পরীক্ষা নিয়ে ফেসবুক স্ট্যাটাস

পরীক্ষা নিয়ে ফেসবুক স্ট্যাটাস, মজার স্ট্যাটাস, উক্তি

আপনারা যারা পরীক্ষা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস জানতে চান। তাদের জন্য আজকের এই পোস্ট টা তুলে ধরা হয়েছে পরীক্ষা নিয়ে ফেসবুক স্ট্যাটাস। অনেকেই পরীক্ষার আগের রাতে পরীক্ষা নিয়ে অনেক চিন্তায় থাকে এবং পরীক্ষা নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিতে চান।

তাই যারা ইন্টারনেটে পরীক্ষা নিয়ে ফেসবুক স্ট্যাটাস পেতে সার্চ করেন। তাদের জন্য আজকের এই পোস্ট টি পরীক্ষা নিয়ে ফেসবুক স্ট্যাটাস উল্লেখ করা হয়েছে।

পরীক্ষা নিয়ে ফেসবুক স্ট্যাটাস

আপনি যদি পরীক্ষা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে চান। তাহলে অবশ্যই আপনাকে পরীক্ষা নিয়ে স্ট্যাটাস আপনাকে পোস্ট করতে হবে। তাই নিচে থেকে সংগ্রহ করুন পরীক্ষা নিয়ে ফেসবুক স্ট্যাটাস।

১। “পড়িতে বসিবো এই কথাটি বলিয়া লাভ নাই বার বার,

একবার বসিলে উঠিয়া যাই শতবার।”

২। পরীক্ষায় ব্যর্থ হয়েছো বলে এটা ভেবো না যে সব শেষ, এর মানে শুধু এই যে তোমার সফলতার সময়টা একটু পিছিয়ে দেয়া হয়েছে।
— সংগৃহীত

৩। “পরিক্ষার জন্য পরে থাকা দিন এবং চাপ একে অপরের ব্যস্তানুপাতিক, এবং যেখানে কাল থেকে পড়ব ধ্রুবক।”

৪। “প্রোফাইল এর মালিক পরীক্ষার টেনশনে।”

৫। “বন্ধুরা পরীক্ষার টেনশনে আছি।”

৬। “পরীক্ষার ভয়, আর নয় আর নয়।”

৭। “কোপায়ে পরীক্ষা দিমু।”

৮। “বিরক্ত করবেন না। সামনে পরীিক্ষা।”

৯। “দেখ ভাই টেনশন করিস না, ভাল করে এক্সাম দে, পাশে আছি।”

পরীক্ষা নিয়ে স্ট্যাটাস

অনেকেই আছেন যারা এক্সাম স্ট্যাটাস দিতে ভালোবাসেন। অনেকেই আছেন যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এক্সাম স্ট্যাটাস শেয়ার করতে পারবেন। তাই এই এক্সাম স্ট্যাটাস সংগ্রহ করুন।

১. আমরা ভাবি যে পরীক্ষায় ভালো মার্ক অর্জন করা গুরুত্বপূর্ণ, তবে এটা কি মনে রাখি যে পরীক্ষায় শুধুই পাঠ্যবইকে কেন্দ্র করে যাচাই করা হয় ?
— বার্নাবি লেনন

২. একটা পরীক্ষা কখনোই তোমাকে তুমি কেমন মানুষ সেটা বিচার করতে পারে না কিংবা তোমার ভবিষ্যত বাণী করে দিতে পারে না।
— লাউরা হেনরি

৩. পড়ালেখা করে যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে | জ্ঞান ছাড়া পড়ালেখা কোনো কাজেই আসেনা।
— এপিজে আবুল কালাম আজাদ

এক্সাম স্ট্যাটাস

৪. সে পড়ালেখাকেই আমরা বলি শ্রেষ্ঠ শিক্ষা , যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।
— রবীন্দ্রনাথ ঠাকুর

৫. শুধু পড়ালেখা নয়, মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই হল শিক্ষা।
— স্বামী বিবেকানন্দ

Exam Status Bangla

এখানে সেরা পরীক্ষার্থীদের ফেসবুক স্ট্যাটাস তুলে ধরেছে আমরা। আশাকরি এর সাহায্যে পরীক্ষার্থীদের ফেসবুক স্ট্যাটাস জানতে পারবেন আপনারা। তাই আর দেরি না করে পরীক্ষার্থীদের ফেসবুক স্ট্যাটাস নিচে থেকে সংগ্রহ করুন।

ডাক্তারের ছেলে: পরীক্ষার কথা শুনলেই কেমন জানি জ্বর জ্বর লাগে, মাথা ব্যথা করে, গা ঝিমঝিম করে। কী যে করি!

মধ্যবিত্ত পরিবারের ছেলে: আমি যে প্রশ্নগুলা পারি না, সেগুলা পরীক্ষাতে আইব না, এই কথা কইয়া মনরে সান্ত্বনা দেই!

মাস্তান: যে হারামজাদা পরীক্ষা আবিষ্কার করছে সে মইরা গিয়া বাইচ্চা গেছে। কারণ, ও বাইচ্চা থাকলে আমি ওরে মাইরা ফালাইতাম।

বিশ্বপ্রেমিক: একটা পরীক্ষা দেওয়ার কষ্ট, ১০০ ছ্যাঁকা খাওয়ার কষ্টের চেয়ে বেশি।

পরীক্ষার্থীদের ফেসবুক স্ট্যাটাস

কবি: রবীন্দ্র, নজরুল ইন্টার পরীক্ষা দিয়েছিল কি কোনো কালে? ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল মোর ভালে।

নৈরাশ্যবাদী: ২০১২ সালে পৃথিবীটা ধ্বংস হয়ে গেলেই ভালো হতো। তাও তো এই কষ্ট থেকে মুক্তি পেতাম।

আশাবাদী: এবারের পরীক্ষার প্রশ্ন আশা করি সহজ হবে, আর পাস করতে না পারলেও কোনো সমস্যা নেই, কারণ, একবার না পারিলে দেখো শতবার।

পরীক্ষা নিয়ে উক্তি

পরীক্ষা নিয়ে বিখ্যাত উক্তি বা পাবেন আমাদের কাছে। তাই পরীক্ষা নিয়ে উক্তি সংগ্রহ করে নিন নিচে থেকে। এবং অবশ্যই পরীক্ষা নিয়ে পোস্ট করবেন আপনার ফেসবুক টাইমলাইনে। পরীক্ষা নিয়ে উক্তি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না।

১. পরীক্ষা হলো দুঃস্বপ্নের মতো, কিন্তু যখন তুমি এর জন্য পরিশ্রম করবে তার ফলাফলটা তোমার সামনে রূপকথার মতোই মনে হবে।
— খাংগাল হুয়েরিট

২. জীবন হলো সবচেয়ে বড় পরীক্ষা। এখানে যারাই অন্যদের অনুকরণ করার চেষ্টা করে তারাই ব্যর্থ হয়, কেননা তারা এটা ভুলে যায় যে প্রত্যেকের প্রশ্নপত্র ভিন্ন।
— সংগৃহীত

৩. যদি তুমি কোনো মানুষের ক্ষমতা পরীক্ষা করতে চাও, তবে তাকে ক্ষমতা দাও।
— আব্রাহাম লিংকন

৪. আমি পরীক্ষা নিয়ে মোটেও চিন্তিত নই, কেননা পরীক্ষার কয়েকটা খাতার পৃষ্ঠা আমার ভবিষ্যত নির্ধারণ করতে পারে না।
— টমাস আলভা এডিসন

৫. আমি পরীক্ষায় কিছু বিষয়ে ফেল করি, কিন্তু আমার কিছু সহপাঠী তা পাস করে যায়। আর এখন তারা মাইক্রোসফট এর ইঞ্জিনিয়ার এবং আমি তার মালিক।
— বিল গেটস

৬. প্রত্যেক পরীক্ষাই জীবনে আরো কিছুটা সুন্দর বা তিক্ততার রূপ দেয়। আর এটা পুরোপুরি আপনার উপর।
— লরেনজো ডোজিয়ার

পরীক্ষা নিয়ে মজার স্ট্যাটাস

পরীক্ষা নিয়ে চিরন্তন বাণী পাবেন আমাদের কাছে। তাই পরীক্ষা নিয়ে বানী সংগ্রহ করে নিন নিচে থেকে। এবং অবশ্যই পরীক্ষা নিয়ে পোস্ট করবেন আপনার ফেসবুক টাইমলাইনে। পরীক্ষা নিয়ে বানী সবার সাথে শেয়ার করতে ভুলবেন না।

