emotional status

ইমোশনাল ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, বাণী ও কবিতা

আপনারা যারা ইমোশনাল ফেসবুক স্ট্যাটাস জানতে চান। তাদের জন্য আজকের এই পোস্টের ইমোশনাল ফেসবুক স্ট্যাটাস তুলে ধরেছি। প্রতিটি মানুষে ইমোশনাল হয়ে থাকে। তাই আপনার জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই পোস্ট। তাই ছোটবেলার ইমোশনাল নিয়ে ফেসবুকে স্ট্যাটাস পেতে আজকের পোস্ট খেয়াল করুন।

ইমোশনাল ফেসবুক স্ট্যাটাস 2024

আজকে আমরা তুলে ধরেছি ইমোশনাল ফেসবুক স্ট্যাটাস 2024। আপনি যদি ফেসবুকে ইমোশনাল স্ট্যাটাস  দিতে চান। তাহলে নিচে থেকে সংগ্রহ করুন ইমোশনাল ফেসবুক স্ট্যাটাস 2024।

১। চোখের জল সবাই দেখতে পেলেও হৃদয়ের কষ্ট কেও দেখেনা! কোনকিছু পওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে, কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটাজীবন

২। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য…….. কোন না কোন মানুষের কাছে ১বার ঠকে যাওয়া টা খুব দরকার।

৩। আবেগ হল মােমবাতি যা……কিছুক্ষণ পর নিভে যায়, আর বিবেক হল সূর্য যা,কখনােও নেভে না।

৪। এখন দুঃখ অনেকটা মুল্য়বান সম্পদের মতো.,,,,কেবলমাত্র প্রিয়জনদের কাছে প্রকাশ করি!!!!!!!

৫। যেকোন জিনিস ভাঙলে শব্দ হয়….,,,,, কিন্তু, মন ভাঙলে শব্দ হয়না। তাইতো যার মন ভাঙে্গ, সেই একমাত্র বুঝে মন ভাঙ্গার ব্যাথা কত!

৬। হ্যা,,,,, আমি খারাপ! কিন্তু আজ পর্যন্ত আমি কারও সাথে বেঈমানী করেনি।

৭। কিছু কিছু মানুষ এতটাই আপন হয় যে…. মাঝে মাঝে ভয় হয় আমাকে ছেড়ে গেলে আমার কি হবে।

৮। একটা মানুষ তখনই কাঁদে……,,, যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়।

৯। ভাগ্যের কাছে আমি হার মানি নাই,,,,,,,,,,,,, হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে!!!!!

১০। মৃত্যু শুধু দেহের হয় না,,,,,,,,,,,,,,,কখনও মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয়!!!

১১। কোনও মানষই চায়না কাউকে ভুলে যেতে…..,,,,, কিন্তু সময় ভুলিয়ে দেয়………
কোনও মানষই চায়না কাউকে হারিয়ে ফেলতে………..,,,, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়।

১২। যখন ছোট ছিলাম, সব ভুলে যেতাম,,,,, সবাই বলতো “মনে রাখতে শেখো ”
বড় হলাম, কিছু ভুলিনা এখন। কিন্তু দুনিয়া বলছে “ভুলে যেতে শেখো “

১৩। একটি চোখ কখনো আরেকটি চোখকে দেখতে পারে না
তারপরও বুকে কষ্ট হলে,,,,, দুটি চোখ দিয়েই কিন্তু জল ঝড়ে।

১৪। কষ্ট মধুর হয়ে যায়,,,,,,,,,,, যদি তুমি দাও।
মুখের কথাও হয় যে গান,,,,, যদি তুমি গাও।

১৫। জানি তুমি ফিরবেনা,,,,, এই হ্রদয়ের নিড়ে তবুও,,,,,,,,,অপেক্ষায় থাকবো সারা জীবন।

১৬। তুমি দুরে চলে যাচ্ছ………আমি বাধা দিবনা।।
তুমি আমাকে ভুলে যাও, কিন্তু আমাকে ভুলে যেতে বলুনা।

১৭। আমি সত্যিই ব্যার্থ……..কারণ, আমি কোনভাবেই,
তোমাকে বুঝাতে পারিনি। আমি তোমাকে কতটা ভালবাসি…….

