সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক ধরনের স্ট্যাটাস শেয়ার করা হয়ে থাকে। এটি শুধু তথ্য আদান-প্রদানের জন্য বড় অনুভূতি প্রদান বা অনুভূতি সালের একটি মাধ্যম হয়ে উঠছে। আজকে আর্টিকেলটিতে বিভিন্ন ধরনের ফেসবুক স্ট্যাটাস আমরা তুলে ধরবো। তো চলুন জেনে নেই ১০০০+ ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ। আশা করছি আজকের এই ১০০০+ ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ আর্টিকেলটি আপনাদের সবার অনেক ভাল লাগবে। ভাল লাগ্লে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।
শিক্ষামূলক ক্যাপশন
আপনারা যাতে দারুন দারুন স্ট্যাটাস ফেসবুকে শেয়ার করতে পারেন। তার জন্য আমরা খুঁজে খুঁজে জনপ্রিয় ফেসবুক স্ট্যাটাস গুলো উল্লেখ করেছি আজকের পোস্টে। তাই নিচে থেকে আপনার মনের মত ফেসবুক স্ট্যাটাস দেখে নিন। আজ নাহয় কাল সবাই ছেড়ে যায়। বিচ্ছেদ অনেক রকমের হয়, হোক সেটা প্রতারণা, মিউচুয়াল সেপারেশন কিংবা মৃত্যুতে! “ছেড়ে যাবোনা” কথাটা কেউই রাখেনা, রাখা যায় নাহ।রাখতে জানেনাCopy
- মেয়েরা সব সময় সত্য কথা পছন্দ করে। কিন্তু তারা বিশ্বাস করে, মিথ্যাবাদিকে :
- কিছু মানুষ কোনো দিনও বুঝবে না, তাদের ব্যবহার আর অবহেলায় আমরা কি পরিমাণ কান্না করছি!
- ক্ষুধার চেয়েও স্মৃতির যন্ত্রণা বেশী,
ক্ষুধার যন্ত্রনা ভুলা গেলেও স্মৃতির যন্ত্রণা ভুলা যায়না। - তার কোনো কথায় আমি কষ্ট পাবো কিনা এইটা চিন্তা কইরা সে একটা কথা বলার আগে হাজার বার ভাবতো,
আর সে এখন প্রতিনিয়ত আমার মন ভাঙ্গতে একবারও দ্বিধাবোধও করে নাহ। - আমার প্রিয় প্রতিটা জিনিস হয়তো হারিয়ে যায়,
নয়তো ভেঙ্গে যায়, নয়তো অন্যের হয়ে যায়। - জীবনের সবচেয়ে পছন্দের জিনিস গুলো হয়তো অবৈধ! নয়তো নিষিদ্ধ! হয়তো দামি! নয়তো অন্য কারোর!
- আমি যেখানেই শান্তি খুঁজতে যাই!
সেখান থেকেই মানসিক যন্ত্রনা
নিয়ে ফিরে আসি! - যে তোমাকে একবার কষ্ট দিতে পারে, মনে রেখো সে বার বার কষ্ট দিতে পারে!
- সৃষ্টিকর্তা হয়তো কাউকে বানিয়েছেন কষ্ট দেওয়ার জন্য,আর কাউকে কষ্ট সহ্য করার জন্য!’
- আমার হৃদয় ভাঙ্গার গল্প শুনলে আমার শত্রুর চোখে অশ্রু এসে পরবে, আর তুমি তো আমার ভালোবাসার মানুষ
চমৎকার ফেসবুক স্ট্যাটাস
- একা থাকা যায়,চলাও যায়!
- কিছু লেখক অকালেই ধুমড়ে পচে মরে যায় প্রিয়তমার নিদারুন অবহেলায়!
আমি আদমের ওই স্রস্টাকে চাই।
জান্নাতে পেতে ঠাই। - চলে যাবা??
যাও!! কিন্তু নষ্ট হয়ে যাবো…! - ফেইসবুকে ফেমাস হয়ে কি লাভ, যদি জানাজায় ২ লাইন মানুষ না হয়।
- গালফ্রেন্ড কখনও পুন্যবান হতে পারেনা কারন< পুন্যবান মেয়ে কখনও কারো গালফ্রেন্ড হয় নাহ!
- মাঝে মাঝে তোহ মনে হয়, মশা আমাদের বাসায় নাহ্ আমরা মশার বাড়িতে থাকি।
- এলাকার সবচেয়ে ভালো ছেলেটাও! একসময় অন্ধকার গলিতে ধোয়া উড়ায়!
জীবনের মানে খুজে নেয় পুড়ে যাওয়া ফুসফুসের মাঝে
বেঈমান প্রিয়তমাকে ঘৃনা করার মিথ্যা অভিনয় করে!
সেই ছেলেটাই নিকোটিন প্রেমি - ভালো থাকুক পৃথিবীর ঐসব মানুষগুলো,
যারা নিজের ভালো থাকার জন্য অন্যের ভালো থাকা কেড়ে নেয় - সুখি থাকার মন্ত্র. যে যেতে চায় থাকে যেতে দাও, পারলে লাথি দিয়ে এগিয়ে দাও,
- অতঃপর, নিশ্বাস নিতে কষ্ট হতে হতেই সব থেমে যাবে
কত্তোগুলো দেখা স্বপ্ন পূরন করা বাকী রয়ে যাবে ,
কেউ জানবে না- কখনোই জানবে না
- আর অনলাইনে আসব না ____ অনলাইনে আসিয়া কি করব আন্দন শব্দটি আমার ভাগ্যে নেই
- রিলেশন ছাড়া নাকি দুনিয়া চলে নাহৃ তাহলে আমি কি দুনিয়ার বাইরে আছি,
- আমি আদমের ওই স্রস্টাকে চাই।
জান্নাতে পেতে ঠাই। - কিছু লেখক অকালেই ধুমড়ে পচে মরে যায় প্রিয়তমার নিদারুন অবহেলায়’)
- সফলতার পিছনে দৌড়াতে দৌড়াতে কখন যে আমরা আল্লাহকে হৃদয় থেকে মুচে ফেলি,
তা ততক্ষণ অবধী অজানায়ই থাকে যতক্ষননা আমরা আবার ব্যর্থ হই। - ধনুকের তীর আর মানুষের মুখের ভাষা, যদি একবার বের হয়ে যায়, তাকে আর ফেরানো যায় না!
