বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – BPSC Job Circular 2023

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হয়ে গেল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩। অনেক বেকার ভাই ও বোনেরা বসেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তির জন্য।
আজকের এই পোস্টে আমরা উল্লেখ করেছি সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তির সকল তথ্য।এখান থেকে আপনারা খুব সহজেই জানতে পারবেন কারা বিপিএসসি জব সার্কুলার এর জন্য আবেদন করতে পারবেন।
এবং কোন পদে কতজন লোক বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ দেবে। তাই আজকের এই পোষ্ট মনোযোগ সহকারে পড়ুন আর দেখে নিন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ তথ্য।
Contents
- 1 বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- 2 সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- 3 BPSC Job Circular 2023
- 4 বিপিএসসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- 5 BPSC নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- 6 BPSC জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- 7 জুনিয়র ইন্সট্রাকটর/ উপসহকারী প্রকৌশলী পদের জন্য নির্ধারিত সিলেবাস
- 8 Bangladesh Public Service Commission Job Circular 2023
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
এখানে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ২৮ অক্টোবর ২০২৩। এবং আবেদন শুরু হবে ২৮ অক্টোবর ২০২৩ থেকে। কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট ৩৫৯৯ এই খালি পদে নিয়োগ বিজ্ঞপ্তি নেওয়া হবে। তাই বিস্তারিত জানতে আজকের পোস্ট পূর্ণভাবে পড়বেন।
সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
অনেকেই আছেন যারা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য বসে ছিলেন। কারণ সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি তে অনেক প্রতিযোগিতার পর পরীক্ষা দিতে হয়। তাই আমরা সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি এর সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এবং জব সার্কুলার উল্লেখ করেছি।
BPSC Job Circular 2023
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩- BPSC Job Circular 2023: পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, ঢাকা নিম্নলিখিত উচ্চতর বেতন স্কেলের পদসমূহে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের থেকে অনলাইনে আবেদনপত্র আহবান করছেন।
BPSC Job Circular | |
---|---|
প্রতিষ্ঠানের নামঃ | বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। |
পদবীর সংখ্যাঃ | বিভিন্ন পদ। |
সর্বমোট খালি পদঃ | ৩৫৯৯ টি। |
চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
বিজ্ঞপ্তি প্রকাশঃ | 28 October 2023. |
আবেদন শুরুঃ | 28 October 2023 at 12.00 PM. |
আবেদনের শেষ সময়ঃ |
25 November 2023 at 06.00 PM. |
Apply Link |
bpsc.teletalk.com.bd/ncad. |
Official Website | www.bpsc.gov.bd. |
বিপিএসসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
সরকারি কর্মচারী নিয়োগ এর জন্য যোগ্যতাসম্পন্ন এবং ক্ষমতাপ্রাপ্ত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হল বাংলাদেশ সরকারি কর্মকমিশন। কর্ম_কমিশন সারাদেশে প্রতিযোগিতামূলক পরীক্ষার দ্বারা, প্রজাতন্ত্রের কাজের জন্য উপযুক্ত ব্যক্তি নির্বাচন করে। পাশাপাশি গুরুত্বপূর্ণ জাতীয় ভূমিকা পালন করছে Bangladesh Public Service Commission। এই প্রতিষ্ঠাটি সফলতার সাথে সরকারি চাকরিতে নিয়োগ সংক্রান্ত দায়িত্ব পালন করা যাচ্ছে।
