১০ ডিসেম্বর ২০২৩ ঠিক রাত 1 টায় শুরু হবে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস কোয়ার্টার্স ফাইনাল ম্যাচ। আজকের ম্যাচে যারা জয়ী হবে তারা সেমিফাইনাল ম্যাচ খেলার সুযোগ পাবে। আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচ টি অনুষ্ঠিত হবে কাতারের লুসাইল স্টেডিয়ামে। আর্জেন্টিনা ফুটবল দলের অতীত রেকর্ড দেখলে বুঝা যায় নেদারল্যান্ডস ফুটবল টিমের সাথে তাদের পারফরম্যান্স বেশি ভালো না। কারণ তারা ইতিমধ্যে নয়টি ম্যাচ খেলেছে যার চারটি ম্যাচ হেরেছে ও দুইটি ম্যাচ ড্র হয়েছে। অন্যদিকে তারা তিনটি ম্যাচে জয়লাভ করেছে।
তাই কাতার বিশ্বকাপের জনপ্রিয় ফুটবল দল আর্জেন্টিনার লাইভ খেলা দেখার জন্য বাংলাদেশ ভারত সহ এশিয়া ও ইউরোপ থেকে অসংখ্য মানুষ অপেক্ষা করছে। ঘরে বসে আজকের নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি উপভোগ করতে পারবেন। নিচে উল্লেখ করা হয়েছে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস দলের লাইভ স্কোর, পরিসংখ্যান, হেড টু হেড রেকর্ড, ফিফা অবস্থান ও লাইভ স্ট্রিমিং করার উপায়।
Contents
- 1 আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস
- 2 আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস লাইভ ম্যাচ
- 3 আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস লাইভ স্কোর
- 4 আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস লাইভ দেখার নিয়ম
- 5 আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড ম্যাচের পরিসংখ্যান
- 6 আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস হেড টু হেড রেকর্ড
- 7 আর্জেন্টিনা দল ও নেদারল্যান্ডস দলের ফিফা রেংকিং
- 8 Related
আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস
নক আউট পর্বের খেলা শেষে আজকে শুরু হয়েছে কোয়ার্টার ফাইনাল খেলা। দিনের শুরুতে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া খেলা অনুষ্ঠিত হয়েছে। এখন যদি আপনি আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ফুটবল ম্যাচটি লাইভ দেখতে চান। তাহলে আপনি ঘরে বসে বিভিন্ন টিভি চ্যানেল সহ অনলাইন পোর্টালস যেমন টি স্পোর্টস, Toffee, বিভিন্ন ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেলে খেলাটি দেখতে পারবেন। নিচে আজকের খেলা লাইভ দেখার জন্য আরো বিস্তারিত গাইডলাইন দেওয়া হয়েছে।
আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস লাইভ ম্যাচ
বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ আর্জেন্টিনা ফুটবল দলকে সাপোর্ট করে। যারা ইতিমধ্যে গ্রুপ পর্ব ও নকআউট পর্ব শেষ করে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে। নকআউট পর্বে অস্ট্রেলিয়া দলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে আর্জেন্টিনা ফুটবল দল।
অন্যদিকে নেদারল্যান্ড ফুটবল দল যুক্তরাষ্ট্রকে তিন এক গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে। তাই আজকের হাইভোল্টেজ ম্যাচটি ঘরে বসে উপভোগ করুন আমাদের ওয়েবসাইটের সাহায্যে।
Watch Argentina vs Netherlands Live
আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস লাইভ স্কোর
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আজকের আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচটির লাইভ স্কোর দেখুন এখানে। আজকের ৯০ মিনিটের ম্যাচ খেলা শেষে যদি গোলশূন্য থাকে তাহলে আরো ১৫ মিনিট করে সর্বমোট ৩০ মিনিট খেলা বেশি গড়াবে। তাই প্রতি মিনিটের লাইভ স্কোর দেখুন এখানে। আজকের ম্যাচে আর্জেন্টিনা কয় গোল করেছে ও নেদারল্যান্ডস কয় গোল করেছে তার তথ্য নিচে দেয়া হয়েছে।
Argentina 0 – 0 Netherlands
আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস লাইভ দেখার নিয়ম
অসংখ্য মানুষ রয়েছে যারা আজকের আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস লাইভ ম্যাচটি কিভাবে দেখবেন তা জানার জন্য গুগলে অনুসন্ধান করছেন। বিভিন্ন টেলিভিশন জিটিভি, টি স্পোর্টস, Toffee সহ আরো কিছু অনলাইন পোর্টাল আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচ টি লাইভ সম্প্রচার করবে।
অন্যদিকে যারা আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড ম্যাচ টি ফ্রি লাইভ দেখতে চান। তাদের জন্য এখানে সার্ভার লিঙ্ক ও অনলাইন পোর্টাল লিংক দেয়া হয়েছে। লিংকে প্রবেশ করে আজকের ম্যাচটি লাইভ দেখে নিন।
ARGENTINA VS NETHETLANDS LIVE SERVER LINK – 1
ARGENTINA VS NETHETLANDS LIVE SERVER LINK – 2
আর্জেন্টিনা দলের খেলোয়াড় তালিকা
নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলার জন্য আর্জেন্টিনা ফুটবল দল তাদের এগারো জন প্লেয়ার তালিকা প্রকাশ করেছে। এখানে তাদের নাম ও জার্সি নাম্বার দিয়ে তালিকা তৈরি করা হয়েছে। দেখে নিন আজকের ম্যাচে কোন কোন খেলোয়াড় খেলছে।
- 9 J. Álvarez
- 20 A. Mac Allister
- 10 L. Messi
- 11 A. Di María
- 24 E. Fernández
- 7 R. De Paul
- 8 M. Acuña
- 19 N. Otamendi
- 13 C. Romero
- 26 N. Molina
- 23 D. Martínez
নেদারল্যান্ডস দলের প্লেয়ার তালিকা
আর্জেন্টিনার বিপক্ষে জয় ছিনিয়ে নেওয়ার জন্য নেদারল্যান্ডস ফুটবল দল তাদের শক্তিশালী একাদশ প্রকাশ করেছে। এখানে তাদের নাম ও জার্সি নাম্বার দিয়ে একটি তালিকা তৈরি করা হয়েছে।
- 23 A. Noppert
- 2 J. Timber
- 4 V. van Dijk
- 5 N. Aké
- 22 D. Dumfries
- 15 M. de Roon
- 21 F. de Jong
- 17 D. Blind
- 14 D. Klaassen
- 8 C. Gakpo
- 10 M. Depay
আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড ম্যাচের পরিসংখ্যান
আমরা ইতিমধ্যে আজকের কোয়ার্টার ফাইনালস আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচের পরিসংখ্যান তথ্য হাতে পেয়েছি। যেখানে আজকের ম্যাচে আর্জেন্টিনা ফুটবল দল যে তার সম্ভাবনা হচ্ছে 44 পার্সেন্ট ও নেদারল্যান্ড ফুটবল টিমের জেতার সম্ভাবনা হচ্ছে 26%। অন্যদিকে আজকের খেলা 90 মিনিট দিন শেষ হয়ে অতিরিক্ত সময়ে গড়াতে পারে তার পক্ষে ভোট পড়েছে ৩০%। সবাইকে শেয়ার করে আজকের ম্যাচের পরিসংখ্যান জানিয়ে দিন।
আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস হেড টু হেড রেকর্ড
আর্জেন্টিনা ফুটবল দল নেদারল্যান্ড ফুটবল দলের সাথে এই পর্যন্ত সকল ধরনের ম্যাচে ৯ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে আর্জেন্টিনা ফুটবল দল তিনটি ম্যাচ জিতেছে ও চারটি ম্যাচ হেরেছে। অন্যদিকে দুইটি ম্যাচ ড্র হয়েছে। সর্বপ্রথম ২৬ মে ১৯৭৪ সালে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে ৪-১ গোলে নেদারল্যান্ড এর কাছে আর্জেন্টিনা দল হেরে যায়। সর্বশেষ 2014 সালের জুলাই মাসের ৯ তারিখ আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড ফুটবল দল মুখোমুখি হয়েছিল যেখানে ম্যাচটি ড্র হয়েছিল।
আর্জেন্টিনা দল ও নেদারল্যান্ডস দলের ফিফা রেংকিং
আজকে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ার্টার্স ফাইনাল আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড। যার জন্য অনেকেই আর্জেন্টিনা ফুটবল দল ও নেদারল্যান্ড ফুটবল দলের ফিফা রেংকিং জানতে চাচ্ছে। বর্তমানে সর্বশেষ ফিফা পজিশন অনুযায়ী আর্জেন্টিনা ফুটবল দল ৩ নাম্বার পজিশনে রয়েছে। আর্জেন্টিনা ফুটবল দলের সর্বমোট সংগ্রহীত পয়েন্ট হচ্ছে 1773.88। অন্যদিকে নেদারল্যান্ড ফুটবল দল ফিফা র্যাংক অনুযায়ী আট নাম্বার পজিশনে রয়েছে। তাই দুই দলের পজিশনে অনেক স্ট্রং।
আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ফুটবল ম্যাচ টি লাইভ দেখুন ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। কাতার বিশ্বকাপের প্রতিটি ম্যাচ লাইভ দেখার জন্য আমাদের সাথেই থাকুন।