আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা, কবিতা ও ছবি, উক্তি। আপনারা যারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুভেচ্ছা, ছবি ও কবিতা পেতে চান।তাদের জন্য আজকের এই পোস্ট এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে। এগুলো দিয়ে আপনি সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাতে পারবেন। কারণ বাংলা ভাষার জন্য অনেক সংগ্রাম করা হয়েছে। অনেক র*ক্ত ঝরার পর বাংলা ভাষাকে মাতৃভাষা স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই আজকের এই পোস্ট থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কবিতা এবং ছবি পাবেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস
এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুভেচ্ছা বার্তা। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুভেচ্ছা এসএমএস দেওয়া হয়েছে। আশা করি এগুলো আপনাদের অনেক ভালো লাগবে। এবং অবশ্যই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা বার্তা সবার সাথে শেয়ার করবেন।
“লক্ষ শহীদের র*ক্তের বিনিমেয়ে পেয়েছি যে বিজয় নিশান ।
প্রয়োজনে আবার র*ক্ত দিবো ঠেলে , বজায় রাখতে বিজয়ের মান ।
মোদের দেহে থাকতে র*ক্ত, বিথা যাবেনা শহীদের দান ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা”
“অত্যান্ত বিনয়ের সাথে আজকের এই মহান দিনটিতে
সকল ভাষা শহীদ দের প্রতি শ্রদ্ধা জ্ঞ্যাপন করছি”
“সারা বিশ্বে ভাষা রক্ষার এমন ইতিহাস নাই
জাতির মানুষ পথে নামলো বাংলা ভাষাকে চাই”
“আমি মুগ্ধ আমি পৃত,
আমাকে স্বীকৃতি দিয়েছে
আমার প্রাণের কথা আমার ভাষায় জানতে পারবো বলে
আমার হৃদয় স্পন্দন বেড়েছে, সত্যিই গর্বিত আমি”
“সকল ভাষা শহীদ দের প্রতি অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা জ্ঞ্যাপন করছি। মহান এই মাতৃভাষা দিবসে আসুন হিংসা বিদ্বেষ ভূলে সকলেই দেশকে ভালোবাসি। মহান ভাষা দিবসে সকল বাংলা ভাষাভাষি মানুষ দের প্রতি রইলো শুভেচ্ছা।”
আরও দেখুনঃ
- ২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা এসএমএস
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কবিতা, শুভেচ্ছা ও ছবি
- ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষণ ও রচনা
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কবিতা
অনেক বড় বড় কবিগন এই মাতৃভাষা দিবস নিয়ে কবিতা লিখে গেছেন। তাই অনেকেই ইন্টারনেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কবিতা পাওয়ার জন্য অনুসন্ধান করে। আমরা আমাদের আজকের এই পোস্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছোট কবিতা দিয়েছি। এগুলো আপনারা শহীদ দিবসের দিন ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।
ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুর বেলার অক্ত
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ?
বরকতের র*ক্ত।
হাজার যুগের সূর্যতাপে
জ্বলবে এমন লাল যে,
সেই লোহিতেই লাল হয়েছে
কৃষ্ণচূড়ার ডাল যে !
প্রভাতফেরীর মিছিল যাবে
ছড়াও ফুলের বন্যা
বিষাদগীতি গাইছে পথে
তিতুমীরের কন্যা।
চিনতে না কি সোনার ছেলে
ক্ষুদিরামকে চিনতে ?
রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে
মুক্ত বাতাস কিনতে ?
