রোল নাম্বার দিয়ে এইচএসসি রেজাল্ট কিভাবে দেখা যায়। সে সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব আপনাদের সামনে। তার আগে বলতে চাই এবছরের এইচএসসি রেজাল্ট প্রকাশ করা হবে ২৬ নভেম্বর ২০২৪ রোজ রবিবার সকাল ১০ টা ০০ মিনিটে। এ বছর প্রায় ১৩ লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল ০২ আগস্ট ২০২৪ অন্যদিকে এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে ৩ সেপ্টেম্বর ২০২৪। দীর্ঘ 30 দিন যাবত এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতবছর করণা মহামারীর কারণে এইচএসসি ফলাফল অটো পাস হিসেবে প্রকাশ করা হয়েছিল।
কিন্তু এবছর শিক্ষা মন্ত্রী তিনটি বিষয়ের ওপর এইচএসসি পরীক্ষা সংগ্রহ করেছে। সে তিনটি বিষয়ের উপর নির্ভর করে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। তাই অনেকেই ইন্টারনেট এর রোল দিয়ে এইচএসসি রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম সম্পর্কে জানতে চেয়েছে। তাদের জন্য আজকের এই পোস্ট এ রোল দিয়ে এইচএসসি রেজাল্ট কিভাবে দ্রুত দেখা যায়। সে সম্পর্কে বিস্তারিত ইনস্ট্রাকশন তুলে ধরা হয়েছে। আপনি যদি একজন এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন। তাহলে আমাদের ওয়েবসাইট থেকে খুব দ্রুত রোল দিয়ে এইচএসসি ফলাফল সংগ্রহ করতে পারবেন।
রোল নাম্বার দিয়ে এইচএসসি রেজাল্ট ২০২৪
আমরা সাধারণত দেখতে পাই এইচএসসি ফলাফল দেখতে হলে আমাদেরকে রোল, রেজিস্ট্রেশন, পাশের সন উল্লেখ করতে হয়। কিন্তু অনেকেই আছেন যারা এইচ এস সি রেজিস্ট্রেশন মনে রাখতে পারেন না। তারা চান রোল দিয়ে কিভাবে এইচএসসি রেজাল্ট সংগ্রহ করা যাবে। তাদের জন্য আজকের পোস্টে উল্লেখ করা হয়েছে রোল নাম্বার দিয়ে এইচএসসি রেজাল্ট সংগ্রহ করা যায়।
রোল দিয়ে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
আপনি শুধুমাত্র আপনার রোল নাম্বার ব্যবহার করে রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া এইচএসসি ফলাফল দেখতে পারবেন। কিন্তু তার জন্য আপনাকে কিছু ধাপ অতিক্রম করতে হবে। নিচে আমরা সে দাপ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছি।
- প্রথমে উল্লেখিত ওয়েবসাইটে চলে যান https://eboardresults.com/v2/home
- তারপর আপনার পরীক্ষার নাম সিলেক্ট করুন। [HSC/Alim/Vocational]
- আপনার পরীক্ষার সালটি নির্বাচন করুন [ 2024 ]
- বোর্ডের নাম নির্ধারণ করুন [ Dhaka Board ]
- রেজাল্ট এর ধরন সিলেক্ট করুন।
- আপনার এইচ এস সি রোল দিন
- চাইলে রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার অপশনাল।
- এখন সিকিউরিটি ক্যাপচা কমপ্লিট করুন। [2+4=6]
- সকল তথ্য সঠিক ভাবে দেওয়া হলে গেট রেজাল্ট বাটনে প্রবেশ করুন।
রোল দিয়ে এসএমএস করে এইচএসসি ফলাফল দেখুন
আপনার মোবাইল অপশন থেকে এসএমএস এর মাধ্যমে রোল ব্যবহার করে এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন। নিচে রোল দিয়ে কিভাবে এইচএসসি এসএমএস পাঠাতে হয়। সে সম্পর্কে এইচএসসি ফলাফল এসএমএস ফরমেট উল্লেখ করা হয়েছে।
HSC EXAM RESULT 2024
Examination | : | |
Year | : | |
Board | : | |
Roll | : | |
Reg: No | : | |
2 + 6 | = | |
- প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যান।
- আপনার পরীক্ষার নাম লিখুন [ HSC ]
- তারপর আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর উল্লেখ করুন। [DHA]
- স্পেস প্রদান করুন।
- এখন আপনার এইচএসসি রোল নাম্বার লিখুন।
- তারপর আপনার পরীক্ষার পাশের সাল লিখুন।
এসএমএস ফরমেট: HSC DHA 233535 2024 [Send the message to 16222 number]
আমরা চেষ্টা করেছি আপনাদের সবাইকে সহজ পদ্ধতিতে রোল দিয়ে এইচএসসি ফলাফল কিভাবে দেখতে হয় জানাতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন রোল দিয়ে কিভাবে এসএসসি ফলাফল দেখা যায়। আপনার সকল বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও রোল দিয়ে এইচএসসি ফলাফল দেখতে পারে।
Read More