৯ ডিসেম্বর ২০২৩ শুরু হচ্ছে কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া। যেখানে ইতিমধ্যেই দুই দলই নক আউট পর্বে জাপান ও দক্ষিণ কোরিয়া কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে। ব্রাজিল ফুটবল দল ২০ বছর ধরে চেষ্টা করা বিশ্বকাপ শিরোপা জয়ের সন্ধানে অষ্টমবারের মতো কোয়ার্টার ফাইনালে এসেছে। যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে খেলবে গত বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া ফুটবল দল। ক্রোয়েশিয়া ফুটবল দল ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলছে। তাই এখানে দুই দলই অনেক শক্তিশালী।
ব্রাজিল ফুটবল দলের হেক্সা মিশনের জন্য ক্রোয়েশিয়া ফুটবল দলকে যে কোন মূল্যে হারাতে হবে। খেলাটি শুরু হবে নয় ডিসেম্বর শুক্রবার রাত ৯ টায়। কাতারের আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে। ক্রোয়েশিয়া ফুটবল দল তাদের বিশ্বকাপে নিজেদের সর্বশেষ 11 টি ম্যাচের দশটিতে অপরাজিত থেকেছেন।
Contents
- 1 ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া
- 2 ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ
- 3 ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ স্কোর
- 4 Brazil VS Croatia Live Stream
- 5 ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ ম্যাচ দেখার উপায়
- 6 ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া পরিসংখ্যান
- 7 ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া হেড টু হেড রেকর্ড
- 8 ব্রাজিল দলের ও ক্রোয়েশিয়া দলের ফিফা অবস্থান
- 9 Related
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া
দীর্ঘ দুই দিন অবসরের পর আজকে প্রথম কোয়ার্টার ফাইনালস কাতার বিশ্বকাপের। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ও পরের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস। যারা ঘরে বসে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচটি উপভোগ করতে চান।
তাদের জন্য আজকের এই পোস্টে বিস্তারিত সকল তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ সহ প্রত্যেক দেশের বিভিন্ন টেলিভিশন কাতার বিশ্বকাপের প্রতিটি খেলা লাইভ সম্প্রচার করে। অন্যদিকে বিভিন্ন অনলাইন পোর্টাল রয়েছে যারা বিভিন্ন প্রিমিয়াম প্যাকেজ ক্রয় করার মাধ্যমে কাতার বিশ্বকাপের খেলা লাইভ দেখিয়ে থাকে।
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ
৯ ডিসেম্বর ২০২৩ ঠিক রাত 9 টায় শুরু হবে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ ম্যাচ টি। যেখানে দুই দলই জেতার উদ্দেশ্যে মাঠে নামবে। কারণ আজকে যারা জিতবে তারা সেমিফাইনাল নিশ্চিত করবে। ব্রাজিল ফুটবল দল এই পর্যন্ত চারবার ক্রোয়েশিয়া ফুটবল দলের মুখোমুখি হয়েছিল। যার মধ্যে ব্রাজিল দল তিনটি ম্যাচে জয় পেয়েছিল। আজকের ম্যাচ থেকে দেখে নিন কিভাবে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচটি লাইভ দেখবেন। নিচে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ ম্যাচ দেখার বিস্তারিত লিংক দেয়া হয়েছে।
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ স্কোর
আজকের কাতার বিশ্বকাপের কোয়ার্টার্স ফাইনাল প্রথম খেলাটি ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া। যেখানে ৯০ মিনিটের খেলার সম্প্রচার হওয়ার পর যদি দুই দলে গোল শূন্য থাকে। তাহলে আরো ১৫ মিনিট করে অতিরিক্ত 30 মিনিট সময় দেয়া হবে। পরবর্তীতে আবারও গোলশূন্য হলে দুই দল ট্রাইবেকার প্লে করবে। তাই এখানে সম্পূর্ণ ৯০ মিনিটসহ পুরো ম্যাচের লাইভ স্কোর দেখতে পারবেন। নিচে উল্লেখ করা হয়েছে আজকের ম্যাচে ব্রাজিল কয় গোল করেছে ও ক্রোয়েশিয়া কয় ম্যাচ করেছে তার তথ্য।
Brazil 1 – 1 Croatia
Brazil VS Croatia Live Stream
বাংলাদেশে অসংখ্য মানুষ রয়েছে যারা ব্রাজিল ফুটবল টিমকে সাপোর্ট করে। অন্যদিকে যারা ব্রাজিল দলকে সাপোর্ট করে না তারা আজকে ক্রোয়েশিয়া দলকে সাপোর্ট করবে। তাই যারা ঘরে বসে মোবাইলের মাধ্যমে আজকের ম্যাচটি লাইভ স্ট্রিম করতে চান। তাদের জন্য এখানে জনপ্রিয় দুইটি সার্ভার লিংক ও বিভিন্ন অনলাইন পোর্টালস লিংক দেয়া হয়েছে। যে লিংক ওপেন করে আপনি কাতার বিশ্বকাপের আইকন সিলেক্ট করে আজকের ম্যাচ লাইভ দেখতে পারবেন।
