বাংলা নববর্ষের শুভেচ্ছা বাণী, ছন্দ, মেসেজ ও ছবি। আজকে আমরা কথা বলবো বাংলা নববর্ষের শুভেচ্ছা নিয়ে। দেখতে দেখতে চলে আসলো বাংলা নতুন বছর। এই দিনে সবাই একজন আরেকজনকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে থাকে। তাই আজকের এই পোস্টে তুলে ধরা হয়েছে বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা। তাই এখান থেকে দেখে নিন বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা। এই পহেলা বৈশাখে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা বাণী পাঠিয়ে দিন। নববর্ষের শুভেচ্ছা দেখে নিন।
বাংলা ক্যালেন্ডারে এবং বাঙালি জাতির জন্য বাংলা নববর্ষ অনেকেই পালন করে থাকে। তাই আপনাদের জন্য বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা তুলে ধরা হয়েছে। আপনারা আজকের এই পোস্ট থেকে খুব সহজেই বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ড সংগ্রহ করে সবার সাথে শেয়ার করতে পারবেন। এবং সেই সাথে আমরা তুলে ধরেছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ছবি। তাই আজকের এই পোস্ট থেকে দেখে নিন বাংলা নববর্ষের শুভেচ্ছা মেসেজ।
আপনার উচিত সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা পাঠানো। তাই এখান থেকে বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা বার্তা গুলো সংগ্রহ করে নিন। নববর্ষের শুভেচ্ছা ১৪৩৩ দেখে নিন আজকের এই পোস্ট থেকে। এবং নববর্ষের শুভেচ্ছা স্ট্যাটাস সবার সাথে শেয়ার করবেন। শুভ নববর্ষ 2026 শুভেচ্ছা দেখুন নিচে। তাই সবার সাথে শেয়ার করুন শুভ নববর্ষ 2026। স্বাগত ১৪৩৩: ‘শুভ নববর্ষ’-এর শুভেচ্ছাবার্তা পাঠান আপনার প্রিয়জনকে।
বাংলা নববর্ষের শুভেচ্ছা 2026
এ বছরের পহেলা বৈশাখ ১৪৩৩ নিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা তুলে ধরা হয়েছে। তাই যারা বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা পাঠাতে চান।তারা আজকের এই পোস্ট থেকে খুব সহজেই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা পেয়ে যাবেন। এবং অবশ্যই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে ইমেইল পাঠাবেন।
কারণ সবাই বাংলা নববর্ষের শুভেচ্ছা বাণী পেতে বসে থাকে। নববর্ষের শুভেচ্ছা বাণী ও বৈশাখী কবিতা সমগ্র পাবেন নিচে। বাংলা নববর্ষের শুভেচ্ছা বাণী ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা পাবেন আজকের পোস্টে। pohela boishakh kobita ও বৈশাখের কবিতা ও ছবি দেখুন। আরও পাবেন নতুন বছরের শুভেচ্ছা বাণী ও শুভ নববর্ষ 2026 শুভেচ্ছা। তাই সবার সাথে নববর্ষের শুভেচ্ছা ২০২৬ ও বৈশাখের অগ্রিম শুভেচ্ছা শেয়ার করুন।
- পুরনো বছরের হতাশা, দুঃখ, অবসাদ ধুয়ে যাক এই আমার কামনা। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। শুভ নববর্ষ। রইল নববর্ষের একরাশ শুভেচ্ছা।
- পয়লা বৈশাখে না হয় এবার একলাই থাক বাঙালি। আসো মনে মনে হাত ধরে আগামীকে ভালো রাখার শপথ বাক্য পাঠ করি। ১৪৩৩-এ বিশ্ব হোক করোনামুক্ত।
- কাটুক করোনার কালো বিষাদের মেঘ, শীতল বারিধারার মতো তোমার জীবনে নেমে আসুক হর্ষ। শুভ হোক তোমার এই নববর্ষ। বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা।
- পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর আনন্দে ভরপুর! এই কামনায় তোমাদের জানাই আমি থেকে বহুদূর ! শুভ নববর্ষ ১৪৩৩।
- নতুন বছরে নতুন সূর্য জীবনে আনুক অনেক সুখ-সমৃদ্ধি। খুব ভালো কাটুক আগামী দিনগুলো। শুভ নববর্ষ ১৪৩৩।
আরও দেখুনঃ ৪০+ বাংলা নববর্ষের শুভেচ্ছা
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে বৈদ্যুতিক চিঠি
বাংলার এই নতুন বছর নিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি ইমেইল পাঠান এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে ইমেইল পাঠাও দেখে নেই। বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ড এবং ছবি সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তার আজকের এই পোস্ট থেকে দেখে নিন বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা এবং আমরা আরো তুলে ধরেছি বাংলা নববর্ষের শুভেচ্ছা এসএমএস।
আবার আসলো বৈশাখ মাস ,
চৈতের অসবানে !
নববর্ষের নতুন হাওয়া,
উষ্ণতা দিল প্রানে ।
মনের যত গ্লানি ভুলে,
জীবন গড় নতুন ভাবে ।
নতুন নতুন স্বপ্ন দেখো,
নববর্ষের টানে ।
নতুন সকাল ,
নতুন দিন ,
নতুন করে শুরু ।
যা হয় না যেন শেষ,
নববর্ষের শুভেচ্ছার সাথে,
পাঠালাম তোমায় এই এস এম এস !
রাঙা আবির মেখে চোখে চোখে
মনের কথা সে বলছে,
নতুন সাজে সবার ঘরে বৈশাখ এসেছে।
রং মেখে ললনা, হালে দুলে চলনা।
এমন দিনে কেউ করোনা ছলনা।
“শুভ পহেলা বৈশাখ”