- আমি কখনই মিস্টি কথা বলি নাহ কারন আমি চাইনা আমার জন্য কারও ডায়াবেটিকস হোক
- আমার অভদ্র হওয়ার পেছনের গল্প শুনলে আপনার ভদ্র সমাজ কেঁদে উঠবে
- “ভাবিয়া করিও প্রেম, করিয়া ভাবিও না, কিভাবে খাইবা বাঁশ, টেরও পাইবা না”
- ডাক্তারের কাছে একটাই থার্মোমিটার থাকে, যা ছেলেরা বগলে লাগায় আর মেয়েরা মুখে
- 5 সেকেন্ড এর একটি হৃদয় কাপানো গল্প ~ ওই তোর বাপে আইতাছে তারাতাড়ি বিড়ি ফালা।
- কে জানি আমার বিকাশ এ্যাকাউন্টে রিপোর্ট মারছে, সবাই বেশি বেশিকরে টাকা পাঠাও
- একটু খবর নিয়ে দেখো,
মানুষটা হয়ত আর বেশিদিন বাচবে নাহ
এমন কেনো খেলো আমায় নিয়ে?
পেয়ে হারাবার ব্যথা যাও কেন দিয়ে? - একটা ছেলে তখনই খারাপ পথে চলে যায়।।
– যখন কাছের মানুষ গুলো অবহেলা করতে থাকে! - আমার জামাইয়ের সাথে যেই মাইয়া প্রেম করে আমি দোয়া করি ঠাডা পরুক তার মাথায়…
–
সাধনা ছাড়া যে তোমাকে পেয়ে গেলো.!
– সে কখনো বুঝবে না তুমি কতোটা মূল্যবান!❤️
ফ্যামিলি প্রবলেম,বন্ধুদের সাথে ঝামেলা, প্রিয় মানুষকে হারনোর ভয়,সবকিছু মিলিয়ে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি সেইখান থেকে মিথ্যা কথা মুখ দিয়ে বের হয় নাহ!’
ভালো ফেসবুক স্ট্যাটাস
- দীর্ঘশ্বাস নিতে নিতে কখন যে
শ্বাস বন্ধ হয়ে যাবে!
বুঝতেই পারবো না। - কিছু ভালোবাসা কখনো কখনো পূর্ণতা পায় না। কিন্তু বেঁচে থাকে হৃদয়ের কোন এক কোণে।
তবুও সবকিছু ছাপিয়ে জীবনটাকে এগিয়ে নিতে হয়,নিতে হবে।
ভালোবাসার জয় হোক, ভালোবাসা বেঁচে থাকুক সবার হৃদয়ে। - “যে ভুলে যায়, তাকেও ভুলে যান।
সিম্পল.হঠাৎ একদিন শুনবি! - আমি কাফনের কাপড়ে বন্ধি!”
- তোমার নিশ্বাসে বিষ ছিলো আমি বিশ্বাস করিনি।
– ওরা বলেছিলো বহুবার কারো কথা কানে তুলিনি। - তোমার সন্ধানে আমি
জায়গায়-জায়গায় রটাইয়াছি লেখনির ভাষা —
এমন হেতু পাইনি যা তোমার না আসার বর্বরতা!! - এই ফাল্গুনে বাসন্তী
রঙের শাড়িটা পড়ে যদি একবার আসো
আজন্মকাল আমার আর চোখের তৃষ্ণা পাবেনা - এক সমুদ্দুর
হতাসার রাত শেষে
যেই সকালটা হয়
সেখানেও তুমি না থাকার এক বিভৎস ফাকা বুকের চারপাশ - তুমিও কি না ঘুমিয়ে
বিষাদে পুড়ো
আমারই মতন…?? - তবে নিষেধাজ্ঞা জারী হোক।
বন্ধ হোক তোমার পদচারনা আমার হৃদে। - কিছু ভালোবাসা
কখনো কখনো পূর্ণতা পায় না। কিন্তু বেঁচে থাকে হৃদয়ের কোন এক কোণে।
তবুও সবকিছু ছাপিয়ে জীবনটাকে এগিয়ে নিতে হয়,নিতে হবে।
ভালোবাসার জয় হোক, ভালোবাসা বেঁচে থাকুক সবার হৃদয়ে। - কাওকে ভালোবাসলে,
এতোটাই ভালোবাসো
যেন বিচ্ছেদের এক যুগ পরেও বলে,
তোমার মতো কেউ ভালোবাসেনি
- আজব তো!!
আমি যে ইনোসেন্ট এটা আমি বাদে আর কেউ বিশ্বাস করে না ক্যান? - – ও প্রিয় ❤️
– ওখানে তো ভালোই আছো! তাই না
– কষ্টে থাকলে তো ফিরেই আসতা
শিক্ষনীয় ফেসবুক পোস্ট
- পাগল
নষ্ট হবে, কষ্ট পাবে
তাতে কার কী বা আসে যায়.. - আমার মধ্যে কোনো ত্রুটি থাকলে!
দয়া করে সেটা অন্যের সাথে সমালোচনা না করে, সরাসরি আমাকে বলবেন! কারণ শোধরানোর প্রয়োজন আমার, অন্যের নাহ। - সব সাজা কবুল করলাম আমি,
দোষ শুধু এটা ছিলো,
আমি নির্দোষ ছিলাম। - তারপর!
এক সময় বিশ্বাস করেই নিলাম,
সে আর আমার নয়। - না পেতে পেতে অভ্যস্ত
মানুষগুলো হুট করে জীবনে কিছু পেয়ে গেলে,
এই পাওয়াটাকে অপরাধ বলে মনে করে! - চিকন মেয়ে
নীল শাড়ী
লাল লিপস্টিক
ঠিক যেন একটা
হারপিকের বোতল** …. - মেয়েদের পেছনে ছুটতে নেই। মেয়েরা প্রজাপতির
মত। ধরতে গেলে ধরা দেয়না কিন্তু চুপ করে থাকলে ঠিকই গায়ে এসে বসে।। - “আজ গরীব বলে কাপে চা
খাই বড়লোক হলে ড্রামে করে চা খাইতাম” …. - ছ্যাকায় শক্তি
ছ্যাকায় বল
যে খেয়েছে - সে সফল ….
যদি তোর ডাকশুনে কেউ না আসে
তবে একলা জাওয়ার দরকার নাই দিনকাল ভাল না** …. - ধন সম্পদ নিয়ে বড়াই করো না
কাল আমার ৫ জিবি ছিলো। - আজকে আমি ফ্রি চালাই, অহংকার করে বলছি না! -প্রতিদিন ৫ থেকে ১০ টা অফার পাই? -ধন্যবাদ রবি অফিস!
