Muzib quiz 6th part

শেখ মুজিবের বাবার টিমের নাম কী ছিল?

শেখ মুজিবের বাবার টিমের নাম কী ছিল?. বঙ্গবন্ধু শেখ মুজিব ষষ্ঠ পর্বের কুইজ। আপনি হয়তো ডিসেম্বর মাসের ষষ্ঠ দিনের বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের উত্তর খুঁজছেন। আমরা আপনাদের আগেই বলেছি আমরা সব সময় রাত 12 টার মধ্যেই আমাদের পোস্টে উত্তর উল্লেখ করে থাকি। ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত এই কুইজে থাকছে সবার জন্য বিশেষ পুরস্কার। যার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এই কুইজে অংশগ্রহণ করছে।কারণ একবার কুইজে জিতে গেলে পেয়ে যাবেন ল্যাপটপ ফ্রিতে। আজকে আমরা এখানে ষষ্ঠ দিনের ষষ্ঠ প্রশ্নের উত্তর উল্লেখ করেছি। উত্তর পেতে পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ (ষষ্ঠ প্রশ্ন)

6th december quiz

শেখ মুজিবুর রহমান ভালো ফুটবল খেলতেন। গোপালগঞ্জ মিশন স্কুলের ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলেন তিনি। তাঁর বাবা শেখ লুৎফর রহমানও ভালো খেলোয়াড় ছিলেন। শেখ মুজিবের ফুটবল টিমের সঙ্গে তাঁর বাবার টিমের যখন খেলা হতো, তখন সবাই খুব উপভোগ করতেন। ১৯৪০ সালের প্রায় সব খেলায় শেখ মুজিবের টিমের কাছে পরাজিত হয় তাঁর বাবার টিম। বছরের শেষ খেলা ‘এ জেড খান শিল্ডে’র ফাইনালে পাঁচ দিন ড্র হয়। একপর্যায়ে শেখ মুজিবকে তাঁর বাবা জানান, পরের দিনই আবার খেলতে হবে। কিন্তু মিশন স্কুল টিমের খেলোয়াড়রা নিয়মিত খেলে ক্লান্ত ছিল। সবার পায়েই ব্যথা, দুই-চার দিন বিশ্রাম দরকার ছিল। রাজি না হলে মিশন স্কুলের হেডমাস্টারকে খবর দেন তাঁর বাবা। হেডমাস্টার এসে বলেন, ‘মুজিব তোমার বাবার কাছে হার মান, আগামীকাল সকালে খেল, তাদের অসুবিধা হবে।’ তাঁর কথা মেনে পরের দিন খেলে এক গোলের ব্যবধানে হেরে যায় মিশন স্কুল টিম। শেখ মুজিবের বাবার টিমের নাম কী ছিল?

প্রশ্নের উত্তর: অফিসার্স ক্লাব

যত দ্রুত সম্ভব উত্তরটি সাবমিট করুন। আশা করছি এটি আপনাকে ল্যাপটপ অথবা মোবাইল পেতে সাহায্য করবে।আমরা সব সময় রাত 12 টার মধ্যেই প্রতিটি প্রশ্নের উত্তর আমাদের পোস্টে উল্লেখ করি। তাই খুব সহজেই আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ জিততে পারেন। আপনাদের বন্ধুদের জিতাতে পোস্টটি সবার সাথে শেয়ার করুন। এবং প্রতিদিন এর সঠিক উত্তর পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top