১. মাঝেমধ্যে আমরা পরীক্ষা শেষ করি, আর মাঝে মাঝে পরীক্ষা আমাদের শেষ করে ফেলে।
— আনান্দি ভেনকাতারামান

২. একজন জজ হলেন আইনের ছাত্র যিনি কিনা নিজের পরীক্ষা নিজেই নেন।
— এইচ এল মেনকেন

৩. পরীক্ষার নম্বর সব সময়ই আপনার বুদ্ধিমতার সমান হয় না।
— সংগৃহীত

পরীক্ষা নিয়ে উক্তি

৪. তুমি আগে নিজেকে বিশ্বাস কর। এটা জেনে রাখো যে তোমার মধ্যে এমন কিছু আছে যা যেকোনো পরীক্ষার থেকেই উচ্চতর।
— ক্রিশ্চিয়ান ডি লারসন

এসএসসি পরীক্ষা নিয়ে কিছু কথা

৫. পরীক্ষার শেষ ৫ মিনিটে সকলের কাছেই এক অন্যরকম শক্তি চলে আসে।
— সংগৃহীত

৬. পরীক্ষা আসলেই অনেক ভালো, এর মাধ্যমে আমি বুঝতে পারি যে আমি ফোন ছাড়াও ৩ ঘণ্টা কাটাতে পারি।
— পিন্টারেস্ট জিয়া

পরীক্ষা নিয়ে ফানি স্ট্যাটাস

আপনি হয়তো বিভিন্ন ওয়েবসাইট ঘুরে আপনার মনের মত পরীক্ষা নিয়ে কবিতা খুঁজে পাননি। আপনাদের জন্য বাছাইকৃত পরীক্ষা নিয়ে কবিতা উল্লেখ করেছি আজকের এই পোস্টে। তাই আর দেরি না করে অতি দ্রুত পরীক্ষা নিয়ে কবিতা সংগ্রহ করুন।

পরীক্ষা।
           – খালিদ বিন সিদ্দীক

পরীক্ষা মানে পরখ করা
পরীর অক্ষি নয়,
“পরীক্ষা” শব্দ শুনলে মনে
লাগে অতি ভয়।

এই পরীক্ষা, সেই পরীক্ষা
পরীক্ষার নেই শেষ,
পরীক্ষা হঠাৎ পিছিয়ে গেলে
আনন্দ হয় বেশ।

সেই পরীক্ষা আসে আবার
দু’দিন বাদেই ফিরে,
আনন্দ সব ম্লান হয়ে যায়
হতাশা যায় বেড়ে।

শিক্ষার্থীরা আজ হয়েছে
চিকিৎসকের রোগী,
টেস্ট আর পরীক্ষা নিয়ে
চরম ভুক্তভোগী।

কলেজ কিংবা ভার্সিটি সব
ডায়গনস্টিক সেন্টার,
রক্ত-মূত্র-পরীক্ষা-নিরীক্ষা
ছিড়ে ফেলছে তার।

এ সব গন্ডি পেরিয়ে আবার
চাক্রী-পরীক্ষায় বসা,
যেই পরীক্ষার নেই সিলেবাস
নাই প্রকাশের ভাষা।

একটা চাক্রী পাবার জন্য
শত পরীক্ষা দেয়া,
একটুখানি সুখের আশায়
কতো ঝুকি নেয়া!

শেষ করলো জীবন-যৌবন
চাকর হওয়ার নেশা,
এর চেয়ে ভাই ভালই ছিল
চাষাবাদের পেশা।

ভালোই ছিল রিক্সা-ভ্যান
ভালোই ছিলো অটো,
উচ্চশিক্ষা শেষ করে কেনো
চাকর হয়ে খাটো?