- চুরি করতে গিয়ে কাশি
আর প্রপোজ করতে গিয়ে হাসি
দুটোই বিপদজনক** - “জীবনকে ঘৃণা কোরোনা ভালোবাসতে শেখো। ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা পেয়ে তোমার জীবনকে স্বর্গীয় সুষমায় উদভাসিত করে তালো।
কারও কারও জীবনে বসন্ত নিভৃতে আসে বাইরে প্রকাশ পায় না। তার আমেজে সে নিজেই পুলকিত হয়।” - ভালোবাসা যখন অবদমিত হয়, তার জায়গা দখল করে ঘৃণা।
জীবনকে ঘৃণা কোরোনা ভালোবাসতে শেখো।
জীবনকে ঘৃণা কোরোনা ভালোবাসতে শেখো।
ভালবাসার নদীতে জোয়ার ভাটা আছে।
যে ভালবাসে কিন্তু প্রকাশ করে কম সে ভালবাসার ক্ষেত্রে প্রকৃত। - যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি।
আমরা একমাত্র তোমারইইবাদত করি এবং শুধুমাত্রতোমারই সাহায্যপ্রার্থনা করি।
অবাক করা ফেসবুক স্ট্যাটাস
আপনি যদি ভালো মানের ফেসবুক স্ট্যাটাস কালেকশন পেতে চান। তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আশা করি। এখানে আমরা সেরা ফেসবুক স্ট্যাটাস কালেকশন তুলে ধরেছি। আপনারা ফেসবুক স্ট্যাটাস কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের পোষ্ট থেকে।
- এক গুচ্ছ মেঘ স্বপ্ন হয়ে ভেসে বেড়াচ্ছে ওই দুর আকাশের পানে। হয়তো এপারে তা আর পুর্নতা পাবেনা, তাতে কি বা যায় আসে? হ্যা, এখন তো খুব যতনে বুকের অন্তরস্থলে জমা রেখেছি, জান্নাতে পুর্নতা লাভের আশায়।
- অন্ধময় বিবর্ণতায় ঘোরপাক খাওয়া হাজারো অতৃপ্ত আর্তনাদের শেষ আবদার-টুকু তুমি ছিলে
- কখন ফোনটা বেজে উঠবে? অনেক বছর কেটে গেলো, কোন ফোন আসতেছেই না। কি অদ্ভুত? আমার কথা বলার মানুষটা মিউট অপশনে চলে গেছে আজ। মানুষটার কথা মনে পড়লে এখনও হৃদপিন্ডে বিস্ফোরণ ঘটে আমার।।
- স্বামী বানানোর কথা দিয়ে গাজাখোর বানিয়ে দেয়ার নামই এ যুগের ভালোবাসা।
- সুস্থ হয়ে উঠো শহর, এখনো মধ্যবিত্তদের অনেক স্বপ্ন পূরণ বাকি ‘
- নিস্তব্ধ নিশিতে বিষাক্ত স্পর্শের আহরিত আর্তনাদ,তাতে তার ক্ষুদা মেটে। উলঙ্গ করে দেহ শরীরটা,অস্পষ্ট দাত আর আচঁড়ের দাগগুলো কিসের? কোন হিংস্র হায়েনার নয়, পবিত্র(!) সম্পর্কের’
- কতটা মরলে একটা তাজা প্রান চলে যায়। কতটা ব্যথা দিলে স্বদেহে প্রানটা আর ফিরে আসে নাহ
- তুমি আমার কাছে কি জানো? মাঝরাতে বুক জুড়ে লেগে থাকা ব্যথা
- যোগাযোগহীন তুমি আমি, গল্প সব তরতাজা মাঝরাতে ঘুমের মেয়াদ ময়নাতদন্তে ছন্নছাড়া..!” স্বামী বানানোর কথা দিয়ে গাজাখোর বানিয়ে দেয়ার নামই এ যুগের ভালোবাসা।
- চিঠির ভাঁজে অশ্রু দিও, দিও বুকের ক্ষত, ডাকপিয়নকে বলে দিও ভীষণ ব্যাক্তিগত।
- ভেবে দেখেছো কত? শত হয়েছে ভুল, মাফকাঠি বাহিরে, কত যে গরমিল। তুমি না হয় বেঁচেছো,নতুন হবে সবি। আমি তো সেই স্মৃতির পাতা, রাঙ্গাতে রোজ ভাবি
- ছোটবেলায় স্পষ্ট বলে দেওয়া হয় অন্যের দেয়া কিছু নিবে না। অথচ বড় হয়ে অন্যের দেয়া দুঃখগুলো নিয়েই আমরা জীবন কাটিয়ে দেই!
- সব প্রতিজ্ঞা প্রতিজ্ঞাই থেকে যায়। কাউকে ভালোবাসবেনা বলে বাজি ধরে যে মানুষটা ঘুম থেকে উঠতো_! সেই মানুষটা ও একদিন লুকিয়ে কাঁদে না পাওয়ার যন্ত্রণায়।
- টিপ পরলে তোমাকে কি যে সুন্দর লাগে” বলা প্রেমিক একসময় চোখের নিচে পড়ে যাওয়া কালিও খেয়াল করেনা! আমরা বেড়িয়ে আসতে শুরু করি, একটা ফ্যান্টাসির জগত থেকে! তারপর একদিন আর সবকিছু আগের মতো চলতে থাকেনা! সব কেমন এলোমেলো লাগে! মানুষটা অভ্যাস হয়ে গেলেও, একসময় মানুষটাকে আর আপন লাগেনা!
- অস্পষ্ট অনুভূতি, মস্তিষ্ককে চুষে বেরানো কিছু বেওয়ারিশ চিন্তা। – মুছে ফেলে দিতে চাওয়া ঘ্লানী গুলো ধোয়া হয়ে বাতাসে মিলিয়ে যাওয়া। –মধ্য রাতে খুব শুনতে ইচ্ছে করে, -একটু পরেই সকাল হবে, এবার ঘুমোও।
- নিদ্রাহীন অভিশপ্ত এক রাত কাটিয়ে, সূর্যের আলো চোখে পড়তেই দু’চোখ বন্ধ। অভিশপ্ত চোখে ঘুমটাও এখন নিস্তব্ধ। শুনেছি অভিশপ্ত চোখে ঘুমটাও এখন ক্রয় করতে হয় আড়াই টাকা মূল্যে। ঘুম ক্রয়কারী ফুঁফিয়ে উঠে ঈশ্বরকে প্রশ্ন করে, এটা কি সেই পাপের শ্বাস্তি যে পাপের জন্য রাজা অষ্টম এডওয়ার্ড কে রাজ্য ছাড়তে হয়েছিলো..!
শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস
- তোমাকে ঠিক ততটাই ভালোবেসেছিলাম। যতটা ভালোবাসে ক্যান্সারে আক্রান্ত রোগী তার শেষ প্রতিটা দিনকে।
- হৃদয় ভাঙার ব্যথাটা আমি বুঝি কারন আমি তো তা খুব করে সয়েছি, আর খুব সকালে চোখ মুছে,সবার সামনে আমিও হেসেছি!!
