দান নিয়ে ইসলামিক বানী, উক্তি, স্ট্যাটাস, ছবি ও কবিতা

দান নিয়ে ইসলামিক বানী, উক্তি, স্ট্যাটাস, ছবি ও কবিতা

আজকের এই পোস্টে দান সম্পর্কিত উক্তি তুলে ধরা হয়েছে। দান একটি মহৎ গুণ যার মধ্যে এই মহৎ গুন আছে সে অনেক ভালো মানুষ। অনেকেই চায় দান সম্পর্কে পড়তে পড়তে। তাই আজকের এই পোস্টে আমরা দান নিয়ে উক্তি, ইসলামিক বানী, ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন ছবি ও কবিতা তুলে ধরেছি। আশা করি আজকের পোস্ট থেকে দান সম্পর্কিত উক্তি সংগ্রহ করে নিতে পারবেন।

দান করা অনেক ভালো কাজ, দান করার মাধ্যমে মহৎ গুন প্রকাশ পায়। যাদের মধ্যে এই গুণ আছে তাদের মনে অন্যের প্রতি দয়াময়া ও ভালোবাসা আছে। সমাজের বিভিন্ন ধরনের মানুষ বাস করে, এর মাঝে অনেকেই আছে অতিদরিদ্র্য। সমাজে ভালোভাবে চলার মত অনেক মানুষ আছে, তারা অন্যের কাছ থেকে সাহায্য পায়। কিন্তু সাহায্য পাওয়ার কথা দরিদ্রদের। দরিদ্রদের সাহায্য করতে পারলে তাদেরকে খুশি করা যায় এবং তাঁরা মন থেকে দোয়া করে। তাই দান করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখা উচিত সে দরিদ্র কিনা।

যারা ভালোবাবে চলতে পারে তাদের অন্যের সাহায্য অতটা প্রয়োজন হয় না। কিন্তু তার মানে এই নয় ভালোভাবে যারা চলতে পারে তাদের সাহায্য করা যাবেনা, সাহায্য বিভিন্ন মাধ্যমে করা যায় শুধু অর্থের মাধ্যমে সাহায্য করা যায় তা কিন্তু নয়। তাই দান করার ক্ষেত্রে অবশ্যই দরিদ্র, অসহায়দের দান করা অত্যন্ত জরুরী। তাদের দান করার মাধ্যমে যেমন তাদের দুঃখে পাশে দাঁড়ানো যায় এবং তাদেরকে খুশি করা যায়। দরিদ্রদের দান করলে তারা ভালোভাবে বাঁচাতে পারবে। আমাদের সকলেরই কিছু না কিছু দান করার ক্ষমতা আছে। তাই নিজের সাধ্য অনুযায়ী অন্যদেরকে দান করার চেষ্টা করব

দান নিয়ে উক্তি

দান করা ভালো কাজ, আর দান করা নিয়ে বিভিন্ন মনীষীরা নানান ধরনের উক্তিটি বলেছেন। তাই অনেকেই দান নিয়ে উক্তি পড়তে চায় বা সংগ্রহ করে নিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করতে চায়। তাই আজকের এই পোস্টে আমরা কিছু দান নিয়ে উক্তি তুলে ধরা হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

মানুষকে দান কর, কিন্তু দান করার জন্যই কি দান করতে পারে? দেখতে হবে প্রদত্ত পয়সায় দানপ্রাপ্ত ব্যক্তির প্রকৃত উপকার হবে কি না। যার আছে তাকে আরাে দিলে পয়সার অপব্যহার করা হয় নাকি? – ডাঃ লুৎফুর রহমান”

দানের সঙ্গে শ্রদ্ধা বা প্রেম মিলিলে তবেই তাহা সুন্দর ও সমগ্র হয়। -রবীন্দ্রনাথ ঠাকুর”

আমি উত্তরাধিকারসূত্রে পাওয়া অর্থ দান করে এতটুকু তৃপ্তি পাই না যতটুকু পাই নিজের উপার্জন করা অর্থ দান করে। – চার্লস জেফারি”

প্রীতির দানে কোন অপমান নাই কিন্তু হিতৈষিতার দানে মানুষ অপমানিত হয়। – রবীন্দ্রনাথ ঠাকুর”

হাতের দান হাতে হাতেই চুকিয়ে দাও, হৃদয়ের দান যত অপেক্ষা করবে তত তার দাম বাড়বে। – রবীন্দ্রনাথ ঠাকুর”

সকলের কিছু না কিছু দান করিবার চেষ্টা করা উচিত। তবে একটা কথা আছে দিব বলিয়া না দেওয়া, নাদেওয়ার চেয়েও দোষাবহ। – ভূদেব মুখোপাধ্যায়”

জগতে সর্বদাই দাতার আসন গ্রহণ কর । সর্বস্ব দিয়ে দাও, আর ফিরে কিছু চেয়ো না। ভালোবাসা দাও, সাহায্য দাও, সেবা এতটুকু যা তােমার দেবার আছে দিয়ে দাও, কিন্তু সাবধান, বিনিময়ে কিছু চেয়ো না। – স্বামী বিবেকানন্দ”

আপনার যদি কিছু দেওয়ার থাকে তবে তা এখনই দিন। – মার্ক বেজোস

দান নিয়ে উক্তি

দানশীলতা মূলত উদ্ভাবনের সাথে জড়িত যা সমাজকে রূপান্তর করে, কেবল স্থিতাবস্থা বজায় রাখে না বা পূর্বে সরকারী খাতের প্রদেশ ছিল এমন মৌলিক সামাজিক চাহিদা পূরণ করে না। – ডেভিড রকফেলার

দান নিয়ে ইসলামিক বানী

দান কারীকে আল্লাহ তায়ালা ভালোবাসেন। দান কারীদের আমলনামায় আল্লাহতালা সব লিখে দেন। দান করা সওয়াবের কাজ এই কাজ অন্যকে জানিয়ে করতে নেই। অন্যকে জানিয়ে অনেক অর্থ দান করলে সে দানে আল্লাহ খুশি হন না। দান অল্প হোক বা বেশি হোক অন্যকে না জানিয়ে দান করলে আল্লাহ খুশি হন। নিজের সুনাম অর্জন করার জন্য দান করে কোন লাভ নেই। তাই আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য অবশ্যই দান গোপনে করতে হবে তাহলে আল্লাহ খুশি হবেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা দান সম্পর্কে অনেক কিছু বলেছে।

আজকের পোষ্টে দান নিয়ে ইসলামিক বানী তুলে ধরা হয়েছে। আশা করি বাণী থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন।

অল্পদ্রব্য দান করিতে লজ্জিত হইও না, কেননা বিমুখ করা অপেক্ষা অল্প দান করা ভাল। – হযরত আলী (রাঃ)”

কষ্টার্জিত স্বল্প ধন হইতে যাহা দেওয়া হয় তাহাই সর্বশ্রেষ্ঠ দান। – আল হাদীস”

ধন দানে যে ব্যক্তি যত বেশি কৃপণ, মান-সম্মান দানে সে তত বেশি অকৃপণ। – হযরত আলী (রাঃ)”

অযাচিত দানই দান, চাহিলে অনেক সময় চক্ষুলজ্জায় লোকে দান করে, কিন্তু সে দান নহে। – হযরত আলী (রাঃ)”

দক্ষিণ হস্ত যাহা প্রদান করে বাম হস্ত তাহা জানিতে পারে না, এইরুপ, দানই সর্বোৎকৃষ্ট
– আল হাদিস

তোমার যা ভাললাগে তাই জগৎকে দান কর, বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করবে
– হযরত আলী (রাঃ)

উহাই শ্রেষ্ঠ দান যাহা হৃদয় হইতে উৎসারিত হয় এবং রসনা হইতে ক্ষরিত হইয়া ব্যথিতের ব্যথা দূর করে
– আল হাদিস

দরিদ্রকে দান করিলে সেই দানের জন্য একটি পুরষ্কার আছে। কিন্তু অভাবগ্রস্ত আত্নীয়-স্বজনকে দান করিলে সেই দান করিলে সেই দানের জন্য দুইটি পুরষ্কার আছে, একটি দানের জন্য, অন্যটি আত্নীয়কে সাহায্য করার জন্য।
– আল হাদিস

