কিছু কষ্টের কথা রয়ে যায় মনে বলা হয় না কাউকে। আমরা নিজেরাই শুধু উপলব্ধি করতে পারি নিজের কষ্টগুলো। আমাদের জীবনে অনেক ঘটনা থাকে যেগুলো আমাদের সব সময় কষ্ট দিয়ে থাকে। তাই আপনারা যারা নিজের মনের কষ্টের কথা গুলো খুঁজতে ইন্টারনেট অনুসন্ধান করেন। তাদের জন্য আজকের এই পোস্টের কিছু কষ্টের কথা নিয়ে আলোচনা করা হয়েছে।আমরা চেষ্টা করেছি মানুষের সবচাইতে মনের গভীরের কষ্টের কথাগুলো পোষ্টটি দেওয়ার জন্য।
কিছু কষ্টের কথা
মনের যত কষ্ট আছে মন চায় কষ্ট গুলো সবার সাথে শেয়ার করি। কিন্তু মানুষ কারো কষ্টের কথা শুনলে সেটা নিয়ে মজা করে। জীবন নিয়ে আমাদের অনেক কষ্ট রয়েছে। তাই আজকের পোষ্টে কিছু কষ্টের কথা ও কিছু আবেগের কথা তুলে ধরা হয়েছে। তাই সবাই মনোযোগ দিয়ে কষ্টের কথা গুলো পড়বেন।
জীবনের কষ্ট গুলো নিজের মনের মাঝেই রয়ে যায়
কারন কষ্ট গুলো কেউ বুঝতে চায় না।
ভালো থাকুক প্রিয় মানুষগুলো
আমি না হয় থাকবো ভালো তাদের ভালো দেখে!!
যার মনের কষ্ট সে বুঝে
বাকিরা তো গল্প খুঁজে
আরও দেখুনঃ কিছু কষ্টের কথা
নিজের কিছু কষ্টের কথা
না পাওয়ার কিছু কষ্টের কথা আমাদের পোস্টে তুলে ধরা হয়েছে। যারা নিজের না পাওয়াকে নিয়ে অনেক হতাশায় ভোগেন। তাদের মনে অবশ্যই না পাওয়ার কিছু কষ্টের বেদনা জমা হয়ে থাকে। তাদের জন্য এখানে ভালো মানের কিছু না পাওয়ার কষ্টের কথা তুলে ধরা হয়েছে।
পৃথিবীর মানুষ বড়ই স্বার্থপর
তাই এদের মায়া কাটানোর কস্ট ভোগ করার চাইতে
মায়া নাবাড়ানোই উত্তম
প্রেমে পড়ার মতো এতো আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে!
আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাশি, অসম্ভব
প্রেম হচ্ছে একটি অকল্পনীয় মিষ্টি বেথা
তবে ভীষন ভয় হয়, তাকে হারানোর ভয়!
আমি কেমন ভালোবাসলাম তাকে! তার ভালো খারাপ আমি মানতে পারলাম না!
আরও দেখুনঃ না পাওয়ার কিছু কথা
আমাদের জীবনের শেষ নিয়ে কিছু কষ্ট জমা থাকে। তাই যারা জীবনের শেষ নিয়ে কিছুকথা পেতে চান। তাদের জন্য এখানে জীবনের শেষ কিছু কষ্টের কথা তুলে ধরা হয়েছে।
ভালোবাসার মানুষ কখনো হারিয়ে যায় না
হারিয়ে যায় অভিনয় করা মানুষগুলো!
কথা বলতে বলতে যেমন অভ্যাসটা হয়ে যায়
তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়, এটাই বাস্তবতা
ভূল সিদ্ধান্ত নেওয়া জীবনেরই একটা অংশ
কিন্তু নিজের ভূলের জন্য অন্যজনকে দোষারোপ করে অপরিপক্কতার পরিচয়
আরও পড়ুনঃ জীবনের শেষ কিছু কথা
আবেগি মনের কিছু কথা
আমরা মাঝে মাঝে আবেগের ফাঁদে পা দিয়ে অনেক সময় কষ্টে ভুগি। তাই যারা আবেগি মনের কিছু কষ্টের কথা পেতে চান। তাদের জন্য এখানে সুন্দর কিছু কথা তুলে ধরা হয়েছে। আশা করি এগুলো আপনার আবেগি মনের কিছু কথা সাথে মিলে যাবে।
মানুষের ভালো লাগাকে প্রাদান্য দেওয়া লাগে
না হলে সম্পর্ক টিকে না
সম্পর্ক শুধু একজনের ভালো লাগার জন্যই
অন্যজন অন্ধের মতো ভালোবেসে যায়!
অনেক আফসোস নিয়ে জীবনের বাকীটা দিন কাটাতে হবে
কতো শতো কথা বলার ছিলো তার কিছুই বলা হবে না
সময় যে এখন আর আমার নেই
শুধু এতটুকু জেনে রাখো, আজ আমি বড্ড ক্লান্ত
জীবনের প্রতিটি ক্ষেত্রে হাঁটতে হাঁটতে আজ আমি বড়ই ক্লান্ত
সময়ের ব্যাবধানে আজ আমি সবার কাছে ঘৃণার পাত্র
একটু বিশ্রাম চাই আমার
আরও জানুনঃ আবেগি মনের কিছু কথা
কিছু কষ্টের উক্তি
যারা নিজের কষ্ট নিয়ে কিছু উক্তি পেতে চান। তাদের জন্য মনের মাধুরী মিশায়ে কিছু কষ্টের উক্তি এখানে দেওয়া হয়েছে। কষ্টের উক্তি গুলো আশাকরি আপনার কষ্টের সাথে একদম মিলে যাবে। তাই এখান থেকে দেখে নিন কিছু কষ্টের উক্তি।
সময়ের সাথে সাথে প্রিয় অভ্যাসগুলো অপ্রিয় হয়ে যায়
শুধু সময়ের সাথে সাথে ভালোবাসাটা ভূলে যাওয়া যায় না!
