ফাল্গুনের কবিতা

ফাল্গুনের কবিতা | বসন্ত নিয়ে প্রেমের কবিতা | বসন্তের ভালবাসার কবিতা

১৪ ফেব্রুয়ারি বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন। তাই এই দিন আসলে মানুষের মনে ফাল্গুনের কবিতা দোলা দিয়ে থাকে। আবার গাছে গাছে নতুন ফুল উপলক্ষে মানুষের বসন্ত নিয়ে প্রেমের কবিতা পেতে মন চায়। তাই অনেকেই বসন্তের ভালোবাসার কবিতা লিখে ইন্টারনেটে অনুসন্ধান করে।

আপনি হয়তো আপনার প্রিয় মানুষকে বসন্ত নিয়ে প্রেমের কবিতা পাঠাতে চাচ্ছেন। অন্যদিকে বসন্তের ঋতু উপলক্ষে গাছে গাছে নতুন পাতা আর ফুল দেখে ফাল্গুনের কবিতা ফেসবুকে শেয়ার করতে চাচ্ছেন।

আপনাদের মনের আশা পূরণ করার জন্য আজকের এই পোস্ট এ বসন্তের ভালোবাসার কবিতা তুলে ধরা হয়েছে। তাই আপনি চাইলে কবিতাগুলো আপনার প্রিয় মানুষ অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সবাইকে ইমপ্রেস করতে পারেন।

ফাল্গুনের কবিতা

ফাগুন এলে মানুষ ফাল্গুনের কবিতা বিভিন্ন জায়গায় শেয়ার করতে। তাই অনেক বড় বড় কবিগণ ফাল্গুনের কবিতা লিখে গেছেন। নিচে কিছু ফাল্গুনের কবিতা তুলে ধরা হয়েছে।

রুক্ষ শীতের শূন্যতা শেষ- প্রান ফিরেছে ধরায়,
অনুভূতির রঙ্গিন ফেরি সর্বাঙ্গে জড়ায়।
গুনগুনিয়ে ভ্রমর চলে, মৌমাছিও আছে,
সরিষা ক্ষেতে মধু পাবে, মুকুল আমের গাছে।
বউ কথা কও ডাকছে পাখি, কোকিল ধরে গান।
হিয়ায় আমার বিধলো বুঝি, মদন দেবের বান!

প্রানের সখার প্রতিক্ষাতে প্রহর বয়ে যায়
মন যে আমার হয় উদাসী; কি করিবো হায়!
কাজল কালো নেত্রযুগল, ওষ্ঠে রাখি হাসি
ভুলেছে সে কি শত প্রহর অপেক্ষাতে আছি?
কালচক্রের প্রহর বয়; চক্ষু আসে মুদে
প্রনয় বুঝি আর হোল না; ডুবি যেন ক্লেদে!

বাতায়নে বসে আছি সুর বাধি যে মনে,
সখার আশায় চেয়ে থাকি কুঞ্জ বনের পানে।
তানপুরাতে আঙ্গুল চলে সুরের ঐকতান,
দক্ষিণ হাওয়া উদাস করে, বেসুরো সব গান।

ফাগুন আমায় বিভোর করে, হারায় নিজেকে
শূন্য হিয়ার আড়ালে তবু হাসি জড়াই মুখে,
আক্ষেপ আমি এড়াতে নারি; দুপুর বিষন্ন
ফাগুন মানেই সুখ শুধু নয়- নির্জীব অপরাহ্ন।

ফাগুনের প্রেম

বসন্ত যে এসে গেল, ফাগুনে মাতবে প্রিয়?
টিএসসিতে তুমি গেল, আমায় সঙ্গে নিও।
পড়ে এসো পাঞ্জাবিটা- হলুদ কিংবা নীল
শাড়ি আমি পড়বো রেখে তোমার সাথে মিল।

কিনে দিও গজরা ফুলের ; লাগিয়ে দিও চুলে
বই মেলাতেও হবে যেতে- যেওনা যেন ভুলে।
বিকেল বেলা বন্ধুরা সব আসবে পুকুর পাড়ে,
তখন তুমি গান ধরো এক, আমায় উদাস করে।

হাঁটতে হাঁটতে সাঝের বেলায় উদ্যানেতে যেও
লেকের জলে প্রতিবিম্ব ; আপন করে নিও।
চোখের তারায় ডুববো আমি, ঠাই পাবো না জানি
এলোমেলো ছন্দ সাজাও- মধুর প্রেমের বানি।

একটা দিন ইচ্ছে মতো ঘুরবো মনে রেখো
যান্ত্রিকতাও মুখ ফেরাবে- পাবেনা ছুতে দেখো
দুঃখগুলো পেছনে ফেলে পা বাড়াবো আগে-
আবার যেন ভুল করোনা; বেয়াড়া কিছু রাগে।

ফাগুন মানেই প্রেমের প্রতীক- নতুন করে শুরু
তোমার ছোঁয়ায় শ্রান্তি মেলে, হৃদকম্প দুরুদুরু
প্রেমের নামে নতুন করে হাতটা ধরো আবার
তুমি যে হও প্রানের সখা, কোথায় বলো যাবার

pohela bosonto

বসন্ত নিয়ে প্রেমের কবিতা

বসন্ত এলে মানুষের মনে নতুন ফুলের মত প্রেমের দোলা দিয়ে যায়। তাই অনেকেই বসন্ত নিয়ে প্রেমের কবিতা বিভিন্ন জায়গায় শেয়ার করতে চায়। তাদের জন্য আজকের এই পোস্ট এ বসন্ত নিয়ে প্রেমের কবিতা তুলে ধরেছে আমরা।

বসন্তবরণ

পলাশ শিমুল জোড় বেধেছে-
ফাগুন এলো ধরায়,
বউ কথা কও গান ধরেছে,
করছে সুরের বড়ায়।

হলুদ হিমুর বেশ ছেলেদের
নীলের রূপা নয়
রঙ বেরঙের বেশ রমনীর
ফুলও শোভা পাই।

শাড়ি সাজে বাঙালিয়ানা
পাঞ্জাবিতেও তাই,
ফাগুন মানেই প্রেমের যুগল
দারুন লাগে ভাই।

সাঝের বেলায় কবিতা চলে
গানের আসর রাতে,
ছেলেবুড়ো সবাই যেন
আনন্দতে মাতে।

উৎসব যেন গ্রাম নগরে
তবুও কোথায় যেন ছেদ,
শূন্য শীতের বিদায় বেলায়
মন খারাপের জেদ।

বসন্তের ধারা

প্রকৃতিতে সুর উঠেছে, ফাগুন এলো দ্বারে;
বরতে হবে বসন্তরে রাঙা পুষ্প হারে।
রাজপথ ছেয়ে আছে কৃষ্ণচূড়ার লালে,
চতুর্দিকে সুবাস ছড়ায় হরেক রকম ফুলে।

রুদ্র-পলাশ, স্বর্ন-শিমুল, পলাক-জুই এর সাথে;
রক্ত-কাঞ্চন, ক্যামেলিয়া, ইউক্যালিপটাসও আছে।
মহুয়া, অশোক, কুসুম, কুরচি সুগন্ধ ছড়ায়;
দেবদারু আর গামারি ফুলেও মুগ্ধতা মেলায়।

বৃক্ষ শাখে নব বৃন্ত- ঝরা পাতার শেষ;
গাছের শাখে রাঙ্গা পাতা দেখতে লাগে বেশ।
কাচা বরই ভর্তা খাওয়া ধনিয়া পাতার সাথে
দিনের বেলায় চড়ুইভাতি, গানের আসর রাতে।

কবিরা সব কাব্যে মাতে; চলে হাতের কারুকাজ,
ফাগুন মানেই অন্যরকম অকৃত্রিম এক সাজ।
আল্পনাতে চিত্র ফোটে- বসন্ত বরন
ইচ্ছে মতো তুলির আচড়; মেলেনা বারন।