- কিছু কিছু মানুষ অতিথি পাখির মতো নির্দিষ্ট একটা সময় নিয়ে আসে সেই সময় টুকু তে জীবনটা রাঙ্গিয়ে দিয়ে যায়, যা কোনো দিন ভুলার নয় … ওরা তো ওদের স্বার্থের জন্য আসে সেই সময় টুকু চলে গেলেই ওরাও চলে যায় ।
- চেয়ে ছিলাম হাজার দুঃখের মাঝেও,সুখটাকে একটু খুঁজে নিতে।কিন্তু, দুঃখের মেঘগুলো এতো কালো যে,তার মাঝে আমি সুখের আলোটা আর খুঁজে পেলাম না..!!!
- হাসাতে না পারলে, কাঁদাবে না।আনন্দ দিতে না পারলে,কষ্ট দিবে না। ভালবাসতে না পারলে,ঘৃণা করবে না। আর বন্ধু হতে না পারলে, শত্রু হবে না?
- ভাবছো ভুলে গেছি, না আজও ভুলিনি .. ভুলবো তো সে দিন, যে দিন সাগরে আর পানি থাকবে না .. পূর্ব আকাশে আর সূর্য উঠবে না , ভুলবো তো সেই দিন, যে দিন এ দেহে আর প্রাণ থাকবে না…!!!
- ঘুমানো নিষেধ, তবুও জেগে থাকা অপরাধ, অনুমতি আছে মৃত্যুর। তবে সেচ্ছায় মৃত্যু মহাপাপ
- শুনেছি, অপ্রাপ্তি গুলোকে নাকি পরের জন্মে পাওয়া যায়
- হিংস্র পশুও বুঝে ভালোবাসা কাকে বলে? নারী শুধু তুই বুঝলি নাহ
- জীর্ণ শরীর আর ক্ষতবিক্ষত ফুসফুস, তবুও কমতি নেই ভালবাসার
- প্রিয় জানালা। আমার মৃত্যুর পর তুমি না হয় সবাইকে বলে দিও! কতরাত আমি আকাশ পানে চেয়ে কেঁদেছিলাম। নোনা জলে ভিজিয়েছিলাম দেয়ালটা
- রাতের অন্ধকারে যখন বৃষ্টি ঝরে! জানালার কাচে ফোটা ফোটা পানি জমে! সে পানিগুলো স্পর্শে অতীত দেখা যায়Copy
অতি সুন্দরতার কারণে সীতার হরণ হয়েছিল, অতি গর্বের কারণে রাবণের পতন হল, এবং অতি দানী হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল । সুতরাং “অতি” কে সর্বদা ত্যাগ করা উচিৎ । - কোনো দূর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা আরও বেশী বিপদের । কারণ, সে এমন সময় এবং এমন জায়গায় আঘাত করতে পারে যেটার আমরা কল্পনাও করিনি ।
- অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও । কারণ, সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে ।
- অপূর্ণতায় ঘেরা পরিপূর্ণ মানুষগুলো, সময়ের হিসেবে কখন যে পরিপূর্ণ হয়ে ওঠে তা মানুষেরা বুঝে উঠতে পারে না!’
- যদি হঠাৎ কোন এক বিকালে চোখে চোখ পড়ে চিনতে পারবে তোহ? নাকি এড়িয়ে যাবে
- তুমি ভিষন সুন্দর। ঠিক তোমার গুছিয়ে বলা মিথ্যের মতো
- অতঃপর আমার মৃত্যুতে মুচকি হেসে বলো! কি আসে যায় পাগলের মৃত্যুতে
- বেলকনির পাশে আজও ল্যাম্পপোষ্টটা দাড়িয়ে আছে। শুধু নিখোজ রোজ অপেক্ষার প্রহর গুনতে থাকা সেই উন্মাদ পাগলটা
- আমি যে তাকে ভালোবাসি তা ওর রূপের জন্যও নয়, গুণের জন্যও নয়। ভালো না বেসে থাকতে পারি না বলে বাসি। –শীর্ষেন্দু মুখোপাধ্যায়
বাংলা ফেসবুক স্ট্যাটাস
আপনারা যারা মন কাড়া কিছু বাংলা ফেসবুক স্ট্যাটাস পেতে চান। তারা আজকের এই পোস্ট এর সাহায্যে বাংলা ফেসবুক স্ট্যাটাস পাবেন। বিভিন্ন ধরনের বাংলা ফেসবুক স্ট্যাটাস পেতে সবাই ভালবাসে। তাই নিচে আমরা উল্লেখ করেছি বাংলা ফেসবুক স্ট্যাটাস।
“একদিন শান্ত সকালে
স্কুলের কোলাহলে
নিতান্তই খেলাচ্ছলে
দিয়েছিলো সে প্রস্তাব
অবাক নয়নে চেয়ে থাকলাম
ক্রোধে ফেটে পড়লাম
নিজেকে বললাম”“আমি কি প্রেমে পড়লাম
অবশেষে বুঝলাম
মনে মনে হাসলাম
নিজেকে বোঝালাম
তারই মাঝে হারালাম
আজ আমি চেয়ে থাকি
মনে মনে শুধু ভাবি
সে আবার আসবে নাকি
বলতে আমায় ভালোবাসি ।”“প্রতি নিয়ত শিখছি..
বেঁচে থাকার কায়দা..
কখনো জানলাতে চোখ রেখে..
কখনো বা মেঘটা কে দেখে..
তোমার রূপকে আড়াল করার ক্ষমতা আমার নেই…
কিছুক্ষণের জন্যও তুমি শুধু আমার”…“তোমার কথার চার দেওয়ালে বন্দী..
ফোনের প্রেমালাপ চলত..
মাঝরাতে তোমার টানে আমি মিথ্যুক সেজেছি…
সব কথা বলা হয়নি…
ওগুলো না বলাই থাক…
পাপড়ি গুলো শুকিয়ে গেছে..
মূল্য হারিয়েছে দু টাকার গোলাপ ।”“আমাকে কষ্ট দিতে চাও?
দাও!
আমি কষ্ট নিতেই এসছি।
আমাকে কাঁদাতে চাও?
কাঁদাও!
আমি কাঁদতেই এসেছি।
আমাকে হারাতে চাও?
হারাও!
আমি হারতেই এসেছি।
আমাকে সাগরে ভাসাতে চাও?
ভাসাও!
আমি ভাসতেই এসেছি।
আমাকে পোড়াতে চাও?
পোড়াও!
আমি পুড়তেই এসছি।
আমাকে বুকে টেনে নাও
নিবে না?
