ইসলামিক বানী, উক্তি, ছবি ও কবিতা

ইসলামিক বানী, উক্তি, ছবি ও কবিতা

আসসালামু আলাইকুম আমরা এই পোস্টে আপনাদের মাঝে তুলে ধরেছি ইসলামিক বাণী, ইসলামিক বাণী সমূহ, ইসলামিক বাণী ও উক্তি, ইসলামিক বাণী চিরন্তণী, ইসলামিক বাণী পিকচার, ইসলামিক বাণী কথা,ইসলামিক বানী ছবি ও ইসলামীক কবিতা। আমরা এই পোস্টে আপনাদের জন্য ইসলামিক বাণী তুলে ধরেছি। আজকের এই পোস্টে থেকে আপনারা ইসলামিক বানী সংগ্রহ করতে পারবেন। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনি যা জানতে চান সবকিছু আপনি জানতে পারবেন ইসলামের মাধ্যমে।

ইসলাম অনুযায়ী চললে আপনি জীবনে কখনো হতাশ হবেন না জীবন হবে পরিপূর্ণ। ইহকালের জীবনে সৎ পথে চললে এর ফল অবশ্যই পরকালে ভাল পাবেন। অবশ্যই সৎপথের ফল ভালো হয় তাই ইসলাম অনুযায়ী চলুন। ইহকালের জীবন চিরস্থায়ী নয় নয়, আখেরাতের জীবন চিরস্থায়ী। তাই জীবনে যাই কিছু করতে চান অবশ্যই সৎ উদ্দেশ্যে করুন ইসলাম মেনে চলুন। তাহলে ইহকাল ও পরকাল উভয় জায়গায় লাভবান হবেন।

ইসলামিক বানী

অনেকে ইসলামিক বাণী খোঁজ করে থাকে। তাই আমরা এই পোস্টে ইসলামিক বাণী তুলে ধরেছি। আশা করি আজকের এই পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে। ইসলামিক বাণী নিচে দেয়া হয়েছে সংগ্রহ করে নিন।

  • সৎ লোক সবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত যায় ।
    — হযরত সুলাইমান (আঃ)
  • সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ ।
    — হযরত আলী (রাঃ)
  • বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র ।
    — আল হাদিস
  • ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও ।
    — হযরত সুলাইমান (আ:)
  • আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয় ।
    — ইবনে সিনা
  • অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মত ভাবে ।
    — হযরত আলী (রাঃ)
  • পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন করা শ্রেষ্ঠতর ।
    — হযরত আলী (রাঃ)

ইসলামিক বানী

  • সে ব্যক্তি মুমিন নয়, যে নিজে তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে ।
    — হযরত মুহাম্মদ (সাঃ)

ইসলামিক বানী সমূহ

আপনারা যারা ইসলামিক বাণী সমূহ খোঁজ করছেন। তারা আজকের এই পোস্টে পেয়ে যাবেন। আমরা এই পোস্টে ইসলামিক বাণী সমূহ তুলে ধরেছি‌। আশা করি আজকের এই পোষ্ট আপনাদের কাছে ভালো লাগবে।

  • যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না ।
    — হযরত আলী (রাঃ)
  • পাঁচটি ঘটনার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যবান মনে করবেঃ তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে, ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে , দরিদ্রতার পূর্বে স্বচ্ছতাকে , কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে ।
    — আল-হাদিস
  • অভ্যাসকে জয় করাই পরম বিজয় ।
    — হযরত আলী (রাঃ)
  • যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না ।
    — হযরত আলী (রাঃ)
  • উহাই শ্রেষ্ঠ দান যাহা হৃদয় হইতে উৎসারিত হয় এবং রসনা হতে ক্ষরিত হয়ে ব্যথিত এর ব্যাথা দূর করে ।
    — আল হাদিস
  • সত্য লোকের নিকট অপ্রিয় হলেও তা প্রচার করো ।
    — আল হাদিস

ইসলামিক বানী সমূহ

  • আল্লাহ তা’আলার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন ।
    — আল হাদিস