বসন্তের ভালোবাসার কবিতা

বসন্ত উপলক্ষে যারা ভালোবাসার কবিতা একে অপরকে পাঠাতে চান। তাদের জন্য খুঁজে খুঁজে সেরা বসন্তের ভালোবাসার কবিতা তুলে ধরেছি করেছি আমরা। তাই প্রিয় মানুষকে বসন্তের ভালোবাসার কবিতা পাঠিয়ে দিন।

বসন্তের অপেক্ষা

বসন্তের করাঘাত রিক্ত হিয়ার দ্বারে
কোকিলের সুর উদাসী করেছে মোরে,
সুরের ঐকতান কোথা হারালো
এমনি করে কতো বসন্ত পেরোলো।

অষ্টাদশী হৃদয়ে প্রনয়ের মনোভাব
বৃক্ষ শাখে পক্ষীর কলোরব,
মহুয়া মালতী রুদ্রপলাশ
তবো উপেক্ষায় হলেম হতাশ।

তবুও প্রতিক্ষার প্রহর হয় না শেষ-
বসন্তের সজ্জায় মিশে প্রনয়ের রেশ;
ভ্রমরা চেনাবে সখা পথ,
কুসুমিত কোমল পুষ্প রথ।

হৃদয় আঙ্গিনায় প্রজ্জ্বলিত আশার প্রদীপ,
বসন্ত তবো হিয়ায় জাগবে অন্তরীপ!
কন্টক নয় ফুলেল বান যে চাই
আপনাকে ভুলি আপনারই তরুছায়ায়।

ফাগুন হাওয়ায় হিল্লোল উঠে শাখে
সে নেত্রে কি মোর প্রতিচ্ছবি রাখে?
দেবদারু ফুল উড়ায় শঙ্খচিলে
প্রেমের পসরা লুটায় হেলায় পড়ে।

বসন্তরূপ

বসন্ত এলো যে ধরায়
উদাসি কোকিলের সুর মন ভরায়,
কৃষ্ণচূড়ায় রাজপথ সাজে
সঙ্গীতের কলতান কানে বাজে।

মদন দেবের আশীর্বাদ
আবির রাঙ্গা চারিপাশ,
বউ কথা কও পাখি ডাকে
ছেলে বুড়ে সব আনন্দে মাতে।

ভ্রমরায় দল বেধে চলে
ফুল ফোটে কাননে কাননে,
বৃক্ষে নতুন পত্র-পল্লব জাগে
সবকিছু অপরূপ লাগে।

শীতের আমেজ মুছে যায়
প্রকৃতির রঙ্গিন সজ্জায়,
এতসব নতুনের ভিড়ে
রুক্ষতা কাটে ধীরে ধীরে।

নজরুল-রবি বন্দনা করছে যায়
সকল অঞ্জলি এখনও শুধু যে তার
বসন্তকে করিতে বরন-
পথে-প্রান্তরে চলে মহারন।

আশা করি আজকের পোস্ট এর সাহায্যে আপনাদের ফাল্গুনের কবিতা ও বসন্ত নিয়ে প্রেমের কবিতা ভালো লেগেছে। বন্ধু ও কাছের মানুষকে বসন্তের ভালোবাসার কবিতা শেয়ার করুন। আরো নতুন নতুন বসন্তের কবিতা পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

আরও দেখুনঃ 

[ নতুন ] বসন্ত নিয়ে কবিতা ও পহেলা ফাল্গুনের কবিতা

১০০+ বসন্তের ফেসবুক স্ট্যাটাস, শুভেচ্ছা বার্তা ও উক্তি

বসন্তের স্ট্যাটাস, শুভেচ্ছা, ক্যাপশন ও বার্তা

পহেলা ফাল্গুনের শুভেচ্ছা, উক্তি, ক্যাপশন ও এসএমএস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top