আমি সবকিছু সয়েই এসছি।”“শুক্ল তিথির চাঁদ ডুবে গেলে-
ছেলেটা হেঁটে যায় পাহাড়ের ওপার।
দুহাতে তুলে নেয় ধ্বংসাবশেষ হৃদপিণ্ডটা।
বহুকাল আগে যা রেখে গিয়েছিলো
এইখানে মাটি চাপা দিয়ে। ঠিক এখানটা তে,
মুখোমুখি বসে দুজন- পউষের চাঁদ,
ডুবে যাওয়া অবধি দেখবে বলে ভেবেছিল।
আজো তাঁর দেখা হয়নি কিছুই।
দেখা হয়নি তাঁর – তালের শাঁসের মতন নরম জোছনা
রোদে পোড়া খয়েরি শালিক,
ধোঁয়া হয়ে উড়ে যাওয়া একটি বিকেল।
দূরে সন্তান হারা পেঁচা কাঁদছে চাপা স্বরে।
নক্ষত্রের পানে হেঁটে যাচ্ছে ছেলেটা।
হঠাৎ অস্ফুট স্বরে বলে ওঠে- আমিও নিঃশেষ হব।
যেমন,পাণ্ডুর চাঁদ ডুবে গেলে-
কোনো এক মাঘ নিশীথে
ফড়িংয়ের প্রেম ভুলে ডুবে গিয়েছিল সে।”“সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে।”- হুমায়ূন আহমেদ
- “কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালোলাগা মন্দলাগা, ব্যথা বেদনা গুলো বলার মত কেউ থাকে না। তাদের কিছু অবাক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি – এক সময় পরিনত হয় দীর্ঘশ্বাসে।”-হুমায়ূন আহমেদ
- “নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে; কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে।”-রবীন্দ্রনাথ ঠাকুর
- “পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়।”-হুমায়ূন আহমেদ।
- “মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া॥” -মারিও কুওমো
- “তুমি যদি কোনো লোককে জানতে চাও, তা হলে তাকে প্রথমে ভালবাসতে শেখো॥” —লেলিন।
- “যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যেও বিপদজনক এবং অন্য সবার জন্যেও॥” —থেলিস।
- “পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই॥ – উলিয়ামস হেডস।”
- “বিদ্ধানের কলমের কালি শহীদের র*ক্তের চেয়েও পবিত্র॥” – আল হাদিস।
- “টাকা পয়সাহীন মানুষ তীরহীণ ধনুকের মত” – টমাস ফুলার
- “আইন মাকড়শার জালের মত, ক্ষুদ্র কেউ পরলে আটকে যায় বড়োরা ছিড়ে বেড়িয়ে আসে” – সলোন!
আধুনিক ফেসবুক স্ট্যাটাস
অনেকেই আধুনিক ফেসবুক স্ট্যাটাস ইন্টারনেটে খুজে থাকেন। তাই আমরা আধুনিক ফেসবুক স্ট্যাটাস তুলে ধরেছি আজকের পোস্টে। আমরা নিচে আধুনিক ফেসবুক স্ট্যাটাস উল্লেখ করেছি।
- পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ; কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারেনি!
বিশ্বের নারী নেতারা নারীদের প্রতিনিধি নয়; তারা সবাই রুগ্ন পিতৃতন্ত্রের প্রিয় সেবাদাসী! - পুরুষদের আহত করার কৌশল মেয়েরা খুব তাড়াতাড়ি শিখে ফেলে এবং তা ব্যবহারও করে চমৎকার ভাবে। কেউ তার প্রতিভার বাইরে যেতে পারে না!
- অসুন্দর মেয়েদেরও মাঝে মাঝে অপরূপ রূপবতী মনে হয়, যেমন গায়ে-হলুদের দিন। শুধু এই দিনটিতেই কোনো বিচিত্র কারণে তারা দেবীমূর্তির মত হয়ে যায়!
- তরুণী মেয়েদের হঠাৎ আসা আবেগ হঠাৎ চলে যায়। আবেগকে বাতাস না দিলেই হলো। আবেগ বায়বীয় ব্যাপার, বাতাস পেলেই তা বাড়ে। অন্য কিছুতে বাড়ে না।
- সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোন নির্দিষ্ট সঙ্গায় ফেলা যায় না। কারন কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়।
- যতদিন ভবে, না হবে না হবে, তোমার অবস্থা আমার সম। ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে বুঝে না বুঝিবে, যাতনা মম!
- আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে!
- বলির পাঠারা সব সময়েই ধারন করেছে মানুষের অত্যাচার, দুর্নীতি আর কষ্ট করবার হিংস্র প্রবণতাকে মুক্তি দেয়ার রহস্যময় ক্ষমতা!
- যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনও অন্যের দুঃখ কষ্টকে উপলদ্ধি করতে পারেনা!
- ভালবাসা দিয়েই কেবল ভালবাসার ঋণ পরিশোধ করা যায়!জীবনকে ঘৃণা কোরোনা ভালোবাসতে শেখো। ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা পেয়ে তোমার জীবনকে স্বর্গীয় সুষমায় উদভাসিত করে তালো।
- “2004 সালে মা একবার বকেছিল। খুব কষ্ট পেয়েছিলাম ,কিন্তু তখন আমার ফেসবুক ছিল না তাই এখন স্ট্যাটাস দিলাম”
- “আলগা পিরীত!! জানু মোবাইলটা রিসিভ কর জাস্ট তোমার নিঃশ্বাসের শব্দটা শুনব”
- মেয়েটি আজও ঘাসের উপর শুয়ে কাঁদে কারন ছেলেটি তাকে ছাগোল বলে ডাকতো
- Me: আম্মু আমায় কি পড়লে “সবচেয়ে বেশি ভালো লাগে..? Ammu: বই পড়লে Me: “
- কোটি টাকার প্রশ্ন – ছেলেরা বিয়ে করতে আসলে নাকে রূমাল দেয় কেনো?
- সারাদিন পাপ কইরা এতই নাউজুবিল্লাহ -আস্তাগফিরুল্লাহ* বলি যে নাজিবুল্লাহ কে বারবার নাউজুবিল্লাহ পড়তেসি গ্রুপের
- ফ্রিজে গতকাল একটু আচার রাখছিলাম আইজকে আইসা দেখি নাই কেমনডা লাগে।কেডা খাইছত সামনে আয় না আসলে কলাম হাগা হপে
- ভাগ্গিস মশা লিভেস্টিক দেনা। তা না হলে সমাজে মুখ দেখাতে পারতাম না!
- জিএফ হারাইলে জিএফ পাওয়া জায় কিন্তু humm লিখলে আর রিপ্লে পাওয়া যায় নাহ
- মেয়েদের মন কচুর পাতার
উপর জমে থাকা পানির মতন হালকা পরশপেলেআর স্থির থাকতে পারে নাহ!
“Video call :hi Honey
:কিরে আমারে দেখা যায়?
ফোন আলোতে ধর!”
ছেলেরা যত সুন্দর করে চুল কেটে আসুক না কেন,মার কাছে তা কখনোই পারফেক্ট হয় না !
“দাম্ভিকতা চিরকাল থাকবে না। তাই অহংকার পরিত্যাগ করুণ।”স্বামী বিদেশ কিন্তু,
“স্ত্রীর মোবাইলে imo নাই
পৃথিবীর ৮ম তম আশ্চর্য !”
