বর্তমানে সবাই ইন্টারনেটে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা অনুসন্ধান করছে। কারণ দেখতে দেখতে আমাদের সামনে চলে আসলো মুসলিম বিশ্বের পবিত্র ঈদ। ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বোনেরা ইন্টারনেটে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা খুঁজছেন। তাদের জন্য আজকের এই পোস্টে আমরা তুলে ধরেছি ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা। তাই এখান থেকে আপনারা খুব সহজেই ঈদের শুভেচ্ছা বার্তা এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা খুঁজে পাবেন।
সকল মুসলমানের জন্য দুটি ঈদ নির্ধারিত করা রয়েছে। এক হচ্ছে ঈদুল ফিতর এবং অন্যটি হচ্ছে ঈদুল আযহা। এই দুটি হৃদয় মুসলিম ভাই-বোনেরা একজন আরেকজনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা পাঠায়। তাই তারা ভালো মানের ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা পেতে ইন্টারনেটে অনুসন্ধান করে। ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তাই এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। তাই আপনাদের জন্য আজকের এই পোস্ট এ ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা তুলে ধরেছি। আশা করছি এর মাধ্যমে আপনি আপনার আত্মীয় বন্ধু এবং প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা বার্তা পাঠাতে পারবেন। তাই আজকের এই পোষ্ট মনোযোগ দিয়ে পড়ুন এবং জেনেনিন ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা।
ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা
সকল মুসলিমের জন্য ঈদের আনন্দ অনেক বেশি। তাই সবাই এই আনন্দ ভাগ করে নিতে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা প্রেরণ করে। আপনারা যাতে খুব সহজেই ঈদের শুভেচ্ছা একে অপরকে প্রেরণ করতে পারেন। তাই আমরা আপনাদের সুবিধার্থে আজকের এই পোস্টে তুলে ধরেছি দুই ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা।
আরও দেখুনঃ
ঈদের দিনে আসবে বন্ধু
আমার ছোট্ট ঘরে
সম্বল যা আছে আমার
দেব আদর করে
ঈদ মোবারক
ঈদ মানে হাসি
ঈদ মানে খুশি
ঈদ মানে বন্ধু তোকে
অনেক ভালবাসি
ঈদ মোবারক
ঈদের দিনে পায়েস খাব
খাব গরুর গোস্ত
ঘুরতে যাব তোকে নিয়ে
আসিস কিন্তু দোস্ত
ঈদ মোবারক
ভাবছি একটা কথা বলব
কিভাবে শুরু করি ভেবে পাইনা
তবুও বলতে হয় দোস্ত
ঈদের দিনে তোর বাড়িতে
খাব কিন্তু গোস্ত।
ঈদ মোবারক
বন্ধু তুমি অনেক দূরে,
তাই তোমার কথা মনে পরে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে,
“ঈদ মোবারক”
কিছু কথা অব্যাক্ত রয়ে যায়,
কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু স্মৃতি নিরবে কেদে যায়,
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয় ” ঈদ মোবারক ”
নতুন সকাল নতুন দিন।
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাকা চাঁদ।
রঙ্গীন হোক ঈদের রাত।
পড়েছে আজ চাঁদের নজর,
তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,
সবাই পেলো ঈদের বাতাস।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
আরও দেখুনঃ
- ১০০+ ঈদ মোবারক শুভেচ্ছা
- ৮৫+ ঈদের শুভেচ্ছা মেসেজ
- ৭৫+ ঈদের অগ্রিম শুভেচ্ছা
- ৮৩+ ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা
নন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে।
বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে।
“ঈদ মোবারক”
রিমঝিম এই বৃষ্টিতে,
ঈদ কাটাবো সৃষ্টিতে।
খুশির হাওয়া লাগলো মনে,
নাচবে খুকি ক্ষণে ক্ষণে।
সাজবে সবায় নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক।
“ঈদ মোবারক”
দূরের মানুষ আসুক কাছে,
কাছের জন থাকুক পাশে,
মন ছুটে যাক তোমার টানে,
নয়া চাদের আগমনে,
কাটুক খুশি সবার মনে
ঈদ মোবারক
ঈদ মানে হাসি, ঈদ মানে আশা।
ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা।
ঈদ মানে দুর আকাশে মিষ্টি চাঁদের হাসি।
ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি।
ঈদ মোবারক
ফুল সুবাস দেয়, দৃষ্টি মন চুরি করে,
খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদের কাদায়,
আর আমার এই এসএমএস তোমাকে ঈদের শুভেচছা জানায়। “ঈদ মোবারাক”
শুভ রজনী, শুভ দিন,
রাত পরোলেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন,
ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
“ঈদ মোবারক”
শুভ রজনী, শুভ দিন,
রাত পেরোলেই ঈদের দিন।
উপভোগ করবে সারাদিন,
ঈদ পাবে না প্রতিদিন।
দাওয়াত রইলো ঈদের দিন।
“ঈদ মোবারক”
আরও পাবেনঃ
আনন্দের এই সময় গুলো,
কাটুক থেমে থেমে,
বছর জুড়ে তোমার তরে,
ঈদ আসুক নেমে,
“ঈদ মোবারক”
চাঁদ উঠেছে ফুল ফুটেছে
দেখবি কে কে আয়,
নতুন চাঁদের আলো এসে
পড়ল সবার গায়।
ঈদ মোবারাক
রঙ লেগেছে মনে।
মধুর এই খনে।
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।
ঈদ মোবারাক
ঈদ মানে আঁকাশে নতুন চাঁদ.
ঈদ মানে নতুন চাওয়া পাওয়ারস্বাদ.
ঈদ মানে মেহেদী রাঙা হাত.
ঈদমানে আমারবাড়ীতে তোমার দাওয়াত.