১৮। কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায়না,…….. শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়।

১৯। কেউ কাউকে ভুলে যেতে পারে না……… প্রয়োজন শেষ হয়ে গেছে।। । ।
তাই আর যোগাযোগ রাখেনা। । ।

২০। কোন মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের।
কিন্তু তার চেয়েও অনেক অনেক গুন বেশি কষ্টের হলো—–
সে আসবেনা জেনেও তার জন্য অপেক্ষা করা!

ইমোশনাল ক্যাপশন

অনেকেই আছেন যারা ইমোশনাল পোস্ট করতে ভালোবাসে। তাদের জন্য আজকের এই পোস্টে উল্লেখ করা হয়েছে ইমোশনাল ক্যাপশন। তাই নিচ থেকে সংগ্রহ করে নিন ইমোশনাল ক্যাপশন

  • ভুলটা শুধু আমারি ছিল। কারণ,,,,,,,,,,,,,,,
    স্বপ্নটা যে আমি একাই দেখে ছিলাম।
  • কোন মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের! কিন্তু,
    তার চেয়েও অনেক অনেক গুন বেশি কষ্টের হলো-
    সে আসবেনা জেনেও তার জন্য অপেক্ষা করা।

ইমোশনাল ক্যাপশন

  • জীবন টা আজ সাদা পাতা, লেখার কিছু নেই
    মরুভূমিতে দাঁড়িয়ে আছি, পুরানো আমি সেই
    হটাত করে কেনো কাঁদে আজ আমার মন
    তাকিয়ে দেখি হারিয়ে গেছে আমার আপনজন ।
  • যদি লেখা হয় হাজারও উপন্যাস
    তবুও পুরাবে না আমার এই সত্য হৃদয়ের কথা
    কোন কলমে লিখবো আমি আমার মনের বেথা ?
    জন্ম থেকে জীবন আমার দুঃখ দিয়ে গাঁথা ।
  • তুমি ভুল বুঝে চলে গেলে করে আমায় একা
    তুমি ছাড়া এই ভুবনে সুখের নেই দেখা
    বলেছিলে আমার সাথে থাকবে চিরদিন
    আজ তুমি নেই তাই আমি স্বপ্ন হীন ।
  • বলবো না তুমি ফিরে আসো
    চাইবো না আমি কোন ভালোবাসার অধিকার
    বলবো তুমি ভালো থাকো
    সুখের নীড়ে হোক তোমার বসবাস ।
  • ভুলেই যদি যাবি কেনো বাধলি মায়ার এই বাঁধন
    কেনো ভাসালি জীবন টাকে সুখের এ আভাসে
    বুঝবিরে ঠিকই একদিন ফিরবি সেই চেনা ঘরে
    সে দিন আর থাকবো নারে
    শান্ত হয়ে ঘুমিয়ে রবো অচিন সেই পুরে ।
  • কাঁদছি আমি কত রাত তোমার কথা ভেবে
    সৃতির পাতায় আজও তুমি অভিমানী এক মেয়ে
    আসোনা ফিরে তুমি আজ সব অভিমান ভুলে
    সত্যি আর পারছি না তোমার সৃতির সাথে
    যুদ্ধ করে একা আমি থাকতে ।
  • আজ কষ্ট সৃতির পাতায় আমি খুঁজি সেই দিন গুলো
    যে খানে আমার ভালোবাসা শুধু তোমার জন্য ছিলো
    তোমার জন্য সাজানো ছিলো আমার প্রতিটি দিন
    আজ নেই তুমি তাই আমি স্বপ্ন হীন ।
  • না বুঝে তোমাকে অনেক আপন ভেবেছি আমি
    আপন ভেবে দেখি তোমার মন থেকে অনেক দূরে আমি
    কেনো এতো আপন মনে করি তোমায়
    কখনো কি বুঝতে চেয়েছো আমায় ?
  • পথের কাটায় পা কেটেছে, ফুলের কাটায় হাত
    মনের কাটায় মন কেটেছে, কাঁদি দিনরাত
    চোখের দেখায় ভুল হয়েছে এখন মনে হয়
    যাকে আমার সব ভেবেছি সে তো আমার নয় ।
  • ভালোবাসনি বলে বন্ধু দুঃখ দিলা মনে
    আজ কেনো বাসবা ভালো বললে কানে কানে
    শেষের পথে আজ কেনো ভালো বাসতে চাও
    এখনো সময় আছে আমায় ভুলে যাও ।
  • দূরে আছি তাই বলে ভুলে গেছি এমন টা নয়
    হৃদয়ে আছে যা, তাকে কি করে ভুলে থাকা যায়
    কথা হয় না হয়তো কিন্তু ভালোবাসা আছে আগের মত
    মিস করি তোমায় অবিরত, আছি আমি আগের মত ।

