যারা এ বছর এসএসসি পরীক্ষায় ১ অথবা একাধিক সাবজেক্টে ফেল করেছেন। তারা অনেকেই আছেন যারা এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করবেন। কিন্তু আপনারা অনেকেই জানেন না কিভাবে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করতে হয়। তাই আজকের এই পোস্টে আমরা আপনাদের সুবিধার্থে তুলে ধরেছি সম্পূর্ণ নিয়ম এসএসসি ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম। তাই আজকের এই পোষ্ট মনোযোগ সহকারে পড়ুন আর দেখে নিন এসএসসি রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪
যারা এসএসসি ২০২৪ এর শিক্ষার্থী তাদেরকে অবশ্যই জানতে হবে কিভাবে টেলিটক প্রিপেইড সিম এর মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করা যায়। এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য অনেকে আবেদন করবেন। তাই আমাদের থেকে জেনে নিন কিভাবে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করতে হয়।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৪
এবছর অসংখ্য শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আবেদন করতে চাচ্ছে। তাদের সবার কথা চিন্তা করে আমরা আজকের এই পোস্টে উল্লেখ করেছি কিভাবে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করা যায় সেই সকল তথ্য। তাই নিজে জানুন এবং অন্যকে জানতে সাহায্য করুন।
একাধিক বিষয়ের জন্য কিভাবে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদন করে?
আপনি হয়তো একাধিক বিষয়ে ফেল করেছেন। কিন্তু বুঝতেছেন না কিভাবে একাধিক বিষয়ের জন্য বোর্ড চ্যালেঞ্জ করবেন।
আপনি যদি একাধিক বিষয়ের জন্য বোর্ডকে চ্যালেঞ্জ করতে চান, তবে আপনাকে উপরের বার্তায় শুধুমাত্র একাধিক বিষয় কোড ব্যবহার করতে হবে।
RSC <Space> বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর <space> Roll Number <space> আপনি যে বিষয়ের কোডের জন্য আবেদন করতে চান সেটি অবশ্যই কমা দিয়ে লিখতে হবে।
বার্তাটি পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: RSC DHA 160366 103,104 এবং 16222 এ পাঠান
শিক্ষার্থী তখন একটি উত্তর বার্তা পাবে। উত্তর বার্তায় এসএসসি পুনঃপরীক্ষার আবেদন 2021-এর খরচ উল্লেখ থাকবে। শিক্ষার্থী যদি বার্তাটি ভালোভাবে পড়ে এবং বোর্ডকে চ্যালেঞ্জ জানাতে রাজি হয়, তাহলে নিম্নলিখিত পদ্ধতিতে আরও একটি এসএমএস পাঠাতে হবে।
RSC <space> Yes <space> pin <space> যোগাযোগ নম্বর এবং বার্তা পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: RSC YES 185066 017905 ……. এবং 16222।
তারপরে আবেদনকারীর মোবাইলে একটি উত্তর বার্তা আসবে যা আবেদনকারীর নাম এবং ট্রাক নম্বর নির্দেশ করবে।
এসএসসি ঢাকা বোর্ড চ্যালেঞ্জ সিস্টেম ২০২৪
এস এস সি ২০২১ ফলাফল ঢাকা বোর্ড পুনঃপরীক্ষা পদ্ধতি
টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর দিয়ে এসএসসি ২০২১ পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে।
আরএসসি <স্পেস> বোর্ডের নাম প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড
বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: RSC DHA 160366 175 এবং 16222-এ পাঠান
এসএসসি বরিশাল বোর্ড চ্যালেঞ্জ সিস্টেম ২০২৪
এস এস সি ২০২১ ফলাফল বরিশাল বোর্ড চ্যালেঞ্জ পদ্ধতি:
টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর দিয়ে এসএসসি ২০২১ পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে।
আরএসসি <স্পেস> বোর্ডের নাম প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড
বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: RSC BAR 160366 175 এবং 16222-এ পাঠান
এসএসসি চট্টগ্রাম বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪
আরএসসি <স্পেস> বোর্ডের নাম প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড
বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: RSC CHI 160366 175 এবং 16222-এ পাঠান
এসএসসি ফলাফল বোর্ড চ্যালেঞ্জ আবেদন ফি : ১২৫ টাকা
এসএসসি পরীক্ষার পরীক্ষার বিষয় কোড
- BANGLA – 101
- ENGLISH – 107
- MATHEMATICS – 109
- GEOGRAPHY AND ENVIRONMENT – 110
- ISLAM AND MORAL EDUCATION – 111
- HIGHER MATHEMATICS – 126
- SCIENCE – 127
- AGRICULTURE STUDIES – 134
- PHYSICS – 136
- CHEMISTRY – 137
- BIOLOGY – 138
- CIVICS AND CITIZENSHIP – 140
- BUSINESS ENTREPRENEURSHIP – 143
- ACCOUNTING – 146
- PHYSICAL EDUCATION, HEALTH, AND SPORTS – 147
- HOME SCIENCE – 151
- FINANCE AND BANKING – 152
- HISTORY OF BANGLADESH AND WORLD CIVILIZATION – 153
- INFORMATION AND COMMUNICATION TECHNOLOGY – 154
- CAREER EDUCATION – 156
বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪
এ অংশে আমরা বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম সম্পূর্ণ অংশ তুলে ধরেছি। আশা করি আপনারা যদি প্রতিটি কাজ সম্পূর্ণ ভাবে সঠিকভাবে করেন। তাহলে আপনারা খুব সহজে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৪ কবে দিবে
আপনাদের অনেকেই আছেন যারা এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ফলাফল পাওয়ার জন্য বসে আছেন। এবং জানতে চাচ্ছেন কবে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ফলাফল দিবে। খুব শীঘ্রই এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ফলাফল প্রকাশ করা হবে। সে পর্যন্ত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
সর্বশেষ কথা
আশা করি আমাদের পোস্ট এর সাহায্যে আপনারা এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন। আজকের এই পোষ্ট ভাল লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এবং এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ফলাফল পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন।
Read More: