায় ।
- শরতের দিনে চলো কাশফুল কুড়ায়, কাশফুল পেলে মনে হয় স্বর্ণ খুঁজে পাই।
- ক্ষেতের আলে নদীর কূলে পুকুরের ওই পাড় টাই_ হঠাৎ দেখি কাশ ফুটেছে বাঁশ বনের ওই ধার টাই।
- শরৎ রানী যেন কাশ এর বোরখা খানি খুলে_ কাশবনের ওই আড়াল থেকে নাচসে দুলে দুলে।
- কাশফুল! কাশফুল! আজ তোমার ছুটি চল তাহলে আজ আমার সাথে বাড়ি ।
কাশফুল নিয়ে ছন্দ
কাশফুল ফটোগ্রাফি সবার অনেক ভালো লাগে। কারণ এই অবেলায় ফোটা কাশফুল সবার মনে এক নতুন শরতের সৌন্দর্য সৃষ্টি করে। শরতের কাশফুল প্রতিটি মানুষের পছন্দ তাইতো এই সময় মানুষ নদীর ধারে কাশফুল দেখতে ঘুরতে যায়। নিচে কাশফুল নিয়ে ছন্দ দেয়া হয়েছে।
- কাশফুলের শুভ্রতায় ভরিয়ে রেখো আমায়_ তাহলে আর কখনো ছেরে যাব না তোমায় ।
- কাশফুল হলো পৃথিবীর গহনা_ সে গহনা কে পরিধান করেই এই পৃথিবী এত সুন্দর।
- নদীর দু’ধারে কাশফুল হয়ে ওঠে সাদা তোমায় দেখতে নেই কোনো বাধা।
- কাশফুল কে ভালোবেসে একবার কাছে টেনে নাও। দেখবে তোমার সব দুঃখ-কষ্ট এক নিমেষেই পুড়ে ছাই ।
- কাশ ফুল মানে শরতের একটি সুন্দর কাল ।
- কাশফুল চাই। এনে দিতে পারবে তুমি? না এনে দিলে তোমার সাথে আমার আড়ি।
- কাশফুল প্রকৃতির দেওয়া এক অনন্য উপহার ।
- ভালোবাসা কাব্য শুনে কাশ ঝরেছে যেই_দেখি আমার শরত রানী কাশবনে আর নেই।
কাশফুল নিয়ে কবিতা
অনেক বিখ্যাত কবিগন কাশফুল নিয়ে কবিতা আবৃত্তি করেছেন। যারা শরতের কাশফুল কবিতা পেতে চান। তাদের জন্য এখানে কিছু জনপ্রিয় কাশফুল নিয়ে কবিতা উল্লেখ করা হয়েছে। আপনি চাইলে কবিতাগুলো সংগ্রহ করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন।
ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখবো _
তোমার পুষ্প বনের গাঁথা মনের মত লিখব।
তখন কালো কাজল মেঘ তো ব্যস্ত ছিল ছুটতে_
ভেবেছিলাম কদিন আরো যাবে তোমার ফুটতে।
সবে তো এই বর্ষা গেল শরৎ এলো মাত্র_
এরই মধ্যে শুভ্রর কাশে ভরলো তোমার গাত্র।
ক্ষেতের আলে নদীর কূলে পুকুরের ওই পাড় টাই_
হঠাৎ দেখি কাশ ফুটেছে বাঁশ বনের ওই ধার টাই।
আকাশ থেকে মুখ নামিয়ে মাটির দিকে শুয়ে_
দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে।
কিন্তু কখন ফুটেছে তা কেউ পারে না বলতে_
সবাই শুধু থমকে দাঁড়ায় গাঁয়ের পথে চলতে।
উচ্চ দোলা পাখির মতো কাশবনে এক কন্যে_
তুলছে কাশ এর ময়ূর চূড়া কালো খোপার জন্য।
শরৎ রানী যেন কাশ এর বোরখা খানি খুলে_
কাশবনের ওই আড়াল থেকে নাচসে দুলে দুলে।
প্রথম কবে ফুটেছে কাশ সেই শুধুরা জানে_
তাইতো সেটা সবার আগে খোঁপায় বেঁধে আনে।
ইচ্ছে করে ডেকে বলি, “ওগো কাশের মেয়ে_
আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে।
তোমার হাতে বন্দী আমার ভালোবাসার কাশ_
তাইতো আমি এই শহরে তোমার কৃত দাস।
শরতের কাশফুল কবিতা
শরৎ সেজেছে কাশফুলে
থরে বিথরে বালুচরে!
সাদা মেঘের শতদল উড়ছে
অপরূপা নীলাম্বরে!ভাটির দেশে শুভ্র কাশবন
কেড়ে নিয়েছে মন,
নদীর তীর কত যে নিবিড়;
মন হয় উচাটন!হাওয়ায় দোলে ফুলদল
উড়ে যেতে চায় সুদূরে;
মায়া-মমতায় আটকে আছে
পাশাপাশি অঙ্গাঙ্গীভাবে!ফুলের মাঝে পাখীরা ওড়ে
প্রজাপতি নেচে চলে বাড়ি।
কাশকন্যাদের হাসির রেখায়
বিলীন হয়ে যায় পরী!উদাসী আকাশ হাতছানি দেয়
ভাসাবে মেঘের ভেলায়!
সুরের ছোঁয়ায় মন রাঙাবে
মৃদুমন্দ পূবালী বায়!
শরতের কাশফুলের সৌন্দর্য প্রতিটি মানুষের মনে সব সময় লেগে থাকুক। আরো নতুন নতুন কাশফুল নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন পেতে আমাদের সাথেই থাকুন।
আরও দেখুনঃ