BCS প্রশ্ন : রাস্তা দিয়ে একটি ছেলে আর একটি মেয়ে যাচ্ছে, এদের মাঝে কে বেশি সুন্দর?
“মেয়েঃ ভালবাস আমায়
ছেলেঃহুম
মেয়েঃকতটা?
ছেলেঃতোর বাড়ি মশা আছে যতটা এবার গুনে বোঝ”
“ভোর হল দ্বার খোল। মেয়েরা সব উঠরে
গোয়াল ঘরের গোবরগুলো তারাতারি ফেলরে”
“নারী আর বিড়ি ছাড়িয়াছেন যিনি কে বলে পুরুষ তারে মহাপুরুষ তিনি”
কাউকে গভীর চিন্তায় ফেলতে চান? তাহলে অনেকগুলো মেসেজ করে আবার রিমোভ করে দিন
পৃথিবীতে ৬০৬৬৭৯৪৪ জন অলস আছে। তার মধ্যে আপনি একজন! এতটাই অলস যে উপরের সংখ্যাটি পড়েই দেখেন নি
শুধুই ভাগ্যের জোরে দুইটা বান্ধবী পাইছিলাম। একটা তো ছিল মেন্টাল আরেকটা ছিল সেন্টিমেন্টাল
কত বছর কেটে গেল খবর নাইকো তার কোন শহরে থাকে আমার বাম পাঁজরের হাড়?
তোমার প্যারায় ঘুম আসেনা একলা জেগে রই। মোবাইলটা নিয়ে বসে আছি, তুমি গেলা কই
বাপে গুলিস্তান মোড়ে বেচে সেন্ডেল মাইয়া ফেসবুকে নাম দেয় এঞ্জেল
“মা: তোর ব্যাগে সিগারেট আসলো কই থেইকা?
আমি: ভাংতি ছিলো না,তাই
দোকানদার সিগারেট দিয়া দিছে”
যে ছেলেটা র*ক্ত দেখতে ভয় পাইতো। আজকে সেই ছেলেটা র*ক্তের হলি খেলে
“৩ মাসের বিয়ে করা বউয়ের পেটে যখন ৬ মাসের বাচ্চা
He: এটা কেম্নে সম্ভব..?
She: your building my countries cement.”
ও কী গুণছ ! দিন! দিন তো যাবেই ! দুঃখপোষা মেয়ে ! শুকোতে দাও স্যাঁতস্যাঁতে এ জীবন রোদের পিঠে, আলোর বিষম বন্যা হচ্ছে দেখ, নাচছে ঘন বন… সঙ্গে সুখী হরিণ।
পৃথিবীতে বা সমুদ্রে যত হিংস্র প্রাণী আছে সবছেয়ে বৃহত্তম প্রাণী হল মেয়েরা।
মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃনা করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন শুকিয়ে যাওয়ার পড়েও দাগ রেখে যায়।
দরিদ্র পুরুষদের প্রতি মেয়েদের একপ্রকার মায়া জন্মে যায়, আর এই মায়া থেকে জন্মায় ভালোবাসা!
নতুন ফেসবুক স্ট্যাটাস
অনেকেই ফেসবুেক নতুন স্ট্যাটাস দিতে পসন্দ করে থাকে। তাই আমরা এখানে সেরা কিছু নতুন ফেসবুক স্ট্যাটাস তুলে ধরেছি। আপনারা নতুন ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করতে পারবেন আমাদের পোষ্ট থেকে।
প্রকাশ্যে প্রেমের নামে নোংরামি যদি হয় আধুনিকতা। তাহলে কুত্তার চেয়ে আধুনিক কেউ নয়
অল্প অল্প মেঘ থেকে, হালকা হালকা বৃষ্টি হয়। ছোট্ট ছোট্টগল্প থেকে, ভালোবাসা সৃষ্টি হয় মাঝে মাঝে স্বরন করলেসম্পর্কটা মিষ্টি হয়
ছিড়ে ফেলেছি আমি ডাইরির পাতা সেথা লেখা ছিল হাজার স্বপ্নের কথা। ছিড়তে পারিনি আমার মনের পাতাযেখানে জমে আছেজীবনের অনেক ব্যাথা
আমি ১টা দিন চাই আলোয় আলোয় ভরা। আমি ১টা রাত চাই, অন্ধকার ছারা। আমি ১টা ফুল চাই, সুন্দর সুবাস ভরা। আর ১টা ভাল বন্ধু চাই সবার চেয়ে সেরা…
জীবন হেরে যায় “মৃত্যুর ” কাছে। “সুখ” হেরে যায় “দুঃখের” কাছে। “ভালোবাসা” হেরে যায়, “অভিনয়ের” কাছে, আর বন্ধুত্ত হেরে যায়, “অহংকারের” কাছে।
মোমকে বলতেছে মোমের ভিতরের রসি আমিতো জলতেছি, কিন্তু তুমি কাঁদছো কেন? মোম বলতেছে যাকে হৃদয়ে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তাহলে আমি বেচে থেকে লাভ কি!!
মেয়েরা পড়া-লেখা করে বিয়ে অাটকানোর জন্য অার ছেলেরা পড়া-লেখা করে বিয়া করার জন্য!
দুজন মানুষ কথা বলছে। আপনি তাদের কথার মাঝখানে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু তারা পাত্তা দিচ্ছে না। এর চেয়ে বির*ক্তিকর আর কিছু হতে পারে না। – মার্ক টোয়েন!
হিরার নিজস্ব কোন খনি নেই। হিরার জন্ম কয়লার খনিতে । কিন্তু তাই বলে হিরা কখনো কয়লার দামে বিক্রি হয়না এবং কেও হিরাকে কয়লাও বলেনা সহস্র বা লাখো টন কয়লা উত্তোলনের পরেই শুধু হিরার সন্ধান মিলে। তোমার জন্ম যেখানেই হোক, কর্মগুনেই তোমাকে বড় হতে হবে ।
ছেলে; বাবা, আমাদের বিজ্ঞানের স্যার বলেছেন, অক্সিজেন ছাড়া আমরা নিঃশ্বাস নিতে পারি না। কিন্তু অক্সিজেন আবিষ্কৃত হয়েছে ১৭৭০ সালে। তাহলে তার আগে মানুষ নিঃশ্বাস নিত কিভাবে?
মানুষ বড় মিথ্যাবাদী
হাত দিয়ে রুটি বানিয়ে
নাম দিয়েছে পাউ রুটি
– প্রয়োজন ছিলাম তাই সম্পর্ক শেষ হয়ে গেল!
-যদি ভালোবাসা হতাম তাহলে আজীবন থাকতাম!
Call করার পর করোনার সতর্কবাণী শুনতে শুনতে,
কি জন্য call করি সেটাই ভুলে যাই
কি লাভ এতো উন্নতি প্রযুক্তি দিয়ে
যদি অনলাইনে কাউকে কসে থাপ্পড়ই না মারা যায়!