দান নিয়ে স্ট্যাটাস

যারা ধান নিয়ে স্ট্যাটাস খোঁজ করছেন তাদের জন্য আজকের এই পোস্ট। অনেকে চায় দান নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে। ফেসবুকে স্ট্যাটাস দেয়ার মাধ্যমে অন্যদেরকে জানাতে চায় দান সম্পর্কে। তাই আজকে আমরা দান নিয়ে কিছু স্ট্যাটাস তুলে ধরেছি আপনাদের মাঝে। আশা করি আজকের এই পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে

বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী দারিদ্র্য ও ক্ষুধায় মারা যাচ্ছে এবং এখনও আপনি মনে করেন আপনি যথেষ্ট ধনী নন। – এম.এফ. মুনজাজার”

যখন আমরা আমাদের নিজের কোন জিনিস হতে দান করি তখন আমরা অল্পই দান করে থাকি। যখন আমরা নিজেকে সম্পূর্ণরূপে সত্যিকারভাবে বিলিয়ে দেই তখনই আমরা সত্যিকারভাবে দান করে থাকি। – থলিল জিবরান”

দাও আর ফিরে নাহি চাও থাকে যদি হৃদয়ের সম্বল। – স্বামী বিবেকানন্দ”

দানশীলতা অর্থ সম্পর্কে নয়, এটি অন্যের বেদনা অনুভব করা এবং তাদের সাহায্যের প্রয়োজনীয়তা সম্পর্কে যথেষ্ট যত্ন নেওয়া সম্পর্কে। – টিমোথি পিনা

দানশীলতা মূলত উদ্ভাবনের সাথে জড়িত যা সমাজকে রূপান্তর করে। – ডেভিড রকফেলার

দাতব্য সংস্থা চেক লিখছে এবং নিযুক্ত করা হচ্ছে না। দানশীলতা, আমার কাছে, শুধুমাত্র আপনার সংস্থার সাথেই জড়িত নয়, মানুষকে এবং নিজেকে সত্যিকার অর্থে জড়িত করা এবং এমন কাজগুলি করা যা আগে হয়নি। – এলি ব্রড

মানবপ্রেম মানবসমাজের হৃদয়ে নিহিত। – প্যাট্রিক জে রায়ান

দানশীলতা প্রায় একমাত্র পুণ্য যা মানবজাতির দ্বারা যথেষ্ট প্রশংসা করা হয়। বরং এটি অত্যধিক চাপযুক্ত এবং এটি আমাদের স্বার্থপরতা যা এটিকে ছাপিয়ে যায়। – হেনরি ডেভিড থোরিও

আমরা সকলেই অভাবী অন্যের জীবনে পার্থক্য করতে পারি, কারণ এটি ইঙ্গিতগুলির মধ্যে সর্বাধিক সহজ যা পার্থক্যকে সর্বাধিক তাৎপর্যপূর্ণ করে তোলে। – মিয়া ইয়ামনৌচি

দান নিয়ে কিছু কথা

দান করা অনেক ভালো কাজ, তবে দান করা মানে এই নয় অন্যদেরকে জানি বা নিজের সুনাম অর্জনের জন্য। একটি দানের মাধ্যমে অন্যকে সাহায্য করতে পারলে সে দানে সওয়াব আছে। অনেক মানুষ আছে দান করার সময় নিজেকে অনেক বড় মনে করে। লোক দেখানো দান করে কিন্তু এই দানে কোন লাভ নেই। আল্লাহ তাআলা দান করতে বলেছেন তাই দান করতে হবে আল্লাহ তাআলার হুকুম পালনের মাধ্যমে।

আড়ালে দান করলে আল্লাহ তায়ালা কবুল করে নেয়। তাই অন্যদের দেখিয়ে দান করলে সুনাম অর্জন করা যায় কিন্তু কোন লাভ হয় না‌। লোক দেখানো দান করে যদি লাভ না হয় সে ধরনের কোনো মূল্য নেই। তাই দানে করার সময় আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে দান করতে হবে। যে দান আল্লাহ তাআলা কবুল করে নেয় সেই দান করতে হবে।

