আজকের পোষ্টে ভাষা দিবসের শুভেচ্ছা, ভাষা দিবসের উক্তি। এবং ভাষা দিবসের কবিতা দেওয়া হয়েছে। আপনারা যারা ভাষা দিবসের শুভেচ্ছা বার্তা সবার সাথে শেয়ার করতে চান। তারা আজকে আমাদের এই পোস্ট থেকে ভাষা দিবসের শুভেচ্ছা এসএমএস পেয়ে যাবেন।
এবং আমরা সেই সাথে ভাষা দিবস নিয়ে কিছু কথা বলেছে এই পোস্টে। যারা ভাষা দিবসের কবিতা পেতে চান।তাদের জন্য সুন্দরভাবে ভাষা দিবসের কবিতা দেওয়া হয়েছে। তাই ধৈর্য্য সহকারে পোস্টটি শেষ পর্যন্ত পড়বেন।
ভাষা দিবসের শুভেচ্ছা
একুশে ফেব্রুয়ারীতে সবাই ভাষা দিবসের শুভেচ্ছা বাণী প্রদান করে। তাই এখানে ভাষা দিবসের শুভেচ্ছা বার্তা দেয়া হয়েছে। আপনারা যারা একে অপরকে ভাষা দিবসের শুভেচ্ছা বাণী পাঠাতে চান। তারা এখান থেকে খুব সহজেই প্রেরণ করতে পারেন।
যাদের বিনিময়ে পেয়েছি আমরা বাংলা ভাষা
তাদের সবাইকে এই ভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা
ভাষা শহীদদের স্মরণে সবাইকে ভাষা দিবসের শুভেচ্ছা।
এই ভাষা দিবসে সকল ভাষা শহীদদের মাগফিরাত কামনা করছি।
আমার ভাইয়ের র*ক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
সবাইকে ভাষা শহীদ দিবসের শুভেচ্ছা
আরও দেখুনঃ
২১ শে ফেব্রুয়ারি ফেসবুক স্ট্যাটাস
মাতৃভাষা নিয়ে কবিতা, উক্তি ও ছবি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কবিতা, শুভেচ্ছা ও ছবি
ভাষা দিবস নিয়ে কিছু কথা
যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা। তাদের কে স্মরণ করে ভাষা দিবস নিয়ে কিছু কথা বলা হয়েছে এখানে। আপনারা ভাষা দিবসের কিছু কথা সবার সাথে শেয়ার করতে পারবেন। এবছরের ভাষা দিবস কত তারিখ জানতে চেয়েছেন অনেকেই। ভাষা দিবস একুশে ফেব্রুয়ারীতে উদযাপিত হবে।
মধুর চেয়ে আছে মধুর
সে আমার এই দেশের মাটি,
আমার দেশের পথের ধূলা
খাঁটি সোনার চেয়ে খাঁটি।
আমরা ভুলিনি তোমাদের
ভুলিনি তোমাদের র*ক্তের স্রোত ধারা।
তোমাদের জানাই লক্ষ সালাম,
অন্তরের সবটুকু ভালোবাসা দিয়ে
গভীর শ্রদ্ধা।
আর শুধুই বলি-
আমার ভাইয়ের র*ক্তে রাঙ্গানো
একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।
জান দিয়েছে দেয়নি তবু
বাংলা ভাষার মান।
নির্ভয়ে তাই গাইতে পারি
এমন ভাষার গান।
আরও দেখুনঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কবিতা, শুভেচ্ছা ও ছবি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা
২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষণ ও রচনা
ভাষা দিবসের কবিতা
ইন্টারনেটে ভাষা দিবসের অনেক কবিতা রয়েছে। তাই আপনারা যারা একুশের নতুন কবিতা পেতে চান। তাদের জন্য এখানে বাংলা ভাষা নিয়ে কবিতা দেয়া হয়েছে। আপনার ভাষা দিবসের কবিতা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।
কবি অতুলপ্রসাদ সেন লিখে গাছেন –
মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!
তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা!
কি যাদু বাংলা গানে!- গান গেয়ে দাঁড় মাঝি টানে,
এমন কোথা আর আছে গো!
গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা।
কবিতা – ২
র*ক্ত গোলাপ র*ক্তে রাঙা
র*ক্তের মতো মুখ ,
এই গোলাপটি কাহার তরে –
ফুটে পায় সুখ ?