ইসলামিক বাণী ও উক্তি

আপনারা যারা ইসলামিক বানী ও উক্তি খোঁজ করছেন। তারা আজকের এই পোস্ট থেকে সংগ্রহ করে নিন। ইসলামিক বাণী ও উক্তি নিচে দেয়া হয়েছে সংগ্রহ করে নিন।

  • আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন। হযরত মোহাম্মদ (সঃ
  • অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে ” – হযরত আলী (রাঃ)
  • যে নিজে সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না ” —- হযরত আলী (রাঃ)
  • সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ ” – হযরত আলী (রাঃ)
  • নিজেই প্রতিশোধ নিও না, আল্লাহর জন্যঅপেক্ষা কর। তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন।- হযরত সুলাইমান (আঃ)
  • রাসূলুল্লাহ সাঃ বলেছেনঃ তোমরা (অযাচিত) পার্থিব সম্পদ প্রহন করো না। কেননা, এর দ্বারা তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে।- তিরমিজি, হাদিস নং ২৩২৮
  • নিশ্চই আল্লাহ তা’আলা সকল ব্যথিত ও চিন্তিত অন্তরকে ভালোবাসেন। – শু’আবুল ঈমান-৮৬৬
  • যে রব (আল্লাহ্‌) গতকাল আপনার জন্য যথেষ্ট ছিলেন, তিনি আগামীকালও আপনার জন্য যথেষ্ট হবেন।- শাইখ আলী জাবের আল ফীকি হাফিযাহুল্লাহ
  • রাসূলুল্লাহ সাঃ বলেছেন, আমি পুরুষের জন্য নারীর চেয়ে বড় কোন ফিতনা রেখে যাচ্ছি না। — বুখারী, ৫০৯৬
  • যে ব্যক্তি জুমু’আহর দিনে সূরা কাহাফ পাঠ করবে, তাঁর ঈমানের নূর এক জুম’আহ হতে আরেক জুমু’আহ পর্যন্ত বিচ্ছুরিত হতে থাকবে। — সহীহ আত-তারগীব হা/৭৩৬

ইসলামিক বানী চিরন্তনী

অনেকেই ইসলামিক বাণী চিরন্তনী খোঁজ করে থাকে। ইসলামিক বানী জ্ঞানের হয়, ইসলামিক বানী থেকে শিক্ষা গ্রহণ করা যায়। এবং ইসলামিক শিক্ষা গ্রহণ করে সে অনুযায়ী জীবন-যাপন করা যায়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম অনুসরণ করলে ইহকাল ও পরকাল উভয় জায়গায় লাভবান হওয়া যায়। তাই আমরা সকলেই ইসলাম অনুসরণ করব, ইসলাম মেনে জীবন যাপন করব।

  • পাপ লুকানোর চেষ্টা করে কোনোদিন সফলকাম হতে পারে না। পাপের কথা স্বীকার করে যদি কেউ তা ত্যাগ করার চেষ্টা করে তবে তার পক্ষে সফলতা লাভ করা স্বাভাবিক ” – হযরত আলী (রাঃ)
  • বড়দের সম্মান কর, ছোটরা তোমাকে সম্মান করবে ”- হযরত আলী (রাঃ)
  • হীনব্যক্তির সম্মান করা ও সম্মানীয় ব্যক্তির অপমান করা একই প্রকার দোষের ”- হযরত আলী (রাঃ)
  • যা সত্য নয় তা কখনো মুখে এনো না । তাহলে তোমার সত্য কথাকেও লোকে অসত্য বলে মনে করবে ”- হযরত আলী (রাঃ)
  • বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না ” – হযরত আলী (রাঃ)
  • বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। ” – হযরত আলী (রাঃ)
  • রাসূলুল্লাহ সা; বলেছেনঃ যে ব্যক্তি জ্ঞাতসারে তাঁর প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে তৃপ্তিভরে খেয়ে রাত যাপন করে, সে আমার প্রতি ঈমান আনেনি।তাবরানি-৭৫১
  • গুনাহের সাগর আমাকে নিমজ্জিত করে নিয়েছে। ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। তবুও আমি আল্লাহর রহমতের আশাবাদী। — বইঃ আল্লাহর প্রতি সুধারনা
  • বুদ্ধিমান ঐ ব্যক্তি, যে নিজের হিসাব গ্রহন করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। আর অক্ষম (নির্বোধ) ঐ ব্যক্তি, যে প্রবৃত্তির অনুসরন করে আর আল্লাহ তা’আলার কাছে অযৌক্তিক আশা করে। – জামে তিরমিযী ২/৭২