ঈদ মোবারক
কষ্টের আড়ালে সুখের রাশি,
প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি।
তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক।
সবাইকে জানাই ঈদ মোবারক।
Eid Mubarak Wishes
এখানে আপনারা আপনাদের জন্য ভালো মানের ঈদের শুভেচ্ছা বার্তা তুলে ধরেছি। আশা করছি ঈদের খুদে বার্তা গুলো আপনাদের ঈদ আরো অনেক ভালো কাটাবে। ঈদ মোবারক শুভেচ্ছা বাণী ও ঈদ শুভেচ্ছা বার্তা দেখে নিন। ঈদের শুভেচ্ছা বার্তা ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা সবার সাথে শেয়ার করুন। ঈদুল ফিতরের শুভেচ্ছা বাণী ও ঈদুল ফিতরের শুভেচ্ছা স্ট্যাটাস সংগ্রহ করুন।
তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ঈদ মোবারক।
লাল শাড়ি পরে,,
হাতে চুড়ি দিয়ে..
ঘুরবে যখন রিক্সায়,,
পাশে কিন্তুু নিও আমায়..!!
ঈদ মোবারক
আকাশের নীল দিয়ে,
হৃদয়ের ছোঁয়া দিয়ে,
সবুজের অরণ্য দিয়ে,
সাগরের গভীরতা দিয়ে তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।
ঈদ আনে বস্তা ভর্তি খুশি,
তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি।
তাই বলে ঈদ কখনো হবে না বাসি,
ঈদ মোবারক।
বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
আমার জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা, ঈদ মোবারক
আরও দেখুনঃ
ঈদের শুভেচ্ছা
আজ দু:খ ভুলার দিন, আজ মন হবে যে রঙ্গিন।
আজ প্রান খুলে শুধু গান হবে, আজ সুখ হবে সিমাহীন।
তার একটাই কারন, আজ যে ঈদের দিন। ঈদ মোবারাক !!
এই এসএমএস, যার কাছে যাবি, যাকে পাবি,
তাকেই আমার সালাম দিবি,
লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি,
আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক
আসছে ঈদ,,চলছে গাড়ি..
আমার দাওয়াত তোমার বাড়ি..
OHH Sorry..তোমার দাওয়াত আমার বাড়ি..
হিমেল হাওয়া,,শীতের দিন..আসবে কিন্তু ঈদের দিন
ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।
কোন দূরেতে আছিস বন্ধু আয় না আমার কাছে,
আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।
ঈদ মোবারক।
রং লেগেছে মনে মধুর এই ক্ষনে,
তোমায় আমি রাংগিয়ে দিবো এই ঈদের দিন,
” ঈদ মোবারক ”
ঈদের বাংলা এসএমএস ২০২৪
ঈদের শুভেচ্ছা বার্তা কিভাবে জানাবেন। আপনার প্রিয় জন বা বন্ধুবান্ধব সে খুব সহজেই ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা পাঠাতে পারবেন। ঈদ উপলক্ষে সবাইকে নির্দিষ্ট বার্তাটি সিলেক্ট করে তাকে অতি দ্রুত পাঠিয়ে দিন। আপনার এই একটি ক্ষুদ্র মেসেজ আপনার প্রিয়জনের ঈদ উপলক্ষে আনন্দ আরো বাড়িয়ে দিবে। তাই নিচে থেকে দেখে নিন ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা সমূহ।
- যে দিন দেখবো ঈদ এর চাঁদ খুশি মনে কাটাবো রাত নতুন সাজে সাজব সেদিন সেদিন হলো ঈদের দিন আনোন্দে কাটাবো সারা দিন! ঈদ মোবারক
- শুভেচ্ছা রাশি রাশি গরু না খাসি? টিক্কা না ঝালফ্রাই? এনটিভি না চ্যানেল-আই? রিলাক্স না বিজি? শাড়ি না শার্ট? Wishing from heart EID MUBARAK
- বলছি আমি আমার কথা, ঈদে থাকবে নাকো মনের ব্যাথা, আমার জীবনে অনেক চাওয়া, ঈদ থেকে সব পাওয়া, ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা, ঈদ মোবারক
- এই এসএমএস, যার কাছে যাবি, যাকে পাবি, তাকেই আমার সালাম দিবি, লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি, আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক
- রং লেগেছে মনে মধুর এই ক্ষনে, তোমায় আমি রাংগিয়ে দিবো এই ঈদের দিন, ” ঈদ মোবারক “
- বন্ধু তুমি অনেক দূরে, তাই তোমার কথা মনে পরে, সুন্দর এই সময় কাটুক খুশিতে, সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে, “ঈদ মোবারক”
- ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে, অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে, সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে, শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে
- তোর ইচ্ছে গুলো উরে চলুক পাখনা দুটি মেলে, দিন গুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে, অপূর্ন না থাকে যেন তোর কোনো শখ, এই কামনায় বন্ধু তোকে ঈদ মোবারক
- তোর ইচ্ছে গুলো উরে চলুক পাখনা দুটি মেলে, দিন গুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে, অপূর্ন না থাকে যেন তোর কোনো শখ, এই কামনায় বন্ধু তোকে ঈদ মোবারক
- নতুন সকাল নতুন দিন। শুভ হোক ঈদের দিন।নতুন রাত বাকা চাঁদ। রঙ্গীন হোক ঈদের রাত। ঈদ মোবারক
শেষ কথা
সবার সাথে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা শেয়ার করুন। যাতে সবাই সকল ঈদ সঠিকভাবে আনন্দের সাথে পালন করতে পারে। এবং আরো ভালো মানের ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
আরও দেখুনঃ