আধার ভেদ করে সূর্যকিরণ প্রতি জীবন দুয়ারে পৌছে যাক যাপিত জীবনের যাবতীয় গ্লানি ভুলে, এসো রাঙিয়ে তুলি বাংলার নতুন বছর !
পুরানো সব স্মৃতি করে ফেল ইতি, পুরানো সব কষ্ট করে ফেল নষ্ট, পুরানো সব বেদনা আর মনে রেখ না, পুরোনের হয়েছে মরন নতুন করে কর বরণ, সব কিছু মুছে ফেল মন থেকে, তাকাও নব সুর্যের দিকে। সূর্যটা হাসে, তোমায় ভালবাসে। তাই তোমাকে আমি জানাই নতুন বছরের শুভেচছা। শুভ নববর্ষ !!
আরও দেখুনঃ ৩০+ বাংলা নববর্ষের শুভেচ্ছা বাণী
নববর্ষের শুভেচ্ছা 2026
এখানে পাবেন নববর্ষের শুভেচ্ছা স্ট্যাটাস। আরও দেখুন পহেলা বৈশাখ নিয়ে উক্তি। নববর্ষ উপলক্ষে কবিতা ও নববর্ষ নিয়ে উক্তি দেখুন। নতুন বছরের শুভেচ্ছা বাণী সবার সাথে শেয়ার করুন। বাংলা নববর্ষের শুভেচ্ছা বাণী সবাই পেতে চাই। তাই তুলে ধরেছি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে চিঠি। আরও পাবেন বাংলা নতুন বছরের শুভেচ্ছা বার্তা ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা। নববর্ষের শুভেচ্ছা কার্ড সংগ্রহ করে নিন নিচে থেকে। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে ইমেইল পাবেন আজকের পোস্টে। আরও দেখুন নববর্ষের শুভেচ্ছা বাণী।
বাংলা নববর্ষের শুভেচ্ছা
এই পহেলা বৈশাখে সবার সাথে বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা শেয়ার করুন। এবং আমরা আপনাদের জন্য বাংলা নববর্ষের শুভেচ্ছা কবিতা তৈরি করছি। তাই সবার সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট খুদে বার্তা প্রেরণ করবেন। বাংলা নববর্ষ শুভেচ্ছা ছবি এবং বাংলা শুভ নববর্ষ ছবি দেয়া হয়েছে আমাদের এই পোস্টে। আমরা তুলে ধরেছি বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ।
তোরাই আমার বন্ধু যে, তোরাই আমার ডিয়ার,তাইতো আমি ভালোবেসে বলছি শুভ নববর্ষ Yar !. bye বলে শেষ করছি পুরোনো বছরের আশা,নতুন বছরের নতুন সাজে জানাচ্ছি ভালোবাসা !!
বসন্তের আগমনে কোকিলের সুর ! গ্রিস্মের আগমনে রোদেলা দুপুর ! বর্ষার আগমনে সাদা কাঁশফুল ! তাই তোমায় Wish করতে মন হল বেকুল ! *”শুভ নববর্ষ”*