ইসলামিক বাণী পিকচার

আপনারা যারা ইসলামিক বানি পিকচার খোঁজ করছেন। তারা আজকের এই পোস্ট থেকে সংগ্রহ করে নিন। আমরা এই পোস্টে ইসলামিক বাণী পিকচার তুলে ধরেছি। আশা করি আজকের এই পোষ্ট আপনাদের কাছে ভালো লাগবে।

  • অভ্যাসকে জয় করাই পরম বিজয় ” – হযরত আলী (রাঃ)
  • মানুষের সাথে তাদের বুদ্ধি পরিমাণ কথা বলো ” – হযরত আলী (রাঃ)
  • কার্পণ্য ত্যাগ করো নতুবা তোমার আপনজনরা তোমার জন্য লজ্জিত হবে এবং অপরে তোমাকে ঘৃণা করবে ” – হযরত আলী (রাঃ)
  • অযাচিত দানই দান, চাহিলে অনেক সময় চক্ষুলজ্জায় লোকে দান করে, কিন্তু তা দান নহে ” – হযরত আলী (রাঃ)
  • ধনসম্পদ হচ্ছে কলহের কারণ, দুর্যোগের মাধ্যমে কষ্টের উপলক্ষে এবং বিপদ আপদের বাহন ” – হযরত আলী (রাঃ)
  • ধনসম্পদ হচ্ছে কলহের কারণ, দুর্যোগের মাধ্যমে কষ্টের উপলক্ষে এবং বিপদ আপদের বাহন ” – হযরত আলী (রাঃ)
  • স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পে তুষ্টির চাইতে বগ সুখ আর কিছু নেই ” – হযরত আলী (রাঃ)

ইসলামিক বাণী পিকচার

  • যে ব্যক্তি ক্ষতিকারক সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেওয়ার খালেস নিয়ত করে, রমাদান তাঁর জন্য অনেক বড় একটা সুযোগ।
    — মুহাম্মদ ইবনে উসাইমিন, ১৯/১৮৩
  • সবচেয়ে উপকারী একটি ঔষধ হলো (দোয়া করতে থাকা) লেগে থাকা।
    — আল জাওয়াবুল কাফী, ১১

ইসলামিক বাণী কথা

অনেকেই ইন্টারনেটে অনুসন্ধান করে থাকে ইসলামিক বাণী কথা। তাই আমরা এই পোস্টে তুলে ধরেছি ইসলামিক বাণী কথা। আশা করি আজকের এই পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।

  • যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না ” – হযরত আলী (রাঃ)
  • যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না! ” – হযরত আলী (রাঃ)
  • মনে রেখো তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু ” – হযরত আলী (রাঃ)
  • তোমার যা ভাললাগে তাই জগৎকে দান কর, বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করবে ” – হযরত আলী (রাঃ)
  • কার্পণ্য ত্যাগ করো নতুবা তোমার আপনজনরা তোমার জন্য লজ্জিত হবে এবং অপরে তোমাকে ঘৃণা করবে ” – হযরত আলী (রাঃ)
  • বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। ” – হযরত আলী (রাঃ)
  • অযাচিত দানই দান, চাহিলে অনেক সময় চক্ষুলজ্জায় লোকে দান করে, কিন্তু তা দান নহে ” – হযরত আলী (রাঃ)
  • দরিদ্রকে দান করিলে সেই দানের জন্য একটি পুরষ্কার আছে। কিন্তু অভাবগ্রস্ত আত্নীয়-স্বজনকে দান করিলে সেই দান করিলে সেই দানের জন্য দুইটি পুরষ্কার আছে, একটি দানের জন্য, অন্যটি আত্নীয়কে সাহায্য করার জন্য। ” – আল হাদিস