দান করা নিয়ে উক্তি

দান করার জন্য ধনী হতে হয়না তার জন্য প্রয়োজন উদার মানসিকতা। যার মধ্যে ভালো মন মানসিকতা আছে সে অন্যের প্রতি দয়াশীল হয়। এবং দান করার চেষ্টা করে নিজের সামর্থ্য অনুযায়ী। তাই অনেকেই দান করা নিয়ে উক্তি পেতে চায়। আজকের এই পোস্টে তাদের জন্য কিছু দান করা নিয়ে উক্তি তুলে ধরেছি। আশাকরি উক্তি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

সেরা দানশীলতা হ’ল কেবল অর্থ প্রদান নয় নেতৃত্ব দেওয়া। সেরা পরোপকারীরা উপহারগুলি এনে দেয় যা তাদের সফল করে তোলে – ড্রাইভ, সংকল্প, কিছু করা যায় না তা মেনে নেওয়ার অস্বীকৃতি। – টনি ব্লেয়ার

অর্থ প্রদান করা একটি সহজ বিষয় এবং যে কোনও মানুষের শক্তি। তবে কাকে এটি দিতে হবে এবং কত বড় এবং কখন এবং কী উদ্দেশ্যে এবং কীভাবে হবে তা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকেরই ক্ষমতা বা সহজ বিষয় নয়। – অ্যারিস্টটল

প্রতিটি দাতব্য কাজ স্বর্গের দিকে অগ্রসর হওয়া পাথর। – হেনরি ওয়ার্ড বিচার

এটি পৃথিবীর মধ্যে ফিরিয়ে দেওয়া প্রতিটি মানুষেরই বাধ্যবাধকতা যে সে তার থেকে যা নেয় তার কমপক্ষে তার সমতুল্য। – আলবার্ট আইনস্টাইন

আমি কেবল মনে করি যে পরোপকারটি একে অপরের প্রতি যত্নশীল এবং আপনি অন্যের সেবা করতে চান তা বলার অভিনব উপায়। – প্রিসিলা চ্যান

একটি সভ্যতার পরীক্ষাটি সেভাবে তার অসহায় সদস্যদের যত্ন করে। – পার্ল এস বাক

আমি মনে করি আমাদের পেশা নির্বিশেষে আমরা সমাজ এবং আমাদের সহকর্মীকে ফিরিয়ে দেওয়া জরুরী। আমাদের সকলের মাঝে মাঝে সাহায্য প্রয়োজন। এবং যখন আমরা একে অপরকে সমর্থন করি তখন আমরা সবাই কিছুটা শক্তিশালী হয়ে থাকি। – রোন্ডা হপকিন্স

দান নিয়ে ছবি

যারা দান নিয়ে ছবি খোঁজ করছেন তাদের জন্য আজকের এই পোস্টে আমরা ধান নিয়ে কিছু ছবি তুলে ধরেছি‌। তাই দান নিয়ে যারা ছবি খুঁজছেন তারা আজকের পোস্টে পেয়ে যাবেন। আশা করি আজকের এই পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে

দানশীলতা প্রায় একমাত্র পুণ্য যা মানবজাতির দ্বারা যথেষ্ট প্রশংসা করা হয়। – হেনরি ডেভিড থোরিও

আপনার দানব্যবস্থার সর্বাধিক উদার অংশটি আপনি সেই সময় হতে পারেন যখন আপনি টপক্রোচারে একই ফলাফল এবং একই ফলাফল এবং একই রকম রিটার্ন আপনি অনিবার্যতার দাবি করেন। – অ্যান্ড্রু ফরেস্ট

দান নিয়ে ছবি

পরোপকারে অনেক আত্মতৃপ্তি রয়েছে। লোকেরা ফিগার সংস্থাগুলি ভাল করার চেষ্টা করছে এবং ফলাফল না থাকলেও এটি যথেষ্ট। তবে এটি অপব্যয় এবং অদক্ষ। এটি আরও ভাল প্রোগ্রামের ভিড় করে। – ডাস্টিন মোসকোভিটিজ