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ ম্যাচ দেখার উপায়
অনেকে আছেন যারা জানেন না কিভাবে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ ম্যাচ টি উপভোগ করবেন। তাদের জন্য বিভিন্ন অনলাইন পোর্টাল রয়েছে যারা ফ্রি ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ ম্যাচ দেখার সুযোগ করে দিয়েছে। যার মধ্যে অন্যতম হচ্ছে Toffee। নিচে আরও জনপ্রিয় কিছু লিংক দেয়া হয়েছে যেখানে প্রবেশ করে বিভিন্ন দেশের জনপ্রিয় টেলিভিশন লিঙ্কে প্রবেশ করতে পারবেন। সেখান থেকে আজকের ম্যাচটি লাইভ উপভোগ করতে পারবেন।
BRAZIL VS CROATIA LIVE SERVER – 1
BRAZIL VS CROATIA LIVE SERVER – 2
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া পরিসংখ্যান
ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আজকের ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচের পরিসংখ্যান জানার জন্য অনুসন্ধান হচ্ছে। যেখানে আজকের ম্যাচের পরিসংখ্যান হচ্ছে ব্রাজিল জেতার সম্ভাবনা হচ্ছে ৭০% ও ক্রোয়েশিয়া আজকের ম্যাচ জেতার সম্ভাবনা হচ্ছে ১১%। অন্যদিকে উনি 19 পার্সেন্ট হচ্ছে আজকের খেলাটি অতিরিক্ত সময় পর্যন্ত গড়াবে। আজকের ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনাল ম্যাচের পরিসংখ্যান সবার সাথে শেয়ার করুন।
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া হেড টু হেড রেকর্ড
অনেকেই আছেন যারা ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া দলের হেড টু হেড রেকর্ড জানতে চান। ব্রাজিল ও ক্রোয়েশিয়া ফুটবল দল এই পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে যেখানে তিনবার ব্রাজিল জয় পেয়েছে অন্যদিকে একটি ম্যাচ ড্র হয়েছে। তাই সবার কাছে আজকের ম্যাচে ব্রাজিল ফেভারিট। ১৭ই আগস্ট ২০০৫ সালে ক্রোশিয়া বনাম ব্রাজিল প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে এক ১-১ গোলে ম্যাচটি ড্র হয়। অন্যদিকে ২০১৮ সালে ৩ জুন ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া সর্বশেষ মুখোমুখি হয় যেখানে ২-০ গোলে ব্রাজিল জয় লাভ করে।
ব্রাজিল দলের ও ক্রোয়েশিয়া দলের ফিফা অবস্থান
অনেকেই আছেন যারা আজকের কটার ফাইনাল ম্যাচ উপলক্ষে ব্রাজিল ফুটবল দল ও ক্রোয়েশিয়া ফুটবল দলের ফিফা রেংকিং জানার জন্য অনুসন্ধান করছেন। সর্বশেষ তথ্য মতে ব্রাজিল ফুটবল দল ফিফা রেংক এর এক নম্বর পজিশনে রয়েছে। অন্যদিকে ক্রোয়েশিয়া ফুটবল দল ১২ নম্বর পজিশনে আছে। তাদের সংগৃহীত সর্বমোট পয়েন্ট হচ্ছে ১৬৪৫.৬৪।
ব্রাজিল দলের আজকের খেলোয়াড় তালিকা
কোয়াটার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয়লাভ করার জন্য ব্রাজিল ফুটবল দলের ১১ জন সদস্যের দল ঘোষণা করা হয়েছে। নিচে আজকের ব্রাজিল ফুটবল দলের ১১ জন প্লেয়ারের নাম ও জার্সি নাম্বার উল্লেখ করা হয়েছে।
- এডারসন (গোলরক্ষক),
- তেলেস,
- ব্রেমার,
- আলভেস,
- মিলিতাও,
- গুইমারেস,
- ফ্যাবিনহো/নেইমার,
- মার্তিনেল্লি,
- রদ্রিগো,
- অ্যান্তোনি,
- জেসুস
আজকের ক্রোয়েশিয়া দলের খেলোয়াড় লিস্ট
ব্রাজিলের বিরুদ্ধে জয়লাভ করার জন্য ক্রোয়েশিয়া ফুটবল দল তাদের শক্তিশালী এগারো জন ফুটবল খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে। নিচে 11 জন খেলোয়াড়ের নাম ও জার্সি নাম্বার উল্লেখ করা হয়েছে।
- 4 I. Perišić
- 16 B. Petković
- 9 A. Kramarić
- 8 M. Kovačić
- 11 M. Brozović
- 10 L. Modrić
- 3 B. Barišić
- 20 J. Gvardiol
- 6 D. Lovren
- 22 J. Juranović
- 1 D. Livaković
সবাইকে শেয়ার করে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া কোয়াটার ফাইনাল ম্যাচটি লাইভ দেখার সুযোগ করে দিন। কাতার ফুটবল বিশ্বকাপের প্রতি ম্যাচ লাইভ দেখতে আমাদের সাথেই থাকুন।
You May Also Like –
ব্রাজিল খেলোয়াড়দের নামের তালিকা ২০২৩ | কাতার বিশ্বকাপ 2023
ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া লাইভ ম্যাচ ২০২৩ | Watch Brazil VS South Korea Live
ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ ম্যাচ ২০২৩ | খেলার লাইভ স্কোর দেখুন
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড লাইভ ম্যাচ ২০২৩ – খেলার লাইভ স্কোর দেখুন
ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ ম্যাচ ২০২৩ – Brazil VS Cameroon Live