ভাবছি এসব নির্জনে বসে
ভাবছি বসে একা,
ভাবছি মোরা কতো নির্বোধ
আমরা কতো বোকা।।

পরীক্ষার জন্য দোয়া চেয়ে স্ট্যাটাস

মহা আতঙ্কের পরীক্ষা
                – সুবর্ণা ভট্টাচার্য্য
পরীক্ষা ওরে পরীক্ষা!
বছরখানিক কেটে যেতে,
হাজির তোমার বেলা।

রুটিন দিল,
পড়ল মাথায় বাজ।
মনের তাড়া দিচ্ছে সাড়া,
পড়ছি যে তাই সাঁঝের বেলা।

সারাদিন শুধু পড়া আর পড়া,
পড়া তো নয় যেন যুদ্ধে লড়া।
আসবে এটা,আসবে ওটা;
অফুরন্ত বইয়ের পড়া।
মানে-মানে কেটে গেলেই প্রাণে সবার বাঁচা।

পরীক্ষা তুমি জীবনের বড়ো খেলা,
আতঙ্কে! ভুলেছি তাই সব নাওয়াখাওয়া।
সকাল-বিকাল ভাবনা এখন,
এত পড়া পড়ব কখন?
সারাবছর দিয়েছি ফাঁকি তাইতো সর্বনাশ!

কেউ পড়ে সরবে,কেউ পড়ে নীরবে,
পড়ছে কেউ হেলেদুলে,
কেউবা আবার নির্ঘুম রাত জেগে,
আমিও পড়ি নড়েচড়ে।

পরীক্ষার পূর্বের রাতে;
সভা হয় রুমে রুমে…
জনে জনে…
বাজলে দু’ঘন্টা ‘একাডেমিক ভবনে’;
দেখা হবে বারান্দায়,
কথা হবে হাতের ইশারায়,
কে কার ভরসায়, ঢুকবে হলে প্রত্যাশায়,
কার সিট সামনে, কার সিট পিছনে
আগে পিছে মারবে কে কখন উকি!
কী যে হবে ভেবে মরে, ভয়ে ভয়ে বাড়ে ঝুঁকি।

ওরে যদু,ওরে মধু,
তোরা আমার আশা
তা-ই রাখি মনে এত ভরসা!
পাশ করলে খাবি আর খাবি;
চিকেন-মার্টন-রুটি
মন ভরে,পেট পুরে
এটা বলে রাখি।

খোলা জানালায় আঙুলের ইশারায়;
তুলে তর্জনি বলবি কেউ,
১ এর ক, মধ্যমাতে খ,
অনামিকাতে গ, ও কনিষ্ঠাতে ঘ…,
এইভাবে উত্তর ছুড়াছুড়ি করবে জনে জনে…
কথা বলব ফিসফিসিয়ে,
লিখব খাতায় হনহনিয়ে…!
পরীক্ষা নিয়ে শত কল্পনা,
রুমে বসে করি কত পরিকল্পনা।

পাশ করা চাই এই ভাবনা এখন মাথায়,
সোজা-কঠিন প্রশ্ন নিয়ে থাকি দুশ্চিন্তায়।
যেতে যেতে পথে তাই বইটি পড়া চাই।

এই পরীক্ষা,সেই পরীক্ষা; পরীক্ষার নাই শেষ।
পরীক্ষা হঠাৎ পিছিয়ে গেলে আনন্দ হয় বেশ।

★★ পরীক্ষা নিয়ে গান ★★
আমাকে আমার মত পড়তে দাও,
আমি পড়াকে নিজের মত কমিয়ে
নিয়েছি !
যেটা পড়িনি পড়িনি সেটা না পড়াই
থাক ,
সব পড়তে কষ্ট ভিষন।
এই পড়ার টেবিল আজ ছারখার,
তবুও পড়তে বসেছি তিন বার।
আমি পড়তে চাই না যে আর,
কোন নতুন রকমের চাপ্টার ।
তাই চেস্টা করছি বার বার,
না পড়েই পাশ করার।
(সংগৃহীত)

শেষ কথা

আশা করি আজকের পোস্ট এর সাহায্যে সবাই নতুন নতুন সব পরিক্ষা নিয়ে ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করতে পেরেছেন।  পরীক্ষা নিয়ে ফেসবুক স্ট্যাটাস পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আজকের পষ্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।

আরও দেখুন

১০০০+ ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ

নারী দিবসের শুভেচ্ছা বার্তা, কবিতা ও রচনা

মোটিভেশনাল ফেসবুক স্ট্যাটাস

জীবন নিয়ে কিছু কথা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top