ইসলামিক বাণী ফটো

ইসলামিক বাণী ফটো আপনারা যারা খোঁজ করছেন‌ তারা এই পোস্ট থেকে সংগ্রহ করে নিন। আমরা এই পোস্টে ইসলামিক বানী ফটো তুলে ধরেছি। আশা করি আজকের এই পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।

  • মানুষের ভিতরে এমন একটি অংশ আছে ওই অংশটি যদি পরিশুদ্ধ হয় তাহলে মানবদেহের পুরো অংশ পরিশুদ্ধ হয়। কিন্তু যদি ওই অংশটি নষ্ট হয়ে যায়, তাহলে মানবদেহের পুরো অংশ নষ্ট হয়ে যায়। সেই অংশটি হলো ”আত্মা”। ” – আল হাদিস
  • মাতা পিতাকে কষ্ট দিবে না। তারা যদি তোমাকে তোমার সন্তান সন্ততি ও বিষয় সম্পদ থেকে বিচ্ছিন্ন করে দেয় তবুও। – আল হাদিস
  • শিক্ষা অর্জনে সূদুর চীন দেশে যেতে হলে যাও ” – আল হাদিস
  • সত্য লোকের নিকট অপ্রিয় হইলেও তাহা প্রচার কর ” – আল হাদিস
  • সন্তান তাঁর নামে পরিচিত হবে যার শয্যায় সে ভূমিষ্ঠ হয়েছে ,,, ” – আল হাদিস
  • সত্যবাদীরা সুকর্মের পথ দেখায় আর সুকর্ম বেহেশতের পথ দেখায় ” – আল হাদিস
  • যে-ব্যক্তি বাক্যে কর্মে ও চিন্তায় সত্য নয়, সে প্রকৃত প্রস্তাবে সত্যনিষ্ঠ নহে ” – আল হাদিস
  • জুলুম ও অত্যাচারী লোক কিয়ামতের দিন অন্ধ হইয়া উঠিবে ” – আল হাদিস

ইসলামিক বাণী ফটো

  • রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ ” – আল হাদিস

ইসলামিক বানী ছবি

আপনারা যারা ইসলামিক বাণী ছবি খোঁজ করছেন। তারা আজকের এই পোস্ট থেকে সংগ্রহ করে নিন। আমরা এই পোস্টে ইসলামিক বানী ছবি তুলে ধরেছি। ইসলামিক বাণী ছবি নিচে দেয়া হয়েছে সংগ্রহ করে নিন।

  • যদি আপনি রোগাক্রান্ত হন, তবে এই রোগ সেই সত্তার কাছ থেকেই এসেছে, যিনি আপনাকে ভালোবাসেন।
    — বইঃ বিপদ যখন নিয়ামত ২
  • রাসূল সাঃ বলেছেন- মদিনা থেকে ইসলাম ছড়িয়ে পড়েছে, ইসলাম আবার মদিনায় ফিরে আসবে ঠিক যেমন সাপ তাঁর গর্তে ফিরে যায়।
    — সহি বুখারী হাদীস নং ১৮৭৬
  • উহাই শ্রেষ্ঠ দান যাহা হৃদয় হইতে উৎসারিত হয় এবং রসনা হইতে ক্ষরিত হইয়া ব্যথিতের ব্যথা দূর করে ” – আল হাদিস
  • রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত ” – আল হাদিস
  • ধণী হওয়া ধনের উপর নির্ভর করে না, নির্ভর করে মনের তৃপ্তির উপর ” – আল হাদিস
  • ধনের যদি সদ্ব্যবহার করা হয়, তবে ইহা সুখের কারণ এবং সদুপায়ে ধনবৃদ্ধি করিতে সকলেই বৈধভাবে চেষ্টা করিতে পারে। ”- আল হাদিস

ইসলামিক বানী ছবি

  • সালাত জান্নাতের চাবি ” – আল হাদিস
  • রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরুপ ‘ – আল হাদিস

ইসলামিক কবিতা

আপনারা যারা ইসলামিক কবিতা পড়তে চান বা সংগ্রহ করতে চান। তারা আজকের এই পোস্টে পেয়ে যাবেন। আমরা এই পোস্টে ইসলামিক কবিতা তুলে ধরেছি। আশা করি এই পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।

আযান – কায়কোবাদ

কে ওই শোনাল মোরে আযানের ধ্বনি।
মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর
আকুল হইল প্রাণ, নাচিল ধমনী।
কি মধুর আযানের ধ্বনি!
আমি তো পাগল হয়ে সে মধুর তানে,
কি যে এক আকর্ষণে, ছুটে যাই মুগ্ধমনে
কি নিশীথে, কি দিবসে মসজিদের পানে।

হৃদয়ের তারে তারে, প্রাণের শোণিত-ধারে,
কি যে এক ঢেউ উঠে ভক্তির তুফানে-
কত সুধা আছে সেই মধুর আযানে।
নদী ও পাখির গানে তারই প্রতিধ্বনি।
ভ্রমরের গুণ-গানে সেই সুর আসে কানে
কি এক আবেশে মুগ্ধ নিখিল ধরণী।
ভূধরে, সাগরে জলে নির্ঝরণী কলকলে,
আমি যেন শুনি সেই আযানের ধ্বনি।

আহা যবে সেই সুর সুমধুর স্বরে,
ভাসে দূরে সায়াহ্নের নিথর অম্বরে,
প্রাণ করে আনচান, কি মধুর সে আযান,
তারি প্রতিধ্বনি শুনি আত্মার ভিতরে।
নীরব নিঝুম ধরা, বিশ্বে যেন সবই মরা,
এতটুকু শব্দ যবে নাহি কোন স্থানে,
মুয়াযযিন উচ্চৈঃস্বরে দাঁড়ায়ে মিনার ‘পরে
কি সুধা ছড়িয়ে দেয় উষার আযানে!
জাগাইতে মোহমুদ্ধ মানব সন্তানে।
আহা কি মধুর ওই আযানের ধ্বনি।
মর্মে মর্মে সেই সুর বাজিল কি সমধুর
আকুল হইল প্রাণ, নাচিল ধমনী।

————————————————–

এক আল্লাহ জিন্দাবাদ __কাজী নজরুল ইসলাম

উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;
আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।
উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,
আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।
উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই;
নিত্য মৃত্যু-ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই!
ওরা মরিবেনা, যুদ্ব বাধিঁলে ওরা লুকাইবে কচুবনে,
দন্তনখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে।

ওরা নির্জীব; জিব নাড়ে তবু শুধূ স্বার্থ ও লোভবশে,
ওরা জিন, প্রেত, যজ্ঞ, উহারা লালসার পাঁকে মুখ ঘষে।
মোরা বাংলার নব যৌবন,মৃত্যুর সাথে সন্তরী,
উহাদের ভাবি মাছি পিপীলিকা, মারি না ক তাই দয়া করি।
মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী,
অবিশ্বাসীরাই শয়তানী-চেলা ভ্রান্ত-দ্রষ্টা ভুল-ভাষী।
ওরা বলে, হবে নাস্তিক সব মানুষ, করিবে হানাহানি।
মোরা বলি, হবে আস্তিক, হবে আল্লাহ মানুষে জানাজানি।

উহারা চাহুক অশান্তি; মোরা চাহিব ক্ষমাও প্রেম তাহার,
ভূতেরা চাহুক গোর ও শ্মশান, আমরা চাহিব গুলবাহার!
আজি পশ্চিম পৃথিবীতে তাঁর ভীষণ শাস্তি হেরি মানব
ফিরিবে ভোগের পথ ভয়ে, চাহিবে শান্তি কাম্য সব।
হুতুম প্যাচারা কহিছে কোটরে, হইবেনা আর সূর্যোদয়,
কাকে আর তাকে ঠোকরাইবেনা, হোক তার নখ চষ্ণু ক্ষয়।