ঝরে গেল আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সবমলিনতা । বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ, মন থেকে আজ জানাই তোমায় “শুভ নববর্ষ” নতুন পোশাক নতুন সাঁজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন মিষ্টি হাঁসি। শুভেচ্ছা জানাই রাশি রাশি
আরও দেখুনঃ ১০+ বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা
বাংলা নতুন বছরের শুভেচ্ছা 2026
এখানে তুলে ধরা হয়েছে নতুন বছরের শুভেচ্ছা ২০২৬। তাই দেখে নিন নতুন বছরের শুভেচ্ছা মেসেজ। সবার সাথে নতুন বছরের শুভেচ্ছা 2026 ছবি ও নতুন বছরের শুভেচ্ছা ২০২৬ শেয়ার করুন। আরও দেখুন নতুন বছরের শুভেচ্ছা পিক। আমরা তুলে ধরেছি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা 2026। তাই দেখে নিন নতুন বছরের শুভেচ্ছা বাণী। নতুন বছরের শুভেচ্ছা ব্যানার সংগ্রহ করুন। বাংলা নতুন বছরের শুভেচ্ছা বার্তা জেনে নিন।
একটি গাছের দুইটি গোলাপ
একটি গোলাপ লাল
তোমার আমার মিলন হবে
আসছে ১লা বৈশাখ ।
আকাশেতে লক্ষ তারা
মিটি মিটি হাসে
গত রাতে স্বপ্ন দেখি
তুমি আমার পাশে ।
যা চিঠি উড়িয়া যা
নিল আকাশের মাঝে
আজ যে পহেলা বৈশাখ
বন্ধু আমার থাকে যেনো পাশে ।

নতুন দিনের নতুন আলো
পুরান মোদের ভাষা
বন্ধু তোমায় জানাতে চাই
নবর্বষের শুভেচ্ছা ।
আমি কিন্তু ভুলবোনা
দিয়েছিলে কথা
১লা বৈশাখে তুমি থাকবে পাশে
দিয়েছিলে ভরসা ।
কলমে কালি নেই
মুখে নেই ভাষা
কি দিয়ে বলবো
তোমায় নবর্বষের শুভেচ্ছা
আরও দেখুনঃ ১৩+ বাংলা নতুন বছরের শুভেচ্ছা
নববর্ষের শুভেচ্ছা মেসেজ ২০২৬
আপনাদের জন্য খুঁজে খুঁজে কিছু ভালো মানের বাংলা নববর্ষের শুভেচ্ছা মেসেজ এখানে দিয়েছি। এখান থেকে আপনারা খুব সহজেই বাংলা নববর্ষের শুভেচ্ছা মেসেজ কপি করে আপনার বন্ধুকে প্রেরন করতে পারবেন। তাই নিজে থেকে দেখে নিন বাংলা নববর্ষের শুভেচ্ছা এসএমএস। বাংলা নববর্ষের শুভেচ্ছা দেখে নিন। শুভ নববর্ষ ২০২৬ পাবেন নিচে।
চিঠির মাঝে মিষ্টি ভাষা আমার ভালো লাগেনা
তুমি এসে বলবে আমায় বাংলা নববর্ষের শুভেচ্ছা ।
নতুন বছর নতুন দিন , নতুন আলো নতুন সূর্য্য
সবাইকে জানাতে চাই শুভ নববর্ষ ।

শুয়ে আসে বন্ধু নরম তুল তুলে বিছানায়
ঘুম আসেনা বন্ধু তাই তোমায় জানাই
বাংলা নববর্ষের শুভেচ্ছা ।