- পদের নামঃ বিভিন্ন পদ
- পদ সংখ্যাঃ ৩৫৯৯ টি
- আবেদন ফীঃ ৫০০/- টাকা
- আবেদন শুরুঃ ২৮ অক্টোবর ২০২৩
- আবেদনের লিংকঃ http://bpsc.teletalk.com.bd/ncad
- আবেদনের শেষ তারিখঃ ২৫ নভেম্বর ২০২৩
BPSC Job Circular সম্পুর্ণ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
BPSC নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
এখানে তুলে ধরা হয়েছে BPSC নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩। দেখে নিন সম্পূর্ণ BPSC নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
BPSC জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
অবশেষে প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত ও আলোচিত কারিগরি সেক্টরেরে জুনিয়র ইন্সট্রাক্টর/ইন্সট্রাক্টর পদের মেগা সার্কুলার
ইলেকট্রনিক্স টেকনোলজির পদ সংখ্যা থাকতেছেঃ
জুনিয়র ইন্সট্রাক্টর-ইলেকট্রনিক্স (পলিটেকনিক) – ১৫৫টি
জুনিয়র ইন্সট্রাক্টর-জেনারেল ইলেকট্রনিক্স (টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ)- ১২১ টি
সর্বমোটঃ ২৭৬টি [ লাল রং এ মার্ক করা]
তবে মজার বিষয়/খুশির বিষয় হলো যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর প্রজ্ঞাপন অনুযায়ী সম্ভবত এই সার্কুলার দেওয়া হচ্ছে #ইলেকট্রনিক্স টেকনোলজি এবারের সার্কুলারে #ইলেক্ট্রিক্যাল টেকনলোজির পদে ও আবেদন করতে পারবে কেনোনা সার্কুলারে র “৭ নাম্বার” কলামে ইলেকট্রনিক্স টেকনোলজির কোড (২৬) রয়েছে। তবে সংযুক্ত তালিকায় ইলেকট্রনিক্স নেই তাই একটু কনিফিউজড।
কোথাও একটা ভুল হয়েছে। তবে যদি BPSC র সংযুক্ত তালিকায় ভুল হয় তবে এটি হবে প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের প্রথম যাত্রা।
ইলেক্ট্রিক্যাল টেকনোলজির পদ সংখ্যা থাকতেছেঃ
জুনিয়র ইন্সট্রাক্টর-ইলেক্ট্রিক্যাল (পলিটেকনিক) – ১৩৩ টি
জুনিয়র ইন্সট্রাক্টর-জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস (টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ) – ৩১০ টি
সর্বমোটঃ ৪৪৩টি [ হলুদ রং এ মার্ক করা]
অর্থাৎ আমরা (ইলেকট্রনিক্স টেকনোলজি) ৭১৯ টি পদের জন্য আবেদন করতে পারবো।
আবেদন করার সময় – ২৮ অক্টোবর, ২০২১ থেকে ২৫ নভেম্বর, ২০২১ (সন্ধ্যা ৬ টা পর্যন্ত) ও আবেদন ফি- ৫০০ টাকা।
বিপিএসসি, পলিটেকনিক ইন্সটিটিউট সমুহ এবং টেকনিক্যাল স্কুল ও কলেজ সমুহের
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) আওতাভুক্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণির বিভিন্ন ( জুনিয়ার ইন্সট্রাক্টর, ইন্সট্রাক্টর, চীফ ইন্সট্রাক্টর) পদে সরাসরি নিয়গের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
টেকনোলজি ভিত্তিক পদ সংখ্যা নিম্নরূপঃ
সিভিল টেকনোলজি – ১৬৬
ইলেক্ট্রিক্যাল টেকনোলজি – ১৩৩
ইলেক্ট্রনিক্স টেকনোলজি – ১৫৫
কম্পিউটার টেকনোলজি – ২০৩
মেকানিক্যাল টেকনোলজি – ৯০
রেফ্রিজারেটর এন্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি – ৭২
পাওয়ার টেকনোলজি – ৫০
এনভায়রনমেন্টাল টেকনোলজি – ৪২
ফুড টেকনোলজি – ৪৮
ইলেক্ট্রোমেডিক্যাল টেকনোলজি – ৩৯
টেলিকমিউনিকেশন টেকনোলজি – ১৯
আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন – ৪৬
কন্সট্রাকশন টেকনোলজি – ২৫
মেকাট্রনিক্স টেকনোলজি – ২৪
ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট – ২০
ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং – ০৫
কম্পিউটার সায়েন্স টেকনোলজি – ০৫
ইন্সট্রুমেন্ট এন্ড প্রসেস কন্ট্রোল টেকনোলজি – ১৬
মাইনিং এন্ড মাইন সার্ভে টেকনোলজি – ০৪
গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং টেকনোলজি – ০৩
সিরামিক টেকনোলজি – ০৯
গ্লাস টেকনোলজি – ০৪
অটোমোবাইল টেকনোলজি – ১২
কেমিক্যাল টেকনোলজি – ০৬
আর্কিটেকচার টেকনোলজি – ১০
সার্ভে টেকনোলজি – ০৭
সিভিল উড টেকনোলজি – ০২
গ্রাফিকস ডিজাইন টেকনোলজি – ০৪
প্রিন্টিং টেকনোলজি – ০৫
জুনিয়র ইন্সট্রাকটর/ উপসহকারী প্রকৌশলী পদের জন্য নির্ধারিত সিলেবাস
আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে,আমাদের প্রায় সকলের স্বপ্নের চাকরি জুনিয়র ইন্সট্রাকটর এর বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোটামুটিভাবে সব ডিপার্টমেন্টেরই ভাল একটা পদ সংখ্যা রয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিপিএসসির মাধ্যমে। আজ আমরা বিপিএসসি তে জুনিয়র ইন্সট্রাকটর/ উপসহকারী প্রকৌশলী পদের জন্য নির্ধারিত সিলেবাস সম্পর্কে জানব।
প্রিলি:সার্কুলারে আবেদন সংখ্যা যদি ১০০০ এর উপরে হয় তাহলে ১০০ নম্বরের যাচাই বাছাই পরিক্ষা হয়।আর যদি প্রার্থী ১০০০ এর নিচে হয় তাহলে সরাসরি লিখিত পরিক্ষা হয়।এই ১০০ নম্বরে প্রিলি পরিক্ষার সিলেবাস হলো:
- নন_ডিপার্টমেন্ট ৬০ নম্বর থাকে।
- বাংলা:২০
- ইংলিশ:২০
- সাধারণ_জ্ঞান:২০
এই মোট ৬০ নম্বর।
ডিপার্টমেন্ট ৪০ নম্বর থাকবে।
এই নিয়ে মোট ১০০ নম্বর।
এখন আসা যাক এই প্রিলির জন্য আমরা কি কি বই পড়ব। নন_ডিপার্টমেন্ট:এই অংশের জন্য আপনাকে টেবিলে ২ টা বই রাখতে হবে।
- ডাইজেস্ট:এই বই থেকে শুধু মাত্র বিভিন্ন সালে আসা প্রশ্ন গুলো পড়বেন।এর বাহিরে পড়ার দরকার নেই।
- জব_সলুশন
এই বই থেকে প্রথমে বিসিএস প্রশ্ন গুলো ব্যাখ্যা সহ পড়তে হবে। তারপর বিপিএসসির সর্বশেষ ৫ বছরের সালের প্রশ্ন সমাধান করতে হবে।এর বাহিরে আর কিছুই পড়ার দরকার নেই।
- #মনে রাখবেন চাকরির বাজারে যত বই পড়বেন পরিক্ষার হলে তত ভুল দাগাবেন।
- #আশা করা যায় এই বই গুলো থেকে ৬০ এর ভিতর ৫০+ কমন পাবেন ইনশাআল্লাহ।
- #ডিপার্টমেন্ট :এর জন্য ও আপনাকে ২ টা বই টেবিলে রাখতে হবে।
- #বাজারের যেকোন একটা ডিপার্টমেন্ট বই যেমন:Electronics ইঞ্জিনিয়ারিং ইন্টার্ভিউ নলেজ/perfect mcq job guide।
এই বই গুলো থেকেও ৪০ এর ভিতর ২৫-৩০ নম্বর কমন পাওয়া যাবে ইনশাআল্লাহ। মনে রাখবেন চাকরির বাজারে পড়ালেখা করতে হয় টেকনিক খাটিয়ে। কম সংখ্যক বই পড়ে যদি আপনি চাকরি পান তাহলে এক গাদি বই পড়ে আপনার লাভ কি? বিপিএসসির প্রতিটি পরিক্ষায় ৬০% নম্বর হচ্ছে ৯৯.৯% সেভ জোন।উপরোক্ত বই গুলো সঠিক ভাবে পড়লে আশা করা যায় ৮০-৮৫% নম্বর কমন পাবেন ইনশাআল্লাহ। যা আপনার প্রিলি পাশের ক্ষেত্রে যথেষ্ট।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। উল্লেখিত সময়ের মধ্যে http://bpsc.teletalk.com.bd/ncad এই ওয়েবসাইটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ চাকরির অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।
BPSC নিয়োগ বিজ্ঞপ্তি নির্দেশাবলী:
বেতন স্কেল ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিতা ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার স্নাতকোত্তর/স্নাতক/ ডিপ্লোমা বিষয়ক বিষয় কোড বয়স: জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯.০৮.২০২১ তারিখের ১৪৩ নম্বর স্মারক অনুযায়ী ২৫.০৩.২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩৫ বছর ঢাকা-৩৫,৫০০-৬৭,০১০ (জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী অন্যান্য ভাতা/সুবিধাদি)।
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে * অন্যন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ তে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বা বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন ডিগ্রি; সংশ্লিষ্ট বিষয় * বা টেকনোলজিতে অন্যূন ০৫ [পাঁচ] বৎসরের শিক্ষকতার অভিজ্ঞতাসহ টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সট্রাক্টর [টেক] পদে অনুন ও [তিন] বৎসরের শিক্ষকতার অভিজ্ঞতা।
