একুশে ফেব্রুয়ারি ছোট কবিতা

একুশে ফেব্রুয়ারি ছোট কবিতা | একুশে ফেব্রুয়ারি কবিতা | একুশের কবিতা

আপনারা যারা একুশে ফেব্রুয়ারি নিয়ে কবিতা পেতে চান তাদের জন্য আজকের এই পোস্ট। আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরলাম একুশে ফেব্রুয়ারির বিখ্যাত কবিতা। একুশে ফেব্রুয়ারি নিয়ে অনেক বড় বড় কবি গান হৃদয়বিদারক কবিতা লিখেছেন।

তাদের সেই সেরা একুশে ফেব্রুয়ারি কবিতা গুলো উল্লেখ করেছে আজকের পোস্টে। আপনারা একুশের ফেব্রুয়ারি কবিতা 1952 সালের ভাষা আন্দোলনের মর্মান্তিক ঘটনা গুলো খুঁজে পাবেন। আজকের এই পোস্ট থেকে একুশের কবিতা ও একুশে ফেব্রুয়ারি কবিতা সংগ্রহ করে নিন।

একুশে ফেব্রুয়ারি কবিতা

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলন কারী সকল ভাই বোনদের প্রতি শ্রদ্ধা রেখে নিচে উল্লেখ করা হয়েছে একুশে ফেব্রুয়ারি কবিতা। তাই আপনার ভালোলাগার একুশে ফেব্রুয়ারি কবিতাটি সবার সাথে ফেসবুকে শেয়ার করতে পারেন।

আমার ভাইয়ের রক্তে রাঙানো
আবদুল গাফফার চৌধুরী

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু ঝরা এ ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি

আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।
জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা। শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,
দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী। দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?
না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই।

একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।
সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে,
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো। সেই আঁধারের পশুদের মুখ চেনা,
তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা
ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে।

ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে
ওরা এদেশের নয়,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।
তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি।

আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী।
আমার শহীদ ভায়ের আত্মা ডাকে
জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি।
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।

একুশে ফেব্রুয়ারি নিয়ে ছোট কবিতা

আপনারা যারা ছোট কবিতা খুঁজছেন তাদের জন্য আজকের এই পোস্ট । এই পোষ্টের মাধ্যমে
আপনাদের মাঝে ছোট কবিতা তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

একুশে ফেব্রুয়ারি কবিতা

কবিতা ১

ঊনসত্তরের ছড়া
আল মাহমুদ

ট্রাক ! ট্রাক ! ট্রাক !
শুয়োরমুখো ট্রাক আসবে
দুয়োর বেঁধে রাখ।
কেন বাঁধবো দোর জানালা
তুলবো কেন খিল ?
আসাদ গেছে মিছিল নিয়ে
ফিরবে সে মিছিল।
ট্রাক ! ট্রাক ! ট্রাক !
ট্রাকের মুখে আগুন দিতে
মতিয়ুরকে ডাক।
কোথায় পাবো মতিয়ুরকে
ঘুমিয়ে আছে সে !
তোরাই তবে সোনামানিক
আগুন জ্বেলে দে।

কবিতা ২

বঙ্গভূমি ও বঙ্গভাষা
কায়কোবাদ

বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার জন্মভূমি।
গঙ্গা পদ্মা যাচ্ছে ব’য়ে,
যাহার চরণ চুমি।
ব্রহ্মপুত্র গেয়ে বেড়ায়,
যাহার পূণ্য-গাথা।
সেই-সে আমার জন্মভূমি,
সেই-সে আমার মাতা।
আমার মায়ের সবুজ আঁচল
মাঠে খেলায় দুল।
আমার মায়ের ফুল-বাগানে,
ফুটছে কতই ফুল।
শত শত কবি যাহার
গেয়ে গেছে গাথা।
সেই-সে আমার জন্মভূমি,
সেই-সে আমার মাতা।
আমার মায়ের গোলা ছিল,
ধন ধান্যে ভরা।
ছিল না তার অভাব কিছু,
সুখে ছিলাম মোরা।
বাংলা মায়ের স্নিগ্ধ কোলে,
ঘুমিয়ে রব আমি।
বাংলা আমার মাতৃভাষা
বাংলা জন্মভূমি।

21 february images

Read More: ২১ শে ফেব্রুয়ারি কবিতা, ছোট কবিতা | একুশের কবিতা

একুশের কবিতা

দীর্ঘ সংগ্রামে অর্জিত তুমি ২১ শে ফেব্রুয়ারী
মিলেছে মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা।
প্রত্যাশা প্রানে তাই খালি পায়ে হেঁটে চলা

ঘুম নেই এই দিনে শ্রদ্ধা জানানোর আকুলতা।
বিশ্বে প্রথম একটাই জাতি তুমি বীর বাঙ্গালী
করেছ সংগ্রাম, বিলিয়েছ জীবন ভাষার তরে।
করিগো স্মরণ তোমার সোনার ছেলেদের

রফিক, সালাম ও বরকতসহ আরো অনেকেরে।
কোটি বাঙ্গালী সমবেত হয় শহীদ মিনারে
দাঁড়িয়ে ফুল হাতে শ্রদ্ধা জানাতে তোমায়।
রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারী ভুলি যে কি করে

মুখে মুখে ধ্বনিত হয় সেই সুর অবলিলায়।
যারা ছিনিয়ে এনেছে বুকের তাজা রক্তে
তোমার হৃদয় নিংড়ানো ভালবাসার কথা।
যে ভাষায় প্রশান্তি মেলে কোটি কোটি হৃদয়ে
ছড়িয়ে দিয়ে গহিনের ফুলঝরা কথা।

21 february pics

শেষ কথা

আপনাদের মাঝে আমরা একুশে ফেব্রুয়ারি নিয়ে উক্তি, ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা, তুলে ধরার চেষ্টা করেছি। আজকের পোস্ট যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। তাদের জানার সুযোগ করে দিন। আমাদের ওয়েবসাইট ভিজিট করে আরো অনেক কিছু জানতে পারবেন।

Read More

২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা স্ট্যাটাস, এসএমএস, বাণী, উক্তি, পোস্টার ও ছবি

একুশে ফেব্রুয়ারি স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, ও পিকচার

২১ শে ফেব্রুয়ারি ফেসবুক স্ট্যাটাস, শুভেচ্ছা বার্তা ও উক্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top