প্রেমের দোলনা খানি এমন দোলে জানি
নববর্ষে তুমি থাকবে পাশে আমি তা জানি ।
আমার একটা কথা আছে তোমার মনে জানে
আমার বাড়ি আইছো তুমি বাংলা নববর্ষে ।
তোমায় বন্ধু বলতে চাই আমি যে কথা
১লা বৈশাখে আমন্ত্রণ জানাই নতুন করিয়া।
বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ড
অনেকেই আছেন যারা বাংলা নববর্ষ শুভেচ্ছা কার্ড পাওয়ার জন্য অনুসন্ধান করে। তাদের জন্য এখানে বাংলা নববর্ষ ১৪৩৩ শুভেচ্ছা বার্তা তুলে ধরা হয়েছে। আশা করি আপনাদের এখানে বাংলা শুভ নববর্ষ 1431 অনেক ভালো লাগবে। এবং আমরা চেষ্টা করছি বাংলা নববর্ষের শুভেচ্ছা ভিডিও তৈরি করার জন্য। তাই সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা শেয়ার করুন। নিচে থাকে বাংলা শুভ নববর্ষ ফটো দেখে নিন।
আশায় মানুষ বাধেঁ বাসা আসায় ফুটায় ফুল
কাল যে পহেলা বৈশাখ জানাই শুভ নববর্ষ ।
আমার দোয়াতে নাই কালি কলমে নাই পিন ।
আমার এই লেখা দেখিয়া বন্ধু
আসিও তুমি করিওনা ভুল।

বাংলা নববর্ষের শুভেচ্ছা ছবি
আপনারা যারা বাংলা নববর্ষের শুভেচ্ছা ছবি পেতে অনুসন্ধান করছেন। তাদের জন্য এখানে তুলে ধরা হয়েছে বাংলা শুভ নববর্ষ ফটো এবং বাংলা শুভ নববর্ষ পিকচার। তাই অবশ্যই সবার সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা ১৪৩৩ ছবি শেয়ার করুন। এবং নিচে থেকে বাংলা শুভ নববর্ষ ছবি ১৪৩৩ দেখে নিন। পহেলা বৈশাখীতে সবাই বাংলা শুভ নববর্ষ ছবি পাঠিয়ে থাকে। তাই এখান থেকে বাংলা নববর্ষ শুভেচ্ছা ছবি সবাইকে পাঠিয়ে দিন। এবং আরো ভালো মানের বাংলা নববর্ষের শুভেচ্ছা ছবি পেতে আমাদের সাথেই থাকুন। তাই শেয়ার করুন শুভ নববর্ষ ছবি 2026।
তোমার সব ইচ্ছে আর স্বপ্ন ডানা মেলুক, নতুন বছর সপরিবারে খুব ভালো কাটুক। শুভ নববর্ষ ১৪৩৩।
পান্তা ইলিশ আর ভর্তা ভাজি বাঙালির প্রাণ, নতুন বছরে সবাই গাইবো বৈশাখের গান। এসো হে বৈশাখ এসো এসো। শুভ নববর্ষ ১৪৩৩।

একটু আলো, একটু আধার! নদীর বুকে আজ মনের ইচ্ছেরা দিচ্ছে সাঁতার। কিছু দুঃখ, কিছু হর্ষ! হ্যাপি নিউ ইয়ার না বলে বরং আজ বলুন শুভ নববর্ষ।

চৈত্রের নিঝুম কালো রাত্রি শেষে, সূর্য আসুক রঙিন বেশে। সেই সূর্যের সোনালি ঝকমকে আলো, মুছে দিক তোমার জীবনের সকল কালো…! নতুন বছরের শুভেচ্ছা রইল, শুভ নববর্ষ।

নতুন এই দিন,নতুন এই আলো,নতুন এই বছর , নতুন স্বপ্ন- নতুন সবকিছু ভালো। শুভ নববর্ষ ১৪৩৩।
সর্বশেষ কথা
আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা, বাংলা ছবি পেয়েছেন। এবং আশা করি আপনাদের বাংলা নববর্ষের শুভেচ্ছা মেসেজ অনেক ভালো লেগেছে। তাই আজকের এই পোস্ট সবার সাথে শেয়ার করুন। যাতে সবাই বাংলা নববর্ষের শুভেচ্ছা বাণী, ছবি ও মেসেজ পেতে পারে।
আরও দেখুনঃ