বর্তমান ডিজিটাল যুগে প্রতিদিনই কোনো না কোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে সম্প্রতি আলোচনায় এসেছে একটি নতুন বিষয় — “নিঝুম ভাইরাল ভিডিও লিংক”। ফেসবুক, টিকটক, ইউটিউব শর্টস থেকে শুরু করে টেলিগ্রাম পর্যন্ত — এই টপিক ঘিরে নেটিজেনদের মধ্যে কৌতূহল তুঙ্গে।
নিঝুম ভাইরাল ভিডিও লিংক
বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করছেন, “নিঝুম ভাইরাল ভিডিও লিংক” নামে একটি লিংক ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন গ্রুপ ও চ্যানেলে। তবে যাচাই করে দেখা গেছে, এসব লিংকের বেশিরভাগই ভুয়া (Fake) বা বিভ্রান্তিকর। মানুষের কৌতূহলকে ব্যবহার করে কিছু পেজ বা টেলিগ্রাম চ্যানেল তাদের ফলোয়ার বা ওয়েব ট্রাফিক বাড়ানোর চেষ্টা করছে।
Nijhum Viral Link
ভাইরাল লিংক
“নিঝুম ভাইরাল ভিডিও লিংক” বর্তমানে আলোচনায় থাকলেও, সত্যতা যাচাই ছাড়া কোনো কনটেন্টে বিশ্বাস করা উচিত নয়। ইন্টারনেটের যুগে তথ্যই শক্তি, আর সচেতনতা হলো নিরাপত্তা। তাই দায়িত্বশীলভাবে ব্যবহার করুন সোশ্যাল মিডিয়া — দেখুন, শেয়ার করুন, তবে যাচাই করে নিন।
আরও দেখুন –