ব্রাহ্মণবাড়িয়া জেলার রমজানের সময়সূচি

ব্রাহ্মণবাড়িয়া জেলার রমজানের সময় সূচি ২০২৩ – আজকের সেহরি ও ইফতারের সময়সূচি

আসসালামু আলাইকুম মাহে রমজানের শুভেচ্ছা সকলকেই। বছর পেরিয়ে আবারো চলে আসলো রোজা । প্রত্যেক মুসলমানদের জন্য রোজার মাস আনন্দের। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের জন্য রোজাকে ফরজ করেছেন। যারা প্রত্যেকটি রোজা রাখেন তাদেরকে অবশ্যই রোজার সময়সূচি জেনে নিতে হবে। তাই আজকের এই পোস্টে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাসীদের জন্য রমজানের সময়সূচী তুলে ধরা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার রমজানের সময়সূচি ২০২৩

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাসীদের জন্য সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে। বাংলাদেশ প্রথম রোজা পালন করা হবে ৩/৪/২০২৩। শনিবার সারাদিন পার করে রাতে সকল মুসলমান সেহরি খাবে ও তারাবি নামাজ পড়বে। ব্রাহ্মণবাড়িয়া জেলা বাসীদে জন্য আজকে এই পোস্টে রমজানের সময়সূচী তুলে ধরা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সেহরি ও ইফতারের সময়সূচি 2023

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। রমজান মাসের ফজিলত বেশি, এই রমজান মাসে রোজা রেখে আল্লাহ তাআলার হুকুম পালন করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে গুনাহ মাপ করতে পারি। রোজা রাখে আল্লাহ তাআলার হুকুম পালন করে আল্লাহ তালাকে খুশি করতে পারি। আল্লাহ তালা কে খুশি করতে পারলে দুনিয়া ও আখেরাতে ভালো থাকা যায়। তাই আল্লাহ তাআলা দেয়া এই রমজান মাস আমরা সকলেই আল্লাহ তাআলার ইবাদত এর মাধ্যমে কাটিয়ে দেই। এই পোস্টে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাসীদের জন্য রমজানের ৩০ টি রোজার সময়সূচি সহ রোজার নিয়ত , ইফতারের দোয়া ও সেহরির দোয়া দেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার রোজার সময়সূচি ২০২৩

রোজা পালন করা মানে শুধু না খেয়ে থাকা নয় প্রত্যেক পাপ কাজ থেকে বিরত থাকা আল্লাহ তায়ালার প্রত্যেকটি হুকুম পালন করা। আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষের জন্য রোজা ফরজ করে দিয়েছেন। তাই আল্লাহ তাআলার হুকুম আমরা সকলে পালন করব সকল পাপ কাজ থেকে দূরে রেখে ত্রিশটি রোজা রাখব। সময় মত সেহরি ও ইফতার না করতে পারলে রোজা নষ্ট হয়ে যায়। তাই রাঙ্গামাটি জেলা বাসীদের জন্য এই পোস্টে রোজার সময়সূচি জানানো হয়েছে

রমজান এপ্রিল/মে বার সাহরীর সতর্কতামূলক
শেষ সময়
ফজরের ওয়াক্ত
শুরু
ইফতারের
সময়
রহমতের ১০ দিন
০১ ০৩ এপ্রিল রবি ৪:২৪ am ৪:৩০ am ৬:১৭ pm
০২ ০৪ এপ্রিল সোম ৪:২৩ am ৪:২৯ am ৬:১৭ pm
০৩ ০৫ এপ্রিল মঙ্গল ৪:২১ am ৪:২৭ am ৬:১৮ pm
০৪ ০৬ এপ্রিল বুধ ৪:২১ am ৪:২৭ am ৬:১৮ pm
০৫ ০৭ এপ্রিল বৃহস্পতি ৪:২০ am ৪:২৬ am ৬:১৯ pm
০৬ ০৮ এপ্রিল শুক্র ৪:১৯ am ৪:২৫ am ৬:১৯ pm
০৭ ০৯ এপ্রিল শনি ৪:১৮ am ৪:২৪ am ৬:১৯ pm
০৮ ১০ এপ্রিল রবি ৪:১৭ am ৪:২৩ am ৬:২০ pm
০৯ ১১ এপ্রিল সোম ৪:১৬ am ৪:২২ am ৬:২০ pm
১০ ১২ এপ্রিল মঙ্গল ৪:১৫ am ৪:২১ am ৬:২১ pm
মাগফিরাতের ১০ দিন
১১ ১৩ এপ্রিল বুধ ৪:১৪ am ৪:২০ am ৬:২১ pm
১২ ১৪ এপ্রিল বৃহস্পতি ৪:১২ am ৪:১৮ am ৬:২১ pm
১৩ ১৫ এপ্রিল শুক্র ৪:১১ am ৪:১৭ am ৬:২২ pm
১৪ ১৬ এপ্রিল শনি ৪:১০ am ৪:১৬ am ৬:২২ pm
১৫ ১৭ এপ্রিল রবি ৪:০৯ am ৪:১৫ am ৬:২২ pm
১৬ ১৮ এপ্রিল সোম ৪:০৮ am ৪:১৪ am ৬:২৩ pm
১৭ ১৯ এপ্রিল মঙ্গল ৪:০৭ am ৪:১৩ am ৬:২৩ pm
১৮ ২০ এপ্রিল বুধ ৪:০৬ am ৪:১২ am ৬:২৪ pm
১৯ ২১ এপ্রিল বৃহস্পতি ৪:০৫ am ৪:১১ am ৬:২৪ pm
২০ ২২ এপ্রিল শুক্র ৪:০৪ am ৪:১০ am ৬:২৫ pm
নাজাতের ১০ দিন
২১ ২৩ এপ্রিল শনি ৪:০৩ am ৪:০৯ am ৬:২৫ pm
২২ ২৪ এপ্রিল রবি ৪:০২ am ৪:০৮ am ৬:২৬ pm
২৩ ২৫ এপ্রিল সোম ৪:০২ am ৪:০৮ am ৬:২৬ pm
২৪ ২৬ এপ্রিল মঙ্গল ৪:০১ am ৪:০৭ am ৬:২৭ pm
২৫ ২৭ এপ্রিল বুধ ৪:০০ am ৪:০৬ am ৬:২৭ pm
২৬ ২৮ এপ্রিল বৃহস্পতি ৩:৫৯ am ৪:০৫ am ৬:২৭ pm
২৭ ২৯ এপ্রিল শুক্র ৩:৫৮ am ৪:০৪ am ৬:২৮ pm
২৮ ৩০ এপ্রিল শনি ৩:৫৭ am ৪:০৩ am ৬:২৮ pm
২৯ ০১ মে রবি ৩:৫৬ am ৪:০২ am ৬:২৯ pm
৩০ ০২ মে সোম ৩:৫৫ am ৪:০১ am ৬:২৯ pm