পাহাড়তলীর মরণ চূড়ায়
ঝাঁপ দিল যে অগ্নি,
ফেব্রুয়ারির শোকের বসন
পরলো তারই ভগ্নী।
প্রভাতফেরী, প্রভাতফেরী
আমায় নেবে সঙ্গে,
বাংলা আমার বচন, আমি
জন্মেছি এই বঙ্গে।
কবিতা – ২
দীর্ঘ সংগ্রামে অর্জিত তুমি ২১ শে ফেব্রুয়ারী
মিলেছে মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা।
প্রত্যাশা প্রানে তাই খালি পায়ে হেঁটে চলা
ঘুম নেই এই দিনে শ্রদ্ধা জানানোর আকুলতা।বিশ্বে প্রথম একটাই জাতি তুমি বীর বাঙ্গালী
করেছ সংগ্রাম, বিলিয়েছ জীবন ভাষার তরে।
করিগো স্মরণ তোমার সোনার ছেলেদের
রফিক, সালাম ও বরকতসহ আরো অনেকেরে।কোটি বাঙ্গালী সমবেত হয় শহীদ মিনারে
দাঁড়িয়ে ফুল হাতে শ্রদ্ধা জানাতে তোমায়।
র*ক্তে রাঙ্গানো ফেব্রুয়ারী ভুলি যে কি করে
মুখে মুখে ধ্বনিত হয় সেই সুর অবলিলায়।যারা ছিনিয়ে এনেছে বুকের তাজা র*ক্তে
তোমার হৃদয় নিংড়ানো ভালবাসার কথা।
যে ভাষায় প্রশান্তি মেলে কোটি কোটি হৃদয়ে
ছড়িয়ে দিয়ে গহিনের ফুলঝরা কথা।
আরও দেখুনঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উক্তি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে ভালো মানের কিছু উক্তি আমাদের এখানে তুলে ধরা হয়েছে। আপনি যদি মাতৃভাষা দিবসের উক্তি গুলো সবার সাথে শেয়ার করতে চান। তাহলে এখান থেকে খুব সহজেই সংগ্রহ করে সবার সাথে শেয়ার করতে পারবেন।
“তোমরা এসেছো ভেঙেছো অন্ধকার
তোমরা এসেছো ভয় করি নাকো আর
ভাষা শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা”
“বুকের র*ক্ত দিয়ে জীবনের শেষ ক্ষণে
গেয়ে গেলো তারা গান
আমার মুখের ভাষা, আমার সে প্রাণ”
মোদের গর্ব মোদের আশা
আ মরি বাংলা ভাষা
সবাইকে ভাষা দিবসের শুভেচ্ছা
কত রাজ্য, কত রাজা গড়িছো নীরবে
হে পুজ্জ, হে প্রিয়
একত্বে বরেণ্য তুমি, স্বরণ্য এককে
৩০ লক্ষ শহীদ দের স্বরণপূর্বক
আসুন দেশকে নতুন করে ভালোবাসতে শুরু করি।
এগিয়ে নিয়ে যাই বহুদূর।
সকল শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা
আরও দেখুনঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উক্তি
২১ শে ফেব্রুয়ারি ফেসবুক স্ট্যাটাস, শুভেচ্ছা বার্তা ও উক্তি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছবি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবাই ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় ছবি আদান-প্রদান করে। তাই আপনারা যাতে ভাষা শহীদদের স্মরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছবি সবার সাথে শেয়ার করতে পারেন। তার জন্য এখানে ভালো মানের কিছু ছবি দেওয়া হল।
আজ হল ২১শে ফেব্রুয়ারী
এই দিনে অনেক র*ক্তের বিনিময়ে
পেয়েছি মোদের বাংলা ভাষা।
পারব কি মোরা সেই শহীদদের প্রতি
দেখাতে সম্মান।
যদিও না পারি অদের মত র*ক্ত দিতে,
তবুও যেন তাদের মর্যাদা রাখতে পারি,
শহীদদের স্মরণে…
আজ ২১ শে ফেব্রুয়ারীর দিন,
এই দিনে ৩০ লক্ষ শহীদদের র*ক্তের বিনিময়ে আজ আমাদের এই সোনার বাংলা।
এই দিনটির অপেক্ষায় আমরা লাখো কোটি জনতা, লাখো ফুল ও হাজার তোরা দিয়ে জানাই তাদের শুভেচ্ছা।
তাদেরকে মোরা কখনো ভুলিবনা।
শেষ কথা
আশাকরি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা, কবিতা, উক্তি ও ছবি আপনাদের ভাল লেগেছে। তাই যত পারুন সবার সাথে শেয়ার করুন। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আরো শুভেচ্ছা, কবিতা এবং ছবি পেতে আমাদের সাথেই থাকুন।
আরও দেখুনঃ
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা
- ২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা এসএমএস, বাণী ও উক্তি
- ২১ শে ফেব্রুয়ারি কবিতা
- শহীদ দিবস অনুচ্ছেদ রচনা
- মাতৃভাষা নিয়ে কবিতা, উক্তি ও ছবি
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কবিতা, শুভেচ্ছা ও ছবি
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা – ১০০০ শব্দের
- শহীদ দিবসের স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, ছন্দ ও কিছু কথা