সেই গোলাপটি আনবে বলে
কতো ভাই সেই যে গেলো চলে ,
আর ঘরে ফেরেনি –
গেলো শুধু স্মৃতিটুকু ফেলে ।
আজতো আমার গোলাপ
গাছে গোলাপ ফুটে ,
র*ক্ত গোলাপ , কালো গোলাপ ,
সাদা গোলাপ ।
আজ তোমাদের কথা ভেবে ভেবে
কেটে যায় দিন ,
তবু জানি কারো কাছে
নেইকো আমার ঋণ ।
আজ তোমাদের কথা স্মরণ করে
চোখে আসে কান্না ,
দু’ নয়নে যায় যে বয়ে
অঝর অশ্রুর বন্যা ।
এই ভুবন ছেড়ে যদি
কভু চলে যাই ,
২১’ তুমি দিয়ো সাড়া
এইটুকুই চাই ।
২১’ এর র*ক্তরেখা
বুকে এঁকে করিছিনু পণ ,
তোমায় কভু ভুলিবনা
আসুক দুঃখক্ষণ ।
সালাম , বরকত , রফিক, জব্বর
আরো কতো ভাইয়ের র*ক্তে ভেজা ,
২১’ শে ফেব্রুয়ারী ।
আজ আমরা তোমাদের স্মরন করে
শ্রদ্ধা জানাইতে উদ্যতও সারি সারি ।।
আরও দেখুনঃ
মাতৃভাষা নিয়ে কবিতা, উক্তি ও ছবি
ভাষা দিবসের উক্তি
অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ গান ভাষা দিবস সম্পর্কে উক্তি লিখেছেন। আমরা চেষ্টা করেছি ভাষা দিবস সম্পর্কে ভালো কিছু উক্তি লেখার জন্য। আশা করি ভাষা দিবসের উক্তি আপনাদের অনেক ভালো লাগবে। তাই দেখে নিন ভাষা দিবসের উক্তি।
“এই ভাষাতে অক্ষর শেখা
এই ভাষাতে বাক্য
এই ভাষাতে গড়েছি মোরা
মানবতার ঐক্য
এই ভাষাতে সূর্য ওঠে পাখিরা গায় গান
এই বাষাতে বৃষ্টি পরে বায়ু বেগমান”
২১ শে ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে
সকল ভাষা শহীদদের প্রতি
গভীর শ্রদ্ধাঞ্জলি
র*ক্ত দিয়ে কেনা
আমার বর্ণমালা
ভাষা শহীদদের প্রতি
গভীর শ্রদ্ধা ও ভালোবাসা
আরও দেখুনঃ
ভাষা দিবসের শুভেচ্ছা, কবিতা, ছবি ও উক্তি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কবিতা
ভাষা দিবসের ছবি
যারা ভাষা দিবসের শুভেচ্ছা জানাতে ছবি পাঠাবেন। তাদের জন্য এখানে ভাষা দিবসের পিকচার দেওয়া হয়েছে।আশাকরি ভাষা দিবসের ছবি আপনাদের অনেক ভালো লাগবে। এবং সবাইকে ভাষা দিবসের ছবি দিয়ে শুভেচ্ছা জানাবেন।
বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়
অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়
আসুন, দেশকে নতুন করে ভালোবাসতে শুরু করি
আজ এই মহান মাতৃভাষা দিবসে
ত্রিশ লক্ষ শহীদ এর র*ক্তে অর্জিত
এই দেশকে সফল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার
অঙ্গীকার সকলে করি
আরও দেখুনঃ ২৩+ ভাষা দিবসের ছবি
শেষ কথা
আমরা চেষ্টা করেছি ভাষা দিবসের শুভেচ্ছা বার্তা, উক্তি এবং কবিতা আমাদের পোস্টে তুলে ধরার জন্য। আপনাদের যদি এই সবকিছু ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। যাতে বাকিরা ভাষা দিবসের সকল তথ্য এখান থেকে সংগ্রহ করতে পারে।
আরও দেখুনঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কবিতা, শুভেচ্ছা ও ছবি
২১ শে ফেব্রুয়ারি ফেসবুক স্ট্যাটাস, শুভেচ্ছা বার্তা ও উক্তি
২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা এসএমএস, বাণী ও উক্তি