Rain Day Status

বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, ছন্দ, উক্তি ও ছবি

বৃষ্টির দিনে মানুষ কেমন যেন আনন্দের সাথে আনমনা হয়ে যায়। চারপাশে ঝুম বৃষ্টি সাথে আনমনা সকল ভাবনা। বৃষ্টি ভালোবাসে না এমন মানুষ হয় না। তবে টিনের চালে বৃষ্টির শব্দ সবার মনে অন্যরকম দোলা দিয়ে যায়। অনেকে বলে থাকে টিনের চালে বৃষ্টির শব্দ নাকি পৃথিবীর অন্যতম এক শব্দ। যেটা বৃষ্টি নামা ছাড়া শোনা যায় না। বৃষ্টি আসলে সবাই সোশ্যাল মিডিয়াতে বৃষ্টির ছবি দিয়ে ক্যাপশন লিখে পোস্ট করে। ছোটবেলায় এই বৃষ্টির সাথে সবারই রয়েছে নানান স্মৃতি। মানুষ সময়ের সাথে সব সময় পেছন ফিরে যেতে ভালোবাসে। তাই বৃষ্টির দিনের স্মৃতি মনে করে মানুষ আনমনে নানান কিছু ভাবতে থাকে। কিছু সময় তো মন বলে ওঠে এত তাড়াতাড়ি বৃষ্টিটা কেন শেষ হয়ে গেল।

বৃষ্টি আসলে আম ও লিচু কুড়ানোর স্মৃতি। সবাই মিলে মাঠে গিয়ে ফুটবল খেলার স্মৃতি। বৃষ্টির সাথে এদিক থেকে ওদিকে ছুটে চলা। এ যেন জীবনের অন্যতম এক সময়। সময়ের সাথে বড় হয়ে যাওয়ার পর সেই দিনগুলো আর আসে না। কিন্তু মানুষ বারবার ফিরে যেতে চায় তার সেই বৃষ্টি দিনের সৃতির কাছে। তাই যারা আজকের এই দিনে বৃষ্টি নিয়ে ক্যাপশন লিখে পোস্ট করতে চান। তাদের জন্য সবচাইতে জনপ্রিয় বৃষ্টি নিয়ে ক্যাপশন গুলো নিচে দেওয়া হয়েছে।

বৃষ্টি নিয়ে ক্যাপশন

বৃষ্টির সাথে প্রতিটি মানুষের স্মৃতি জর্জরিত। মানুষ বড় হলেও তার মন চায় বৃষ্টিতে ভিজতে। হয়তো অনেক সময় অসুখ হবে বলে বুঝতে পারে না বা কাজের ব্যস্ততায় বৃষ্টিতে ভেজা হয় না। তাই আপনাদের জন্য কিছু বৃষ্টি নিয়ে সেরা ক্যাপশন নিচে দেওয়া হয়েছে।

শহর জুড়ে বৃষ্টি নামুক, তুমি খুঁজে নিও ঠাঁই, প্রতিটা বৃষ্টিকণায় লেখা থাকুক, “শেষ অবধি তোমাকে চাই!”

কিছু মানুষ আছে যারা বৃষ্টিকে অনুভব করে, বাকিরা শুধু শরীর ভেজায়।

আমি বৃষ্টি ভালোবাসি, কেননা এই বৃষ্টিই মাঝে মাঝে বুঝতে সাহায্য করে যে পৃথিবীতে দুঃখের দিনও বিদ্যমান।

এক পশলা বৃষ্টির পরে সবসময়ই ভালো কিছু সবার জন্য অপেক্ষা করে।

বৃষ্টি শেষে সূর্য আবার উঠবে, তাই ব্যথার পরে সুখ আবার আসবে

আকাশে মেঘ জমলে, আকাশ যেরকম কাঁদে, মনের মাঝে ও মেঘ জমলে, মন তখন কাঁদে

আজ আকাশে বৃষ্টির ছোঁয়া, কিন্তু আমার মনে ব্যথার ছোঁয়া।

বৃষ্টি নিয়ে স্ট্যাটাস

নিজের মনের স্মৃতিগুলো বৃষ্টি নিয়ে স্ট্যাটাস ফেসবুকে দিয়ে শেয়ার করতে পারেন। বৃষ্টির সাথে মানুষ কেমন যেন মন খারাপ করে। কারণ বৃষ্টি মানুষের মাঝে শান্ত ভাব এনে দেয়। যার ফলে মানুষ নিজের জীবনের বিভিন্ন দুঃখ-বেদনা সম্পর্কে ভাবতে শুরু করে। তাই নিজে থেকে কিছু বৃষ্টি নিয়ে স্ট্যাটাস সংগ্রহ করে নিন।

বৃষ্টি নামলে মনে সব সময় ছোটবেলার স্মৃতি মনে পড়ে। এই বৃষ্টিতে কতই না আমি ভিজেছি। আজ সময়ের ব্যস্ততায় বৃষ্টিতে আর ভেজা হয় না।