রোজার নিয়ত ও ইফতারের দোয়া

আল্লাহ তায়ালা প্রত্যেক মুসলমানদের জন্য রোজা ফরজ করে দিয়েছে। তাই সঠিক নিয়মে সকলকে রোজা রাখতে হবে। এবং আল্লাহ তায়ালার হুকুম পালন করতে হবে।

অনেকে আছে রোজা রাখার জন্য, রোজার নিয়ত ইফতারের দোয়া ও সেহরির দোয়া শিখতে চায়। তাদের জন্য আজকের এই পোস্টে রোজার নিয়ত ইফতারের দোয়া সেহরির দোয়া আরবী, বাংলা উচ্চারন ও অর্থ দেয়া হয়েছে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, (অন্য বর্ণনায়) ঈমানের সঙ্গে সওয়াবের আশায় তারাবির নামাজ পড়ে, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেয়া হয়। (বুখারি শরিফ: হাদিস নং ১৯০১)

রোজার নিয়ত : আরবীতে উচ্চারণ

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

রোজার নিয়ত : বাংলা উচ্চারণ

রমজানের রোজার জন্য সুবহে সাদিকের পূর্বে মনে মনে এই নিয়ত করবেন:

নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

বাংলায় অর্থ : হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

ইফতারের কিছুক্ষণ পূর্বে ‘ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি, ইগফিরলী’ এ দোয়াটি বেশী বেশী পড়তে হবে। অর্থঃ হে মহান ক্ষমা দানকারী! আমাকে ক্ষমা করুন। (শু‘আবুল ঈমান: ৩/৪০৭)

ইফতারের দোয়া: আরবিতে উচ্চারণ

اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ

ইফতারের দোয়া : বাংলা উচ্চারণ

আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু।

বাংলা অর্থ :
হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি।

সেহরির দোয়া

আমাদের সকলেরই সেহেরি দোয়া শিখে সেহরি খাওয়া সকলের জন্য উত্তম কাজ।

সেহরির দোয়া: আরবিতে উচ্চারণ

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

বাংলায় উচ্চারণ:
নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন্ শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস্ সামিউল আলিম।

বাংলা অর্থ:
হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র মাহে রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম। অতএব তুমি আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

উপরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাসীদের জন্য রমজানের মাসের ৩০ টি রোজা সময়সূচী দেয়া হয়েছে। আশা করি আপনারা এই সময় অনুযায়ী রোজা রাখতে পারবেন। আপনারা চাইলে অন্যদেরকে এই পোস্টটি শেয়ার করে রমজান মাসের রোজার সময়সূচি জানাতে পারবেন।

আরও দেখুনঃ 

রাঙ্গামাটি জেলার রমজানের সময়সূচি ২০২৩

চাঁদপুর জেলার রমজানের সময়সূচী ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া জেলার রমজানের সময়সূচি ২০২৩ – আজকের সেহরি ও ইফতারের সময়সূচি

নোয়াখালী জেলার রমজানের সময়সূচী ২০২৩ – আজকের সেহরি ও ইফতারের সময়সূচি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *