মালিন্দো এয়ারলাইন্স হলো মালয়েশিয়ার একটি সংস্থা। এই বিমান সংস্থার মাধ্যমে বাংলাদেশ থেকে অনেকেই ভ্রমণ করে। এই এয়ারলাইন্সের মাধ্যমে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, হংকং, অস্ট্রেলিয়া, মালয়েশিয়ায়, ভিয়েতনাম, শ্রীলংকা এবং নেপালের মতো অনেক দেশে ভ্রমণ করা যায়।
বাংলাদেশের অনেক এজেন্সি মালিন্দ এয়ার টিকিট বুকিং করে। যারা এজেন্সি বা দালালের মাধ্যমে মালিন্দর টিকিট সংগ্রহ করেছেন। তাদের একটি বিষয় সংশয় হয়, আদৌও টিকিটি আসল না নকল। আপনি সকল প্রস্তুতি নিয়ে এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করতে যাচ্ছেন। এমন অবস্থায় আপনি দেখলেন টিকিটটি নকল। এক্ষেত্রে আপনাকে ফিরে আসতে হবে।
কিংবা দেখা গেল আপনার টিকিটের সিডিউল পরিবর্তন হয়েছে। এক্ষেত্রেও আপনাকে ফিরে আসতে হবে। এ সকল ঝামেলা অতিক্রম করতে এই পোস্টে থাকা পদ্ধতি অবলম্বন করে জেনে নিন, আপনার হাতে থাকা টিকিটের যাবতীয় তথ্য। বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন।
Contents
মালিন্দো এয়ার টিকিট চেক
মালিন্দো এয়ার টিকিট চেক করা পূর্বে এই সংস্থাটি সম্পর্কে কিছু বিষয় জেনে রাখা প্রয়োজন। এই সংস্থাটির যাত্রা শুরু হয় ২০১২ সালে। এই সংস্থাটি মালয়েশিয়ার নিয়ন্ত্রণে যা মালয়েশিয়ার সেলেংগারে অবস্থিত। তাদের বর্তমান বিমান সংখ্যা ২২ টি এই সংস্থাটি পৃথিবীর ৬৯ ডেস্টিনেশনের ফ্লাইট পরিচালনা করছে। তাই বলা যায় এই সংস্থাটি গ্রাহকদের সেবা প্রদানে অনেক গুরুত্ব দিয়েছে। এজন্য অল্প খরচে অনেকেই এই সংস্থার মাধ্যমে বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকে।
মালিন্দো এয়ার টিকিট চেক করার পদ্ধতি
যেহেতু অল্প খরচে এই এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করা যায়। এক্ষেত্রে অনেকেই এই এয়ারলাইন্সের মাধ্যমে বিভিন্ন দেশে ভ্রমন করে। আপনার টিকিটি যদি হাতে পেয়ে থাকেন। টিকিট চেকিং সংস্থার মাধ্যমে চেক করা সিদ্ধান্ত নেন। এক্ষেত্র তাদেরকে কিছু টাকা দিতে হয় এবং অনেক সময় অপেক্ষা করতে হয়। এক সকল ঝামেলা অতিক্রম করে আপনি অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন। তাদের অফিসিয়াল ওয়েবসাইটের প্রবেশ করে, কিছু তথ্য প্রদান করার মাধ্যমে টিকিটের যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন।
অনলাইনে মালিন্দো এয়ার টিকিট চেক
টিকেট চেক করার জন্য প্রথমে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের প্রবেশ করুন। তাদের অফিসিয়াল ওয়েবসাইটের প্রবেশ করার জন্য দুটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। প্রথমটি হল আপনার স্মার্টফোনের একটি ব্রাউজার সিলেক্ট করুন, হতে পারে তা কোন ব্রাউজার। সার্চ বক্স লিখুন মালিন্দো এয়ার এবং ক্লিক করুন। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। অথবা আমাদের এই পোস্টে থাকা malindo air লিঙ্কে ক্লিক করুন। তাহলে সরাসরি তাদের অফিসার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে।
- প্রথম ধাপ: malindo air ওয়েবসাইটের প্রবেশ করার পর continue বাটনে ক্লিক করুন।
- দ্বিতীয় ধাপ: মেনুবার থেকে manage booking এ ক্লিক করুন একটি ফর্ম আসবে।
- তৃতীয় ধাপ: উক্ত স্থানে PNR নাম্বার, fast name ও last name বসিয়ে, manage booking বাটনে ক্লিক করুন।
- চতুর্থ ধাপ: টিকিটের তথ্য যদি সঠিক হয় একটি স্ট্যাটাস আসবে। এই স্ট্যাটাস থেকে টিকিটের যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন।
মালিন্দো এয়ার টিকিট চেক করার নিয়ম
একটি টিকিট চেক করার মাধ্যমে সাধারণত যে বিষয়ে লক্ষ্য রাখা উচিত। টিকিট বুকিং আছে কিনা এবং টিকিটের শিডিউল। এসব বিষয়ে ছাড়াও আরো যে তথ্যগুলো জেনে রাখা প্রয়োজন। টিকিট আসল কিনা, টিকিটের স্ট্যাটাস, টিকিট গ্রুপ কিনা, ফ্লাইট কখন ছাড়বে, কোথায় ল্যান্ড করবে ইত্যাদি সহ আরো বেশ কিছু তথ্য। টিকিটের স্ট্যাটাস থেকে বেশ কিছু তথ্য জানার জন্য আপনাকে একটু ঘাটাঘাটি করে দেখে নিতে হবে। কোন ফলাফল না আসে এ ক্ষেত্রে যার মাধ্যমে টিকিটটি তৈরি করেছেন তার সাথে দ্রুত যোগাযোগ করুন।
আশা করা যায় এই পদ্ধতি গুলো অবলম্বন করে। আপনি খুব সহজেই টিকিটি চেক করে নিতে পারবেন। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে চাইলে দেখে নিতে পারেন। হয়তো আপনার উপকার আসতে পারে।
আরও দেখুনঃ
গালফ এয়ারলাইন্স টিকিট চেক করার পদ্ধতি | Gulf Air Ticket Check by Ticket Number
এমিরেটস এয়ারলাইন্স টিকেট চেক | Emirates Online Ticket Checking
কুয়েত এয়ারওয়েজ টিকিট চেক করার নিয়ম ও যাচাই করার লিংক
মালয়েশিয়া এয়ারলাইন্স টিকিট চেক | Malaysia Airlines Ticket Check
সৌদি এয়ারলাইন্স টিকিট চেক – অনলাইনে Saudi Airlines Ticket Check
ইউ এস বাংলা এয়ারলাইন্স টিকিট চেক | ইউএস-বাংলা এয়ারলাইন্স টিকেট বুকিং