বিশ্বাসী কভু বলেনা এ কথা, তারা আলো চায়, চাহে জ্যোতি;
তারা চাহে না ক এই উৎপীড়ন এই অশান্তি দূর্গতি।
তারা বলে, যদি প্রার্থনা মোরা করি তাঁর কাছে এক সাথে,
নিত্য ঈদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে।
সাত আসমান হতে তারা সাত-রঙা রামধনু আনিতে চায়,
আল্লা নিত্য মহাদানী প্রভূ, যে যাহা চায়, সে তাহা পায়।

যারা অশান্তি দুর্গতি চাহে, তারা তাই পাবে, দেখো রে ভাই,
উহারা চলুক উহাদের পথে, আমাদের পথে আমরা যাই।
ওরা চাহে রাক্ষসের রাজ্য, মেরা আল্লার রাজ্য চাই,
দ্বন্দ্ব-বিহীন আনন্দ-লীলা এই পৃথিবীতে হবে সদাই।
মোদের অভাব রবে না কিছুই, নিত্যপূর্ণ প্রভূ মোদের,
শকুন শিবার মত কাড়াকাড়ি করে শবে লয়ে– শখ ওদের!
আল্লা রক্ষা করুন মোদেরে, ও পথে যেন না যাই কভূ,
নিত্য পরম-সুন্দর এক আল্লাহ্ আমাদের প্রভূ।

পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক, ভালো হোক ভালো,
এই বিদ্বেষ-আঁধার দুনিয়া তাঁর প্রেমে আলো হোক, আলো।
সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে,
তাঁহার আলোক প্রতিভাত হোক এই ঘরে ঘরে পথে পথে।
দাঙ্গা বাঁধায়ে লুট করে যারা, তার লোভী, তারা গুন্ডাদল
তারা দেখিবেনা আল্লাহর পথ চিরনির্ভয় সুনির্মল।

ওরা নিশিদিন মন্দ চায়, ওরা নিশিদিন দ্বন্দ চায়,
ভূতেরা শ্রীহীন ছন্দ চায়, গলিত শবের গন্ধ চায়!
তাড়াবে এদের দেশ হতে মেরে আল্লার অনাগত সেনা,
এরাই বৈশ্য, ফসল শৈস্য লুটে খায়, এরা চির চেনা।
ওরা মাকড়সা, ওদের ঘরের ঘেরোয়াতে কভু যেয়ো না কেউ,
পর ঘরে থাকে জাল পেতে, ওরা দেখেনি প্রাণের সাগর ঢেউ।

বিশ্বাস করো এক আল্লাতে প্রতি নিঃশ্বাসে দিনে রাতে,
হবে দুলদুল – আসওয়ার পাবে আল্লার তলোয়ার হাতে।
আলস্য আর জড়তায় যারা ঘুমাইতে চাহে রাত্রিদিন,
তাহারা চাহে না চাঁদ ও সূর্য্য, তারা জড় জীব গ্লানি-মলিন।
নিত্য সজীব যৌবন যার, এস এস সেই নৌ-জোয়ান
সর্ব-ক্লৈব্য করিয়াছে দূর তোমাদেরই চির আত্বদান!
ওরা কাদা ছুড়ে বাঁধা দেবে ভাবে – ওদের অস্ত্র নিন্দাবাদ,
মোরা ফুল ছড়ে মারিব ওদের, বলিব – “এক আল্লাহ জিন্দাবাদ”।

শেষ কথা

আমরা আজকের এই পোস্টে তুলে ধরার চেষ্টা করেছি ইসলামীক বাণী। আশা করি আজকের এই পোষ্ট আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের এই পোস্ট আপনাদের কাছে ভাল লেগে থাকে। তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন।

আরও দেখুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top