অনলাইনে রেজিস্ট্রেশনের সময় নির্দেশাবলির শেষে সংযুক্ত তালিকায় প্রতিটি শূন্যপদের বিপরীতে বর্ণিত ব্যাখ্যা অনুযায়ী ডিগ্রির বিষয় নির্বাচন করে তৎসংশ্লিষ্ট বিষয়কোড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তালিকা বহির্ভূত কোন বিষয়ে অর্জিত ডিগ্রিধারী প্রার্থী আবেদন করলে প্রার্থী বাছাই ও সুপারিশের যে কোন পর্যায়ে তার প্রার্থীতা বাতিল বলে গন্য হবে।
Bangladesh Public Service Commission Job Circular 2023
শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে। একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।
- . অনলাইনে আবেদনপত্র (BPSC Form-5A) পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময়:
ক. প্রার্থীদের টেলিটকের Web address : http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web address: www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র BPSC Form-5A পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। উল্লিখিত ওয়েবসাইটে প্রবেশ করে Non Cadre অপশন select করে ক্লিক করলে নন-ক্যাডার বিভিন্ন পদের বিজ্ঞপ্তি, আবেদনপত্র অনলাইনে পূরণ, sms এর মাধ্যমে ফি জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তি সংক্রান্ত নির্দেশাবলির রেডিও বাটন দৃশ্যমান হবে। ফরম পূরণের পূর্বে প্রার্থী অবশ্যই Instructions এবং বিজ্ঞপ্তি download করে প্রতিটি নির্দেশনা ভালো করে আয়ত্ত করে নিবেন।
খ. অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৮.১০.২০২১ খ্রিঃ, দুপুর ১২.০০ মিনিট।
গ. অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫.১১.২০২১ খ্রিঃ, সন্ধ্যা ৬.০০ মিনিট। ঘ. কেবল User ID প্রাপ্ত প্রার্থীগণ ২৫.১১.২০২১ তারিখ সন্ধ্যা ৬.০০ মিনিট হতে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ২৮.১১.২০২১ তারিখ, সন্ধ্যা ৬.০০ মিনিট পর্যন্ত sms এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না।
৬. বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ৫৫-৭৯ এর নন-ক্যাডার পদগুলো উচ্চতর বেতন স্কেলের (৬ষ্ঠ গ্রেড)। উচ্চতর বেতন স্কেলের পদে আবেদনকারী প্রার্থীদের শুধু ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে প্রার্থী সংখ্যা অত্যধিক হলে কমিশনের সিদ্ধান্তমতে বাছাই/লিখিত পরীক্ষা গ্রহণ করা হতে পারে। অনলাইনে রেজিস্ট্রেশনের পর প্রার্থীদের Applicant’s Copy (BPSC Form-5A) কমিশনের Web Address: www.bpsc.gov.bd থেকে ডাউনলোড করে বিজ্ঞপ্তির নম্বর ৫৫-৭৯ এ আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার/উচ্চতর শিক্ষাগত যোগ্যতার (ডিপ্লোমা/এমফিল/এমএস/এমডি ইত্যাদি) সনদ/ অভিজ্ঞতার সনদ/ প্রকাশনা/চাকুরি জীবনের অর্জিত পেশাগত কৃতিত্ব, সাফল্য বা ওজ্বলের প্রমাণক (প্রযোজ্য ক্ষেত্রে) আলোচ্য বিজ্ঞপ্তির ৯ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত সংশ্লিষ্ট কাগজপত্র/তথ্যাদিসহ আগামী ১২.১২.২০২১ তারিখ থেকে ২৩.১২.২০২১ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সকাল ১০.০০ মিনিট থেকে বিকাল ৪.০০ মিনিট পর্যন্ত নিম্নে বর্ণিত নির্দেশনা অনুযায়ী ডাকযোগে প্রেরণ/হাতে হাতে জমা দিতে হবে।
আরও দেখুনঃ
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [Download PDF]
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
১২৬ পদে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিরাপত্তা প্রহরী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