আমরা সকলেই অভাবী অন্যের জীবনে পার্থক্য করতে পারি, কারণ এটি ইঙ্গিতগুলির মধ্যে সর্বাধিক সহজ যা পার্থক্যকে সর্বাধিক তাৎপর্যপূর্ণ করে তোলে। – মিয়া ইয়ামনৌচি

আমি মনে করি আমাদের পেশা নির্বিশেষে আমরা সমাজ এবং আমাদের সহকর্মীকে ফিরিয়ে দেওয়া জরুরী। আমাদের সকলের মাঝে মাঝে সাহায্য প্রয়োজন। এবং যখন আমরা একে অপরকে সমর্থন করি তখন আমরা সবাই কিছুটা শক্তিশালী হয়ে থাকি। – রোন্ডা হপকিন্স

দান নিয়ে ছবি1

বিনয়ের কোনও কাজ, যতই ছোট হোক না কেন, সর্বদা নষ্ট হয়। – আইসপ

দানশীলতা আপনার পকেটের চেয়ে গভীর। – ভালাইদা ফুলউড

দান নিয়ে কবিতা

আজকের এই পোস্টে দান নিয়ে কবিতা তুলে ধরেছি। যারা দান নিয়ে কবিতা খোঁজ করছেন তারা আজকের এই পোস্ট থেকে খুব সহজে দান নিয়ে কবিতা সংগ্রহ করে নিতে পারবেন। দান নিয়ে কবিতা সংগ্রহ করে নিন।

দান
– রবীন্দ্রনাথ ঠাকুর
.
কাঁকন-জোড়া এনে দিলেম যবে,
ভেবেছিলেম, হয়তো খুশি হবে।
তুলে তুমি নিলে হাতের ‘পরে,
ঘুরিয়ে তুমি দেখলে ক্ষণেক-তরে,
পরেছিলে হয়তো গিয়ে ঘরে –
হয়তো বা তা রেখেছিলে খুলে।
এলে যেদিন বিদায় নেবার রাতে
কাঁকনদুটি দেখি নাই তো হাতে,
হয়তো এলে ভুলে।।দেয় যে জনা কী দশা পায় তাকে,
দেওয়ার কথা কেনই মনে রাখে!
পাকা যে ফল পড়ল মাটির টানে
শাখা আবার চায় কি তাহার পানে।

বাতাসেতে-উড়িয়ে-দেওয়া গানে
তারে কি আর স্মরণ করে পাখি?
দিতে যারা জানে এ সংসারে
এমন ক’রেই তারা দিতে পারে
কিছু না রয় বাকি।।নিতে যারা জানে তারাই জানে,
বোঝে তারা মূল্যটি কোনখানে।
তারাই জানে, বুকের রত্নহারে
সেই মণিটি কজন দিতে পারে
হৃদয় দিতে দেখিতে হয় যারে –
যে পায় তারে সে পায় অবহেলে।

পাওয়ার মতন পাওয়া যারে কহে
সহজ ব’লেই সহজ তাহা নহে,
দৈবে তারে মেলে।।ভাবি যখন ভেবে না পাই তবে
দেবার মতো কী আছে এই ভবে।
কোন্ খনিতে কোন্ ধনভান্ডারে,
সাগর-তলে কিম্বা সাগর-পারে,
যক্ষরাজের লক্ষমণির হারে
যা আছে তা কিছুই তো নয় প্রিয়ে!
তাই তো বলি যা-কিছু মোর দান
গ্রহণ করেই করবে মূল্যবান
আপন হৃদয় দিয়ে।।

শেষ কথা

আজকের এই পোস্টে দান সম্পর্কিত উক্তি, ইসলামিক বানী, স্ট্যাটাস, ছবি ও কবিতা তুলে ধরা হয়েছে আপনাদের মাঝে। আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনাদের কাছে আজকের পোস্ট ভালো লেগে থাকে। অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এতে তার সম্পর্কে অনেক কিছু জানতে পারবে।

আরও দেখুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top