২০২৩ সালের মাহে রমজানের শুভেচ্ছা। বছর পেরিয়ে আবারো চলে আসলো রোজা । প্রত্যেক মুসলমানদের জন্য রোজার মাস আনন্দের। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের জন্য রোজাকে ফরজ করেছেন। যারা প্রত্যেকটি রোজা রাখেন তাদেরকে অবশ্যই রোজার সময়সূচি জেনে নিতে হবে। তাই আজকের এই পোস্টে খাগড়াছড়ি জেলা বাসীদের জন্য রমজানের সময়সূচী তুলে ধরা হয়েছে।
Contents
খাগড়াছড়ি জেলার রোজার সময়সূচী 2023
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে ইতিমধ্যে খাগড়াছড়ি জেলা বাসীদের জন্য সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে। বাংলাদেশ প্রথম রোজা পালন করা হবে ৩/৪/২০২৩। শনিবার সারাদিন পার করে রাতে সকল মুসলমান সেহরি খাবে ও তারাবি নামাজ পড়বে। খাগড়াছড়ি জেলা বাসীদে জন্য আজকে এই পোস্টে রমজানের সময়সূচী তুলে ধরা হয়েছে।
খাগড়াছড়ি জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩
রোজা যেন ভেঙে না যায় তার জন্য সঠিক সময়টা সকলেই জেনে নিতে হবে। রোজার মাস গুনাহ মাফের মাস এই মাসে আল্লাহ তাআলার ইবাদত মাধ্যমে আল্লাহকে খুশি করতে পারলে পাপ মুক্ত করা যায়। তাই সকলেই চেষ্টা করব কোন কারণ ছাড়া রোজা না ভাঙার ও তার সাথে চেষ্টা করব আল্লাহ তায়ালার প্রত্যেকটি হুকুম পালন করার । প্রত্যেক মুসলমানদের নৈতিক কর্তব্য হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত সঠিকভাবে রোজা রাখার জন্য প্রত্যেক দিনের সেহরি ও ইফতারের সময় জেনে নেওয়াটা আমাদের সকলেরই জরুরী। আমরা এই পোস্টে খাগড়াছড়ি জেলা বাসীদে জন্য রমজান মাসের রোজার সময়সূচি তুলে ধরেছি।
খাগড়াছড়ি জেলার রমজানের সময়সূচী ২০২৩
রোজার জন্য সেহরি ও ইফতারের গুরুত্ব অনেক তাই সঠিক সময় টা জেনে নেওয়া সকলেরই দায়িত্ব। সময় মত সেহরি ও ইফতার না করতে পারলে রোজা নষ্ট হয়ে যায়। তাই খাগড়াছড়ি জেলা বাসীদের জন্য এই পোস্টে রোজার সময়সূচি জানানো হয়েছে। প্রত্যেক দিনের সেহরির শেষ সময় ও ইফতারের শেষ সময় ভিজিট করে জানতে চাইলে এই পোস্টটি বুকমার্ক করে রাখতে পারেন। এতে করে আপনি বুকমার্ক থেকে প্রতিদিন ভিজিট করে দেখতে পারবেন।
রমজান | এপ্রিল/মে | বার | সাহরীর সতর্কতামূলক শেষ সময় |
ফজরের ওয়াক্ত শুরু |
ইফতারের সময় |
---|---|---|---|---|---|
রহমতের ১০ দিন | |||||
০১ | ০৩ এপ্রিল | রবি | ৪:২২ am | ৪:২৮ am | ৬:১১ pm |
০২ | ০৪ এপ্রিল | সোম | ৪:২১ am | ৪:২৭ am | ৬:১১ pm |
০৩ | ০৫ এপ্রিল | মঙ্গল | ৪:১৯ am | ৪:২৫ am | ৬:১২ pm |
০৪ | ০৬ এপ্রিল | বুধ | ৪:১৯ am | ৪:২৫ am | ৬:১২ pm |
০৫ | ০৭ এপ্রিল | বৃহস্পতি | ৪:১৮ am | ৪:২৪ am | ৬:১৩ pm |
০৬ | ০৮ এপ্রিল | শুক্র | ৪:১৭ am | ৪:২৩ am | ৬:১৩ pm |
০৭ | ০৯ এপ্রিল | শনি | ৪:১৬ am | ৪:২২ am | ৬:১৩ pm |
০৮ | ১০ এপ্রিল | রবি | ৪:১৫ am | ৪:২১ am | ৬:১৪ pm |
০৯ | ১১ এপ্রিল | সোম | ৪:১৪ am | ৪:২০ am | ৬:১৪ pm |
১০ | ১২ এপ্রিল | মঙ্গল | ৪:১৩ am | ৪:১৯ am | ৬:১৫ pm |
মাগফিরাতের ১০ দিন | |||||
১১ | ১৩ এপ্রিল | বুধ | ৪:১২ am | ৪:১৮ am | ৬:১৫ pm |
১২ | ১৪ এপ্রিল | বৃহস্পতি | ৪:১০ am | ৪:১৬ am | ৬:১৫ pm |
১৩ | ১৫ এপ্রিল | শুক্র | ৪:০৯ am | ৪:১৫ am | ৬:১৬ pm |
১৪ | ১৬ এপ্রিল | শনি | ৪:০৮ am | ৪:১৪ am | ৬:১৬ pm |
১৫ | ১৭ এপ্রিল | রবি | ৪:০৭ am | ৪:১৩ am | ৬:১৬ pm |
১৬ | ১৮ এপ্রিল | সোম | ৪:০৬ am | ৪:১২ am | ৬:১৭ pm |
১৭ | ১৯ এপ্রিল | মঙ্গল | ৪:০৫ am | ৪:১১ am | ৬:১৭ pm |
১৮ | ২০ এপ্রিল | বুধ | ৪:০৪ am | ৪:১০ am | ৬:১৮ pm |
১৯ | ২১ এপ্রিল | বৃহস্পতি | ৪:০৩ am | ৪:০৯ am | ৬:১৮ pm |
২০ | ২২ এপ্রিল | শুক্র | ৪:০২ am | ৪:০৮ am | ৬:১৯ pm |
নাজাতের ১০ দিন | |||||
২১ | ২৩ এপ্রিল | শনি | ৪:০১ am | ৪:০৭ am | ৬:১৯ pm |
২২ | ২৪ এপ্রিল | রবি | ৪:০০ am | ৪:০৬ am | ৬:২০ pm |
২৩ | ২৫ এপ্রিল | সোম | ৪:০০ am | ৪:০৬ am | ৬:২০ pm |
২৪ | ২৬ এপ্রিল | মঙ্গল | ৩:৫৯ am | ৪:০৫ am | ৬:২১ pm |
২৫ | ২৭ এপ্রিল | বুধ | ৩:৫৮ am | ৪:০৪ am | ৬:২১ pm |
২৬ | ২৮ এপ্রিল | বৃহস্পতি | ৩:৫৭ am | ৪:০৩ am | ৬:২১ pm |
২৭ | ২৯ এপ্রিল | শুক্র | ৩:৫৬ am | ৪:০২ am | ৬:২২ pm |
২৮ | ৩০ এপ্রিল | শনি | ৩:৫৫ am | ৪:০১ am | ৬:২২ pm |
২৯ | ০১ মে | রবি | ৩:৫৪ am | ৪:০০ am | ৬:২৩ pm |
৩০ | ০২ মে | সোম | ৩:৫৩ am | ৩:৫৯ am | ৬:২৩ pm |
রোজার নিয়ত ও ইফতারের দোয়া
অনেকে আছে রোজা রাখার জন্য, রোজার নিয়ত ইফতারের দোয়া ও সেহরির দোয়া শিখতে চায়। তাদের জন্য আজকের এই পোস্টে রোজার নিয়ত ইফতারের দোয়া সেহরির দোয়া আরবী বাংলা উচ্চারন ও অর্থ দেয়া হয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, (অন্য বর্ণনায়) ঈমানের সঙ্গে সওয়াবের আশায় তারাবির নামাজ পড়ে, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেয়া হয়। (বুখারি শরিফ: হাদিস নং ১৯০১)
রোজার নিয়ত : আরবীতে উচ্চারণ
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
রোজার নিয়ত : বাংলা উচ্চারণ
রমজানের রোজার জন্য সুবহে সাদিকের পূর্বে মনে মনে এই নিয়ত করবেন,
নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
বাংলায় অর্থ :
হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
ইফতারের কিছুক্ষণ পূর্বে ‘ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি, ইগফিরলী’ এ দোয়াটি বেশী বেশী পড়তে হবে। অর্থঃ হে মহান ক্ষমা দানকারী! আমাকে ক্ষমা করুন। (শু‘আবুল ঈমান: ৩/৪০৭)
ইফতারের দোয়া: আরবিতে উচ্চারণ
اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ
ইফতারের দোয়া : বাংলা উচ্চারণ
আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু।
বাংলা অর্থ :
হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি।
সেহরির দোয়া
আমাদের সকলেরই সেহেরি দোয়া শিখে সেহরি খাওয়া সকলের জন্য উত্তম কাজ।
সেহরির দোয়া: আরবিতে উচ্চারণ
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
বাংলায় উচ্চারণ:
নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন্ শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস্ সামিউল আলিম।
বাংলা অর্থ:
হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র মাহে রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম। অতএব তুমি আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
উপরে খাগড়াছড়ি জেলা বাসীদের জন্য রমজানের মাসের ৩০ টি রোজা সময়সূচী দেয়া হয়েছে। আশা করি আপনারা এই সময় অনুযায়ী রোজা রাখতে পারবেন। আপনারা চাইলে অন্যদেরকে এই পোস্টটি শেয়ার করে রমজান মাসের রোজার সময়সূচি জানাতে পারবেন।
Read More