যতই ঘৃণা করো না কেন
আমি জানি সাদা কাফনে একদিন আমি মুড়িয়ে গেলে তুমিও কাঁদবে
– কারো কাছে অসহ্য হয়ে উঠার চেয়ে
– হারিয়ে যাওয়া অনেক ভালো
পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ ৩টি মুখ-
১. ঘুমন্ত শিশুর চেহারা২.
ধার নিতে আসা লোকের চেহারা
৩. আবা-আম্মার সামনে বসে থাকা ‘আমার বন্ধুর চেহারা’
– সব স্বপ্ন কখনো পূরণ হবার না.!
– কারণ এটা তো দুনিয়া, জান্নাত নয়.!
শিক্ষনীয় পোস্ট
আমি মানুষ টারে এতো করে চেয়েও পাইলাম না,
আর কেও একজন না চাইতেও পেয়ে যাবে
– সময় পেলে কবরস্থান থেকে ঘুরে আসুন –
অহংকার ধুলোয় মিশে যাবে
– ভাঙ্গা হৃদয়ের ক্ষত দেখা যায় না…
তবে প্রতিটি নিঃশ্বাসে তা অনুভব করা যায়
আমি ক্লান্ত.
মিথ্যে হাসিতে..
প্রত্যেকটা মানুষ,,
কমপক্ষে একটা মানুষকে স্বার্থহীন ভাবে ভালোবাসে।
“রহস্যে ভরা এই মানব জীবনটাকে লোকে যত খারাপ বলে–আসলে তত খারাপ না।
”—হুমায়ূন আহমেদ
ধরে রাখতে শিখো প্রিয়.
কারণ- কিছু মানুষ জীবনে বার বার আসে না
অন্ধকারেও পথ চলা যায়-
কিন্তু কোনো বিশ্বাসঘাতকের সাথে না-
আমি প্রয়োজনেই সীমাবদ্ধ,
প্রিয়জন হওয়ার সামর্থ্য নেই আমার
রঙিন কাপড় পরে গর্ব করো না,
কাল তোমাকে সাদা কাপড় পড়ে কবরে যেতে হবে
কি ভাবছো? হেরে গেছো? সবাই হাসছে তোমার উপর!
চেষ্টা করো, ধের্য্য ধরো, অপেক্ষা করো!
শেষ হাসিটা তুমিই হাসবে!
আপনার কল্পনার থেকেও ভালো কিছু আল্লাহ আপনাকে দিবেন,শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার ইনশাল্লাহ!
সময়টা আজ বড্ড বেমানান
নিজের কল্পনার সাথে সমান্তরাল ভাসি…!থেকে যায় শুধু মনের কোনে এক টুকরো হাসি
~ বেঁচে ফেরা দায় , ” হয়তো কালজয়ী সেই যো*দ্ধার তালিকায় আমার নাম থাকবে না ” !
একদিন সব ছেড়ে ঠিক পালিয়ে যাবো,
তোমাকে দিয়ে যাবো অবহেলার অধিকার !
After breakup
:ok bye! take care
: amra ki vai-bon hoye thakte pari?
সেরা ফেসবুক স্ট্যাটাস
সেরা কিছু ফেসবুক স্ট্যাটাস উল্লেখ করেছি আমাদের পোস্টে। তাই যারা সেরা ফেসবুক স্ট্যাটাস পেতে চান। তারা নিচে থেকে সেরা ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করতে পারবেন। নিচে থেকে সেরা ফেসবুক স্ট্যাটাস দেখে নিন।
যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালবাসার সময় পাবে না।
অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো।
বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর না। আর না? সারা জীবনে আর না? জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়। তারা দু’রকমের। এনিমি আর নন-এনিমি। নন-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।
আমলকি পেয়ালের কুঞ্জে, কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে জানি কোন সুরে মোরে ভরালে গো বন্ধু।
আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই।
আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প, বিজ্ঞান এবং বন্ধুত্ব।
বন্ধুদের সংখ্যার ওপর সত্যিকারের বন্ধুত্ব নির্ভর করে না। বরং এটি বন্ধুদের বিশ্বাস ও পছন্দের ওপর নির্ভর করে।।আমার বন্ধুর জন্যে সবচেয়ে বেশি যা করতে পারি তা হলে শুধু বন্ধু হয়ে থাকা।Copy
তাকে দেয়ার মতো কোন সম্পদ আমার নেই। সে যদি জানে যে আমি তাকে ভালবেসেই সুখী, সে আর কোন পুরস্কারই চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয়?
আগুন্তক বলে কিছু নেই. কেবল বন্ধু, যাদের সাথে এখনো তোমার সাক্ষাৎ হয়নি।।
আমি মুছে দিবো তোর চোখের জল, বন্ধু ভেভে সব কিছু আমায় খুলে বল। সুখ দুঃখের সাথী হয়ে রব তোর সাথে, এইটুকু বিশ্বাস থাকলে হাত রাখ হাতে।
আমি ক্ষার ধাতু , আমি বিজারক , আমি কভু অক্টেন;
তুমি কার্বন , তুমি অ্যানায়ন , প্রিয়া তুমি হ্যালোজেন !!!
তুমি বিশ্বাসের কথা বলো?
যে আমাকে হারানোর ভয়ে কেঁদেছে তাকে আমি,
আমাকে ঠকাতে দেখেছি
একটু তো ভালো সেও আমায় বেসেছিল,
নাহয় ঠকানোর জন্য কে বা এতো সময় নষ্ট করবে!
যাকে পাবার জন্য আগে প্রার্থনা করতাম,
এখন তাকে ভুলার জন্য প্রার্থনা করি
কে বলেছে তুমি একা,দুঃখ আছেনা?
সময়ের সাথে সাথে মানুষ ও বদলায়,❤
তাদের কনভারসন ছোট হতে থাকে,রিপ্লাই এর মেসেজ ছোট হতে থাকে,
একটা সময় অনলাইন থেকেও তাদের রিপ্লাই আসেনা
একদিন পাশে এসে দেখো আমি কেমন আছি,
দূর থেকে ফোনে জিজ্ঞেস করলে তো এইটাই বলব যে “ভালো আছি”
নিস্তব্ধ নিশিতে বিষাক্ত স্পর্শের আহরিত আর্তনাদ,তাতে তার ক্ষুদা মেটে।
উলঙ্গ করে দেহ শরীরটা,অস্পষ্ট দাত আর আচঁড়ের দাগগুলো কিসের?