ভূলে থাকার চেস্টা করো, দেখবে একদিন মনটা ঠিকি শক্ত হএয় গেছে
সে খুব ভালো ছিলো
আমার ব্যার্থতা, আমি তাকে আগলে রাখতে পারলাম না
ভূলে গেছিস! নাকি রেগে আছিস
মন খারাপ! নাকি আমি খারাপ!
আরও দেখুনঃ কিছু কষ্টের উক্তি
কিছু কষ্টের কথার ছবি
যারা কিছু কষ্টের কথার ছবি সংগ্রহ করতে চান। তারা আজকে আমাদের এখান থেকে কিছু কষ্টের কথার ছবি পেয়ে যাবেন। আপনারা এগুলো সংগ্রহ করে ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন।
অভিমানে মূখ ফেরালে
সত্যিটা তো খুজলে না
প্রতারণাই দেখলে শুধু
ভালোবাসা বুজলে না
সব বেথাই সবাইকে জানানো ঠিক না
কিছুটা দেয়াল জানুক
কিছুটা আয়না দেখুক
কিছু লুকানো কথা মানুষকে প্রায় বোবা বানিয়ে দেয়
আরও দেখুনঃ কিছু কষ্টের কথার ছবি
কষ্টের কথা
প্রত্যেক মানুষের জীবনে অনেক কষ্ট লুকিয়ে থাকে।তাই অনেকেই সেই কষ্টগুলো প্রকাশ করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কষ্টের জীবন নিয়ে কিছু কথা শেয়ার করে থাকে। তাই আপনারা যারা জীবন নিয়ে কিছু কষ্টের কথা খুঁজছেন।তাদের জন্য এখানে কিছু কষ্টের কথা দেওয়া হল।
দিনের আলোতে যারা বেশি হাঁসে
রাতের আধারে তারাই বেশি কাদে
এই ব্যাস্ত শহড়টা যেমনি আছে তেমনি থাকবে
শুধু বদলে যাবে কিছু গল্প, কিছু সৃতি
এই ব্যাস্ত শহড়ে রোজ সবকিছুই হয়
শুধু তোমার আমার দেখাটাই হয় না
সে কি তোমায় আমার চেয়েও বেশি হাসায়
যার সহড়ের মায়ায় পড়ে ভূলে গিয়েছো আমায় !
আরও পড়ুনঃ কষ্টের জীবন নিয়ে কিছু কথা
সমাজ নিয়ে কিছু কষ্টের কথা
অনেক সময় সমাজের মানুষের জন্য আমাদের মনে দুঃখ সৃষ্টি হয়। তাই অনেকেই সমাজ নিয়ে কিছু কষ্টের কথা পেতে চান।আপনাদের জন্য এখানে সমাজ সম্পর্কিত কিছু কষ্টের কথা শেয়ার করা হলো।
সমাজ শুধু সমালোচনা করতে জানে
তুমি জীবনে এগিয়ে যেতে চাইলে
সমাজ তোমাকে পিছন থেকে টেনে ধরবে
সমাজের কাছে তুমি যত ভালো কাজেই করো
একবার একটি ভুল করলে তোমার বাকি কাজ সব শেষ।
সমাজ তৈরি করেছে ধনী-গরিবের ভেদাভেদের পাল্লা।
আরও দেখুনঃ সমাজ নিয়ে কিছু কষ্টের কথা
পরিবার নিয়ে কিছু কষ্টের কথা
আমাদের কাছে পরিবার সবচাইতে একটি সুস্থ আবাসস্থল। মানুষ এখানে নিজেকে নিরাপদ ভেবে থাকে। কিন্তু মাঝে মাঝে পরিবার আমাদের বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে। জানি অনেকের মনে বিভিন্ন বেদনা সৃষ্টি হয়। তাই এখানে পরিবার নিয়ে কিছু কষ্টের কথা দেওয়া হল।
পরিবারের দেওয়া কষ্ট গুলো কখনো ভোলা যায়না।
কারণ আমরা সবসময় পরিবারকে ভালোবাসতে চাই।
অভিমান, রাগ, ঝগড়া যাই হোক না ক্যানো
আত্বার সম্পর্ক কখনো শেষ হয় না
প্রেমে পড়ার মতো এতো আনন্দদায়ক কিছু কি আছে প্রথিবীতে!
আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাশি, অসম্ভব
প্রেম হচ্ছে একটি কল্পনীয় মিষ্টি বেথা
তবে ভীষন ভয় হয়, তাকে হারানোর ভয়
তাকে ছাড়া আমি কিভাবে থাকবো!
এই একটা কথা কখনো তোমাকে ভালো থাকতে দেবে না
কেউ কারো জীবনে অপরিহার্য না। এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত তুমি বুঝতে পারবে, ততোদিন পর্যন্ত তুমি ভালো থাকতে পারবে না ।
সর্বশেষ কথা
আশা করি আপনারা আমাদের পোস্ট থেকে কিছু কষ্টের কথা পেয়েছেন। তাহলে অবশ্যই পোস্টটি সবার সাথে শেয়ার করবেন। এবং সবচাইতে বেশি বেদনাদায়ক কষ্টের কথা পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
আরও পড়ুনঃ