কাতার বিশ্বকাপে নকআউট পর্বের আজকের প্রথম খেলায় মুখোমুখি হতে যাচ্ছে নেদারল্যান্ড ফুটবল দল বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ফুটবল দল। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ফুটবল দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে পা রেখেছে। ৭ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ড গ্রুপ এ গ্রুপের এক নম্বর পজিশনে ছিল। নেদারল্যান্ড ফুটবল দল সেনেগাল ইকুয়েডর ও কাতারের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলেছে যার মধ্যে দুইটি জয় ও একটি ড্র করেছে।
অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রুপ বি থেকে নকআউট পর্বে এসেছে। গ্রুপ বি থেকে রানার আপ হয়ে নকআউট পর্বে এসেছে। তাদের গ্রুপে আরো ছিল ইংল্যান্ড ইরান ও ওয়েলস। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র দুইটি ড্র ও একটি জয় নিয়ে ৫ পয়েন্ট পেয়েছিল। যার ফলে তারা দুই নাম্বার পজিশন থেকে নকআউট পর্বে পা রেখেছে।
আজ ৩ ডিসেম্বর ২০২৩ নকআউট পর্বের প্রথম খেলায় মার্কিন যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে রাত নয়টায়। আজকের ম্যাচে যে দল জিতবে সেই দল কোয়ার্টার ফাইনালে সর্বপ্রথম পা রাখবে। তাই দুই দলই চাইবে তাদের আজকের এই ম্যাচটি জয় করতে। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ডিসেম্বর রাত নয়টায় খেলাটি অনুষ্ঠিত হবে।
Contents
নেদারল্যান্ডস বনাম মার্কিন যুক্তরাষ্ট্র
নেদারল্যান্ডস ফুটবল দল বিভিন্ন ফুটবল বিশ্বকাপে তাদের ভালো খেলার মাধ্যমে সামনের দিকে উঠে এসেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের জন্য কাতার ফুটবল বিশ্বকাপ অনেক বড় পাওয়া। কারণ তারা এবার নকআউট পর্বে পা রেখেছে। দুই দলই শক্ত প্রতিপক্ষ।
যারা ঘরে বসে নেদারল্যান্ডস বনাম মার্কিন যুক্তরাষ্ট্র লাইভ ম্যাচ দেখতে চান। তাদের জন্য আজকের এই পোস্টে উল্লেখ করা হয়েছে জনপ্রিয় কিছু ফ্রি সার্ভার লিংক। যেগুলো ব্যবহার করে যে কেউ আজকের নেদারল্যান্ডস বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ফুটবল ম্যাচ লাইভ দেখতে পারবে।
নেদারল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্র লাইভ
আজকের মার্কিন যুক্তরাষ্ট্র বনাম নেদারল্যান্ডস ফুটবল ম্যাচ টি রাত 9 টায় খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস ফুটবল দলের পরিসংখ্যান বলছে। আজকের ম্যাচ নেদারল্যান্ডস ফুটবল দলের জেতার সম্ভাবনা রয়েছে আটচল্লিশ শতাংশ। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রদলের জেতার সম্ভাবনা রয়েছে 23 শতাংশ। এবং ২৯ শতাংশ ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রতি মিনিটের খেলা আমাদের এই পোস্ট থেকে দেখুন লাইভ। সবাইকে শেয়ার করে নেদারল্যান্ডস বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ফুটবল ম্যাচটি দেখার সুযোগ করে দিন।
নেদারল্যান্ডস বনাম মার্কিন যুক্তরাষ্ট্র লাইভ স্কোর
অনেক সময় বিদ্যুৎ না থাকার ফলে আমরা খেলা লাইভ দেখতে পারি না। অন্যদিকে অনেকের ফোনে অনেক বেশি এমবি না থাকার ফলেও ফুটবল খেলা লাইভ দেখা যায় না। তা আপনাদের জন্য ৯০ মিনিটের নেদারল্যান্ডস বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ফুটবল ম্যাচটির লাইভ স্কোর নিচে দিয়েছি।