কোন হিংস্র হায়েনার নয়, পবিত্র! সম্পর্কের’
অস্পষ্ট অনুভূতি, মস্তিষ্ককে চুষে বেরানো কিছু বেওয়ারিশ চিন্তা।
– মুছে ফেলে দিতে চাওয়া ঘ্লানী গুলো ধোয়া হয়ে বাতাসে মিলিয়ে যাওয়া।
–মধ্য রাতে খুব শুনতে ইচ্ছে করে,
-একটু পরেই সকাল হবে, এবার ঘুমোও।
নিশি যখন ভোর হবে।
শুকতারাগুলো তখন নিবে যাবে।
শুরু হবে আরেকটি দিন, দিনটি হোক অমলিন
তুমি যতটা কষ্ট পেলে কাদো
আমি তার চেয়েও বেশি কষ্ট আড়াল করে হাসি..!
ঘোলাটে হয়ে গেছে চশমাটা, তোমায় ঠিকভাবে দেখতে পারছি নাহ,
একটু মুছে দাও তোহ্।
আমার শেষ বয়সের ভালোবাসা…!
কোন কিছু না পাওয়ার জন্য আপনিই বেশি দায়ী, কারন একটাই, আপনার চাওয়াটায় কোন ত্রুটি ছিলো।
অবশেষে প্রিয় মানুষ গুলো ফিরে এসেছে, বহু প্রতীক্ষিত প্রিয়জনদের কাছে….. বাক্স বন্দী হয়ে…!…
ক্যান্সারে আক্রান্ত মেয়েটি চেয়েছিল ছেলেটি একটি ধবধবে সাদা পাঞ্জাবি পরে তার হাত ধরে হাটবে ছেলেটি প্রথমবারের মতো সেই পাঞ্জাবি পরেছিল, মেয়েটির জানাজাতে!!
শত প্রার্থনার পরেও যদি কাউকে জিবনে না পাওয়া যায়, তবে ববুঝে নিও প্রার্থনায়য় ভুল মানুষকে চাওয়া হয়েছিলো,Copy
মৃত্যুর পরে অনেকটা সময় বাচতে চাই। মৃত্যু আর মৃত শহরের বুকে।
কোন কিছু না পাওয়ার জন্য আপনিই বেশি দায়ী, কারন একটাই, আপনার চাওয়াটায় কোন ত্রুটি ছিলো।
সম্পর্কের বয়স যতটা বাড়ে… চ্যাট বক্সের কথাগুলোর দৈর্ঘ্য ঠিক ততটাই কমতে থাকে…!
আকাশটা আমার একলাই রইলো, আমাদের আর হলো না। তুমি অন্য শহরেই রয়ে গেলে, আর আমি এই শহরের অলিতে-গলিতে হারিয়ে গেলাম। একেবারেই হারিয়ে গেলাম!
ভালোবাসায় শুধু কষ্ট আর কষ্ট,এখানে সুখের চেয়ে দুঃখটায় বেশি থাকে।
আমরা কেউ কারো যোগ্য না।
কিনতে চাইলে আমরা একজন আরেকজনকে যোগ্য করে নিতে পারে ।
আর সেটা যদি হয় মন এবং ভালোবাসা থেকে ।
সম্পর্ক টা টিকিয়ে রাখার জন্য অনেক রাগি মানুষটিও একসময় শান্ত হয়ে যায়Copy
নিজ থেকে মেসেজ না দিলে অনেকেই খোঁজ ও রাখেনা!
Ready থাইকো আমার জানাযার লাইগা.!
– দেখতে পারবা কিন্তু ছুঁইতে পারবা না.!
প্রয়োজনে কাছে টেনে নিয়ে
-অসময়ে ছুড়ে ফেলে দেওয়ার নামই হচ্ছে মানুষ!
Delete যত তাড়াতাড়ি হয় Download তত তাড়াতাড়ি হয় না!
– সেটা Application হোক বা সম্পর্ক
বেকার ছেলেটাও একদিন ভালো চাকরি পাবে!
– শুধু পাবে না চাকরির জন্য হারিয়ে যাওয়া প্রিয় মানুষটাকে!
ডিপ্রেশন!
শুধু প্রেমের কারণেই হয় না, মাঝেমধ্যে প্রিয় মানুষদের হারানোর ভয়, ফ্যামিলির চিন্তা ভাবনা, টাকা পয়সার চাপ ,
ক্যারিয়ারের চিন্তা,একাকীত্ব,ভবিষ্যৎ ভাবনা নিয়েও হয়!
ইসলামিক ফেসবুক স্ট্যাটাস
আপনার ফেসবুক টাইমলাইন কে যদি ইসলামিক স্ট্যাটাসে রাঙ্গিয়ে তুলতে চান, তাহলে নিম্নলিখিত স্ট্যাটাস সংগ্রহ করতে পারেন। নিচের স্ট্যাটাস এর মধ্যে রয়েছে বাণী চিরন্তনী এবং ইসলামিক নানা রকমের আলোচনা এর সমারোহ , যা অবশ্যই আপনার পছন্দের হবে।
সর্বোত্তম জীবনপদ্ধতি হচ্ছে মুহাম্মদসাঃ প্রদর্শিত পদ্ধতি।
নতুন আশা, নতুন দিন, আজকে হল জুমার দিন। লাগছে ভাল ছাড়বো ঘর, মসজিদে যাবো ১২ টার পর। আকাশে সূর্য দিচ্ছে আলো, জুমার নামায পরতে লাগবে ভালো। {সকলকে জুম্মা মোবারক}. . কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভাল রাখতে হয়। ঠিক তেমন আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক ভাল রাখতে হবে!!!মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাক, কারণ মৃত্যুর দূত তোমার পিছনে দাঁড়িয়ে আছে। তার ডাক দেবার পর আর প্রস্তুত হবার সময় থাকে না।।
মানুষ সব সময় ‘মৃত্যু’ থেকে বাঁচার ‘চেষ্টা’ করে, কিন্তূ জাহান্নাম’ থেকে’ নয়,অথচ ‘মানুষ’ চাইলে ‘জাহান্নাম’ থেকে’ বাঁচতে ‘পারে’ কিন্তু ‘মৃত্যু’ থেকে নয় ।
এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা, জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে।”
রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়।
“৮০ বছরের গোনাহ মাফের দোয়া!
– আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিনিন নাবিউল উম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা”!
❤️- আমিন
পৃথিবিতে সব চাইতে কঠিন কাজ হল নিজে সংশোধন হওয়া আর সব চাইতে সহজ কাজ হল অন্যের সমলোচনা করা..
অবশ্যই তুমি পাবে যা তােমার থেকে চলে গেছে, তার চেয়েওউত্তম” ~ সূরা আনফাল, আয়াত ৭০.
ইয়া আল্লাহ!
– প্রিয় মানুষ গুলোকে তুমি সবসময় ভালো রাখিও
সর্বশেষ কথা
আশা করি আজকের পোস্ট এর সাহায্যে সবাই নতুন নতুন সব ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করতে পেরেছেন। ফেসবুক স্ট্যাটাস পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আজকের পষ্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।
আরও দেখুন