মন তো চায় আগের মতোই বৃষ্টিতে ভিজি। কিন্তু জীবনের আগের জায়গায় দাঁড়িয়ে নেই। তবুও হঠাৎ করে নিজেকে বৃষ্টির মাঝে মেলে দিতে মন চায়।

rain day love

এই বৃষ্টির সাথে তুমি কেন এলেনা আমার শহরে, বৃষ্টি শেষ হলেও এই শহরে তোমার আর দেখা মিলবে না।

একসাথে বৃষ্টিতে ভিজেছিলাম দুজনে, এখন এগুলো শুধু স্মৃতি। এখন আকাশে মেঘ জমে বৃষ্টি নামলে তুমি আর আসবে না ভিজতে।

বৃষ্টিতে ভিজে কান্না করার একটি পজিটিভ দিক রয়েছে। কারণ তখন কেউ বুঝতে পারবে না আপনি কান্না করছেন।

মেঘের সাথে মেঘ যখন অভিমান করে, তখন ঐ আকাশ থেকে বৃষ্টি পড়ে। তাই এই বৃষ্টি দেখে আমারও মনে অভিমান বাড়ে।

বৃষ্টি নিয়ে ছন্দ

সবাই চাই বৃষ্টির ছন্দ বৃষ্টির সময় একজন আরেক জনকে পাঠাতে। বৃষ্টির স্মৃতি মনে করে বিভিন্ন কবিগণ বৃষ্টি নিয়ে বিভিন্ন উক্তি লিখে গিয়েছেন।যার জন্য মানুষ গুগলে বৃষ্টি নিয়ে কবিদের উক্তি অনুসন্ধান করে। নিচে আপনাদের জন্য কিছু বৃষ্টি নিয়ে ছন্দ তুলে ধরা হয়েছে।

বৃষ্টির পরেই সূর্য আবার উদিত হবে, জীবনও এরকমই; খারাপ সময় পেরিয়ে ভালো সময়ও সবার জীবনে হাজির হয়।

জীবনের কতগুলো মূল্যবান মূহুর্ত আমরা পার করি রঙধনুর অপেক্ষায়, স্রষ্টাকে ধন্যবাদ জানানোর আগে!

যখন মেঘের দল আর বোঝা সহ্য করতে পারে না, তখনই স্বর্গের কান্না হয়ে ভেংগে পড়ে বৃষ্টি।

জীবন ঝড় কেটে যাওয়ার জন্য অপেক্ষা করার মধ্যে নয়, জীবনের মূল উপপাদ্য বৃষ্টিতে ভিজতে ও উপভোগ করার মধ্যে।

বৃষ্টি এক অমূল্য আশির্বাদ; এ যেনো মেঘের মাটির বুকে নেমে আসা। সেখানেই আছে জীবন, কেননা বৃষ্টি ছাড়া কোনো জীবনের অস্তিত্ব থাকতো না।

বৃষ্টি বিনা কিছুই বেড়ে ওঠে না, তাই জীবনের ঝড়গুলোকে আকড়ে ধরে শক্ত থাকতে শেখো।

বৃষ্টি নিয়ে উক্তি

বৃষ্টি মানে ভালোবাসা, বৃষ্টি মানে আনমনা স্মৃতি। মন তো সবসময়ই চাই বৃষ্টির সাথে হারিয়ে যেতে। যার জন্য সবাই বৃষ্টি নিয়ে উক্তি ফেসবুকে পোস্ট করে। আপনাদের মনের আশা পূরণ করে বৃষ্টি নিয়ে দারুণ সব বৃষ্টি নিয়ে উক্তি নিচে দেওয়া হয়েছে।

বৃষ্টির ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুই পাথরে গর্ত করে তোলে, কিন্তু তা তার ক্ষিপ্রতার জন্য নয়; বরং অনবরত পতনের ফলে।

আমি বৃষ্টিতে হাটতে ভালোবাসি,কারণ তখন কেউ আমার কান্না দেখতে পায় না।

আমার দৃষ্টিতে জীবন এমনই; তুমি যদি রঙধনুর দেখা পেতে চাও, তবে তোমাকে বৃষ্টির সাথে মানিয়ে নিতেই হবে।

rain day new

বৃষ্টিই হোক সেই মাধ্যম যা মুছে দিক গতদিনের সকল জড়া, গ্লানি ও কষ্ট ।

যদি বৃষ্টি না হতো তাহলে আমরা কখনই সূর্যের আলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ পেতাম না।

১৫. যখন বৃষ্টি পরে তখন প্রত্যাশা করো রংধনুর, আর যখন নেমে আসে আঁধার তখন প্রত্যাশা করো তারার।

বৃষ্টি নিয়ে কবিদের উক্তি

অনেকেই আছেন বৃষ্টি নিয়ে কবিতা ক্যাপশন পেতে চান। তাদের জন্য বৃষ্টি নিয়ে ক্যাপশন ইংরেজি নিচে দেওয়া হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই বৃষ্টি নিয়ে ফানি স্ট্যাটাস দিতে পারবেন। অন্যদিকে বৃষ্টি নিয়ে ইসলামিক ক্যাপশন উল্লেখ করা হয়েছে আপনাদের জন্য। তাই নিচে থেকে বৃষ্টি নিয়ে সেরা কবিদের উক্তি সংগ্রহ করে নিন।

ঝড়ের নামকরন মানুষ নামানুসারে করা হতেই পারে,কিন্তু বৃষ্টির নাম করন করা হয় আত্মার খাতিরে। কেননা ঝড় আমাদের জীবনে যতই অন্ধকার আর ভয়ের জাগরণ করুক না কেনো,বৃষ্টি ঠিকই আমাদের মনকে শিথিল করে তোলে।

যারা এই মন্ত্রে বিশ্বাসী যে শুরু সূর্যালোকই প্রকৃত সুখের আভাস, তারা বৃষ্টিতে ভিজতে অভ্যাস্ত নয়।

কাব্য রচনার শব্দ ঠিক মাটিতে বৃষ্টি বিন্দু পরার মত, আর কলমের কালির গন্ধ হলো বৃষ্টির পর মাটির সুবাসের মত।

মেঘ আমার জীবনে ভেসে ভেসে আসে কিন্তু অন্ধকার নিয়ে না; বরং আমার জীবনের সূর্যাস্তে এক নতুন রঙ যোগ করতে।

বৃষ্টি বিন্ধুর পতনের শব্দের কোনো অনুবাদ প্রয়োজন হয় না।

বৃষ্টি নিয়ে ফেসবুক স্ট্যাটাস

এই মেঘলা দিনে, একলা ঘরে বসে নাতো মন। তাই মেঘ দেখার সাথে সাথে বৃষ্টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করে দিন। যাতে আপনার পোস্ট দেখে সবাই বৃষ্টি দিনের স্মৃতি মনে করতে পারে। নিচে আপনাদের জন্য সবচাইতে ভালো বৃষ্টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়েছে।

আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি কারণ তখন কেউ আমার কান্না দেখতে পায়না।

বৃষ্টির পরেই সূর্য আবারও উদিত হবে, জীবনটাও এরকমই; খারাপ সময় পেরিয়ে ভালো সময় সবার জীবনেই উদিত হয়।

জীবন মানে ঝড় কেটে যাওয়ার অপেক্ষা করা নয়। এটি বৃষ্টির সময় সকল মনোমালিন্যের কথা ভুলে গিয়ে সামনে এগিয়ে যাওয়া।

বৃষ্টি শেষে সবাই ফিরবে তার আপন নীড়ে, এই ব্যস্ত শহর থেমে যায় ঝড় বৃষ্টির সাথে। মাঝে মাঝে এক পশলা বৃষ্টি হোক এই শহরে। যাতে যান্ত্রিক মানুষগুলো কিছু সময়ের জন্য স্থির হয়।

raining

এই শহরের প্রতিটি বৃষ্টি কোণা তোমায় খুজে, কিন্তু বৃষ্টি শেষ হলেও তোমার দেখার পাওয়া যায় না।

ঝড় বৃষ্টির মত আমাদের জীবনেও ঝড় আসে, কিন্তু হতাশ না হয়ে সামনে এগিয়ে যেতে হবে। কারণ ঝড়-বৃষ্টি কিছু সময়ের জন্য আসে।

আমার শহরে প্রতিদিন বৃষ্টি আসে, কিন্তু তুমি কখনো রোদ নিয়ে আসো না।

বৃষ্টির ছবির ক্যাপশন

বৃষ্টি নিয়ে ছবির ক্যাপশন সবাই পেতে চায়। কিন্তু কোন ওয়েবসাইটে ভালো মানের বৃষ্টি নিয়ে ছবি দেয়া নেই। তা আপনাদের জন্য ভালো মানের কিছু বৃষ্টি ছবির ক্যাপশন নিচে দেওয়া হয়েছে। নিজের পছন্দের বৃষ্টির ছবির ক্যাপশন অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।

বৃষ্টি আসলে সবচাইতে খুশি হয় প্রকৃতি। কারণ বৃষ্টি আসে প্রকৃতিকে নতুন রূপ দিয়ে যায়।

সকালের বৃষ্টি এবং মেয়েদের চোখের জল একে অপরের থেকেও দ্রুত শুকিয়ে যায়।

rain day pic

একদিনের বৃষ্টির ফলে সারা বছরের খরা কেটে যায়।

rain day

বৃষ্টি বিলাস উপভোগ করার সুযোগ সবার হয় না। যাদের হয় তারাই বুঝে প্রকৃতি কাঁদলে মানুষের কি সুখ হয়!

বৃষ্টির সময় বৃষ্টি নিয়ে ক্যাপশন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন। আরো নতুন নতুন বৃষ্টি নিয়ে স্ট্যাটাস পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

আরও দেখুনঃ

বৃষ্টি নিয়ে কবিতা 

রংধনু নিয়ে ফেসবুক স্ট্যাটাস, উক্তি ও ক্যাপশন

প্রকৃতি নিয়ে ক্যাপশন, উক্তি ও ইসলামিক ক্যাপশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top