Netherlands 3 – 1 USA
৪৫ মিনিট খেলা হওয়ার পর ব্রেক ও ৯০ মিনিটের পর খেলার সার্বিক অবস্থা বিবেচনা করে আরো পাঁচ থেকে দশ মিনিট খেলা বেশি হয়ে থাকে। তাই এখান থেকে দেখে নিন নেদারল্যান্ডস ফুটবল দল কয়টি গোল দিয়েছে ও মার্কিন যুক্তরাষ্ট্র ফুটবল দল কয়টি গোল করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র বনাম নেদারল্যান্ডস লাইভ স্ট্রিমিং
নেদারল্যান্ডস বনাম মার্কিন যুক্তরাষ্ট্র লাইভ ম্যাচ দেখার উপায়
বর্তমানে প্রযুক্তি অনেক কিছু সহজ করে দিয়েছে। কারণ আপনি ঘরে বসে আপনার স্মার্টফোন দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ খেলা দেখতে পারবেন। বাংলাদেশে অসংখ্য টিভি চ্যানেল রয়েছে যারা নেদারল্যান্ডস বনাম মার্কিন যুক্তরাষ্ট্র খেলাটি লাইভ সম্প্রচার করবে। অন্যদিকে আপনাদের জন্য দুটি ফ্রি জনপ্রিয় সার্ভার লিংক নিচে দিয়েছি। যার একটি ওপেন করে সেখান থেকে বিভিন্ন টিভি চ্যানেল লিংক ওপেন করলে আপনি আজকের নেদারল্যান্ডস বনাম মার্কিন যুক্তরাষ্ট্র লাইভ ম্যাচটি উপভোগ করতে পারবেন।
NED VS USA LIVE MATCH SERVER – 1
NED VS USA LIVE MATCH SERVER – 2
নেদারল্যান্ডস ফুটবল দলের ও মার্কিন যুক্তরাষ্ট্র দলের ফিফা অবস্থান
অনেকেই আছেন যারা নেদারল্যান্ডস ফুটবল দলের ফিফা রেংকিং জানার জন্য গুগলে অনুসন্ধান করেন। এখানে আজকে মুখোমুখি হতে যাওয়া দুইটি দল নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্র দলের ফিফা রেংকিং তুলে ধরা হয়েছে। নেদারল্যান্ডস ফুটবল টিম বর্তমানে আট নম্বর পজিশনে রয়েছে। তাদের মোট সংরক্ষিত পয়েন্ট হচ্ছে ১৬৯৪.৫১। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ফুটবল দল াদের বর্তমান র্যাঙ্ক হচ্ছে ১৬ নাম্বার। তাদের সর্বমোট পয়েন্ট হচ্ছে ১৬২৭.৪৮।
আজকের নেদারল্যান্ডস দলের খেলোয়াড় তালিকা
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় চায় নেদারল্যান্ড ফুটবল দল। তাই তাদের ২৬ জন প্লেয়ার থেকে ১১ জন প্লেয়ার নিয়ে শক্ত একটি টিম প্রকাশ করা হয়েছে। এখানে আজকের অনুষ্ঠিত খেলায় পার্টিসিপেট করবে ১১ জন খেলোয়াড় তালিকা নিচে দেওয়া হয়েছে।
- 23 A. Noppert
- 2 J. Timber
- 4 V. van Dijk
- 5 N. Aké
- 22 D. Dumfries
- 15 M. de Roon
- 21 F. de Jong
- 17 D. Blind
- 14 D. Klaassen
- 8 C. Gakpo
- 10 M. Depay
আজকের মার্কিন যুক্তরাষ্ট্র দলের খেলোয়াড় তালিকা
সব দলই আজকে জয়ের জন্য মাঠে নামবে। তাই নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দল তাদের ১১ জন খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে। নিচে তাদের নাম সহ জার্সি নাম্বার তালিকা আকারে দেয়া হয়েছে।
- 10 C. Pulisic
- 21 T. Weah
- 9 J. Ferreira
- 8 W. McKennie
- 4 T. Adams
- 6 Y. Musah
- 5 A. Robinson
- 13 T. Ream
- 3 W. Zimmerman
- 2 S. Dest
- 1 M. Turner
নেদারল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্র লাইভ খেলাটি উপভোগ করুন ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। কাতার ফুটবল বিশ্বকাপের প্রতিটি ফুটবল ম্যাচ লাইভ দেখার জন্য আমাদের সাথেই থাকুন।