ইমোশনাল উক্তি ও বাণী

মাঝে মাঝে আমাদের অনেকেই অনেক বেশি আবেগ প্রবন হয়ে যাই। তখন ফেসবুকে ইমোশনাল উক্তি ও বাণী পোষ্ট করে থাকেন। তাই যারা ইমোশনাল উক্তি ও বাণী পেতে চান। তাদের মনের ভাবনা পূরণ করতে আমরা উল্লেখ করেছি ইমোশনাল উক্তি ও বাণী। এখান থেকে সংগ্রহ করে নিন ইমোশনাল উক্তি ও বাণী।

  • দুরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
  • আমি জানি আমি সব সময় তোমার মাথায় থাকব না। তবে একবার আমাকে জানলে আমি চিরকাল তোমার মনে থাকব। ― Crystal Woods
  • যেখানে তোমার চোখ খুনি আমি খুন হই প্রতিদিন – শিরোনামহীন
  • রাত্রিভর স্বপ্ন দেখে ভোরসকালে ক্লান্ত। যাকে নিয়ে স্বপ্ন দেখা, সে যদি তা জানতো! – নির্মলেন্দু গুণ

ইমোশনাল উক্তি ও বাণী

  • আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে, সেই তরীতে হয়ত কেহ থাকবে তোমার সঙ্গে- দুলবে তরী রঙ্গে, প’ড়বে মনে সে কোন্ রাতে এক তরীতে ছিলেম সাথে, এমনি গাঙ ছিল জোয়ার, নদীর দু’ধার এমনি আঁধার তেমনি তরী ছুটবে- বুঝবে সেদিন বুঝবে! – কাজী নজরুল ইসলাম
  • তোমার সখার আসবে যেদিন এমনি কারা-বন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়ত হবে অন্ধ- সখার কারা-বন্ধ! বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা; দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শান- এ ভার মরণ-সনে বুঝ্বে- বুঝবে সেদিন বুঝবে! – কাজী নজরুল ইসলাম
  • ফুটবে আবার দোলন চাঁপা চৈতী-রাতের চাঁদনী, আকাশ-ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনী- চৈতী-রাতের চাঁদনী। ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন-হে মোর সোহাগ-ভীতু! চাইবে কেঁদে নীল নভো গা’য়, আমার মতন চোখ ভ’রে চায় যে-তারা তা’য় খুঁজবে- বুঝবে সেদিন বুঝবে! – কাজী নজরুল ইসলাম
  • আসবে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন, কাঁপবে কুটীর সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন- টুটবে যবে বন্ধন! পড়বে মনে, নেই সে সাথে বাঁধবে বুকে দুঃখ-রাতে- আপনি গালে যাচবে চুমা, চাইবে আদর, মাগবে ছোঁওয়া, আপনি যেচে চুমবে- বুঝবে সেদিন বুঝবে। – কাজী নজরুল ইসলাম
  • আমার বুকের যে কাঁটা-ঘা তোমায় ব্যথা হানত্ সেই আঘাতই যাচবে আবার হয়ত হ’য়ে শ্রান– আসবে তখন পান’। হয়ত তখন আমার কোলে সোহাগ-লোভে প’ড়বে ঢ’লে, আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে, চরণ চুমে পূজবে- বুঝবে সেদিন বুঝবে! – কাজী নজরুল ইসলাম
  • পাগলী আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত । এ কথা যদি সে জানতো ? আমিও দিই না জানতে, কবির প্রেম তো এরকমই হয় – পান্তা ফুরায় নুন আনতে । হে চির-অধরা আমার, তুমি তো সেকথা জানতে । – নির্মলেন্দু গুণ
  • উচিত ছিলো তোমার বাড়ি এক্কেবারে আমার বাড়ির পাশেই হওয়া । জানলা খুলে চোখ দুটোকে মেলে দিলেই দেখতে পাবো টুকিটাকি জিনিশপত্র শোবার ঘরে অলস চুলে বোলাচ্ছ সেই স্নিগ্ধ লাজুক আঙুলগুলো । উচিত ছিলো জানলা খুললে তোমার আমার দেখতে পাওয়া সারাটি ক্ষন । – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
  • উচিত ছিলো । উচিত ছিলো রাত্রিবেলা হাসনুহানার শাড়ির মতো তোমার চুলের গন্ধচূর্ন আবেশ আবেশ ভেসে আসা, উচিত ছিলো তোমার গাওয়া আনমনা গান অসংলগ্ন একটু আধটু শুনতে পাওয়া সম্পূর্ন অলক্ষিতে । উচিত ছিলো তোমার বাড়ি এক্কেবারে আমার বাড়ির পাশেই হওয়া । – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
  • উচিত ছিলো শোবার ঘরে শাড়ির বাঁধন খুলতে গিয়ে আমায় দেখে মুখ লুকানো লজ্জারাঙা স্নিগ্ধ হাসা আঁচল তলে । কিন্তু কপাল তোমার বাড়ি এখান থেকে সেই কতদূর, পুরোপুরি বিশটি মিনিট খরচ কোরে পৌঁছতে হয় এবং যেটা বলতে বাধে তোমার কাছে যেতে হলেই এই বাজারে পুরোপুরি পাঁচটি টাকা! – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
  • বৈশাখি মেঘ ঢেকেছে আকাশ, পালকের পাখি নীড়ে ফিরে যায় ভাষাহীন এই নির্বাক চোখ আর কতোদিন? নীল অভিমান পুড়ে একা আর কতোটা জীবন? কতোটা জীবন!! – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

ইমোশনাল কবিতা

অনেকেই আছেন যারা  ইমোশনাল কবিতা পড়তে এবং ফেসবুকে পোষ্ট করতে ভালবাসেন। তাদের জন্য আমরা এখনে কিছু ইমোশনাল কবিতা তুলে ধরেছি।

বাস্তববাদী মানুষ
– তাশফা আরমিন
আমি যখন তোমার ভালবাসার জ্বরে প্রচন্ড উত্তাপে কুঁকড়ে থাকতাম
তুমি বলতে এত্তো আবেগ ভালো না,
তাই আবেগ নিয়ন্ত্রণ করতে শিখে নিলাম।

আমি যখন তোমার একটা ফোন কল কিংবা ম্যাসেজের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকতাম
তুমি বলতে এত্তো কেন প্যারা দেও?
নিজেকে তাই শুধরে নিলাম।

আমি যখন খারাপ স্বপ্ন দেখে সবার আগে তোমাকে ফোন করে তোমার খবর নিতাম
তুমি বলতে পাগলামিটা একটু কমাও,
নিজেকে তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুললাম।

আমি যখন না খেয়ে অপেক্ষায় থাকতাম তুমি খেয়েছ কিনা জানার জন্য
তুমি বলতে এত্তো ন্যাকামো ভাল্লাগে না,
নিজের মতামতকে তখন গুরুত্ব দিতে শিখলাম।

আমি যখন কান্নায় ভেঙে পরতাম তোমার দেয়া অবহেলায়
তুমি বলতে এত্তো দূর্বল কেন তুমি?
নিজেকে তাই শক্ত করে নিলাম।

অতঃপর তুমি যখন আমাকে ছেড়ে চলে যেতে চাইলে
আমি বললাম যেতে পার পিছুটান নেই,
তখন তুমি বুঝতে পারলে এতদিনে আমি একজন বাস্তববাদী মানুষ হলাম।

“ইমোশনাল মানুষ গুলো হারে বাস্তবতার কাছে।
প্রেক্টিকেল মানুষ গুলো হারে ইমোশনের কাছে।
একটা গিট্রু লেগে গেছে না ?
এই গিট্রু যে খুলতে পারবে তার কাছে লাইফ
পানি ভাত।”

শেষ কথা

আমি চেষ্টা করেছি আজকের পোস্ট এর সাহায্যে সবাইকে ইমোশনাল ফেসবুকে স্ট্যাটাস পেতে সাহায্য করতে। আজকের পোষ্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এবং আরো নতুন নতুন ইমোশনাল স্ট্যাটাস পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন।

আরও দেখুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top